সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

বনদস্যু সাত্তার মোড়লের নামে এবার অস্ত্র আইনে মামলা

শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনে কুখ্যাত হরিণ শিকারী জাতীয় পাটির (জাপা) কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আঃ সাত্তার মোড়লের সুন্দরবনে হরিণ হত্যা মিশন নতুন ভাবে মোড় নিয়েছে। ১ম পর্যায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা হলেও পরবর্তী পর্যায়ে পুলিশ বন্দুক মালিক সহ ৬ জনকে আসামী করে নতুনভাবে মামলা দায়ের করেছে। মামলা নং-০৩। ৩ জন বন্দুক মালিক হলেন- কালিগঞ্জ থানার বন্দকাটি গ্রামে আঃ রশিদের ছেলে হাফিজুর রহমান (বন্দুকের লাইসেন্স নং- ৩৫৭০৮৩), এবং শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে পাতাখালী গ্রামে আয়জুদ্দী ঢালির ছেলে আজিজ ঢালী (বন্দুকের লাইসেন্স নং- ৩৫৬৯৮৭) এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আঃ সাত্তার সরদারের ছেলে সালাউদ্দীন ওরফে নবাব (বন্দুকের লাইসেন্স নং- ১৩৬০৯৩)।
মামলার আসামীরা হলেন- কদমতলা গ্রামে ইমান আলী গাজীর ছেলে মজনু গাজী, পাতাখালী গ্রামে আমজাদ গাজীর ছেলে মহিবুল্লাহ ও আয়জুদ্দীন গাজীর ছেলে আজিজ ঢালী, বন্দকাটি গ্রামে মৃত কোরবান মোড়লের ছেলে সাত্তার মোড়ল ও আঃ রশিদের ছেলে আঃ রহমান এবং সিংহড়তলী গ্রামে মৃত সাত্তার সরদারের ছেলে সালাউদ্দীন ওরফে নবাব।
মামলা সূত্রে এবং শ্যামনগর থানার ওসি সৈয়দ আঃ মান্নান জানান, গত রোববার রাতে সুন্দরবনে দোবেঁকী এলাকায় বনদস্যু জাকির বাহিনী ডাকাতির খবর পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে উপ-পরিদর্শক লিটন মিয়ার নেতৃত্বে পুলিশ দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে। পরবর্তী পর্যায়ে তল্লাশি করে ৩ টি এক নলা বন্দুক, ৩ টি জবাইকৃত হরিণ ও একটি নৌকা জব্দ করে। আটককৃতরা হলেন- পাতাখালি গ্রামে আমজাদ গাজীর ছেলে মহিবুল্লাহ ও কদম তলা গ্রামে ইমান আলী গাজীর ছেলে মজনু গাজী। পুলিশ ধৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে।
এলাকার মানুষের ভাষ্য হলো- ৩ টি বন্দুকের মালিক বৈধ লাইসেন্স ধারী। পুলিশ সেদিন ৩ টি বন্দুক জব্দ করলেও বৈধ মালিকদের সেখানে কেউ ছিল না। তাহলে অস্ত্রগুলি সেখানে গেল কিভাবে এবং কে নিয়ে গেল? মালিকদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। তাছাড়া ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে প্রকৃত ঘটনা।
পৃথিবী শ্রেষ্ঠ ম্যানগোভ ফরেষ্ট সুন্দরবন এদেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক। সুন্দরবনকে ঘিরে পৃথিবীর মাঝে বাংলাদেশের যত পরিচিতি। এর সকল অস্তিস্থ আমাদের জাতীয় সম্পদ। বিশেষ করে প্রাণ বৈচিত্রে ভরা সুন্দরবনের অন্যতম অহংকার মায়াবী হরিণ। যা রক্ষা করার দায় দায়িত্ব আমাদের সকলের।
জাপা নেতা আঃ সাত্তার মোড়ল এদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের অন্যতম নেতা। চাউর আছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশি। একজন রাজনীতিবীদের কাছ থেকে সুন্দরবনের হরিণ শিকারের জন্য যাওয়া কতদুর যুক্তিযুক্ত এ প্রশ্ন সর্ব সাধারনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি রুহুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এখন নয়াদিল্লীতে

ডেস্ক রিপোর্ট:
ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করছেন অধ্যাপক ডা: রুহুল হক এমপি।
মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: রুহুল হক হক এমপি স্যারের নেতৃত্বে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের নেতৃবৃন্দগণ।
এসময় আরোও উপস্থিত রয়েছেন আয়েন উদ্দীন এমপি,ইমরান আহমেদ এমপি সহ প্রমুখ।
উল্লেখ্য ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে ৫ দিনের সফরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনা ছাড়ছেন না সাম্পাওলি!

খেলার খবর: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হারের পর থেকেই চাপে ছিলেন কোচ জর্জ সাম্পাওলি। গ্রুপ পর্বেও তার স্ট্র্যাটেজি দেখে অনেক ফুটবল বিশ্লেষকই প্রশ্ন তুলেছিলেন। তবে সাম্পাওলি কোনো উত্তর দেননি। তার সহকারি কোচকে তিনি বলেন, এএফএ’র থেকে সমর্থন পেলে তিনি আপাতত আর্জেন্টিনার কোচ হিসাবে থেকে যেতে চান।

এদিকে আজেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আপাতত আর্জেন্টিনার সাথেই থাকছেন জর্জ সাম্পাওলি। কিন্তু তার ভবিষ্যত নিয়ে চলতি মাসের শেষেই পর্যালোচনা করা হবে। বর্তমানে তাকে অনুর্ধ্ব-২০ দলের দায়িত্বে রাখা হয়েছে। এক বিবৃবিতে এএফএ জানিয়েছে জুলাইয়ের শেষে কার্যনির্বাহী সভায় সাম্পাওলির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করা হবে।

জানা গেছে, এএফএ-র সভাপতি ক্লডিও টাপিয়া ও সহ-সভাপতি ড্যানিয়েল আনজেলকি সোমবার সাম্পাওলির সঙ্গে দেখা করেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, আপাতত তাকেই কোচ হিসেবে বহাল রাখা হবে।

উল্লেখ্য, বিশ্বকাপ থেকে বিদায়ের পর সাম্পাওলি আর্জেন্টাইন কোচের পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু কটিফ এল’আলকুডিয়া টুর্নামেন্টে অনুর্ধ্ব-২০ দলের দায়িত্ব পাওয়ার পর সাম্পাওলিকে নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করেছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে সাম্পাওলির সহকারি সেবাস্টিয়ান বেকাসেসের দায়িত্ব পালনের কথা থাকলেও অন্য একটি দলের দায়িত্ব নেওয়ায় তিনি অনুর্ধ্ব-২০ জাতীয় দলের কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। সেই দায়িত্বই পালন করছেন সাম্পাওলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)  জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

১০ জুলাই মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা কমিটির সম্মেলন ও কাউন্সিল সফল করার জন্য মুনজিতপুরস্থ জাসদ কার্যালয়ে জেলা ছাত্রলীগ সভাপতি অনুপম কুমার অনুপের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক, সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ কামাল।
সভায় আগামী ২৯ জুলাই রোববার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার জন্য এস.এম আব্দুল আলিমকে আহবায়ক, অনুপম কুমার অনুপ, শরিফুল ইসলাম শরিফ, মোঃ সাইফুল্লাহ, মফিজুল ইসলাম, শেখ রিয়াজ আহমেদ, মোঃ সাইদুজ্জামান শুভ, আয়েশা খাতুন, জি এম সাহিদুল ইসলাম রুবেল, মোঃ তারিকুজ্জামান তারিককে সদস্য মনোনীত করে সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে গুহা থেকে ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার

বিদেশের খবর: থাইল্যান্ডে চিয়াং রাইপ্রদেশের রহস্যময় গুহায় আটকে পড়া বাকি পাঁচ কিশোর ফুটবলার ও কোচকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালের দিকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ডুবুরিরা।

যদিও উদ্ধারের আগে ভেতরে থাকা চার কিশোর ও তাদের ফুটবল কোচ ভেতরে সুস্থ আছেন বলে জানা গেছে। এছাড়া তারা বন্যায় ভেসে যাওয়া গুহাটির সংকীর্ণ পথ দিয়ে ডুবুরির সঙ্গে বের হয়ে আসতে প্রস্তুত ছিলো বলেও জানান হয়।

এর আগে গত দুই দিন ধরে অভিযান চালিয়ে আটজনকে গুহা থেকে বের করে আনা হয়। যা থাবিশ্বব্যাপী সবার মনোযোগ কেড়েছে। উদ্ধার হওয়ার পর কেমন আছে তারা? এ প্রশ্ন এখন সবার মনে।

সোমবার সন্ধ্যায় চারজনকে গুহা থেকে বের করে আনার পর তাদের স্ট্রেচারে করে পাশের চিয়াং রায়ে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে রোববার উদ্ধার করা হয় আরো চার কিশোরকে। তাদের সবাইকে আরো অন্তত সাত দিন হাসপাতালে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। এরইমধ্যে যে আট কিশোরকে উদ্ধার করা হয়েছে, তাদের কাউকেই জনসমক্ষে আনা হয়নি।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী কিশোররা জাউ ভাত খেতে পারছে। তারা মাংস খেতে চাইলেও হজমে সমস্যা হতে পারে এমন আশঙ্কায় তাদের সেটা দেয়া হচ্ছে না। কেননা তারা প্রত্যেকেই গত ১০ দিন ধরে না খেয়ে ছিল।

এদিকে আজ সকালে দেশটির স্থায়ী স্বাস্থ্য সচিব জেসাদা চোকেদাম্রংসুক জানান, উদ্ধার হওয়া আট কিশোরের স্বাস্থ্য ভালো এবং তারা ক্ষুধার্ত। তাদের কারও জ্বর নেই। তাদের চোখের দৃষ্টিতে কোনও সমস্যা নেই। রবিবার উদ্ধার হওয়া প্রথম চার জন দাঁড়াতে পারে এবং বিছানার চারপাশে হাঁটতে পারে। কিশোরদের স্যালাইন ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। দুই কিশোরের এক্স-রেতে অস্বাভাবিকতা ধরা পড়েছে। সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে। প্রথম চার জনের বয়স ১৪-১৬ বছর, দ্বিতীয় চার জনের বয়স ১২-১৪ বছর।

তিনি আরও জানান, সোমবার রাতে প্রথম দিনে উদ্ধার হওয়া চার কিশোরের সঙ্গে তাদের পরিবারের সাক্ষাৎ হয়েছে। যদিও তা কাঁচের দরজার মধ্য দিয়ে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আসতে আরও ২/৩ দিন লাগতে পারে। যদি কোনও সংক্রমণের চিহ্ন পাওয়া না যায় তাহলে পরিবারকে হাসপাতালে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে।

স্বাস্থ্য সচিব জানান, প্রাথমিক রক্ত পরীক্ষায় সব কিশোরের শরীরে সংক্রমণের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

‘সব সংকটের মধ্যেও সাফল্য’

থাই নৌবাহিনীর এক সদস্য তার ফেসবুকে জানান, পুরো কাজ চলছে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে। অ্যাম্বুলেন্সগুলো যখন গুহার প্রবেশদ্বার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল। তখন গাড়ির হেডলাইটের ঝলকানিতে দেখতে পেলাম আরেকটি ছেলেকে উদ্ধার করা হয়েছে। এভাবে প্রত্যেকের মধ্যে আশা জেগেছে।

এই ঝুঁকিপূর্ণ অভিযানটি খুবই সূক্ষ্মতা ও সাবধানতার সঙ্গে পরিচালনা করা হয়েছে। কিন্তু এই উদ্ধার পরিকল্পনার বাস্তবায়ন একদিকে যেমন ছিল সাহসী, বিপজ্জনক তেমনি ভীষণ জটিল।

তবে সব সংকটের মধ্যেও প্রতিটি পর্যায়ে সাফল্য এসেছে। এই মানসিক স্বস্তি ধীরে ধীরে সবাইকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে থাকা উদ্বেগ আর দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দিয়েছে।

কারা ওই কিশোর? তাদের কোচই বা কে?

ওই ফুটবল দলের সদস্য এবং তাদের কোচের কিছু তথ্য বেরিয়ে এসেছে। ক্যাপ্টেন ডুগানপেট প্রমটেপ- বয়স ১৩ বছর, তিনি দলের অত্যন্ত সম্মানিত সদস্য যিনি দলকে উজ্জীবিত রাখতে কাজ করেন। তিনি থাইল্যান্ডের বেশ কয়েকটি পেশাদার ক্লাব থেকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন।

আদুল স্যাম-অন- ১৪ বছর বয়স, মিয়ানমার বংশোদ্ভূত, কয়েকটি ভাষায় কথা বলতে পারেন এবং দলের একমাত্র সদস্য যিনি ব্রিটিশ ডুরিদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। যারা সর্বপ্রথম তাদের সন্ধান পায়।

পিরাপাত সোমপিয়াংজাই- বয়স ১৭ বছর, যেদিন তারা গুহায় আটকে পড়ে অর্থাৎ ২৩ জুন তার জন্মদিন ছিল। তার জন্মদিন উদযাপনের জন্য সবাই যে খাবারগুলো এনেছিল, সেগুলোই তাদের এতদিন টিকে থাকতে সাহায্য করেছে।

একাপোল চান্টাওং- বয়স ২৫ বছর, দলের সহযোগী কোচ, উদ্ধারকারীদের মতে তিনি সবচেয়ে দুর্বল অবস্থায় আছেন। কারণ তিনি বার বার খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তার পরিবর্তে সেগুলো ওই কিশোরদের খেতে বলেছেন।

প্রসঙ্গত, গত ২৩ জুন ওই গুহার ভেতর ঢোকার পর ভারী বর্ষণের কারণে ভেতরে আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-

https://www.youtube.com/watch?v=nCr4VkiX9Jk

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাইচ কুকার কিনে রাশিয়া ভ্রমণের টিকিট পেলেন এক ছাত্রী

প্রেস বিজ্ঞপ্তি : ভিশনের রাইচ কুকার কিনে রাশিয়া ভ্রমণের টিকিট পেলেন এক মাদ্রাসা ছাত্রী। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী এলাকার আনারুল ইসলাম কন্যা মাদ্রাসা ছাত্রী হালিমা খাতুন(২৩)।
হালিমা খাতুন ১০ জুলাই সকালে আরএফএল, ভিশনের এক্সলিউসিভ ডিলার মেসার্স ইমাম ইলেকট্রনিক্স থেকে ২২৫০ টাকা একটি রাইক কুকার ক্রয় করেন। ক্রয়ের পর স্কাচ কার্ড ঘষে তিনি “ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ” ইয়ার টিকিট বিজয়ী হন। ওই দিনই ইয়ার টিকিট বিজয়ী হালিমার হাতে কোম্পানির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স ইমাম ইলেকট্রনিক্সে স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদীন, ম্যানেজার শরিফুজ্জামান, ভিশন এর এসআর রাজু আহমেদ, রন্টু হাসান, মার্কেট মালিক শেখ সাফায়েত প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাতার বিশ্বকাপেও তিতেকে চায় ব্রাজিল

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরও ব্রাজিল ফুটবল দলের কোচ থাকছেন আদেনর বাক্কি তিতে। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। খেলোয়াড় ও কোচের এমন ব্যর্থতার পরও অখুশী নয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাই কাতার বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে তিতেকেই রাখতে চায় ব্রাজিল।

ইতোমধ্যে নিজেদের ইচ্ছার কথা তিতেকে জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তিতেকে এই প্রস্তাব দেয় ব্রাজিল। সেটি শুনে কিছুই বলেননি তিতে। শুধু জানিয়েছে, এজন্য ভাবতে হবে। সময় লাগবে। এখন এসব বিষয় ভাবার সময় নয়। পরিবারের সাথে সময় কাটাতে চাই কিছুদিন। বিশ্বকাপের স্মৃতি ভুলতে হবে। এরপর ভবিষ্যত নিয়ে ভাবা যাবে।

কোপা আমেরিকায় খারাপ পারফরমেন্সের কারনে দুঙ্গাকে সরিয়ে দিলে ২০১৬ সালের জুনে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেন ৫৭ বছর বয়সী তিতে। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিলো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ঐ ম্যাচটি ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এখন পর্যন্ত তিতের অধীনে ২৬ ম্যাচে ২০ জয় পেয়েছে ব্রাজিল। ৪টি ড্র ও ২টি হারও রয়েছে তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপারেশনের পর ভাল আছেন সমাজকল্যাণমন্ত্রী মেনন খন

রাজনীতির খবর: সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন ‘আমার জ্ঞান ফিরেছে, আমি ভাল আছি।’ এসময় তিনি সকলের দোয়া কামনা করেছেন।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১০ টায় রাজধানির স্কয়ার হাসপাতালে তার অপারেশন শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

এর আগে গত বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৭ টায় রাশেদ খান মেনন প্রাতভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি হন। পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে মন্ত্রীর বা পায়ের হিপ জয়েন্টের হার ভেঙে যায়।

অপারেশনের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বাংলােদেশর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা -০১ আসানের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest