সর্বশেষ সংবাদ-
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিলকালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভাবাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীর

এমপি আশুর সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার  শুভেচ্ছা বিনিময়

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আশরাফুজ্জামান আশু এমপির সাথে শুভেচ্ছা বিনিময়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় এমপির নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক বিজয় কুমার ঘোষ, সদস্য সচিব আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য প্রভাষ কুমার দাস, মোঃ জামাল হোসেন, মোঃ হুমায়ুন কবীর মনা, এ্যাড: আশরাফুল আলম বাবু, মোঃ রফিকুল ইসলাম বাবলু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাজু আহমেদ পিয়াল,

মোঃ আলমগীর হোসেন, মোঃ হুমায়ুন কবীর, হাসানুর রহমান নূর, মোঃ জাহাঙ্গীর আলম লিটন, মোঃ সাইফুল ইসলাম মিন্টু, মোঃ সামিউল হাসান স্বজল, নাদিরা ইয়াসমিন বিথি, মোঃ আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক, মোঃ সাইফুল ইসলাম, বাবলুর রহমান, সামিনুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা সদরের রইচপুর গ্রামের নিজ বাড়ি থেকে মা সুরাইয়া ইয়াসমিন (৩০) গ্রেফতার করে পুলিশ।

সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মোজাফফর হোসেনের কন্যা এবং খুলনা গিলেতলা গ্রামের মুছা শেখের স্ত্রী। তিনি পিতার বাড়িতেই ২ সন্তানকে নিয়ে থাকবেন।

স্থানীয়রা জানান, শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সুরাইয়া মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দাবি করে স্থানীরা জানান এর আগেও দুইবার নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। রাতে খবর পেয়ে সদর থানা পুলিশ সুরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মা সুরাইয়া কে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন রাতে নাকি স্বপ্নে কেউ বলেছে বাচ্চাটাকে পানিতে ফেলে দিলে কল্যাণ হবে। সে কারনে এটি করেছে। সুরাইয়া মানসিক ভারসাম্যহীন কি না সেটি জানার চেষ্টা চলছে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মানবপাচারের দুর্বিসহ জীবনচিত্র নিয়ে সিনেমা “মেঘনা কণ্যা” প্রদর্শিত

নিজস্ব প্রতিনিধি : সীমান্ত জেলা সাতক্ষীরা। এখানে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ১৩৮ কিলোমিটার। এ সীমান্ত দিয়েই দীর্ঘদিন ধরে পাচার হয়ে আসছে নারী ও শিশু। পাচার হওয়া এসব নারী ও শিশুদের দুর্বিসহ জীবন নিয়ে তৈরি করা ছবি “মেঘনা কণ্যা” একদিকে যেমন গ্রামের মানুষকে সচেতন করতে ভূমিকা রাখছে । তেমনি পাচার প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।

সিনেমায় পরিচালক দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরীর সুনিপুন লেখনীতে ফুটিয়ে তুলেছেন যে, শহরের মেয়ে প্রজ্ঞা, আর গ্রামের মেয়ে হাসি। ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে নাচতে যেয়ে প্রজ্ঞার সঙ্গে তার বয়ফ্রে-ের সম্পর্কের অবনতি হয়। বয়ফ্রে- তার বাবা মায়ের অপছন্দের কারণে প্রজ্ঞাকে নাচ ছেড়ে দিতে বলে। ক্ষুব্ধ প্রজ্ঞা চলে যায় গ্রামের বাড়ি উলানিয়ায়। সেখানে তাকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হয়। গ্রামের এক প্রাচীন ভবনের মধ্যে টেরাকোটা খচিত বাহারী নকশা তার মনমুগ্ধ করে। সেই টেরাকোটা খচিত ভবনে সে নাচের ছন্দ ফিরে পায়। এমন নাচ নাকি নাচতে পারতো একজনই। তার নাম হাঁসি। এটি জানার পর হাসিকে খুঁজতে থাকে প্রজ্ঞা। কিন্তু গ্রামের মেয়ে হাসি পাচার হয়ে একটি পতিতা পল্লীতে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন।

এক সময় বন্দিদশা থেকে পালিয়ে গ্রামে ফিরে আসে হাসি। খবর পেয়ে প্রজ্ঞা তার সাথে দেখা করে।
এরপরও থেমে থাকেনি দালাল চক্রের কালো থাবা। দালাল নুরুল আর গ্রামের চেয়ারম্যানের সংঘবদ্ধ চক্র কোন কিছুর পরোয়া না করে হাসিকে আবারো পাচার করতে চায়। এতে বাঁধ দেয় প্রজ্ঞা। তবে সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে জয়ী হতে পারাটা প্রজ্ঞা ও তার কাছের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। এমন গল্প সম্বলিত চিত্রনাট্য ও সংলাপ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর দর্শকদের মুগ্ধ করেছেন ফাহমিদুর রহমান ও আহম্মেদ খান হীরক।

রবিবার বিকেল চারটা থেকে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে দেখানো হয় মেঘনা কণ্যা সিনেমা। দর্শণের আসনে বসে উপভোগ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, পুলিশের ইনটেলিজেন্স বিভাগের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, আব্দুস সবুর, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, ডিবিসি’র বেলাল হোসেন, শিক্ষক ও সাংবাদিক অমিনুর রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম, সাংবাদিক মিনালসহ শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা।
সিনেমা দেখার পর বিশিষ্ঠ জনেরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, মানবপাচার প্রতিরোধে এ সিনেমা যেমন মানুষকে সচেতন করবে, তেমনি পাচারকারিদের প্রতিহত করতে ভিকটিমদের শক্তি যোগাবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার জেলার বিথী কর্তৃক কর্তব্যরত অসুস্থ কারারক্ষীর সাথে অমানবিক আচরনের অভিযোগ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলখানার জেলার হাসনা জাহান বিথী কর্তৃক কর্তব্যরত অসুস্থ কারারক্ষী হাসিবুর রহমানের সাথে অমানবিক আচরনের অভিযোগ উঠেছে। ওই কারাক্ষী ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে, এ সব অভিযোগ অস্বীকার করেছেন জেলার নিজেই।

কারারক্ষী হাসিবুর রহমান (যার কারারক্ষী নং-৪২৪৮০) কাঁদতে কাঁদতে তার উপর যে অমানবিক আচরন করা হয়েছে তার বর্ণনা দিয়ে বলেন, কর্তব্যরত অবস্থায় হার্টের সমস্যা নিয়ে তিনি গতকাল শনিবার (৬ জুলাই) কারা হাসপাতালে যান। এরপর সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে নেয়ার আগে তার পরিবারের সদস্যরা তাকে আনার জন্য গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন জেলার হাসনা জাহান বিথী। এমনকি সরকারী গাড়িটি পর্যন্ত দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়নি। বাধ্য হয়ে তারা তাকে ভ্যান যোগে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর সদর হাসপাতাল থেকে ইজিবাইক যোগে তাকে মেডিকেলে পাঠানো হয়। অসহায় এই কারারক্ষীর বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া নিহাল শেখ তার বাবাকে বাঁচাতে স্ট্রেচারে ঠেলতে ঠেলতে নিয়ে যায় সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের কাছে। এ সময় তার অশ্রু দুনয়নে শুধু বাবাকে বাঁচানোর জন্য প্রানপন লড়াই করতে দেখা যায়। গাঁ দিয়ে ঘাম ঝরছে তবুও বাবাকে বাঁচাতে হবে। এটাই তার প্রানপন চেষ্টা। সে দুঃখ ভরাক্রান্তমনে সাংবাদিকদের বলে আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসার জন্য জেলখানার প্রধান কর্তকর্তা তাদের সরকারী গাড়িটা পর্যন্ত দেয়নি। এমনকি তাদের সাথে খুব খারাপ আচরন করেছেন তিনি। এসময় সে বলে, আমার বাবা আজ মারা গেলে কোথায় পেতাম আমার বাবাকে ?

একই কথা বলেন কারারক্ষী হাসিবুরের স্ত্রী বৃষ্টি আক্তার। তিনি বলেন, আমরা আমার স্বামীর অস্স্থুতার খবর শুনে কারাফটকে গেলে আমাদের সাথে খারাপ আচরন করে বের করে দেয়া হয়। এমনকি তার স্বামীর সারাদিনে কোন খোঁজ খবর পর্যন্ত নেননি জেলার।

কারারক্ষী হাসিবুরের ভাই সজিব শেখ বলেন, আমার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সেখানে যায়। সেখানে গিয়ে দেখি জেলার আমার ভাইকে অপদার্থ, কুলাঙ্গারসহ বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। তিনি বলছেন, তুই এতো দেনা দায় হয়েছিস কেন ? এমনকি বাবা মাকে নিয়েও খারাপ কথা বলেন। একপর্যায়ে সাসপেন্ড করানো ও চাকুরী খাওয়ার ভয় দেখান।

তবে, এসব অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী জানান, হাসিবুর তাদের মাধ্যমে হাসপাতালে গিয়েছেন। তবে, যারা বাসা নিয়ে থাকেন তারা নিজেরা ডাক্তার দেখান। অসুস্থ অবস্থায় তাকে সরকারী গাড়িযোগে হাসপাতালে কেন পাঠানো হয়নি প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, হাসিবুর আপনার কি হয় ? কে বলেছে আপনাকে ? অপনি কি উনার ব্যাক গ্রাউন্ড জানেন ? আমরা উনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি। আপনি যদি প্রমান চান তাহলে অফিসে আসেন। উনার স্ত্রী যখন অসুস্থ ছিল তখন উনার স্ত্রীকে আমি কিন্তু রক্ত দিয়েছিলাম। তাহলে আজকে কি হলো মানবিক দিক দিয়ে হলেও তাকে তো আজ উপকার করা উচিত ছিল, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আজকেও তাকে হেল্প করেছি। তবে, তার পরিবারের লোকজনের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খারাপ ব্যবহার করেছি তারা আপনাকে বলছে ? আচ্ছা ঠিক আছে। আমি খারাপ ব্যবহার করছি আমি কি সেটা বলবো ? আমি কিভাবে বললে আপনি বুঝবেন আমি তার সাথে খারাপ ব্যবহার করছি। আজ পর্যন্ত আমি আমার কোন স্টাফের সাথে খারাপ ব্যবহার করছি তা তারা কেউ বলেনি। সুযোগ সুবিধা হাবিজাবি পেতো তা তো তিনি আপনাকে বলেনি। সে যখন আপনাকে বলেছে সেই জানে আমি তার সাথে কি রকম খারাপ ব্যবহার করেছি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অসহায় দুস্থ মানুষের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

সাতক্ষীরায় অসহায় দুস্থ মানুষের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে বাঁকাল এলাকার ১শ মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনার সহযোগিতায় সাইড সেভার্স এর অর্থায়নে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রাফিনুর আলী,

জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি মফিজুর রহমান, পৌর ভূমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে তালার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ মন্দির চত্বর থেকে খালি পায়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন এবং মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির যেয়ে রথযাত্রা শেষ হয়।

অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় রথযাত্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ ও যুব সমাজ অংশগ্রহন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্ত থেকে একটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সীমান্ত থেকে একটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণ সহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণের দাম ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে সাতটার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।

এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দপ্তরে নেয়া হয়েছে। নাটক ব্যক্তির নাম ঠিকানাসহ বিস্তারিত পরে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য: এলাকায় মিশ্র প্রতিক্রিয়া!

তালা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চুড়ন্তের অভিযোগ পাওয়া গেছে। অত্র মাদ্রাসার সভাপতি এরফার মোড়ল ও সুপার আজিজুল ইসলাম পারিবারিক ও আত্মীয় করণের মাধ্যমে এসকল পদে নিয়োগের নীল নক্সা তৈরী করছেন বলে অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে সভাপতির পুত্র ইব্রাহীম মোড়ল কে নিরাপত্তা কর্মী ও আয়া পদে সুপার আজিজুলের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুনের নিয়োগ প্রায় চুড়ান্ত। এখন শুধু ঘোষনা বাকি। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকার সাধারণ মানুষ সহ অবিভাবকবৃন্দ ফুঁসে উঠেছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত জুলাই’২২ সালে মাদ্রাসাটি এমপিও ভূক্ত হয়। মাদ্রাসা তৈরী শুরু থেকে অনিয়ম দূর্ণীতি জেকে বসেছে প্রতিষ্ঠানটিতে। শুরু থেকে যে সকল শিক্ষকগণ এখানে চাকরী করতেন তাদের কে বাদ দিয়ে ভূয়া নিয়োগ বোর্ড দেখিয়ে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য ও আত্মীয় করণের মাধ্যমে সুপারের শ্যালকের স্ত্রী খাদিজা আক্তার লিমা, তার বোন জামাই আজিজুল ইসলাম, নিকট আত্মীয় জেসমিন খাতুন ও সভাপতির মেয়ে সেলিনা আক্তর কে শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে।

এরপর ২০২৪ সালের ৩১ মে একটি জাতীয় পত্রিকা ও একটি আঞ্চলিক পত্রিকায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময়ের মধ্যে দুটি পদে স্থানীয় চুাকরী প্রত্যাশীরা আবেদন করেন।

এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে আবেদনকারী নাজমুল সরদার, শারমীন বেগম, রেজাউল গাজী ও আব্দুস সবুর বলেন, আবেদন করার পরে জানতে পারি, নিরাপত্তা কর্মী পদে সভাপতির ছেলে ইব্রাহীম মোড়ল ও আয়া পদে সুপারের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুন কে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষা অফিস সহ সকল দপ্তরকে ম্যানেজ করে নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি নিয়োগ প্রক্রিয়া নির্ভিগ্ন করতে তাদের পক্ষের লোকদের দিয়ে আবেদন করিয়েছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসির প্রতিরোধের মুখে বারবার চেষ্টা করেও নিয়োগ বোর্ড বসাতে ব্যার্থ হচ্ছেন তারা।

এলাকার গোলাম রব্বানী, সিরাজুল ইসলাম সহ অনেকেই বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বারী আবু বক্করের মামা বর্তমান মাদ্রাসার সভাপতি। প্রতিষ্ঠাতা, সভাপতি ও সুপার মিলে ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই দুই পদে নিয়োগ প্রদানের সকল নীল নক্সা তৈরী করেছেন। সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে প্রার্থী চুড়ান্ত করা হয় সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়েছেন তারা।

তারা জানান, মাদ্রাসা এমপিও হওয়ার পরে সুপারের শ্যালকের স্ত্রী খাদিজা আক্তার লিমা, তার বোন জামাই আজিজুল ইসলাম, নিকট আত্মীয় জেসমিন খাতুন ও সভাপতির মেয়ে সেলিনা আক্তর কে মাদ্রাসায় দেখা গেলেও শুরু থেকে তাদের কখনো মাদ্রাসায় দেখা যায়নি। অর্থের বিনিময়ে অবৈধ ভাবে তাদের নিয়োগ দেয়া হয়েছে। এসকল অনিয়ম ও দূর্ণীতির প্রতিকারে মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সুপার আজিজুল ইসলাম বলেন, অবৈধ ভাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। আগে থেকেই তাদের নিয়োগ দেয়া ছিল তবে তারা মাদ্রাসায় ঠিকমতো আসতো না। এমপিও ভূক্তির পর থেকে তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন। দুটি পদে নিয়োগের বিষয়ে তিনি বলেন, কাকে নিয়োগ দেয়া হবে আমি জানি না। এবিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার আবু বক্কর সাহেব ভালো বলতে পারবেন।

অত্র মাদ্রাসার সভাপতি এরফান মোড়ল বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। নিয়োগের বিষয়ে প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত নিবেন। এমনকি কবে নিয়োগ হবে তাও জানা নেই।

নিয়োগের আগে প্রার্থীদের নাম প্রকাশ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন বলেন, কাদের কে নিয়োগ দেয়া হবে আমার জানা নেই। বিধিমোতাবেক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ দেয়া হবে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার বারী আবু বক্করের সাথে যোগাযোগ করলে তিনি এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest