সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের কাশিমাড়ীতে পরকীয়া প্রেমের তথ্য ফাঁসের অযুহাতে মারপিটের ঘটনায় উভয় পক্ষের মারাত্মক ৯ জন আহত হয়েছে। আহতদের শ্যামনগর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কাশিমাড়ী গ্রামের আহত এশার আলী তরফদারের স্ত্রী মাজিদা খাতুন জানান, একই গ্রামের আমিনুর শেখের কন্যা মৌসুমী (১৯) এর সাথে মোশারাফ হোসেনের পুত্র অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যার ফলে সুমনের সাথে মৌসুমীর রাত্রে একটি ঘরে উভয় কেহ অনৈতিক কাজে ধরা পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মাজিদা খাতুন সহ তার পরিবার কে দোষারফ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গত ৫ আগষ্ট বেলা প্রায় আড়াই টার দিকে মাজিদার বাড়ীতে একই গ্রামের এজাহার আলী শেখ ও তার কন্যা হিরা, মুক্তা,রুবিনা ও আমিনুর শেখের কন্যা মৌসুমী দা,রাম দা, বাঁশের লাঠি সহ অন্যান্য জিনিস পত্র নিয়ে ঝাপিয়ে পড়লে এশার আলীর স্ত্রী মাজিদা খাতুন (৫০), পুত্র রেজাউল (৩৫), সোহরাব হোসেন (৩২), সিরাজুল (৩০), সিরাজুলের স্ত্রী নাজমা খাতুন (২১) সহ মারাত্মক আহত হয় ৯ জন। আহতদের মধ্যে শ্যামনগর হাসপাতালে রেজাউল, সোহরাব ও নাজমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে এজাহার আলী শেখ জানান, তাদেরও কয়েক জন আহত হয়েছে। উভয় পক্ষ শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে যেতে হয়েছে। শনিবার সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ম্যাশ।
এরপর সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, মাশরাফির গুরুতর কিছু হয়নি। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের দেওয়া পাহাড়সম ৬২২ রানের জবাবে নিজেদের মেলে ধরতে পারেনি লঙ্কান খেলোয়াড়রা। অশ্বিন ও জাদেজার বোলিং তোপে মাত্র ১৮২ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়েছে দিনেশ চান্ডিমালের দল। ভারতের লিড এখনো ৪৩৯ রানের। লঙ্কানদের সামনে অপেক্ষা করছে ইনিংস পরাজয়ের শঙ্কা।

আগের দিন ৫০ রান তুলতেই দুই উইকেট হারানো শ্রীলঙ্কা তৃতীয় দিনের শুরুতেই ফিরে যায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক চান্ডিমাল ও কুশল মেন্ডিস। দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর নিরোশান ডিকভেলা। তবে অশ্বিনের বলে পূজারাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাথিউজ। তার বিদায়ের পর বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তবে একপ্রান্তে পাল্টা আক্রমণ চালিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ডিকভেলা। ব্যক্তিগত ৫১ রানে সাজঘরে ফিরলে লঙ্কান দলের ফলো অন নিশ্চিত হয়ে যায়।

ভারতের পক্ষে অশ্বিন একাই নেন ৫ উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা ও শামি নেন দুটি করে উইকেট। এদিকে ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় গাড়ি দুর্ঘটনায় নয় জন নিহত ও অপর সাত জন আহত হয়েছেন। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শিবা বাহাদুর সিংহ বলেন, গাড়িটি জেলার বোটাগান এলাকার একটি পার্বত্য রাস্তা থেকে ছিটকে প্রায় ৫শ’ মিটার নিচে গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয় জন নিহত হন। খবর সিনহুয়া’র।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় আহত সাত জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

যাত্রীবাহী জিপ গাড়িটিতে ১৬ আরোহী ছিল। গাড়িটি দোতি থেকে দিপায়াল জেলার চামারাচাউতারা এলাকায় যাচ্ছিল।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮শ’ কিলোমিটার পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাকিস্তানের মন্ত্রী সভায় প্রায় দুই দশক পর স্থান পেয়েছেন এক হিন্দু। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ।
এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারই ছোট ভাই শহিদ খাকান আব্বাসি।

শুক্রবার তার মন্ত্রীসভার সম্প্রসারণ করা হয়েছে। সেখানেই ৬৫ বছরের দর্শন লালকে অনুর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের ৪টি প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক দর্শন লালকে। ২০১৩ সালে PML-N-এর টিকিটে দ্বিতীয়বারের জন্য সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক মহলের ধারণা ২০১৮ সালে সে দেশের সাধারণ নির্বাচনের আগে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (PML-N) পক্ষে আরও বেশি সমর্থন টানতেই এই সম্প্রসারণ করা হয়েছে। ৪৭ সদস্যের মন্ত্রীসভায় ২৮ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন রাষ্ট্রমন্ত্রী থাকছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির ডান হাতের বায়োপসির পর ওই হাতের ক্ষত স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

শনিবার সকালে বায়োপসির পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে মুক্তাকে কেবিনে দেয়া হয়েছিল। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

 চিকিৎসকরা বলছেন, এখন তার চার ব্যাগের মতো রক্ত লাগবে। মুক্তার রক্তের গ্রুপ এ-পজেটিভ।

মুক্তার বাবা ইব্রাহীম হোসেন এসব তথ্য জানিয়েছেন।

সকালে মুক্তার বায়োপসি সম্পন্ন হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামকে) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছিলেন, মুক্তার বায়োপসি সম্পন্ন হয়েছে। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট দেয়া হবে। মুক্তা এখন ভালো আছে।

তবে তার কয়েক ঘণ্টা পরই মুক্তার ডান হাতের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ শুরু হওয়ার পর তাকে আইসিইউতে নেয়া হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নেইমারের পর কি এবার রোনালদো? ইঙ্গিত কিন্তু তেমনই। স্পেন থেকে ইংল্যান্ডে ফিরতে চাইছেন ক্রিশ্চিয়ানো।
শনিবার স্প্যানিশ আদালতে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন সিআর সেভেন।

এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে রিয়ালের তারকা রোনালদোর বিরুদ্ধে। সোমবার স্প্যানিশ আদালতে হাজির হয়েছিলেন। তার ছবির স্বত্ব বিক্রি নিয়ে বিপুল অর্থের কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে সিআর সেভেনের বিরুদ্ধে। যদিও রোনালদোর দাবি, তার ছবির স্বত্ব নিয়ে তিনি কোনও ‘স্পেশাল স্ট্রাকচার’ তৈরি করেননি। এই স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন রোনালদোর স্পোর্টস আইনজীবী ক্রিস ফার্নেল।

রোনালদো বলেন, ক্রিস আমাকে বলেছিল, সব ফুটবলার যেটা করে আমিও সেটা করছি। আমি কোনও ব্যতিক্রম নয়।

সিআর সেভেন আরও বলেন, মাঠে সব সময় অন্যদের থেকে আদালা কিছু করার চেষ্টা করি। কিন্তু মাঠের বাইরে আমি সবার মতোই থাকতে চাই। দোষী প্রমাণিত হলে জরিমানা বাবদ ২ কোটি ৮০ লাখ ইউরো দিতে হবে রোনালদোকে। এমনকি সাড়ে তিন বছরের জেলও হতে পারেন পর্তুগীজ অধিনায়কের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চলতি বছরে বলিউডের খানদের পিছনে ফেলে দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন বাহুবলী তথা প্রভাস। ‘বাহুবলী’-র রাজকীয় সেট মাহিষ্মতী তো অবশ্যই দর্শকের নজর কেড়েছে। সঙ্গে বাহুবলী-দেবসেনা, থুড়ি প্রভাস-অনুষ্কা শেট্টির রসায়নও মুগ্ধ করেছে দর্শককে।

‘বাহুবলী’ই প্রথম ছবি নয়। এর আগেও কয়েকটি দক্ষিণী ছবিতে দু’জনের রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল। এই ভাবেই গুঞ্জন শুরু হয়— দু’জনের এত সুন্দর রসায়নের পিছনে রহস্যটা কী? তা হলে কি বাস্তবেও দু’জনের প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন? এমনকী, কানাঘুষোয় এ-ও শোনা গিয়েছে, দু’জন নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন। এই শুনে তো প্রভাসের মহিলা ফ্যানেরা বেশ মর্মাহত। আর এই অবস্থা দেখে অবশেষে মুখ খুললেন প্রভাস। খবর এবেলার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রভাস জানান, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘‘আমার মহিলা ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। আমি এরকম কিছু (বিয়ে প্রসঙ্গে) এখন করছি না। এমনকী, আমি এই সব নিয়ে এখন ভাবছিও না। আমি সত্যিই ভাগ্যবান যে, আমায় সবাই এত পছন্দ করছেন।’’

‘বাহুবলী’ হিট করার পরে দু’জনেই পরস্পরের সম্পর্কে বিভিন্ন সাক্ষাৎকারে প্রশংসা করেন। এর জেরেই দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে।

গুজবের ব্যাপারে প্রভাস বলেন, ‘‘এই ধরনের ব্যাপার হয়েই থাকে। আমি এটাই আশা করেছিলাম। কোনও নির্দিষ্ট অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে অভিনয় করলেই গুজব ছড়াতে শুরু করে দেয়। এখন আমি এই ব্যাপারগুলোর সঙ্গে স্বাভাবিক হয়ে গিয়েছি। প্রথম প্রথম মনে হতো, কীভাবে এরকম লেখা হচ্ছে!’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest