সর্বশেষ সংবাদ-
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্ত

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সম্প্রতি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ সাফল্য পেয়ে দীর্ঘদিন পর আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। সর্বশেষ ফিফা র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে তারা। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম ফুটবল র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে সেলেসাওরা।

ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী ব্রাজিলের পরই রয়েছে জার্মানির অবস্থান। যথারীতি তিন নম্বরে আছে মেসির আর্জেন্টিনা। চার ও পাঁচ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড ও পোলান্ড। দুই ধাপ নিচে নেমে ছয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফুটবলের আলোচিত দেশগুলোর মধ্যে অবনমন হয়েছে ফ্রান্সের। একধাপ পিছিয়ে দশে রয়েছে অ্যান্তনিও গ্রিজম্যানরা। বেলজিয়াম উঠে এসেছে নয় নম্বরে।

র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মাসে ১৯০তম স্থানে ছিল লাল-সবুজের দল। এখন ১৮৯তম স্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ইরানের। ২৪তম স্থানে রয়েছে দেশটি। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ভারত, তারা ৯৭তম। এরপর মালদ্বীপ রয়েছে ১৪২, আফগানিস্তান ১৫৬, ভুটান ১৬৫, নেপাল ১৬৯ শ্রীলঙ্কা ১৯৭ ও পাকিস্তান রয়েছে ২০০তম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোবাইল চুরির অপবাদে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আমগাছে ঝুলিয়ে দুই শিশুকে নির্যাতন করেছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় কুষ্টিয়াজুড়ে তোলপাড় চলছে।
পুলিশ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ নির্যাতনের ঘটনা ঘটে।

জানা গেছে, ৪-৫দিন আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমণ্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনায় তারা একই এলাকার ৭ বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করে। এরপর বুধবার বিকালে তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু তাদের বাড়ি থেকে তুলে নিয়ে তানজিলের শ্বশুরবাড়ির সামনে আমগাছের ডালের সঙ্গে বেঁধে তাদের ঝুলিয়ে বেধড়ক পেটায়। এ সময় শিশু দু’টি শত আকুতি করলেও নির্যাতন থেকে রেহাই পায়নি। পরে শিশু আসিফের পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আসিফকে ছেড়ে দেয় নির্যাতকরা। এদিকে বেধড়ক পিটুনিতে শিশু জুয়েল গুরুতর আহত হয়ে পড়লে রাতে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, নির্যাতিত শিশুটির পরিবার মামলা করতে চায়নি। আমরা তাদেরকে থানায় ডেকে নিয়ে এসে পাশে দাঁড়িয়ে মামলা করিয়েছি। নির্যাতিত শিশু জুয়েলের বড় ভাই রবজেল খান বাদী হয়ে কুমারখালী থানায় বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন বলে জানান ওসি।

https://www.youtube.com/watch?v=Ck0CeL0FZqs

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খন্দকার আনিসুর রহমান : আবারও সাতক্ষীরায় এ কে ট্রাভেল্স গাড়ির চাকায় ভোমর মেরে পানচার করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে ইটাগাছা একে ট্রাভেল্স এর নিজস্ব গ্যারেজের পাশে রাখা ঢাকা মেট্রো ব- ১৪-৬৫২০ গাড়িটিকে পানচার করা অবস্থায় দেখা যায়।
এ বিষয় কোম্পানির ফোরম্যান বলেন, আমাদের নিজস্ব গ্যারেজে গাড়ি রাখা ছিল গত রাতে সদর উপজেলার পালপাড়া খালধার গ্রামের মৃত জব্বারের ছেলে মোঃ জালাল উদ্দিনের নেতৃত্ব্ ে৫/৬ জন সন্ত্রাসী গাড়িটির চাকায় ভোমর মেরে পানচার করে দেয়।
এদিকে গত ১৯ জুলাই সকাল ৭টার দিকে উল্লেখিত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত গাড়িটি সহ আরো একটি গাড়ির চাকা পানচার করে দেয়। এব্যাপারে উল্লেখিত ব্যক্তিদের নামে সাতক্ষীরা সদর থানায় ১৯ জুলাই সাধারণ ডায়েরি করা হয়। বার বার এধরনের ঘটনা ঘটায় ও তার প্রতিকার না হওয়ায় পরিবহন ব্যাবসায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা বলেন, ইটাগাছা এলাকার কতিপয় মাদকসেবী যুবকের জন্য আমাদের পরিবহন ব্যবসা হুমকির মুখে। এব্যাপারে ভূক্তভোগীরা জেলা পুলিশ সুপারের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে গত ২ দিনে ৫ জন মুমূর্ষু রোগীকে ৭ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় এসব রোগীদের বিনামূল্যে রক্ত দিয়েছেন। রক্ত দাতা হলেন, শাহাদত হোসেন, হৃদয়, ফিরোজ, বাপ্পি, সাগর। রক্ত প্রদানের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ডা. সালেহ মোঃ ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, প্রফেসর রজব আলী, মহিবুল্লাহ, আরিফুল ইসলাম, হাসানুজ্জামান, বেলাল হোসাইন প্রমুখ। উল্লেখ্য সংগঠনটি কয়েক বছর ধরে মূহূর্ষদের রক্ত প্রদানসহ সমাজ সেবায় স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। সংগঠনটির কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা করা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : এবার জাতীয় শোক দিবসকে সামনে রেখে কোন প্রকার চাঁদাবাজি না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক স্বাক্ষরিত বিবৃতিতে জানিয়েছেন, রক্ত ঝরা ১৫ আগস্ট স্বাধীন সোনার বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁতীলীগের পক্ষ থেকে কোন ব্যক্তি অসৎ উপায়ে চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খন্দকার আনিসুর রহমান আনিস : আলীপুর ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডের নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান স্বাক্ষরিত এক পত্রাদেশে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশ সূত্রে জানা যায়, আপিল বিভাগের দাখিলকৃত সিপিএলএ নং-২০৮৬/১৭ এ ০৭ জুন ২০১৭ তারিখে প্রদত্ত আদেশ এবং রিট পিটিশন নং-৪৯৭৪/১৬ এ মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক ১৩ এপ্রিল’ ১৭ তারিখের প্রদত্ত আদেশানুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০০১.১৭-৪৩৭ তারিখ ০৮/০৮/২০১৭ এ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ও জেলা নির্বাচন আফিসারের স্মারক নং-১৭.০৫.৮৭০০.০০০.৪১.০০১.১৬.৪৩৯ তারিখ ০৮ আগস্ট ’১৭ মোতাবেক আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নকিবুল হাসান সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩,৫ও ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পদের ফলাফল বাতিল করেছেন।
এছাড়াও আদেশে আরো জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩,৫ ও ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পদের পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রাপ্তি সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
এব্যাপারে ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার মোঃ নকিবুল হাসান জানান, গত ৯ আগস্ট রিটার্নিং অফিসার হিসাবে আমি উপপ/সাত/সদর/২০১৭/২২৬ নং স্মারকে আলীপুর ইউপি নির্বাচনের মোট ৫ ওয়ার্ডের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল বাতিল ঘোষণা করেছি। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী পুনরায় ভোটের সময় নির্ধারণ হবে।
অন্যদিকে, আলীপুর ইউপির চেয়ারম্যান পদে সদ্য নির্বাচনে জয়ী মহিয়ূর রহমান ময়ূর মুঠোফোনে ডেইলি সাতক্ষীরা-কে বলেন, “এসব ষঢ়যন্ত্রেরই অংশ। আদালতের যে আদেশের কথা বলে রিটার্নিং অফিসার ফলাফল বাতিলে চিঠি ইস্যু করেছেন আমি সেই আদেশের বিরুদ্ধে রিট করে পাওয়া স্থগিতাদেশের কপি ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দিয়ে তার রিসিভ কপিও নিয়ে এসেছি গত ১ অগাস্ট। কিন্তু তা না মেনে অনিয়ম করে এই চিঠি ইস্যু করা হয়েছে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এটাই বাকি ছিল। বাবা রামদেব এবার নতুন রূপে হাজির।
১৮ আগস্ট মুক্তি পাচ্ছে লম হর্ষ পরিচালিত ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’। এই সিনেমায় দেখা যাবে যোগগুরু বাবা রামদেবকে।

সিনেমা মুক্তি নিয়ে উত্তেজিত বাবা রামদেব বলেছেন, ‘‌বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। এই পরিবর্তনটাই ইয়ে হ্যায় ইন্ডিয়ায় তুলে ধরা হয়েছে। অনেক চিন্তার পরে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিই। আশা করছি সব ভারতীয় এই সিনেমা দেখবেন। ’‌

সিনেমার প্রচারেও দেখা যাবে রামদেবকে। সূত্রের খবর, সিনেমার একটি গানে নাকি নেচেছেন যোগগুরু। পরিচালক লম বলেছেন, ‘‌সিনেমাকে পূর্ণ সমর্থনের জন্য বাবাজিকে অশেষ ধন্যবাদ। তাঁর চেয়ে বড় প্রচারক আমরা পেতাম না। ’‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। যার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে জনসাধারনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, গত বুধবার তার অফিসিয়াল গ্রামীন ফোনের ০১৭৭১-১১২২৪৫ মোবাইল নম্বরটি ক্লোন করে কোন অশুভ চক্র সখিপুর ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানকে ফোন করে তাদেরকে নিকট থেকে অনৈতিক সুবিধা দাবী করে। চেয়ারম্যানদ্বয় আমার সম্পর্কে বা আমার কাজের সম্পর্কে অবগত থাকার কারনে বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে তারা আমার নিকট জানায়। আমি তাৎক্ষনিকভাবে অফিসিয়াল ফোন নম্বরটি চেক করে বুঝতে পারি নম্বরটি ক্লোন করা হয়েছে। ইউএনও যেকোন ধরনের সমস্যা এবং কেউ ফোন করে অনৈতিক কিছু বললে বা দাবী করলে তাৎক্ষনিকভাবে তাকে জানানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest