সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

অনন্য রেকর্ডের সামনে ফ্রান্স কোচ দেশ্যম

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। এরইমধ্যে দাপটের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। রবিবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই রেকর্ড বইয়ে নাম তুলে ফেলবেন ফ্রান্স কোচ দেশ্যম। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দিদিয়ে দেশ্যম। কোচ হিসেবে এবার বিশ্বকাপ জিতে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, মারিও জাগালোর কীর্তিকে স্পর্শ করার হাতছানি দেশ্যমের সামনে।

মঙ্গলবার বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দিদিয়ে দেশ্যমের ফ্রান্স। ১৯৭৪ সালে ফুটবলার হিসেবে ও ১৯৯০ সালে কোচ হিসেবে দু’বারই জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন করেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

তবে বেকেনবাওয়ারের মত ভাগ্য সুপ্রসন্ন ছিলনা ফোলারের। ১৯৯০ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতলেও ২০০২ সালে কোচ হিসেবে দল বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ফোলারের দল। জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো ব্রাজিলের মারিও জাগালো ফুটবলার ও কোচ হিসেবে দু’বারই বিশ্বকাপের ফাইনালে ওঠেন। ১৯৫৮ সালে ফুটবলার হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি।

বেকেনবাওয়ার, জাগালো- এই দু’জনের পাশে নাম লেখানোর সুযোগ দেশ্যমের সামনে। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ট্রফি জয় করেছিলেন দেশ্যম। ১৫ জুলাই মস্কোতে ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল জিতলেই রেকর্ড বইয়ে নাম উঠে যাবে দিদিয়ে দেশ্যমের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপ ফাইনালের রেফারি আর্জেন্টিনার ‘অভিনেতা’

খেলার খবর: ব্রাজিল সুপারস্টার নেইমারের কাণ্ডকারখানায় ‘অভিনয়’ শব্দটা ইদানিং খুব জনপ্রিয় হয়ে গেছে। বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিয়েও নেইমারকে ‘অভিনেতা’ বলে ট্রল চলছে এখনও। কিন্তু রাশিয়া বিশ্বকাপের ফাইনালে একজন পেশাদার অভিনেতা রেফারির দায়িত্ব করবেন। তিনি আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। তার ওপরেই বর্তেছে ফাইনাল পরিচালনার দায়িত্ব।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাশিয়া বিশ্বকাপ পেয়ে গেছে দুই ফাইনালিস্টকে। আগামী ১৫ জুলাই রবিবার মস্কোতে মুখোমুখি হবে ফ্রান্সে এবং ক্রোয়েশিয়া। ইউরোপের দুই দেশের এই শিরোপার লড়াইয়ে রেফারিং করা ল্যাটিন দেশটির নেস্তর পিতানা একসময় অভিনেতা ছিলেন। এখন শরীরচর্চার শিক্ষক। সেইসঙ্গে রেফারিং করা তার শখ। সেই শখের বসেই ২০০৭ সাল থেকে এই রেফারিং করে যাচ্ছেন তিনি। সুযোগ পেয়েছেন বিশ্বকাপেও।

২০১০ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচে রেফারিং শুরু করা ৪৩ বছর বয়সী রেফারি নেস্তর রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত ৪টি ম্যাচ পরিচালনা করেছেন। তার অধীনে এই বিশ্বকাপে ফ্রান্স-ক্রোয়েশিয়া দুই দলই খেলেছে। শেষ ষোলোয় ডেনমার্ক-ক্রোয়েশিয়া আর ফ্রান্স-উরুগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনালেও রেফারি ছিলেন তিনি। এলিজেন্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন পিতানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটিশ আইনজীবীকে বাধা ভারতের ইন্টারনাল বিষয়: সেতুমন্ত্রী

রাজনীতির খবর: বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারত থেকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় আগামী কোরবানির ঈদের সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় তিনি বলেন, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতে আসতে বাধার ব্যাপারটি ভারতের ইন্টারনাল বিষয়। বাংলাদেশ সরকারের পক্ষে এ বিষয়ে কিছুই করার নেই। তবে আমরা যতদুর জানি তার ভারতে প্রবেশে কাগজপত্রে ঘাটতি থাকায় ভারত সরকার তাকে প্রবেশ করতে দেয়নি।

ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে অন্যান্য বছরের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এতো বেশি পুলিশ মোতায়েন করার প্রয়োজন পড়বে না। কারণ এবার রাস্তা অনেক প্রশস্ত করা হয়েছে এবং ২৩ ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। ঈদে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ফিটনেজবিহীন পশুবাহী গাড়ী যাতে সমস্যা করতে না তার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

সিটি নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নিয়মানুসারে নির্বাচন হবে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এছাড়া সরকার দলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করা হবে না। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাসেক প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিকরুল হাসান, ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থাই কিশোরদের উদ্ধারের পর কিছু প্রশ্ন এবং তার জবাব

বিদেশের খবর: জটিল অভিযানের মধ্য দিয়ে ১৭দিন পর গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবলাররা এবং তাদের কোচ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থাইল্যান্ডের এবং আন্তর্জাতিক ডুবুরিরা মিলে যে বিপদজনক পরিস্থিতিতে এই অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে ঘটনা নিয়ে মৌলিক প্রশ্নগুলোর জবাব কি মিলেছে? বলা হচ্ছে জবাব মিলতে শুরু করেছে।

কিশোর ফুটবলাররা কেন গুহার গভীরে গিয়েছিলো?
এই প্রশ্নে অনেক বক্তব্য এসেছে।

কিন্তু যারা গুহায় আটকা পড়েছিল, সেই কিশোর ফুটবলার এবং তাদের সাথে থাকা সহকারি কোচের কাছ থেকে সরাসরি এখনও কিছু জানা সম্ভব হয়নি।

তাদের প্রধান কোচ নোপারাত কানতাওং বলেছেন, শনিবার তাদের একটি ফুটবল ম্যাচ ছিল। সেটি বাতিল করে তিনি সেদিন প্রশিক্ষণের জন্য সময় নির্ধারণ করেছিলেন।

তিনি তাদের গুহায় যাওয়ার জন্য কোনো পরামর্শ দেননি। ফলে তাদের সেখানে যাওয়ার কথা ছিল না।

তবে শনিবার কিশোর ফুটবলারদের একজনের জন্মদিন ছিল।

জন্মদিন পালনের জন্য সেদিন স্থানীয় একটি দোকান থেকে এই কিশোররা সাত’শ থাই বাথ দিয়ে খাবার কিনেছিল বলে ঐ দোকানদার জানিয়েছেন।

প্রধান কোচ নোপারাত কানতাওং বলেছেন, সহকারি কোচ একাপল এই কিশোর ফুটবলারদের খুব ভালবাসে এবং তাদের জন্য সে সবকিছু করতে পারে।

তিনি ধারণা করছেন, কিশোর ফুটবলাররা সহকারি কোচের কাছে আবদার করে তাকে নিয়ে গুহায় গিয়েছিল।এই এলাকায় গুহাটি সকলের কাছে পরিচিত এবং এই কিশোররাও আগে ঔ গুহায় গিয়েছিল।

তারা যে গুহার গভীরে চলে যায়, সে ব্যাপারে ধারণা করা হচ্ছে, তারা যখন গুহায় গেছে, তখন শুকনো ছিল।

কিন্তু হঠাৎ অতিবর্ষণে গুহায় পানি বাড়তে থাকায় তারা গভীরে যেতে বাধ্য হয়েছে।

 

উদ্ধার হওয়ার পর এই কিশোরদের সাথে তাদের বাবা মাকে কাছে যেতে দেয়া হচ্ছে না কেন?

এই প্রশ্নে থাই কর্তৃপক্ষের ব্যাখ্যা হচ্ছে, এই কিশোররা এখনও অনেক দূর্বল। আর এমন দূর্বল শরীরে সংক্রমণের ঝুঁকি থাকে। সেকারণে তারা এমুহুর্তে সেই ঝুঁকি নিতে চাইছে না।

কিশোর ফুটবলারদের জীবিত উদ্ধার করা হয়েছে সর্বাত্নক চেষ্টা চালিয়ে।

থাইল্যান্ডে তাদের জীবন এখন অনেক মূল্যবান। তাদের কোনো ক্ষতি হোক, সেই সুযোগ দিতে রাজি নয় থাই কর্তৃপক্ষ।

সেজন্য পিতা মাতাদের কাঁচের দেয়ালের বাইরে থেকে দেখানো হয়েছে।

এই কিশোরদের বেশিরভাগের পিতা মাতা প্রান্তিক এলাকার এবং দরিদ্র। তাদের সন্তানদের যেভাবে উদ্ধার করা হয়েছে, তাতে তারা বার বার কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ফলে আপাতত সন্তানের কাছে যেতে না দেয়ার জন্য পিতা মাতারা প্রতিবাদ করবেন না।

 

সহকারি কোচ একাপল এর বিরুদ্ধে কী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোনো ব্যবস্থা নেয়া হবে?

যেহেতু এই কোচ কিশোরদের সাথে গুহায় গিয়েছিলেন, সেখানে ঘটনার দায় তার উপরই আসতে পারে।

কিন্তু কিশোরদের মাতা পিতারা বলেছেন, তারা তাঁকে মাফ করে দিয়েছেন। কারণ গুহায় আটকা থাকাবস্থায় এই সহকারি কোচই কিশোরদের উজ্জীবিত করে রেখেছিলেন।

এছাড়া সহকারি কোচ অতীতে ১২ বছর ভিক্ষু হিসেবে ছিলেন। ফলে তিনি মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কিশোরদের ধকল সামাল দেয়ার মতো পরিস্থিতিতে রাখতে পেরেছিলেন।

গুহায় আটকা পড়ার পর তাদের কাছে যেটুকু খাবার ছিল, তা তিনি নিজে না খেয়ে থাকার চেষ্টা করেছেন। তিনি খেলে কিশোরদের খাবার কমে যেতে পারে, এই চিন্তা তার মধ্য ছিল।

এমন অনেক কথা সামাজিক নেটওয়ার্কে ছড়িয়েছে।

তাঁর প্রশংসা ছড়িয়ে পড়েছে থাই জনগণের মাঝে।

তাছাড়া থাই জনগণের মাঝে দোষারোপের সংস্কৃতি নেই।

 

তারা কী গুহার ভেতরে পুরোটা সময় অন্ধকারে ছিল?

তাদের সাথে ছিল কমদামি টর্চ লাইট। যেটি অল্প সময়েই নষ্ট হয়ে যায়।

ফলে তাদের খুঁজে পাওয়া পর্যন্ত অর্থাৎ, নয়দিন তারা অন্ধকারে ছিল।

এরপর থাই সেনাবাহিনীর একজন চিকিৎসক এবং তিনজন ডুবুরি যখন তাদের খুঁজে পেলো, তখন তাদের কাছে আলো জ্বালিয়ে দেয়া হয়।

অনেকদিন অন্ধকার গুহায় থাকার পর আলো জ্বালানোর কারণে চোখ বাঁচাতে তাদের তখন সানগ্লাস পড়তে হয়।

 

কিশোরদের উদ্ধারে এতবড় অভিযানে অর্থ কে দিয়েছে?

অভিযানের পিছনে খরচের বড় অংশ দিয়েছে থাই সরকার।

অনেক দেশ এতে জড়িত ছিল, সেই দেশগুলোও তাদের নিজেদের সহযোগিতা দলের খরচ বহন করেছে।

যেমন মার্কিন বিমান বাহিনীর ৩০ জন সদস্য এসেছিল সাহায্যের জন্য।সেই অর্থ মার্কিন সরকার দিয়েছে।

থাই ব্যবসায়ীরা অনেকে পরিবহণ এবং খাবার দিয়ে সাহায্য করেছে।

আন্তর্জাতিক ডুবুরিদের আনার জন্য বিভিন্ন এয়ারলাইন্স বিনামূল্যে টিকেট দিয়েছে। এছাড়া অনেক সাধারণ মানুষও নানাভাবে সাহায্য করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনের শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শিচুয়ান প্রদেশের একটি শিল্প পার্কে বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১২ জন।

জিয়ানগনের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় ইয়িবিন হেংদা টেকনোলজি শিল্প পার্কে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, আহতদের পরিস্থিতি খুব খারাপ নয়। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

খাদ্য ও ফার্মাসিটিক্যালস পণ্যের কেমিক্যাল উৎপাদক প্রতিষ্ঠানটি বিস্ফোরণের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রচুর ধোঁয়া উড়ছে। এছাড়া আগুনও দেখা যাচ্ছে।

এর আগে ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চল তিয়ানজিনে একটি বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়। গত বছর পশ্চিমাঞ্চলের শানডং প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে আটজন নিহত হন।

এসব ঘটনার পরে গত বছর থেকে চীন কয়লা খনি ও কেমিক্যাল প্ল্যান্টে নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছে। তবে এর মধ্যেই এমন ঘটনা ঘটলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিতর্কিত’ ইমরানের ‘মুখোশ খুললেন’ রেহাম

বিদেশের খবর: রাজনৈতিক অঙ্গনে পাকিস্তান নিয়ে আলোচনা এখন তুঙ্গে। দুই সপ্তাহ পর দেশটির জাতীয় নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের নাগরিকত্ব নিয়েও চলছে আলোচনা। এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান।

সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনীতে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের ‘যৌনতা’ ‘মাদক’ ও ‘এক উদ্ভট’ জীবন উপস্থাপন করেছেন রেহাম।

বৃহস্পতিবার (১২ জুলাই) রেহাম খানের আত্মজীবনী নিয়ে লেখা বইটির ই-বুক অ্যামাজনে প্রকাশ করা হয়েছে। বইটিতে সাবেক তারকা ক্রিকেটার ও পাকিস্তানের রাজনৈতিক নেতা ইমরান খানের বিতর্কিত জীবন উপস্থাপনা করেছেন তিনি।

আত্মজীবনীতে ইমরানের সাবেক স্ত্রী রেহাম অভিযোগ তুলেছেন, সাবেক এ তারকা ক্রিকেটার কোরআন পড়তে পারেন না। এছাড়াও তার কিছু অবৈধ ভারতীয় সন্তানও রয়েছে।

রেহাম লিখেছেন, ইমরান তাকে বলেছেন যে তার পাঁচটি ‘অবৈধ’ সন্তান রয়েছে। যাদের মধ্যে কয়েকজন ভারতীয়। আর সবচেয়ে বড় সন্তানের বয়স ৩৪ বছর।

রেহাম লিখেছেন, তিনি ছাড়া ইমরানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকে সবাই চিনতো। কিন্তু তার আরও কিছু অবৈধ সম্পর্ক ছিল। রেহামের আত্মজীবনী অনুযায়ী, ৭০ দশকের এক বলিউড তারকার সঙ্গে ইমরানের সম্পর্ক ছিল। রেহাম এ বলিউড তারকার নাম উল্লেখ করেননি। কিন্তু তিনি লিখেছেন, বলিউডের ওই নায়িকা ৭০ দশকের একজন আবেদনময়ী নায়িকা।

রেহাম তার আত্মজীবনীতে লিখেছেন, রাজনৈতিক নেতা ইমরান খান নিহত লেফট্যানেন্ট জেনারেল হামিদ গুলের ‘সৃষ্টি’। হামিদ গুল আইএসআই’ এর প্রধান। তিনি ‘তালেবান’ তৈরি করেছিলেন। তিনি ছিলেন ভারত ও পশ্চিমাবিরোধী।

আত্মজীবনীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও উল্লেখ করেছেন রেহাম খান। তিনি লিখেছেন, নরেন্দ্র মোদী বিশ্বাস করেন তেহরিক ই ইনসাফ নেতা ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় আসতে পারবেন।

তবে নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজের প্রশংসা করেছেন রেহাম। তিনি লিখেছেন নওয়াজের কন্যা একজন সাহসী নারী রাজনীতিক।

আত্মজীবনীতে ইমরানের খাদ্যাভাস থেকে শুরু করে অতিরঞ্জিত যৌন জীবন- কোনো কিছুই বাদ যায়নি। পাকিস্তানি গণমাধ্যমে ইমরানের জীবনের বিষয়গুলো ইতোমধ্যে আলোচনার জন্মও দিয়েছে। তবে ইমরান খান বা তার কোন প্রতিদ্বন্দ্বী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রেহাম খান পেশায় একজন সাংবাদিক। এর আগে যুক্তরাজ্যের এক চিকিৎসকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে পাকিস্তানে আসার পর ইমরান খানের সঙ্গে তার পরিচয় হয়। তারা দু’জনে বিয়েও করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবা-ছেলের ওয়ার্ল্ড কাপ নেশা!

বিনোদন ডেস্ক: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ছেড়ে রাশিয়ায় চলে গিয়েছেন বাবা-ছেলে৷ একসঙ্গে মিলে জমিয়ে ওয়ার্ল্ড কাপের মজা নিচ্ছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন৷

সকলেই জানে যে অভিষেক ফুটবল ফ্যান৷ অন্যদিকে অমিতাভেরও এসব বিষয়ে খানিকটা হলেও উৎসাহ রয়েছে৷ ওয়ার্ল্ড কাপের সময় কোন কাজের চাপ না থাকায় দুই তারকা সোজা উড়ে গেলেন রাশিয়ায়৷ সেখানে গিয়ে সেমি ফাইনাল ম্যাচ দেখে ছবিও পোস্ট করেছেন দু’জনে৷ ইনস্টাগ্রামে সেই পোস্ট এখন রীতিমত ভাইরাল৷

একেবারে ফাইনাল দেখে তবে দেশে ফিরবেন অমিতাভ এবং অভিষেক৷ ইনস্টাগ্রামে আপলোড করা ছবি দেখেই বোঝা যাচ্ছে দু’জনে কতটা এক্সাইটেড ওয়ার্ল্ড কাপ নিয়ে৷ ফুটবল বিশ্বকাপ নিয়ে সকলের উন্মাদনাও তুঙ্গে৷ তা এখন হরদমই প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই উত্তেজনায় নাম লেখালেন সিনিয়র এবং জুনিয়র বচ্চন৷

প্রসঙ্গত, বিগ বি সম্প্রতি ‘বাদলা’ ছবির শ্যুটিং শেষ করেছেন৷ এ ছবিতে তাপসি পান্নুও অভিনয় করেছেন৷ এছাড়াও রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে ফ্যান্টাসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’তেও রয়েছেন তিনি৷ অন্যদিকে অভিষেক বচ্চনকে দেখা যাবে ‘মনমরজিয়া’ নামক ছবিতে৷ তিনি ছাডা় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসি পান্নু এবং ভিকি কৌশল৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪০ সেনা

বিদেশের খবর: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ সেনা সদস্য। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, স্থানীয় সময় রাতে সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। দু’পক্ষের মাঝে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনায় অন্তত ১৫ জন তালেবান জঙ্গি নিহত হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, প্রথমবারের মতো হামলার সময় জঙ্গিরা নাইট গগলস ব্যবহার করায় তাদের উপস্থিতি বোঝা যায়নি। একারণে সেনাদের ওপর হঠাৎ হামলা চালাতে সক্ষম হয় তারা। গত মাস থেকেই কুন্দুজে তালেবান বিরোধী অভিযান চালাচ্ছিলো আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest