সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

যদিও অধিকাংশ বিবাহিত নারী ও পুরুষই মনে করে থাকেন যে, তারা সন্তান ধারণে সক্ষম। জানলে হয়তো অবাক লাগতে পারে, বাস্তবে প্রতি ১০ দম্পতির মধ্যে এক দম্পতির গর্ভধারণে সমস্যা রয়েছে।
যারা সন্তান চান কিন্তু সন্তান পান না, তাদের জীবনে বিষাদ, ক্রোধ, হতাশা দেখা দেয়। তবে এবার বন্ধ্যাত্ব মোকাবেলায় পথ দেখাচ্ছেন ‘ডোনেটর গার্লস’। বন্ধ্যাত্বের কারণে যেসব দম্পতি সন্তানসুখ থেকে বঞ্চিত হন, তাদের জন্যই নিজেদের ‘ডিম্বাণু ডোনেট’ করছেন বহু যুবতী। বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে নিজেদের ডিম্বাণু ডোনেট করে আসছেন তারা। আর প্রতিবার ডিম্বাণু দেয়ার জন্য পাচ্ছেন ২০ হাজার থেকে ৭০ হাজার টাকা। তবে টাকার অংকই যে শুধু কারণ না বলে জানিয়েছেন ডোনেটর তরুণীরা। নিঃসন্তান দম্পতিদের সন্তানলাভে সাহায্য করাই তাদের উদ্দেশ্য।

ডোনেশন সাইটে নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট ক্লিনিক থেকে যোগাযোগ করা হয় ডোনেটরের সঙ্গে। গাইনোকোলজিস্ট খতিয়ে দেখেন একজন ডোনেটরের বয়স, উচ্চতা, ব্লাড গ্রুপ ও পরিবারে কোন অসুখ-বিসুখ আছে কিনা। ডিম্বাণু ডোনেশনের জন্য ওই যুবতী শারীরিকভাবে কতটা সক্ষম, কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা দেখে নেওয়া হয়। একই সঙ্গে মনোবিদের সঙ্গে পরামর্শও চলতে থাকে। শরীর ও মন পুরোপুরি ডোনেশনের উপযুক্ত মনে হলে, ডাক্তার হরমোনাল ইনজেকশন দেন। যাতে বেশি সংখ্যায় ডিম্বাণু উৎপাদন হয়। তবে অনেক সময় এই ইনজেকশনের ফলেই বমি, মাথাঘোরা, মাথা যন্ত্রণা, খিটখিটে ভাব বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পাশাপাশি ডিম্বাণু ডোনেশনের ক্ষেত্রেও ‘গায়ের রংয়ের কারণে’ টাকার অঙ্কে ‘বৈষম্য’ লক্ষ্য করা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাছ ধরাটা অনেকেরই শখ! সেই শখটা তারা অবকাশ পেলেই পূর্ণ করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাদের মতো অ্যাডভেঞ্চারপ্রিয় লোকদের একজন।
দক্ষিণ সাইবেরিয়ায় সম্প্রতি খালি গায়ে মাছ ধরতে পানিতে নেমে পড়েন বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাধর এ ব্যক্তি। ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের মাছ ধরার বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে হাতে পানিতে সাঁতার কেটে মাছ ধরতেও দেখা গেছে।

দক্ষিণ সাইবেরিয়ার একটি ঠাণ্ডা পানির পাহাড়ি লেকে দাপিয়ে বেড়ান পুতিন। তাকে একটি ক্যামোফ্লেজ ওয়েট সুটে মাছ ধরতে, পাওয়ারবোট চালাতেও দেখা যায়। টুভা নামে এলাকাটিতে তিনি দুই দিন ছুটি কাটান। ২০০৯ সাল থেকে প্রতিবছরই সাইবেরিয়ায় এমন অবকাশে যান পুতিন।

বিশ্লেষকরা বলছেন, মিডিয়াতে পুতিনের অ্যাডভেঞ্চার দেখানোর পেছনে আরও কিছু কারণ রয়েছে। এসব দৃশ্য দেখিয়ে তিনি দেশবাসীকে বার্তা দিতে চান যে, শারীরিকভাবে তিনি যথেষ্ট ফিট।

রাশিয়ান টিভিতেও তার এ ছুটি কাটানোর দৃশ্য দেখানো হয়। তাতে তার সুগঠিত শরীরে লেকের পানিতে সাঁতরে মাছ ধরা কিংবা স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ানোর চিত্র দেখে সিনেমা বলেও ভুল করতে পারেন কেউ।

পানির নিচে মাছ ধরার জন্য তিনি পেশাদার সাঁতারুদের মতো কেমোফ্লেজ পোশাক ও মাস্ক পরেন। এরপর মাছ ধরে তিনি ফেরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল জনতা পার্টির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির পার্লামেন্টের ভোটে বিরোধীদলীয় প্রতিদ্বন্দ্বি গোপালকৃষ্ণ গান্ধীকে বিপুল ব্যবধানে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অন্ধ্রপ্রদেশের ৬৮ বছর বয়সী নাইডু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি। শনিবারের ভোটে দেশটির স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীকে ২৭২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নাইডু।

ভারতের সংবিধান অনুযায়ী দেশটির ভাইস প্রেসিডেন্টের পদ অনেকটা অলঙ্কারিক। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা কার্যনির্বাহী ক্ষমতার অধিকারী।

তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপ্তি খুব বেশি নয়। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ভোট দিতে পারেন।

দুই কক্ষে ৭৮৫ জন সংসদ সদস্য থাকলেও শনিবার ভোট দেন ৭৭১ জন সাংসদ। ১৪ জন সাংসদ ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। লোকসভা ও রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সংসদ সদস্য রয়েছে যথাক্রমে ৩৩৮ ও ৭৫ জন।

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ম্যাজিক ফিগার ৩৩৮ ভোটের প্রয়োজন হলেও অন্ধ্রপ্রদেশের প্রবীণ রাজনীতিক ভেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬ ভোট। অন্যদিকে গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪ ভোট। ২৭২ ভোটের ব্যবধানে বিশাল জয় পেয়েছেন নাইডু।

রাজনীতিতে নামার আগে সম্প্রতি ভারতের নির্বাচিত ১৪তম প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দর সঙ্গে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সমাজসেবক সংঘে (আরএএস) সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন নাইডু।

পরপর দুই মেয়াদে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী হামিদ আনসারির মেয়াদ শেষ হবে ১০ অাগস্ট। পরের দিন পরবর্তী পাঁচ বছরের জন্য নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু।

এদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিজেপির প্রার্থী ভেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গুরু ভেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলতি বছরের শুরু থেকেই ফ্লপের বৃত্তে আছে বলিউডের সিনেমা। সর্বশেষ ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ‌‘টিউবলাইট’ ছবিটিও ততটা সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।

তবে কিছুটা চমকের আশা নিয়ে গেল শুক্রবার মুক্তি দেয়া হয়েছিল শাহরুখ-আনুশকা অভিনীত নতুন ছবি ‘জাব হ্যারি মেট সেজেল’। বাজিমাত টাইপের কিছু না হলেও ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছে বক্স অফিসে।

শুক্রবার প্রায় ৩২০০টি সিনেমা হলে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর এ ছবিটি আয় করেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন শাহরুখের ক্যারিয়ারে প্রথম দিনে সর্বনিম্ন আয় করা ছবি এটি। এর আগে শাহরুখের ‘রেইস’ ছবিটি প্রথম দিন আয় করেছিল ২৮ কোটি রুপি।

তবে সমালোচকদের প্রত্যাশা শিগগিরই ঘুরে দাঁড়াবে ৯০ কোটি টাকার ‘জাব হ্যারি মেট সেজেল’ ছবিটি। বিশেষ করে আগামীকাল রোববার ভারতে সাপ্তাহিক ছুটি। এই দিনেই বাজিমাত করতে পারে ছবিটি। কেননা, যারা ছবিটি দেখেছেন তারা এর গল্প ও শাহরুখ-আনুশকার অভিনয়ের প্রশংসা করেছেন। আর নির্মাতা হিসেবে ইমতিয়াজ আলীও বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন বলে।

ইমতিয়াজ আলী পরিচালিত ছবিটিতে একজন ট্যুরিস্ট গাইডের ভূমিকায় দেখা গেছে শাহরুখ খানকে। তার সঙ্গে আছেন আনুশকা শর্মা। ছবিটির বেশ কিছু গান এরই মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছেন। সাবেক এ ক্রিকেট তারকার বিরুদ্ধে তার দলের এক নারী সংসদ সদস্য যৌন হয়রানির অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করায় এ সংকট তৈরি হয়েছে। শনিবার দেশটির জাতীয় পরিষদ ইমরানের খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে।

শপথ নেয়ার পর দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি পিটিআই’র চেয়ারম্যানের বিরুদ্ধে জাতীয় পরিষদের সদস্য আয়েশা গুলালাই’র আনা অভিযোগের তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

আয়েশা গুলালাই অভিযোগ করে বলেছেন, ৬৪ বছর বয়সী ইমরান খান মোবাইল ফোনের তার সঙ্গে গাঁটছাড়া বাঁধার ইঙ্গিত দিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েছিল। এর মধ্যে অশ্লীল বার্তাও ছিল। তবে ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ওই নারীকে ব্যবহার করছে এবং তাকে (আয়েশা) কিনে নিয়েছে।

এদিকে, শুক্রবার দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, এটি পিএমএল-এন’র চেষ্টা এবং পরীক্ষীত পদ্ধতি।

প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠনের আহ্বান জানান। বিষয়টির সুরাহা করতে কমিটি তদন্তের পর পার্লামেন্টে প্রতিবেদন উপস্থাপন করবে।

পার্লামেন্টে নতুন এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই প্রধান এবং গুলালাই দু’জনই সম্মানিত ব্যক্তি। এমন অবস্থায় অভিযোগ তদন্তে কমিটি গঠন করা উচিত। দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। সংগীতের পরিচিত মুখ কোনাল। এবার একটি বিশেষ গানে এক হলো তারা। তৈরি হলো বিশেষ গান ‘বন্ধু’। গানটির কথা-সুর করেছেন চিরকুটের ভোকাল শারমীন সুলতানা সুমী। গানটির সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট। আর গেয়েছেন সোমনূর মনির কোনাল।

গানের মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে শুক্রবার (৪ আগস্ট)।

আগস্টের প্রথম রোববার (৬ আগস্ট) বন্ধু দিবস। দিনটি স্মরণীয় করে রাখতে গানটি গাওয়ার উদ্যোগ নেন কোনাল। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী স্পর্শিয়া ও তাসনুভা তিশা। তাদের সঙ্গে আরও আছেন সাব্বির অর্ণব।

গত ৩০ জুুলাই ঢাকার বেশ কয়েকটি জায়গায় গানটির ভিডিওর শুটিং করেন নির্মাতা ইমরাউল রাফাত। অনেকের সঙ্গে এতে প্রধান মডেল হিসেবে যোগ দিয়েছিলেন স্পর্শিয়া, তাসনুভা তিশা ও । এদিন সন্ধ্যার পর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুটিংয়ে অংশ নেন শিল্পী নিজেও।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘আমি ব্যক্তিগত জীবনে অসম্ভব বন্ধুকেন্দ্রিক একজন মানুষ। চিরকুটের সুমী আপুর সঙ্গে এই গানটির পরিকল্পনা করি আরও বছর দুয়েক আগে। অবশেষে আমাদের সেই গানটি রেকর্ড হলো এবং চমৎকার একটি গল্প নিয়ে ভিডিও তৈরি হলো। আমি বিশ্বাস করি, গানটির মাধ্যমে প্রতিটি মানুষ তার ফেলে আসা বন্ধুদের স্মৃতিতে ফিরে যাবেন এবং হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করবেন।’

দেখুন কোনালের গাওয়া গানটির ভিডিও :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতই অবস্থা। ৪৩৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নামতে হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালোই লড়াই করছে লঙ্কানরা। বিশেষ করে দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিসের ব্যাটে দারুণ লড়াই দেখিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

টেস্টের মাত্র তৃতীয় দিন পার হয়েছে। দিনের শুরুতে লঙ্কানদের জন্য পরিস্থিতি বেশ খারাপ হলেও দ্বিতীয়াংশে ভালোই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে ভারতীয় বোলারদের সামনে। যদিও শেষ বিকালটা তাদের জন্য কিছুটা বিষাদময়। কারণ, লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর মূল কারিগর কুশল মেন্ডিস শেষ বিকেলে আউট হয়ে ফিরে গেছেন ১১০ রান করে।

টেস্টে এটি ছিল কুশল মেন্ডিসের তৃতীয় সেঞ্চুরি। সেঞ্চুরির চেয়েও এটার মাহাত্ম্য অনেক বড়। কারণ, এমন এক মুহূর্তে তিনি সেঞ্চুরি করেছেন, যেটার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। আউটটা না হলেও শ্রীলঙ্কা মানসিকভাবেও অনেক এগিয়ে থাকতে পারতো।

মেন্ডিস যখন আউট হন তখন দলীয় রান ১৯৮। এরপর দিনের বাকি সময়টা ভালোই কাটিয়েছেন দিমুথ করুনারত্নে এবং মালিন্দা পুষ্পকুমারা। ৯২ রানে অপরাজিত রয়েছেন করুনারত্নে। আর পুষ্পকুমারা রয়েছেন ২ রানে অপরাজিত। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ২ উইকেট হারিয়ে ২০৯। এখনও ভারতের প্রথম ইনিংসের চেয়ে ২৩০ রান পিছিয়ে লঙ্কানরা। হাতে আছে এখনও ৮ উইকেট।

এর আগে ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার নিরোশান ডিকভেলার উইকেট হারায় লঙ্কানরা। দলীয় ৭ রানে এবং ব্যক্তিগত ২ রানে আউট হন তিনি। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন উমেষ যাদব এবং হার্দিক পান্ডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেষের শুরু আগেই হয়ে গেছে উসাইন বোল্টের। শুক্রবারই বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ১০০ মিটার হিটে বিদ্যুৎ বোল্ট সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড। নিজের হিটে হয়েছেন প্রথম।

হিটে অংশ নিয়েছেন মোট ৪৮ জন। প্রতি হিটে ছিলেন ৮ জন করে। বোল্ট ছিলেন ৬ নম্বর হিটে। তার সঙ্গে সোনার লড়াইয়ে থাকা বাকি তারকাদের মধ্যে একমাত্র তার স্বদেশি জুলিয়ান ফোর্ট ছাড়া আর কেউই ১০ সেকেন্ডের কম সময় করতে পারেননি। জাস্টিন গ্যাটলিন, ইয়োহান ব্লেকের সময়ও ভালো বোল্টের চেয়ে। তবে বোল্ট তার আসল লড়াই তুলে রাখলেন ফাইনালের জন্যই।

এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই অবসর নেবেন জ্যামাইকান এই স্প্রিন্টার। তাই বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতেই তিনি ১০০ মিটারে সোনা ধরে রাখতে চান। হিটেই যার প্রমাণ পাওয়া গেল।

আজ রাত ১২.৫ টায় বোল্টের সেমিফাইনাল। এরপর রাত ২টা ৪৫ মিনিটে ক্যারিয়ারের শেষ দৌড়টা দিয়ে দেবেন সর্বকালের সেরা এই অ্যাথলেট। বোল্টের বজ্র দৌড় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২, সিলেক্ট এইচডি ২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest