সর্বশেষ সংবাদ-
করোনার টিকার মতোই গুরুত্বপূর্ণ টাইফয়েড এর টিকাদেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনাসাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণ

ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় বদলা হিসেবে কিশোরীকে জনসমক্ষে গণধর্ষণের নির্দেশ দিল গ্রাম-পঞ্চায়েত। আর সেই নির্দেশ পাওয়ার পর গ্রাম-পঞ্চায়েতের সদস্য, পিতা-মাতা ও পরিবারের লোকজনের সামনেই গণধর্ষণের শিকার হলো কিশোরী!

ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে পাকিস্তানের মোজাফফরাবাদ মুলতানে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।

মোজাফফরাবাদের পুলিশ কর্মকর্তা আল্লাহ বকসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, চলতি মাসের শুরুতে মুলতানের এক ব্যক্তি জিগরার (গ্রাম-পঞ্চায়েত) কাছে অভিযোগ করেন, তাঁর ছোট বোন এক আত্মীয়দের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। এর পরই পঞ্চায়েতের সদস্যরা সালিশে বসেন এবং শাস্তি হিসেবে ধর্ষণের অভিযোগ ওঠা ওই যুবকের কিশোরী বোনকে জনসমক্ষে ধর্ষণের নির্দেশ দেন।

পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী, ওই কিশোরীকে পঞ্চায়েতের সদস্য ও তার পরিবারের লোকজনের সামনে গণধর্ষণ করা হয়।

এ ঘটনার পর ওই দুই কিশোরীর মা স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ করেন।

আহসান ইউনুস নামের পুলিশের আরেক কর্মকর্তা বলেন, প্রথমে যে কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তার বয়স ১২-১৪ বছর হবে। আর বদলা হিসেবে যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে তার বয়স ১৬-১৭ বছর হবে। তিনি বলেন, এ ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে জিরগা (গ্রাম-পঞ্চায়েত) সাধারণ স্থানীয় মুরব্বিদের নিয়ে গঠিত হয়ে থাকে।

পুলিশ বলছে, ওই দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে।

গ্রাম-পঞ্চায়েত এমন নির্দেশ দিয়েছে বলা হলেও বিবিসির সূত্র বলছে, আসলে নির্দেশদাতা ওই দলটি দুই পরিবারের সমন্বয়েই গঠিত হয়েছিল।

এর আগে ২০১২ সালে একই রকম একটি ঘটনা ঘটেছিল পাকিস্তানে। ছোট ভাই মাঝবয়সী এক নারীর সঙ্গে সম্পর্ক করায় ২৮ বছরের তরুণী মুক্তার মাইকে গণধর্ষণের নির্দেশ দেয় পঞ্চায়েত। সেই মুক্তার মাই এখন একজন বিখ্যাত নারী অধিকারকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমি বলেছি জিপি (গভর্নমেন্ট প্রসিকিউটর), পিপির (পাবলিক প্রসিকিউটর) ব্যাপারে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে যে, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হবে এবং স্বাধীন সার্ভিসটা শতভাগ একদিনে হয়ে যাবে তা না। আমরা পর্যায়ক্রমে স্বাধীন প্রসিকিউশন সার্ভিসটা করব।

 ‘সেজন্য (ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিস) যে রিক্রুটমেন্ট করা হবে। সে দায়িত্বটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে। সেই কথা তাদের জানানো হয়েছে’ বলেন আনিসুল হক।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আরেকটা সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং যেটার কাজ চলছে। তাহল বিজ্ঞ জিপিদের এবং এপিপি (অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর), এজিপিদের (অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্রসিকিউটর) বেতন ও ভাড়া বাড়ানোর চিন্তা-ভাবনা শুধু হচ্ছে না এটা প্রস্তাব আকারে আসছে এবং সেটাও জানানো হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে হাইকোর্ট অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছে- এ বিষয়ে ডিসিরা কিছু বলেছেন কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আলোচনায় মোবাইল কোর্টের ব্যাপারটিও উঠে এসেছে। আমি মোবাইল কোর্ট সম্পর্কে বলেছি এখন আপিল বিভাগে মামলাটি আছে। সেজন্য সুবিস্তরে আলোচনা করাটা সাবজুডিস হয়ে যাবে। কিন্তু আমাদের যেসব কিছু উল্লেখ করা উচিত তা তুলে ধরেছি আলাপ আলোচনা মাধ্যমে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের একজন কর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৭ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ০৯টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায় সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন,কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৭ জন,কালিগঞ্জ থানা ০২ জন,শ্যামনগর থানা ০৪ জন,আশাশুনি থানা ০৩ জন,দেবহাটা থানা ০২ ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা খুলনার মেয়ে তমা মির্জা। ২০১৫ সালে তিনি ‌‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গত সোমবার, ২৪ জুলাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।

এই পুরস্কার জয়ে উৎসাহিত তমা। নিজেকে গল্প ও চরিত্র প্রধান ছবিতে আরও বেশি মনযোগী করে তুলতে চান। সেই লক্ষে নতুন করে নিজেকে তৈরি করছেন বড় পর্দার জন্য। তমার ‘নদীজন’ ছবিটি পরিচালনা করেছিলেন শাহনেওয়াজ কাকলী। এটি প্রযোজনায় ছিলো ইমপ্রেস টেলিফিল্ম। একই প্রযোজনার ব্যানারে আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তমা।

আগামী শুক্রবার, ২৮ জুলাই দেশের বিভিন্ন হলে মুক্তি পাচ্ছে তমা মির্জাার নতুন ছবি ‘গ্রাস’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মারিয়া আফরিন তুষার। এ ছবিতে অভিনয় তমা ছাড়া আরও অভিনয় করেছেন আর.বী প্রীতম, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ, কচি খন্দকার, শিখা খান, শেলী আহসান, মুনিরা মিঠু, বাদল শহীদ, রানী সরকার প্রমুখ।

ছবিটি নিয়ে বেশ আশাবাদী তমা। তিনি বলেন, ‘খুবই চমৎকার একটি গল্প এই ছবির। চলচ্চিত্র নির্মাণে তারুণ্যের স্বপ্ন আর তার পূরণে সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে ছবিটির কাহিনী। সুন্দর গানও আছে। আশা করছি ছবিটি দর্শকের মনে দাগ কাটবে।’

ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড-সহ, খুলনা, ময়মনসিংহ এবং পটুয়াখালীর বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ‘গ্রাস’।

শাহিন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ ছবিতে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকশ করেন তমা মির্জা। অবশ্য এর আগেই ‘রাজা সূর্য খাঁ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেও শারীরিক অসুস্থতার কারণে মহরতের পর বাদ পড়েন। তারপরে একাধিক ছবিতে ভালো অভিনয় করে প্রশংসিত হন তিনি।

বর্তমানে চিত্রনায়ক নিরবের সঙ্গে ‘গেম রিটার্নস’, শাহরিয়াজ ও শিপনের সঙ্গে ‘চল পালাই’, ছবি দুটি নির্মাণাধীন রয়েছে। এছাড়া শাকিব খানের সঙ্গে তমা অভিনীত ‘অহংকার’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এটি আসছে কোরবানী ঈদে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।

তবে এই ছবিতে কাজ করাকে নিজের ভুল সিদ্ধান্ত দাবি করেছেন তমা। তার দাবি, ‌‘শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত শাকিব খানের সঙ্গে ‘অহংকার’ ছবিতে কাজ করাটা ভুল ছিলো। এই ছবিতে আমি প্রতারিত হয়েছি। এই ছবির গল্প, চরিত্র ও গানে আমাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। ছবিটির চুক্তির অঙ্গীকারের সঙ্গে কাজের মিল পাইনি। আমি চাই দর্শক এই বিষয়টি ছবির মুক্তির আগেই জানুক। যাতে সিনেমা হলে দর্শক আমাকে বিচ্ছিন্নভাবে দেখে হতাশ না হন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিদেশ সফরে পৃথকভাবে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। গত এক বছরে মোহাম্মদ নাসিম ৫১দিন বিদেশ সফরে কাটিয়েছেন। একই সময়ে জাহিদ মালিক তার চেয়ে মাত্র একদিন কম অর্থাৎ ৫০দিন বিদেশে কাটান।

স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর তুলনায় স্বাস্থ্যসচিব অবশ্য অনেক কম মাত্র ১১দিন বিদেশ সফরে গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০১৬-২০১৭ অর্থবছরের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিভিন্ন সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বিদেশে গেছেন।

সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশে বিদেশে ভ্রমণ ও পরিদর্শনের সব তথ্য রাখছে মন্ত্রণালয়।

জানা গেছে, দেশের ভেতরে স্বাস্থ্যমন্ত্রী গত এক বছরে ৪৫দিন ও প্রতিমন্ত্রী ১২দিন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে মন্ত্রী দুই দিন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চার দিন গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন আজ (বৃহস্পতিবার)। মহান মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় ১৯৭১ সালের ২৭ জুলাই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান জয়ের জন্ম হয়। দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা শেখ হাসিনা এবং খালা শেখ রেহানার সঙ্গে লন্ডনে থাকায় প্রাণে বেঁচে যান জয়। পরবর্তীতে জয় তার মায়ের সঙ্গে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। জয়ের শৈশব ও কৈশোর কেটেছে ভারতে।

জয় পড়াশোনা করেন ইন্ডিয়ার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ ও তামিলনাড়ুর পালানি হিলসের কোডাইকানাল ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, পদার্থ এবং গণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

শেখার অদম্য ইচ্ছায় তিনি পরবর্তীতে টেক্সাস ইউনির্ভাসিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আরেকটি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। সবশেষে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতোকোত্তর শেষ করেন।

২০০৭ সালে জয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য-প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ। ২০১৪ সালের ১৭ নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি সজীব ওয়াজেদ জয়কে তার পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়। এর মধ্যদিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন। গত সংসদ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন ও দেশের বিভিন্ন এলাকা সফরের মধ্যদিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বেশ ভালো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

তথ্য-প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য-প্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জয়। বিশেষ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে দেশের কাজে আত্মনিয়োগ করাতে সক্ষম হয়েছেন তিনি।

দেশ গঠনে তরুণদের মতামত, পরামর্শ শুনতে তিনি ‘লেটস টক’ ও ‘পলিসি ক্যাফে’ দুটি প্রোগ্রাম শুরু করেন। এছাড়া তিনি তরুণ উদ্যোক্তা ও তরুণ নেতৃত্বকে এক সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে তরুণদের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলার’ সূচনা করেন। বর্তমানে বেশিরভাগ সময়েই দেশের বাইরে অবস্থান করতে থাকা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতি ও সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে ফেসবুকে মতামত ব্যক্ত করে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী নভেম্বরে। এবার আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। তারা চাইলে যেকোনো ফ্রাঞ্চাইজিতে যেতে পারবেন।

পাশাপাশি আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়নি। তাদের পারিশ্রমিক নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনার ভিত্তিতে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘এ প্লাস ক্যাটাগরির (আইকন) আট ক্রিকেটার খেলবেন আটটি দলে। তাদের পারিশ্রমিকও নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনার ভিত্তিতে।’

এর আগে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণে বিসিবি বৈষম্য সৃষ্টি করেছিল বলে অভিযোগ। সাকিব আল হাসানের সাথে অন্য আইকনদের পারিশ্রমিকে অনেক পার্থক্য ছিল। সাকিবের পারিশ্রমিক ছিল ৫৫ লাখ। আর মাশিরাফি মতুর্জা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের পারিশ্রমিক ছিল ৫০ লাখ। সাব্বির ও সৌম্যের পারিশ্রমিক ছিল ৪০ লাখ করে।

এ নিয়ে তুমুল সমালোচনা হওয়ায় শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইকনরা যেহেতু দরকষাকষি করেই ফ্রাঞ্চাইজিতে যাবে, সে হিসেবে তারাই পারিশ্রমিকের বিষয়টা আলোচনা করে নির্ধারণ করবেন। এ ব্যাপারে সব দায়িত্ব আইকন ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজির।

বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকবে এবং তাদের দায়-দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের।

আগের নিয়ম অনুযায়ী, ‘এ ক্যাটাগরি ক্রিকেটারদের মূল্য ছিল ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১২ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধার্য ছিল পাঁচ লাখ টাকা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দীপিকা পাড়ুকোনে এবং রণবীর সিং আর কোনও সম্পর্কে নেই, এই দাবি করছে ডেকান ক্রনিকল সংবাদমাধ্যম। সত্যি সত্যিই নাকি তারা ৫ বছরের সম্পর্ক ঘুচিয়ে দিলেন। প্রতিবেদনের দাবি, সম্পর্ক থেকে ‘মুভ অন’ করে রণবীর নাকি অন্য একজনের সঙ্গে ডেট করছেন! তবে কার সঙ্গে রণবীর ডেট করেছেন এবিষয়ে কোন তথ্য কারো জানা নেই।

এদিকে শোনা যাচ্ছে, রণবীর নাকি অনেক দিন ধরেই দীপিকাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। এরমধ্যে হলিউডে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। এই রমরমা ক্যারিয়ারের মুহূর্তে কিছুতেই রাজি নন বিয়ে করতে নায়িকা। তাই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন রণবীর।

৩১ বছর বয়সী দীপিকার মতে, এখনই বিয়ে করলে তা তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে। তাই এখনই বিয়ে নয়। এরপরই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রণবীর। তবে বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, দীপিকা আর হলিউড তারকা ভিন ডিজেলের সম্পর্কের গুঞ্জনও নাকি দীপিকা আর রণবীরে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest