সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কেমন আছেন, ভালো করে খাবেন: প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি

নিজের স্বভাবসুলভ আন্তরিক ভঙ্গিতে প্রধান বিচারপতি এস কে সিনহাকে ঈদের অনুষ্ঠানে ‘ভালো করে খেতে’ বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বঙ্গভবনে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বিচারপতি সিনহা বঙ্গভবনে পৌঁছান শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হওয়ার বেশ খানিকটা পরে।

অন্যান্যদের মতো লাইনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে করমর্দন করার সময়ে রাষ্ট্রপতি তাকে বলেন, “কী খবর? কেমন আছেন।”

প্রধান বিচারপতির উত্তরের পর রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বঙ্গভবনের দরবার হল দেখিয়ে বলেন, “ভালো করে খাবেন।”

খয়েরি রঙের ‘স্লিম ফিট’ পাঞ্জাবি পরা বিচারপতি সিনহাকে এসময় হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
পরে প্রধান বিচারপতি বঙ্গভবনের দরবার হলে যান। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনের দরবার হলে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের রেষারেষির মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির এই সাক্ষাৎ নিয়ে অনেকেরই ছিল কৌতূহল।

প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে সেই ছবি নেওয়ার জন্য বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সনদের ব্যস্ততাও একটু বেড়ে যায়।

শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি দরবার হলে ঘুরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এসময় অনেককেই তিনি ‘ঠিকমতো খেয়েছেন কি না’ জানতে চান।

ষোড়শ সংশোধন বাতিলের রায়ের আগে থেকে অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধির গেজেট নিয়ে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের টানাপড়েন চলছিল। ওই রায়ের পর তা তীব্র হয়ে ‍ওঠে।

বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাত থেকে ফিরিয়ে নেওয়ার রায়ের পর্যবেক্ষণে বিচারপতি সিনহা বলেন, নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়ার বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলির ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে না থাকায় ‘দ্বৈত শাসন’ সৃষ্টি হচ্ছে মন্তব্য করে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করে ১৯৭২ এর সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ফেরানোর কথা বলে আসছেন প্রধান বিচারপতি।

এর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তেঁতুলেই দূর হবে লিভারের সমস্যা

অনলাইন ডেস্ক : আধুনিক জীবন যাত্রায় ক্রমশ অভ্যস্ত হয়ে পড়েছে শহরবাসী। ফাস্টফুড, তেল মশলাযুক্ত খাবারে শরীর কাহিল হয়ে চলেছে দিনের পর দিন।
অনেকেই ফ্যাটি লিভারের সমস্যা নিয়ে জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ছেন। জিভকে অনেকেই রসনা সুখ থেকে বঞ্চিত করতে চান না। তাই এমন অভ্যাসের জেরে বাঙালি এখন বেশ সমস্যায়।

লিভারের সমস্যা থেকে বাঁচতে খেতে পারেন পাকা তেঁতুল। লিভার ঠিক থাকবে তেঁতুল নামক ঔষধিতেই। তেঁতুলে থাকা বিশেষ উপাদান, লিভারের ফ্যাট দূর করে। শুধু লিভারের ফ্যাটই নয়, যেকোনও লিভারের সমস্যাতেই তেঁতুলের গুরুত্ব অপরিসীম।

তেঁতুল শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন দূর করে। তেঁতুল দেহের ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে আনে। পিত্তথলির সমস্যাতেও অব্যর্থ দাওয়াই এই তেঁতুল। পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে তেঁতুল।

বিশেষজ্ঞদের দাবি, নিয়মিত পরিমানমতো তেঁতুল খেলে লিভারের বয়স ২০ বছর কমে যাবে। তরতাজা থাকবেন আপনি। অর্থাৎ লিভারের অসুখ নিয়ে দুশ্চিন্তা না করে রোজ প্রাণভরে তেঁতুল খান। সুস্থ থাকুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ন্যাড়া ঐশ্বরিয়া’!

ঐশ্বরিয়া রাই বচ্চন তার মাথার সব চুল ভারতের বিখ্যাত তিরুমালার স্বামী ভেঙ্কটেশ্বর মন্দিরে দান করেছেন। সঙ্গে প্রমাণ হিসেবে রয়েছে তার মুণ্ডিত মস্তকের ছবিও।
এই খবর যে ভাইরাল হয়ে উঠবে, সেটা তো স্বাভাবিকই।

সোশ্যাল মিডিয়ায় লাগাতার শেয়ার হয়ে চলেছে ছবিটা। তার সঙ্গে জমছে নানা ধরনের কমেন্ট। কিন্তু ছবিটা যে স্রেফ টেকনোলজির কারসাজি, তা একটু খেয়াল করলেই বোঝা যায়।

ইন্টারনেটের যুগে ‘ফেক’ ব্যাপারটা প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। অমিতাভ বচ্চনের পুত্রবধূর এই কেশবিহীন ছবি সেই ‘ফেক’ শিল্পের এক অনন্য উদাহরণ নিঃসন্দেহে। এমনিতে ইন্টারনেটে বলিউডের নায়িকাদের নকল ‘অশ্লীল’ ছবি কোনও নতুন বিষয় নয়।

ঐশ্বরিয়াকে নিয়েও এমন খবর শোনা গিয়েছিল কয়েকদিন আগে। পারিবারিক বিবাদের জেরে তিনি নাকি আত্মহত্যা করেছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়েই অশান্তির সূত্রপাত। এমনকী, মৃত্যুর আগে ঐশ্বর্য কী বলেছিলেন জানা যায় সে কথাও। তিনি নাকি বলেছিলেন, ‘‘এমন কষ্টের সঙ্গে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল!’’

খবর রটে যেতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ঐশ্বরিয়া ভক্তদের মধ্যে। এবার সেই তালিকাতেই যুক্ত হল সাবেক এই বিশ্বসুন্দরীর এই চমকে দেওয়া ছবি। আপাতত রাকেশ ওমপ্রকাশ মেহেরার ‘ফ্যানি খান’ নিয়ে ব্যস্ত ঐশ্বর্য। এই ছবি নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী, সেটা অবশ্য জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে গরু কোরবানি দেওয়ায় বাড়িতে আগুন, গ্রেফতার ৬

ঈদুল আযহার দিনে ফের গো-রক্ষকদের তাণ্ডব ভারতের ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় গো-হত্যার অভিযোগ তুলে একই ব্যক্তির তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দিল স্থানীয় বাসিন্দা।
আতঙ্কে এলাকা ছাড়া রহমান মইন নামে সেই মুসলিম ব্যক্তি। ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

ঝাড়খণ্ডের গিরিডি জেলার নাইতণ্ড গ্রাম। এই গ্রামের বাসিন্দা রহমান মইনের আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। গ্রামেই তার তিনটি বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার সকালে ঈদ উপলক্ষে তিনটি গরু কোরবানি দেন রহমান মইন। পরে গ্রামবাসীদের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। আর এতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। রহমান মইনের তিনটি বাড়িতেই আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা। সংঘর্ষে আহত অল্প-বিস্তর আহত চারজন। ঘটনার পর আতঙ্কে পালিয়ে যান রহমান মইন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গিরিডির পুলিশ সুপার অখিলেশ বি ভারিয়ার জানিয়েছেন, রহমান মইনের বাড়ির থেকে গরুর মাংস ও হাড় উদ্ধার হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত এবছর ঈদের আগে গো-হত্যায় নিষেধাজ্ঞা কথা জানিয়ে রাজ্য জুড়ে জোর প্রচার চালিয়েছিল ঝাড়খণ্ডের বিজেপি সরকার। তবে ঝাড়খণ্ডে গরু নিয়ে হিংসা ঘটনায় অবশ্য এই প্রথম নয়। গত ৩০ জুন রামগড়ে গো-মাংস বহন করার অভিযোগে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠে। ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা-সহ তিন গ্রেফতার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে ভূমিকম্পের শিকার উত্তর কোরিয়া

ধারণা করা হচ্ছে ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরপর দুইবার ভূকম্পন হয়েছে দেশটিতে।
প্রথমবার ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। পরের বার তা বেড়ে হয় ৬.৩। যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি সেই অঞ্চলেই পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কুনো এনএইচকে টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক পরীক্ষার ব্যাপারে তারা নিশ্চিত। চীনও জানিয়েছে, বিস্ফোরণের কারণেই ভূকম্পন অনুভূত হয়েছে।

পরীক্ষার স্থলে তেজস্ক্রিয়তা পরীক্ষা করতে তিনটি মিলিটারি জেট পাঠেয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইটসনুরি অনুদেরা এ তথ্য দিয়েছেন। সূত্র : সিএনবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শপথ নিচ্ছেন মোদির মন্ত্রিসভায় ৯ নতুন মুখ!

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর এরইমধ্যে নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শপথগ্রহণ করতে চলেছেন নতুন মন্ত্রীরা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ৯ নতুন মুখ দেখা যেতে পারে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভায় রদবদল আসছে।

সম্ভাব্য ৯ মন্ত্রীর নামও প্রকাশ করেছে এবিপি আনন্দ। তারা হলেন-রাজস্থানের জোধপুরের পার্লামেন্ট সদস্য গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তরপ্রদেশের বাগপতের এমপি সত্যপাল সিং, কেরলের প্রাক্তন আইএএস আধিকারিক অ্যালফন্স কান্ননথানম, বিহারের আরার এমপি রাজকুমার সিং, প্রাক্তন আইএফএস আধিকারিক হরদীপ সিং পুরী, মধ্যপ্রদেশের টিকমগাহর এমপি বীরেন্দ্র কুমার, কর্ণাটকের এমপি অনন্ত কুমার হেগড়ে, উত্তরপ্রদেশের রাজ্যসভা এমপি প্রতাপ শুক্ল ও বিহারের বক্সারের এমপি অশ্বিনী কুমার চৌবে। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি কে হরিবাবুও মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হতে পারেন নির্মলা সীতারমন।

বিজেপি সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ জানায়, ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নিতে চাইছেন মোদি। সেই কারণে তিনি নিজেই ৯ জনকে নতুন মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। কয়েকজন মন্ত্রীর দফতর বদলও করা হতে পারে।

নতুন মন্ত্রীদের শপথগ্রহণের পরেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় রদবদলের আগেই সম্প্রতি রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিশরাসহ ৬ জন মন্ত্রী পদত্যাগ করেন।

সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়,

মোদি-অমিত শাহের প্রধান মাথাব্যথা ‘বিগ ফোর’— স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রণালয়। অর্থ ও প্রতিরক্ষা, দু’টিই অরুণ জেটলির হাতে। প্রতিরক্ষায় কাকে বসানো হবে, তার জন্য বাকি তিনটি মন্ত্রলালয়েও রদবদল হবে কি না, সেখানেই আটকে যাচ্ছেন মোদি-অমিত। সুষমা স্বরাজকে প্রতিরক্ষামন্ত্রী করার জল্পনা রয়েছে। নিতিন গডকড়ীকে জাহাজ-সড়ক-পরিবহণের সঙ্গেই রেল দেওয়া হবে না কি ‘বিগ ফোর’-এ আনা হবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত করতে শনিবার সকালেই বৃন্দাবনে আরএসএস-র সমন্বয় বৈঠক থেকে দিল্লি ফেরেন অমিত। সমন্বয় বৈঠকে সংঘের অন্তত চারটি সংগঠন সরকারের কাজ নিয়ে ক্ষোভ জানিয়েছে। বিজেপি সূত্রে খবর, এক সপ্তাহের মধ্যেই অমিত বিজেপির সংগঠনেও রদবদল করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সেনাদের বিরুদ্ধে পাকিস্তানি শিশুকে গুলি করে হত্যার অভিযোগ

আজাদ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় গুলিবিদ্ধ হয়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের দাবি এটি ভারতীয় সেনাদের হত্যাকাণ্ড। ওই শিশুকে নিশানা বানিয়ে গুলি করা হয়েছে। তবে এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি।

পাকিস্তানের পুলিশ কর্মকর্তা জাভেদ ইকবালকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, শনিবার (২ সেপ্টেম্বর) পুঞ্চ জেলার দক্ষিণাঞ্চলীয় আব্বাসপুর সেক্টরের পলাশ গ্রামে নিজ বাড়ির আঙিনায় দাঁড়িয়েছিল শিশুটি। এক ভারতীয় সেনা গুলি করলে তার মাথায় এসে লাগে। ঈদের পোশাক পরিহিত ওই শিশুকে একটি মোটরবাইকে করে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত প্রাণে রক্ষা হয়নি গুলিবিদ্ধ ওই শিশুর।

ডন জানায়, ৫ বছরের শিশুটি এতিম। তার মৃত্যুতে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পলাশ ও আশেপাশের এলাকার বাসিন্দারা মরদেহটিকে হাসপাতাল থেকে আব্বাসপুর ব্রিজে নিয়ে যান। সেখানে তারা বিক্ষোভ করেন। নিয়ন্ত্রণরেখায় বসবাসরত মানুষদের জীবনের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করলেও সে অঙ্গীকার রাখতে তারা ব্যর্থ হয়েছেন।

বিক্ষোভ এলাকায় উপস্থিত ছিলেন এমন এক স্থানীয় সাংবাদিক ডন নিউজকে বলেন, ‘বিক্ষোভকারীরা দাবি করেছে ডেপুটি কমিশনার কিংবা অন্য যেকোনও সিনিয়র কর্মকর্তা যেন তাদের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। কারণ প্রায় সব কর্মকর্তাই এখন ঈদের ছুটিতে আছেন।’

বদিউজ্জামান নামের ওই সাংবাদিক আরও জানান ‘অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় কলোনি নির্মাণের’ দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ভারতীয় সেনাদের ছোড়া গুলিতে বিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে মানুষদের ওই কলোনিতে স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া: জাপান

উত্তর কোরিয়া ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে জাপান। দেশটির দাবি, রবিবার উত্তর কোরিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্প প্রাকৃতিক নয়; এটি আসলে পারমাণবিক বিস্ফোরণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাপানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এমন দাবি করেন।

তারো কোনো বলেন: তথ্য বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি এটি পারমাণবিক পরীক্ষা ছিল।’

উল্লেখ্য, উত্তর কোরিয়ায় স্থানীয় সময় রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পর পর দুটি ভূ-কম্পন অনুভূত হয়। পিয়ং ইয়ং নতুন একটি হাউড্রোজেন বোমা তৈরির দাবি করার পরই এ কম্পন অনুভূত হলো। এ কম্পনকে ঘিরে তাই সন্দেহ তৈরি হয়েছে। জাপানের মতো দক্ষিণ কোরিয়ারও দাবি, এটি কৃত্রিম কম্পন; উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে এ ভূকম্পন অনুভূত হয়েছে। অবশ্য, এখনও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে মন্তব্য করা হয়নি। তবে পারমাণবিক পরীক্ষার কারণে আগেও বেশ কয়েকবার উত্তর কোরিয়ায় কৃত্রিম কম্পন অনুভূত হয়েছে।

এর আগে রবিবার আগের চেয়ে আরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্র তৈরির দাবি করে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এটি একটি হাউড্রোজেন বোমা এবং একে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপন করে হামলা করা যাবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, দেশটির নেতা কিম জং উন নতুন হাউড্রোজেন বোমাটির দিকে তাকিয়ে আছেন। উত্তর কোরিয়ার দাবি, নতুন এ পরমাণু বোমাটি আরও অনেক বেশি বিধ্বংসী ও ক্ষমতাসম্পন্ন। এ বোমাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের মাধ্যমে নিক্ষেপ করা যাবে বলেও দাবি করেছে দেশটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest