সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ফের অন্তরঙ্গ অবস্থায় স্পর্শিয়া

বিনোদনের খবর: ভালোবাসার টানে বাড়ি থেকে পালিয়ে প্রেমিক সুমিতের হাতে হাত রাখে স্পর্শিয়া। দুজনে মিলে সংসার বাঁধার স্বপ্ন দেখেন। সুমিত-স্পর্শিয়া জুটি ভালাবাসার সম্পর্কে নতুন বন্ধনে রুপ দিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এরপর তাদের মধ্যে শুরু হয় তুমুল রোমান্স। এ সময় তাদের মাঝে চলতে থাকে ভালোবাসার নানান খুঁনসুটি। কখনো ঘরের ভেতর অন্তরঙ্গ অবস্থায় আবার কখনো বাসার ছাদে চলে তাদের প্রেম বিনিময়।
রাত কিংবা দুপুর, চায়ের কাপে চলে তুমুল বৃষ্টি। খুনসুটি, ভালোবাসার রোমান্স আর চুমুতে চুমুতে চলতে থাকে সুমিত-স্পর্শিয়া জুটির প্রেমলীলা। এভাবেই জীবনের গল্প এগিয়ে চলে সুমিত ও স্পর্শিয়ার।
একটি সূত্রে জানা যায়, এই মিউজিক ভিডিওতে স্পর্শিয়া নাকি একাধারে ১৪টি চুমু দিয়েছেন সুমিতকে। অবশ্য মিউজিক ভিডিও’র খাতিরেই এটা করেছেন তিনি। এই তো কিছুদিন আগে ভিজুয়ালাইজার টিম সংগীতশিল্পী পিয়াল হাসান গান ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ এর এই ভিডিওটি নির্মাণ করে। সেখানেই অন্য রকম একটি আবহে স্পর্শিয়া ও সুমিত সেন গুপ্তকে খুঁজে পাওয়া যাবে।
এই গানটি লিখেছেন, জামাল রেজা। গানটি টিউন ও মিউজিক করছেন শিশির। কোরিওগ্রাফিতে ছিলেন নিডো খান। ভিজুয়ালাইজার টিমের এই ভিডিও নিমার্ণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন। গানটি নিয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান দারুণ সন্তুষ্ট।
এ বিষয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান বলেন, বহু দিন পরে এমন স্বাদের একটি গান করেছি। ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গানটি নিয়ে সুমিত বলেন, এখনই কিছু বলতে চাচ্ছি না। আশা করি, গানটিতে স্পর্শিয়ার ও আমার উপস্থিতি শ্রোতা-দর্শকদের কাউকে নিরাশ করবে না।
এদিকে গান ও মিউজিক ভিডিওটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, অনকদিন পর এমন মিষ্টি স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সাথে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা ভালো একটি মিউজিক ভিডিও এর স্বাদ পাবে।
প্রসঙ্গত, গানটি শুক্রবার (৭ সেপ্টেম্বর) পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলার খবর: ব্রাজিল একাধিক অধিনায়কের পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে। নেইমারই এখন ব্রাজিল দলের নিয়মিত অধিনায়ক। নেইমারের অধীনে ব্রাজিল মাঠে নামছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নেইমার অবশ্য আগেও ব্রাজিলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নেইমারকে দিনকয়েকের মধ্যে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। আগামী মাসেই ব্রাজিল-আর্জেন্টিনার সুপারক্ল্যাসিকো হতে যাচ্ছে। সৌদি আরবের জেদ্দায় আগামী ১৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ব্রাজিল খেলবে যুক্তরাষ্ট্র, এল সালভাদর ও সৌদি আরবের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা সুপারক্ল্যাসিকো খেলতে নামার আগে মুখোমুখি হবে গুয়াতেমালা এবং কলম্বিয়ার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘরের ভিতর ঘর তৈরী করবেন না: ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৌকায় ভোট দিলে শতভাগ উন্নয়ন ও ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন।
তিনি আজ শনিবার টাঙ্গাইল রেলস্টেশনে প্রথম পথসভায় একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলে কোন্দল সৃষ্টি করবেন না। ঘরের ভিতর ঘর তৈরী করবেন না। এ্যাকশন শুরু হয়েছে, শেখ হাসিনার এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন। যারা দলে কোন্দল করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে আজ শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১০ সদস্যর আওয়ামী লীগের প্রতিনিধিদল ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।
নির্বাচনী ট্রেন যাত্রার শুরুতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর।
তিনি বলেন, দেশব্যাপি দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নৌ ও সড়ক পথেও সফর করা হবে। তৃণমূলের মানুষ যাতে বিএনপি জামায়াতের গুজবের রাজনীতির বিষয়ে বিষয়ে সচেতন সে বিষয়ে দলের এই সাংগঠিক কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সফরে উত্তরের বিভিন্ন স্টেশনে ১১টিরও বেশি পথসভা করার কথা রয়েছে।
উদ্বাধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চ যোগে নির্বাচনী সফর করবো আমরা। এরপর বাই রোডে আমরা চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ যাওয়ার কথা রয়েছে। তিনি বলেন, কিছু মধ্যে আমরা রাজশাহী নির্বাচনী সফর করে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই নির্বাচনী সফর। এই সফরের মাধ্যমে আমরা তৃণমূলের কিছু বার্তা দিতে চাই। কাদের বলেন, সামনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। প্রস্তুতি সেভাবেই নিতে হবে। অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা নিরসন করা হবে। আমাদের এই যাত্র তৃনমুল নেতাকর্মীদের চাঙ্গা করবে।
আওয়ামী লীগের নির্বাচনী এই ট্রেন সফরে অন্যান্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর বিপ্লব বড়ুয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

অনলাইন ডেস্ক: রনি মোহাম্মদকে আহ্বায়ক ও নাঈম হাসান পাবেলকে সদস্য সচিব করে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার লিসবনের স্থানীয় ফুড গার্ডেনের রেস্টুরেন্টের হল রুমে প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগারদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
পর্তুগালের অনলাইন পত্রিকা বাংলা পিটি সম্পাদক সৈয়দ মাহবুবের সভাপতিত্বে এবং রাসেল আহম্মেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আহবায়ক ফয়সাল আহমেদ দ্বীপসহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগার রনি মোহাম্মদ, নজরুল ইসলাম সুমন, এবি সামাদ, জাহিদুল ইসলাম সোহাগ, তৌহিদুর ইসলাম এনি, সুমন আহমেদ, ফখরুল হাসান, মঈন উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন ও আশরাফ প্রমুখ।
সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সফলতার, সম্ভাবনাময় কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের সঠিক তথ্য চিত্র তুলে ধরার এবং পর্তুগালের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে ৭ সদস্যর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জহুরুল হক জহুর, রাসেল আহম্মেদ, জাহিদ হাসান সোহাগ, তৌহিদুল ইসলাম এনি।
কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সকলের সাথে পরামর্শ করে পর্তুগালের বিভিন্ন শহরে বসবাসরত বাংলা মিডিয়ার বর্তমান ও সাবেক কর্মীদের সংগ্রহ করে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানানো হয়। এবং এক নৈশভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেতৃত্ব হারাচ্ছেন কোহলি

খেলার খবর: সব ঠিকঠাক থাকলে এবি ডি ভিলিয়ার্সের হাতেই উঠতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বের আর্মব্যান্ড। এবং নেতা বদলানোর পিছনে রয়েছে ভাগ্য ফেরানো। আরসিবি ম্যানেজমেন্ট আইপিএল-এ নিজেদের ভাগ্য বদলাতে এতটাই মরিয়া যে এবারই বিরাট কোহলিকে সরিয়ে এবিডি-কে অধিনায়ক করতে চাইছেন তারা।
২০০৮ থেকে শুরু হয়েছে আইপিএল। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার সাফল্য পাওয়ার জন্য দলে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। কোচ হিসেবে ইতিমধ্যেই গ্যারি কার্স্টেনের নাম ঘোষণা করা হয়েছে। ড্যানিয়েল ভেত্তোরির হাত থেকে রয়্যালস কর্তারা দায়িত্ব তুলে দিচ্ছেন কার্স্টেনের হাতে।
কার্স্টেনের পাশাপাশি আরিসিবি-র কোচিং স্টাফে উল্লেখযোগ্য মুখ আশিস নেহরা। ৩৮ বছরের তারকা পেসার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার পরেই কোচিংয়ে তিনি। তবে সব চেয়ে বড় চমক অন্য জায়গায়।
আরসিবি-র নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে চলেছে এবিডি-র হাতে। অর্থাৎ কোহলি আর আরসিবি-র নেতা নন। কর্ণাটকের সুবর্ণ নিউজে এমনই খবর প্রকাশিত হয়েছে। ভাগ্য বদলানোর জন্য কোহলির জায়গায় ডি’ ভিলিয়ার্সকে আরসিবি-র নেতা করা হয় কিনা, সেটাই এখন দেখার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাথার জোরে বিশ্বরেকর্ড!

অনলাইন ডেস্ক: গত নভেম্বরে মুম্বাইয়ের বাসিন্দা দিনেশ উপধ্যায়া মুখের মধ্যে একগাদা জ্বলন্ত মোমবাতি রেখে গড়েছিলেন গিনেস রেকর্ড। তাও একটি-দুটি মোমবাতি নয়, রীতিমতো ২২টি জ্বলন্ত মোমবাতি মুখে ধরে রেখেছিলেন দিনেশ।
এবার ভারতের আরেক যুবক এক মিনিটে ২১৭টি কাঠবাদাম ভেঙে গড়েছেন বিশ্বরেকর্ড। এস নভীন নামের ঐ যুবক কাঠবাদাম ভাঙতে কাজে লাগিয়েছেন নিজের মাথাকে।
টেবিলের ওপর লম্বা সারিতে সাজানো ছিল কাঠবাদামগুলো। নভীনের কাঠবাদাম ভাঙার ভিডিওতে দেখা গেছে, পেছনের দিকে দুই হাত নিয়ে পাগলের মতো মাথা দিয়ে টেবিলে ঠুকিয়ে ভেঙে চলেছেন কাঠবাদাম।
এর আগে মাথা দিয়ে সর্বোচ্চ ৩৬টি কাঠবাদাম ভেঙে এক ব্যক্তি গড়েছিলেন বিশ্বরেকর্ড।-ইউপিআই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির নতুন জীবনের এক যুগ

অনলাইন ডেস্ক: ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার জীবনের বিশেষ একটি দিন। এদিন, জীবনের নতুন ইনিংসও শুরু হয়। নড়াইল চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে যে এদিনেই বিয়ে করেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শহরের রূপগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরদিন ৮ সেপ্টেম্বর চিত্রা নদীর কোল ঘেষে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে বৌভাত অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলের তৎকালীন সভাপতি, কোচ, খেলোয়াড়, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা হয়েছিল।
দেখতে দেখতে কেটে গেছে মাশরাফির নতুন জীবনের ১২টি বছর। মানে, এক যুগে যুগলবন্দি তারা। দাম্পত্য জীবনে হুমায়রা এবং সাহেল নামে দুই সন্তানের জনক-জননী তারা। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার বাংলাদেশ ওয়ানডে দলপতির। ৭ সেপ্টেম্বর ছিল এ দম্পতির (মাশরাফি-সুমি) ১২তম বিবাহবার্ষিকী। মাশরাফি ও তার পরিবার কখনোই বিবাহবার্ষিকী এবং জন্মদিন ধূমধাম করে পালন করেন না। এক্ষেত্রে সবার কাছে দোয়া চেয়েছেন তারা। তবে এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি ভক্তসহ তার বন্ধুরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই মাশরাফি দম্পতির জন্য শুভ কামনা করেন তার অসংখ্য ভক্ত ও শুভাক্ষী। কেউ লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী ভাই-ভাবি।’ কেউ লিখেছেন, ‘নড়াইল তথা বাংলার ১৭ কোটি মানুষের মধ্যমনি ও গর্ব, ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা কৌশিকের শুভ বিবাহবার্ষিকী। শুভ হোক আগামীর দিনগুলি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান ২১-২২ অক্টোবর

দেশের খবর: চলতি বছরের ২১ থেকে ২২ অক্টোবর তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবে ইয়াং বাংলা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ইয়াং বাংলার জেলা সমন্বয়ক ফয়সাল কাসিম এ বিষয় বিস্তারিত তুলে ধরেন। ইয়ুথ অ্যাওয়ার্ড-এ অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এ সময় তিনি বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২১-২২ অক্টোবর এ অ্যাওয়ার্ড- প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুদ চৌধুরী, ইয়াং বাংলা জেলা সমন্বয়কারী রবিউল হক চৌধুরী, সৌমেন কানুনগো, ইয়াসিন ভূঁইয়া, মো. সাজ্জাদ, তারেক আজিজ সহ অন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest