কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলো উপজেলার মহৎপুর গ্রামের নিরোধ চক্রবর্তীর ছেলে সুব্রত চক্রবর্তী (২২), একই গ্রামের স্বপন চ্যাটার্জীর ছেলে সন্দ্বীপ চ্যাটার্জী (২৫) এবং দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪২)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক নেওয়াজ খানের নেতৃত্বে পুলিশ কালিগঞ্জ-রামনগর সড়কের গোবিন্দপুর সরকারি প্রাইমারী স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহের ভিত্তিতে তিন সাইকেল আরোহী যুবকের দেহ তল্লাশী করে। এসময় তাদের নিকট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-১০।

কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রদত্ত ভিজিএফ’র গম সরকারি নির্দেশনা অনুযায়ী না দিয়ে আত্মসাতের ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হয়েছে। উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম বৃহস্পতিবার সকালে বিষয়টি তদন্ত করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মথুরেশর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ইউপি সদস্যসহ ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন। গত ১ জুলাই প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দরিদ্রদের জন্য প্রেরিত গম পরিমাণে কম দিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে মথুরেশপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য সৈয়দ হেমায়েত আলী ছোট বাবু’র বিরুদ্ধে। তাৎক্ষণিক অভিযোগ পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম ঘটনাস্থলে যান। তিনি পাচারের সময় জনতার হাতে আটক এক বস্তা (ইনটেক) গম জব্দ করে ইউপি সচিবের জিম্মায় রেখে আসেন। দরিদ্র ব্যক্তিদের গম আত্মসাত ও গম পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডেপুটি কমান্ডার ও সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম দুদক এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ৩ জুলাই লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের নির্দেশে বৃহস্পতিবার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম সরেজমিন তদন্ত করেছেন।
কেএম রেজাউল করিম : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক সেবিকে জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল আসাদ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাতক্ষীরা পলাশপোল গ্রামের মৃত সামালী শেখে পুত্র ট্রাক চালক ইয়াছিন আলী দুলালকে ১ হাজার ২ শত টাকা, একই গ্রামের নজরুল গাজী পুত্র রনি গাজীকে ৫ শত টাকা এবং বাঘেরহাট জেলার রামপাল থানার বারই পাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র কোরবান আলীকে ১ হাজার ২ শত টাকা জরিমানা করে। জানা যায়, দেবহাটা থানার এসআই আব্দুল কাদের, আল-আমি, এএসআই শামিম, আমজাদ হোসেন, এমাদুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালিয়ে পারুলিয়া ফুলবাড়ি ও কদবেলতলা এলাকা থেকে মাদক সেবন কালে তাদেরকে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন সঙ্গীত বিভাগের শিক্ষক ড. জাহিদুল কবীর।
প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আ ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সভাপতিত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ১৮টি স্পটে জেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের একটি করে স্পটসহ পৌর এলাকায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৫০ স্থানে গণভোজ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৯ আগস্ট শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামীলীগের আহ্বানে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি ইউনিটকে যথাযথ মর্যাদায় শোক দিবসের কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান। প্রস্তুত্তি সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ আসাদুল হক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন প্রমুখ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ২ নভেম্বর। আর গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেটের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।