সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

হটাৎ করেই শনিবার কফের সঙ্গে খানিকটা রক্ত বের হয়ে আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফির। সেখানে ফুসফুসের পরীক্ষা করা হয়। অবশ্য পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে রিপোর্ট পেয়ে ডাক্তার দেখিয়ে আবার বাসায় ফিরে গেছেন টাইগার এই অধিনায়ক।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসায় সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাই আর হাসপাতালে ভর্তি হতে হয়নি।’

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে মুশফিকরা। তবে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখায় চট্টগ্রামের ক্যাম্পে যাননি মাশরাফি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রাক্তন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা ও এর জের ধরে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না সেটা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি বরিশালে কাজ শুরু করেছে।

বরিশালের প্রাক্তন জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান ও প্রাক্তন বিভাগীয় কমিশনার মো. গাউসসহ সংশ্লিষ্টদের কার কী ভূমিকা ছিল তা জানতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

রোববার সকালে তদন্ত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীরর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা বরিশাল এসে পৌঁছেন। এ কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজনকরে যুগ্মসচিব রয়েছেন।

এরপর সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজে যান ৫ সদস্যের তদন্ত কমিটি। সেখানে প্রত্যাহার হওয়া মামলার বাদী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু, গাজী তারিক সালমনের আইনজীবী মো. মোখলেসুর রহমান খান ও ঘটনার দিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, তদন্ত কমিটির বরিশালে আসার কথা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আগেই তাকে জানানো হয়েছিল। সে অনুযায়ী প্রত্যাহার হওয়া মামলার বাদী অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু, গাজী তারিক সালমনের আইনজীবী মো. মোখলেসুর রহমান খান ও ঘটনার দিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যকে আজ সার্কিট হাউজে উপস্থিত থাকতে অবগত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান আরো জানান, প্রয়োজন মনে করলে তদন্ত কমিটি এর বাইরেও যেকারো সঙ্গে কথা বলতে পারেন।

মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি প্রসিকিউসন) মো. আব্দুর রব জানান, সেদিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যকে বরিশাল সার্কিট হাউজে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা এখন সেখানে অবস্থান করছেন।

মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রাক্তন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) গাজী তারিক সালমন জানান, গত ১ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগের কনফারেন্স রুমে ৫ সদস্যের তদন্ত কমিটি তার কাছ থেকে সেদিন কী ঘটেছিল শুনেছেন। এর বাইরে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন গাজী তারিক সালমন।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ‘বিকৃত ছবি’ ছাপানোর অভিযোগ এনে গত ৭ জুন আগৈলঝাড়ার সাবেক ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লহ সাজু।

বরিশাল সিএমএম আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করে ২৭ জুলাইয়ের মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতে হাজির হলে তারিক সালমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক মো. আলী হোসাইন। দুই ঘণ্টা পর ওই মামলায় বরিশাল সিএমএম আদালত থেকে জামিন পান তারিক সালমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সারাজীবন জিতেছেন তিনি। কোন দৌড়েই তাকে কেউ হারাতে পারেনি। কিন্তু জীবনের শেষ দৌড়ে আর পেরে উঠতে পারলেন না। হেরেই গেলেন তিনি। সারাটি জীবন প্রথম স্থান অধিকার করলে ক্যারিয়ারের শেষ দৌড়ে তিনি হলেন তৃতীয়। বলছিলাম কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের কথা।

শনিবার উসাইন বোল্ট হেরে গেলেন আমেরিকান দৌড়বীদ জাস্টিন গ্যাটলিনের কাছে। লন্ডন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এসে মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন হারিয়ে দিলেন বোল্টকে। শুধু জাস্টিন গ্যাটলিন নয়, আরেক মার্কিন উদীয়মান দৌড়বীদ ক্রিশ্চিয়ান কোলম্যানও হারিয়েছেন বোল্টকে।

সবাই অবাক বিস্ময়ে লক্ষ্য করল স্কোরবোর্ডে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করলেন জাস্টিন গ্যাটলিন। ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ক্রিশ্চিয়ান কোলম্যান। ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বোল্ট।

সারা দুনিয়া বসে ছিল টিভির সামনে। মাত্র ১০ সেকেন্ডের দুনিয়া কাঁপিয়ে দেয়া এক দৌড়। ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে যেখানেই অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছেন, সেখানেই অপরাজেয়। দ্বিতীয় হতে হয়নি কখনও তাকে। সেই গতি দানব উসাইন বোল্ট কি না ক্যারিয়ারের শেষ দৌড়ে এসে হেরে গেলেন!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতীয় সেনাদের বিতর্কিত ডোকালাম অঞ্চল থেকে হটিয়ে দেয়ার জন্য ‘সীমিত যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে চীন। চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের এক নিবন্ধে এ দাবি করা হয়েছে।

ভুটান এবং চীনের মধ্যে অবস্থিত ডোকালামে ভারতীয় বাহিনী গত জুনে ঢোকার পর থেকে চলমান গোলযোগের সূচনা হয়। চীনা সেনাদের একটি সড়ক নির্মাণে বাঁধা দেয়ার জন্য ডোকালামে ঢুকেছে ভারতীয় বাহিনী। চীন ও ভুটান উভয়ই ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। ভুটানের অনুরোধে ভারতীয় বাহিনী ওই এলাকায় ঢোকে।

সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্সসের গবেষক হু শি ইয়ংয়ের বরাত দিয়ে ‘সীমিত যুদ্ধের’ কথা জানিয়েছ গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমস বলছে, চীন সীমিত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দু’দেশের মধ্যে চলমান টানাপড়েন বেশি দিন স্থায়ী হবে না। এ যুদ্ধ দু’সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে ‘মিলিটারি ক্লাসেস পসিবল অ্যাজ বর্ডার স্টান্ড অফ ড্রাগস অন: এক্সপার্ট’ শীর্ষক নিবন্ধে দাবি করা হয়। এতে বলা হয়, ভারতের চীনা দূতাবাসসহ চীনের ছয় মন্ত্রণালয় এবং সংস্থা চলমান সংকট নিয়ে খুব অল্প সময়ের মধ্যে মন্তব্য করেছে। অর্থাৎ চীন হটে আসবে না তাই ঝোঝা যাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, আঞ্চলিক আধিপত্য এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের মন্তব্যে হয়ত ভারত অন্ধ হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যে আচরণ করছে চীনের মতো একটি দেশের সঙ্গে একই আচরণ করতে শুরু করেছে ভারত।

নিবন্ধে বলা হয়, চীনের গণমুক্তি ফৌজ গত এক মাস ধরে চলাচল শুরু করেছে। সামরিক সংঘর্ষের জন্য চীনা বাহিনীর প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নিবন্ধকার ইয়ং।

চীনা এলাকায় অবৈধ ভাবে প্রবেশকারী ব্যক্তিদের আটক বা তাদেরকে সেখান থেকে বহিষ্কার করাই এ সামরিক অভিযানের লক্ষ্য হবে। অবশ্য ইয়ং তার নিবন্ধে বলেছেন, সামরিক পদক্ষেপ নেয়ার আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবে চীন সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) শুরুটা ভালো হল না সাকিবের। নিজের প্রথম ম্যাচেই বল হাতে উইকেট পেলেও ব্যাটে পুরোপুরি ব্যর্থ এই তারকা। আর ব্যর্থতার দিনে তার দল জ্যামাইকা তলাওয়াস ১২ রানে হেরে গেছে বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ। তবে জ্যামাইকার বোলারদের বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি বার্বাডোজের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন শোয়েব মালিক। এছাড়া ডুয়াইন স্মিথ ২৮ ও পার্নেলের ব্যাট থেকে আসে ২৫ রান। জ্যামাইকার হয়ে সান্তোকি ও ইমাদ ওয়াসিম নেন ২ টি করে উইকেট। আর সাকিব পান ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন সাঙ্গাকারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে জ্যামাইকা। সাকিবের ব্যাট থেকে আসে ১ রান। তবে ওপেনার সিমন্স এক প্রান্ত ধরে দলকে জয়ের দিকে নিয়ে যায়। ব্যক্তিগত ৫৩ রানে এই ওপেনার আউট হলে জ্যামাইকার জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৩০ রানেই থামে তাদের ইনিংস। ফলে ১২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের জ্যামাইকা।

উল্লেখ্য, সিপিএলের এবারের আসরে বাংলাদেশের দুই জন ক্রিকেটার অংশগ্রহন করেছে। আসরের উদ্ভোধনী ম্যাচে মেহেদী হাসান মিরাজের দল জয় পেলেও একাদশে ছিলেন না মিরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : আগামি ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে কলারোয়া উপজেলা আওয়ামীলীগ।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় জাতীয় শোক দিবসটি সুষ্ঠুভাবে পালন ও কাঙালিভোজ বিতরণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। পৌরসদরসহ উপজেলার ১২টি ইউনিয়নের কাঙালিভোজকে কেন্দ্র করে কোন বিশৃংখলা যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।
সভা শেষে শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার বাদি বর্ষিয়ান আ.লীগ নেতা চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, আ.লীগ নেতা আলহাজ্ব খায়বার রহমান, মনোরঞ্জন সাহা, রবিউল আলম মল্লিক, মনিরুজ্জামান মন্ময় মনির, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, মিজানুর রহমান, সাংবাদিক শেখ মোসলেম আহম্মেদ, সরদার আনছার আলী, প্রভাষক আ.মান্নান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রভাষক আরিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, শহিদ আলী, মহিদুল ইসলাম, মন্জুরুল ইসলাম মিঠু, ইউপি সদস্য নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনিসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি: গত ৪ আগস্ট রাতে বনদস্যু রবিউল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাহেব আলী ১৪/১৫ জন সদস্য নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জাধিন মালঞ্চ নদীর হাঁড়ি ভাঙ্গার কোল নামক স্থানে মৎস্যজীবিদের ৫টি নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ১১জন মৎস্যজীবিকে জিম্মি করে তাদেরকে অমানুষিক নির্যাতন করে। এদের মধ্যে গত ০৫আগষ্ট সকালে মোস্তফা, মঞ্জু, মানিক চাঁদ, শাহিনুর, মিজান, শফিকুল, তাহের এবং কওসার লোকালয়ে ফিরে এসে জানান, তাদেরকে অমানুষিক নির্যাতন করেছে। তারা মাথায় আঘাত করে মোস্তফার মাথা ফাঁটিয়ে দিয়েছে। মিজান এবং তাহেরের অবস্থাও আশঙ্কাজনক। তারা স্থানীয় ভাবে চিকিৎসাধিন আছে। বন দস্যুরা হরিনগর গ্রামের ১. হাবিবুর (৩৫), ২. ইছহাক, উভয় পিতা- আতিয়ার রহমান, ৩. রাহুল মোড়ল (২৫), পিতা- মোস্তফা-কে ৫লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে জিম্মি করে রেখেছে। ২৪ ঘন্টার মধ্যে মুক্তিপনের টাকা না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। এলকার মৎস্যজীবিদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দায়িত্ব পেলে সাত দিনেই দেশ ঠিক করে ফেলবেন বলে জানিয়েছেন বগুড়ার হিরো আলম। শুক্রবার দুপুরে একটি রেডিও চ্যানেলের লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
রেডিও জকি জানতে চান, মন্ত্রী হলে আপনি কী করবেন?

উত্তরে হিরো আলম বলেন, ‘তিনি মন্ত্রী হতে চান না। তবে দেশের দায়িত্ব পেলে তিনি সাত দিনেই দেশ ঠিক করে ছাড়বেন। ‘ এসময় হিরো আলম ভারতীয় অভিনেতার মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ফাটাকেষ্ট’ ছবির কথা উল্লেখ করেন। বলেন, আপনি ‘ফাটাকেষ্ট দেখেননি? ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই দেশ ঠিক করে ফেলবো। ‘

রেডিও জকি হিরো আলমকে নেচে দেখাতে বলেন। উত্তরে হিরো আলম বলেন, ‘তিনি নাচতে আগ্রহী নন। তবে সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নেচে দেখাবেন তিনি। ‘

মানুষের খারাপ মন্তব্য, সমালোচনা কীভাবে নেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এগুলো আমার খুব ভালো লাগে। কারণ গালি দিতে হলে আমার নামটা আগে মুখে নিতে হয়। তার মানে ওই ব্যক্তির মাথায় ‘হিরো আলম’ শব্দটা কাজ করে। সে আমাকে গুরুত্ব দিচ্ছে বলেই এটা করে। ‘

‘মার ছক্কা’ ছবির মাধ্যমে বড় পর্দায় হিরো আলমের অভিষেক হচ্ছে। ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে বলে জানান হিরো আলম। রেডিও জকি প্রশ্ন করেন, ‘এমন ছিপছিপে শরীর দিয়ে কীভাবে অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন? এটা কীভাবে সম্ভব?’ হিরো আলম বলেন, ‘পারি আর না পারি সামনে আগাইয়া যাব। পরে যা হওয়ার হয়ে যাবে। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest