সর্বশেষ সংবাদ-
তরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিলকালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভা

সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাঁস, মুরগী থেকে শুরু করে বিড়ি, সিগারেট, সোনার গহনা ও নগদ টাকা চুরি হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশী টহল থাকা সত্ত্বেও চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসি।

শহরের ইটাগাছা বাঙালের মোড় সংলগ্ন আব্দুল খালেকের ছেলে বাবু জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে তার চায়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটনা ঘটে। চোর চক্র তার দোকানের দরজা খুলে বড় বাক্সে রাখা চার হাজার টাকার সিগারেট ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। পাশের ফিরোজ আহমেদের দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ১৮ থেকে ২০ বছর বয়সী একজন নারীকে দোকানের দরজা খুলে চুরি করতে দেখা যায়। তার পরণে ছিল থ্রি-পিস।

এর আগে বুধবার (৩ জুলাই) রাতে একই এলাকার আমেনা খাতুন নামের এক নারীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি হয়। ইটাগাছা পূর্বপাড়ার মরহুম সাদের মোড়লের কন্যা আমেনা খাতুন জানান, তার মেয়ের একটি একভরি ওজনের সোনার চেইন, দু’জোড়া সোনার কানের দুল, দু’টি সোনার আংটি, পায়ের নুপুর ও নগদ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে। আমেনা খাতুন আরও জানান, স্বামীর মৃত্যুর পর তিনি অতি কষ্টে দুই মেয়ের জন্য গহনাগুলো তৈরি করেছিলেন। গহনাগুলো চুরি হওয়ায় তিনি সর্বশান্ত হয়েছেন। এ ঘটনায় আমেনা খাতুন বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এদিকে গত ২৩ জুন রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা বাঙ্গালের মোড়ে অবস্থিত গরিব অসহায় আব্দুল জলিলের চায়ের দোকানে কাঠের বাক্স ভেঙ্গে সিগারেটসহ কিছু খাদ্য সামগ্রী চুরি হয়। যার মুল্য প্রায় ৪ হাজার টাকা। এর আগে একই মোড়ে আরিকুলের চায়ের দোকান থেকে ৩ হাজার টাকা দামের একটি ব্যাটারি চুরি হয় বলে জানান স্থানীয়রা।

এর আগে ইটাগাছা পূর্বপাড়ার আশরাফ আলী কন্ট্রাক্টর ও ব্যবসায়ী ইয়াসির আজাদের বাড়ি থেকে একই রাতে কবুতর, হাঁস-মুরগী ও পোষা পাখি চুরির ঘটনা ঘটে।

সিরিজ চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসি। এলাকাবাসি চুরি ঠেকাতে পুলিশী টহল জোরদার করার দাবি জানিয়েছেন পুলিশ সুপারের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা এমপি সেজুতির সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সংরক্ষিত মহিলা এমপি লায়লা পারভীন সেজুতির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এমপির নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক বিজয় কুমার ঘোষ, সদস্য সচিব মো. আব্দুর রশিদ, যুগ্ন আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য-প্রভাস কুমার দাস, মো: জামাল হোসেন, মো: হুমায়ুন কবির মনা,

এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাইফুল ইসলাম, মো. রাজু আহমেদ পিয়াল, মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, হাসানুর রহমান নুর, মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. সাইফুল ইসলাম মিন্টু, মো. সামিউল হাসান সজল, নাদিয়া ইয়াসমিন বিথি, মো. আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক ও মো. সাইফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কৃষকলীগ নেতাকে ঘেরের মধ্যে কুপিয়ে হত্যা

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরায় শ্যামনগরে  কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজীকে চিংড়ী মাছের গভীর রাত্রে ঘেরের মধ্যে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়।

সাতক্ষীরার শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর-এসআই সরল কুমার বিশ্বাস জানান, (৫ জুলাই ২৪) আনুমানিক রাত সোয়া বার’টা থেকে সাড়ে বারটার মধ্যের কোন এক সময়ে মাছের ঘেরে নিজ বাড়ির সন্নিকটে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজী (৪৫) কে উপুর্যপুরী কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। কাশেম স্থানীয় মৃত নেছার আলী কাগুজীর ছেলে। 

সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। লাশ দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে গ্রহণ করে সাতক্ষীরায় ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা প্রদান করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা সরল বিশ্বাস।

কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, কাশেম কাগুজীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। এর আগে ২০১৮ সালে আমার বাবাকে হত্যার পরিকল্পনা করে কোনো রকম বুঝতে পেরে এলাকা ছাড়েন এবং বেচে যান,কিন্তু এবার শেষ রক্ষা হলো না আমার বাবার।তার বাবাকে যারা নৃশংস ভাবে হত্যা   করেছে সেই সব এলাকার গডফাদার সহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক একই সাথে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম। রাতের কোন এক সময়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কাশেমকে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড এলাকাটিকে অত্যন্ত সন্ত্রাস প্রবণ এলাকা বলে উল্লেখ করে তিনি অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিদ্যুৎ স্পর্শে সেনাসদস্যের  মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে বিদ্যুৎ স্পর্শে আফজাল হোসেন ( ২৬) নামে এক সেনাসদস্যের লাগবে দিলে হয়তো তার মানে কি মৃত্যু হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যু হয় তার। মারা যাওয়া আফজাল হোসেন বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। সে বান্দরবন জেলা সদরে সেনাক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত ছিল বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল ঈদের ছুটিতে বাড়ি গ্রামে বাড়িতে বেড়াতে আসে। আজই তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে সে নিজের ঘরে ফ্যান চালাতে যায় সে।ওই সময় সে অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়।পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার ধুলন্ডা গ্রামে পানি নিস্কাসনের খাল দখল করে বাড়ি নির্মানে জনমনে ক্ষোভ

তালা প্রতিনিধি
তালার ধুলন্ডা গ্রামে প্রায় ৫০ বছরের ব্যবহৃত পানি নিস্কাসনের সরকারি ছোট খাল (নালা) দখল করে বাড়ি নির্মান করা হয়েছে। বালি ও মাটি দিয়ে সরকারি জমির নালাটি ভরাট করার সময় এলাকার লোকজন বাঁধা দিলেও তা উপেক্ষা করে উল্টো হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। নালাটি ভরাট করায় চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাসন হতে না পেরে ওই এলাকায় জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তি জানান, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা-জেঠুয়া সড়কের ধুলন্ডা গ্রামের মতিয়ার শেখ’র বাড়ির পাশের মোড় থেকে ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ইটের রাস্তার পশ্চিম পাশ দিয়ে সরকারি জমির উপর একটি নালা রয়েছে। প্রায় ৫০ বছর ধরে ধুলন্ডা ও মাগুরা বারুইপাড়া এলাকার বর্ষার পানি এই নালাটির মাধ্যমে নুরাজখালী বিল হয়ে কপোতাক্ষ নদের সংযোগ খাল দিয়ে নদীতে নিস্কাসন হয়। ফলে এলাকায় অদ্যবদী জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। কিন্তু একই গ্রামের কওছার শেখ’র ছেলে মতিয়ার শেখ তার জমিতে পাকা বাড়ি করার সময় বাড়ির সীমানা বরাবার ওই নালাটি মাটি ও বালি দিয়ে ভরাট করে পুরো জমি দখল করে নিয়েছে। এসময় এলাকার লোকজন বাঁধা দিলেও তিনি তা’ উপক্ষো করে বালি ভরাট করে এবং বাঁধা প্রদানকারী গ্রামের একাধিক ব্যক্তিকে হুমকি প্রদান করে। বর্তমানে সরকারি নালাটি পুরোপুরি বালি-মাটি দিয়ে ভরাট করে দখল করে রেখেছে মতিয়ার শেখ। এরফলে চলমান বর্ষায় এলাকার পানি নিস্কাসন হতে না পেরে যত্রতত্র পানি জমে রয়েছে। এই পানি পচে সেখানে এডিস মশার জন্ম সহ নানান জীবানু সৃষ্টির আশংকায় মানুষ আতংকিত হয়ে পড়েছে।

এব্যপারে জানতে চাইলে সংশ্লিষ্ট মতিয়ার শেখ জানান, বিভিন্ন লোক এই নালার অনেক স্থান ভরাট করে দখল করে নিয়েছে। তাই আমিও আমার রেকর্ডীয় জমি সহ জমীর সীমানা দিয়ে নালার ২/৩ ফুট মতো জমি বালি দিয়ে ভরাট করেছি। সরকার বা প্রশাসন অন্য স্থানগুলো উদ্ধার করে আমাকে বললে আমিও নালার সরকারি জমি ছেড়ে দিবো।
কিন্তু তার এই বক্তব্য অবিশ^াস করে এলাকার একাধিক ব্যক্তি বলেন, বালি ও মাটি দিয়ে যেভাবে সরকারি নালা ভরাট করা হয়েছে তাতে সে ওই নালাটি উন্মুক্ত করে দিবে তা বিশ^াস করা যায়না। লোকজন আশংকা ব্যক্ত করে জানান, চলমান বর্ষা মৌসুমে ভারি বৃষ্টি হলে ধুলন্ডা ও বারুইপাড়া গ্রামের প্রায় ৩শ পরিবার সহ দু’টি গ্রামের শত শত বিঘা পান বরজ, ধান, আখ ও শব্জি ক্ষেত প্লাবিত হয়ে কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হবে। এছাড়া ধুলন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোট কেন্দ্র জলাবদ্ধ হয়ে বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ হওয়া সহ ভোটের সময় ভোট গ্রহন কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে। এলাকার পানি নিস্কাসনের এই একটি মাত্র পথ দখল ও ভরাট হওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকাবাসী অবিলম্বে পানি নিস্কাসনের নালাটি উদ্ধার সহ উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ৭ পিস সোনার বার আটক

নিজস্ব প্রতিনিধি : বুধবার সকাল ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাত পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপিততে জানান, ভারতে পাচারের জন্য একজন পাচারকারি বিপুল পরিমান সোনা নিয়ে বৈকারী সীমান্তের দিকে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বৈকারী বিজিবি ক্যাম্পের নায়ের সুবেদার শামীম আলমের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা বুধবার সকাল ৯টার দিকে সীমান্তের ৭/১৫ নং পিলার থেকে ২ কিলোমিটার ভিতরে কাথÐা পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় সীমান্তগামি এক মোটর সাইকেল চালককে থামতে বললে তিনি গাড়ি ফেলে পালিয়ে যান।

এ সময় গাড়িতে রাখা একটি ব্যাগে পলিথিনে মোড়ানো সাত পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৮১৮ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা। উদ্ধার হওয়া পুরাতন মটর সাইকেলের দাম ৮০ হাজার টাকা।
উদ্ধারকৃত সোনার বার ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ উপক‚লীয় অঞ্চলের প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান

নিজস্ব প্রতিনিধি :
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ উপক‚লীয় অঞ্চলের প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়েছে। মঙ্গলবার হ্যান্ডিক্যাফ ইন্টারন্যাশনালের এর অর্থায়নে প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে উপক‚লীয় এলাকার ৫ জন প্রতিবন্ধীদের মধ্যে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার তাপশি হাওলিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জনপ্রতি একটি জগ, একটি কলস, দুটি পানির পট, ফিল্টারিং বালতি, চারটি সাবান প্রদান করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার বার্ষিক সভায় সেলাই মেশিন পেলেন এক নারী

প্রেস বিজ্ঞপ্তি :

রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বোরবার সন্ধ্যায় নব জীবন কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি রোটা: মো: আসাদুজ্জামান।

উপস্থিত ছিলেন, রোটা: পিপি তারেকুজ্জামান খান, ক্লাব সচিব আ: সুবহান, রোটা: পিই ফারুকুল ইসলাম, রোটা: মো: আকতার হোসেন পানি বাবু, আশরাফুল ইসলাম, মীর জাহাঙ্গীর হোসেন, মো: জালাল আহমেদ, মো: জালাল আহমেদ, রোটা: মারিয়া, রোটা: পারুল,

রোটা: সাবিনা খান চৌধুরী, রোটা: জব্বার। সভায় সামাজিক সেবা কার্যক্রম প্রকল্পের আওতায় ইনার হুইল ক্লাব অব মতিঝিল ঢাকার সৌজন্যে একজন অসহায় নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest