সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীকলারোয়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি নিহত, স্বামী-স্ত্রী আটককরোনার টিকার মতোই গুরুত্বপূর্ণ টাইফয়েড এর টিকাদেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনাসাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টানা বৃষ্টিতেই হাটুপানিতে নিমজ্জিত হয়, চরম ভোগান্তিপড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে জানা যায়, এই সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের দুর্দশার চিত্র। বিদ্যালয়টি ১৯৪০সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪ শতাধিক। প্রতি বছর বর্ষার সময় টানা বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে বেড়ে যায় হাটু পানি, পানি শুকিয়ে গেলে কাদায় পরিপূর্ণ হয় থাকে মাঠ। অপরদিকে বিদ্যালয়ের ক্লাস রুম পানিতে ডুবে যায়, সেই সাথে সাপ ও বিষাক্ত পোকা মাকড়ের ভয়ে স্কুলে আসছে না অনেক শিক্ষার্থী। টানা বৃষ্টি হলেই পানি নিষ্কাষণ ব্যবস্থা বন্ধ হওয়ায় ক্লাসরুমে পানি ডুকে যায় এবং ক্লাসের বিঘœ ঘটে। পানিতে ডুবে গেলে পাঠদানের জন্য বিকল্প কোন ব্যবস্থা থাকেনা। ওই অবস্থার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম, বিপাকে শিক্ষকরা।
জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত ঘোষ জানান, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে বার বার জানিয়েছি তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি। তাছাড়া বিদ্যালয়ের পানি একটি ড্রেন দিয়ে পাশের বিলের মাধ্যমে নিষ্কাষণ হত। কিন্তু ড্রেনগুলো বর্তমানে পলিজমে ভরাট হয়েগেছে। যার ফলে পানি নিষ্কাষণ পুরোপুরি বন্ধ হয়েগেছে। যদি ড্রেনগুলো পুনঃখনন করা যায় তাহলে সমস্যাটি সমাধান হবে। তা না হলে জমে থাকা পানিতে বিভিন্ন রোগের অবির্ভাব ঘটবে।
বিষয়টি নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, বিষয়টি যতদ্রুত সম্ভব সমাধানের জন্য চেষ্টা করছি। তবে আপাতত সমাধান করা গেলেও স্থায়ী সমাধান করতে পাকা ড্রেন নির্মাণ অতি জরুরি। সে জন্য বিদ্যালয়ের পাঠ দানের পরিবেশ বজায় রাখতে সমস্যাটির স্থায়ী সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় প্রথম বারের মত মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজাতিক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে মাদকের ক্ষতিকারক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশকে ধবংস করার জন্য বিভিন্ন ধরণের ষড়যন্ত্র চলছে, তার মধ্যে বড় ষড়যন্ত্র হলো দেশের যুব সমাজকে মাদকদ্রব্যের মধ্যে ঢুকিয়ে বিপথগামি করা। কালিগঞ্জ উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় যুব সমাজ সহজে মরণনেশা মাদকের ছোয়া পাচ্ছে। এখনো সময় আছে অবিভাবক ও সমাজপতিরা যদি সচেতন না হয় তাহলে আগমি দিনে মাদকের এই ভয়াবহতা আপনার পরিবারের মধ্যে ঢুকে যাবে তখন আপনিও বাঁচতে পারবেন না। শুধু নিজের পরিবারের দিকে খেয়াল রাখলে চলবে না, পাশের বাড়ির সন্তানেরা কি করছে সেটাও খেয়াল রাখতে হবে। কারণ ঐ পাশের বাড়ির বাচ্ছাটা কোন এক সময় আপনার বাচ্চার সাথে মিশে বিপথগামী বা মরণনেশায় আশক্ত হবে। সীমান্তে অবস্থানকারী বিজিবি‘র সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যদি দায়িত্বে অবহেলা করেন তাহলে আপনার পাশ দিয়ে মাদকদ্রব্য এদেশে ঢুকে আপনার বাড়িতেই পৌছে যাবে। দেখবেন এক সময় আপনার বাচ্চাও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই দেশ ও পরিবারকে বাঁচাতে আরো আন্তরিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজাতিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, শুইলপুর বিজিবি ক্যাম্পের সদস্য শাহাজাহান আলী, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আশিষ কুমার হালদার, এসডিএফ সংস্থার এনামুল হোসেন, নলতা হাসপাতালের ফিল্ড সুপারভাইজার আকবার আলী খান টিপু, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সূধিবুন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। সভায় অতিরিক্ত বৃষ্টির কারণে জলবদ্ধতা নিরশন, বজ্রপাতে আহত ব্যাক্তিদের বিষয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ কমিউনিটি ক্লিনিক গুলো মেরামত, রাস্তা-ঘাট, কালভাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয়। এর পূর্বে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে বলে সকলকে অবহিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-১৭ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপ-শহরে একটি র‌্যালি বের হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসনে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যন ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন আলী, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহাফুজুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় কুমার বিশ্বাস, সেটেলমেন্ট কর্মকর্তা লিয়াকত হোসেন, ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সদরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রসাশনের আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচন্ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরনা, থানা ওসি তদন্ত শরিফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপদেষ্ঠা শেখ আফজাল, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অসিম কুমার জোয়াদ্দার, জনস্থাস্থ্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা পুলিশ প্রসাশন, সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন-মাদক একটি সামাজিক ব্যাধী, সমাজ থেকে এ ব্যাধীকে নির্মুল করতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলকে আন্তরিক হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট বুধবার সকাল সাড়ে ৯ টার সময় এক গৃহবধু নিহত হয়েছে। হয়ে নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া জেলেপাড়া’র ত্রিনাথ মন্ডলের স্ত্রী মিনতী রাণী মন্ডল (৩৮)।
তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট জানান, বৈদ্যুতিক মিটারের সংযোগের তার ত্রিনাথ মন্ডলের বাড়ির গ্রিলের সাথে বাঁধা ছিল। বিভিন্ন সময় ঘর্ষণের ফলে ওই তার থেকে গ্রিল বিদ্যুতায়িত হয়। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অজ্ঞতাবশতঃ মিনতী রাণী মন্ডল গ্রীল ধরার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ শেষকৃত্যের জন্য অনুমতি দিয়েছে। মিনতী মন্ডলের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার বড় ছেলে সুপ্রীতি মন্ডল বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরি করছেন বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। আজ বুধবার বিকেলে বিহারের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

জানা যায়, বুধবার বিকেলে বিহারে জেডিইউর পরিষদীয় দলের এক বৈঠক বসে। সেই বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন নীতীশ কুমার। পদত্যাগ করার পর নীতীশ কুমার জানান, ‘পদত্যাগ করা ছাড়া আমার সামনে অন্য কোনো উপায় ছিল না। বিহার রাজ্যের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি। নিজের বিবেকের কথা শুনেই পদত্যাগ করেছি।’

উল্লেখ্য, টেন্ডার দুর্নীতি মামলায় এরই মধ্যে নাম জড়িয়েছে আরজেডির প্রধান লালুপ্রসাদ যাদব, লালুপত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুপ্রসাদ যাদবের ছেলে তথা বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও লালুকন্যা মিশা ভারতীর। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারে আরজেডি এবং জেডি (ইউ) জোট জোর ধাক্কা খায়।

বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের ওপর চাপ বাড়তে থাকে জোটে থাকা আরজেডিকে নিয়ে। এরপরেই নীতীশ সরকারের পক্ষ থেকে তেজস্বী যাদবকে জানিয়ে দেওয়া হয়, বিহারের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফের সরকারে ফিরে আসার জন্য।

এরপরেই ক্ষুব্ধ হন লালুপ্রসাদ যাদব। ফলে আরজেডি ও জেডি (ইউ) জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা যায়। লালু সাফ জানিয়ে দেন, এই ইস্যুতে তেজস্বী কোনোভাবেই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না।

এক বার্তায় নীতীশ কুমার বলেন, ‘আমি আমার সর্বশক্তি দিয়ে মহাজোট রক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু দুর্নীতির সঙ্গে আপস করব না। লালু ও তেজস্বীর সঙ্গে কথা বলেছিলাম। আমি কাউকে পদত্যাগ করতে বলিনি। শুধু ব্যাখ্যা চেয়েছিলাম। কিন্ত সামান্য ব্যাখ্যাও দেননি তাঁরা। ফলে এই পরিস্থিতিতে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই এই পদত্যাগ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাধুরীর হাসির প্রেমে পড়েননি এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া কষ্টকর। সিনেমার পর্দায় তার উপস্থিতি হাজার হাজার পুরুষের বুকে ঝড় তোলে। কিন্তু সেই মাধুরী দীক্ষিতের মনে ঝড় তুলেছিল কে?

ভাবছেন, নিশ্চয়ই মাধুরীর মনের গোপনতম জায়গাটি দখল করে রয়েছেন তার স্বামী শ্রীরাম নেনে। না! শ্রীরাম নন। মাধুরীর পছন্দের মানুষ সুনীল গাভাস্কর।

একবার এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন এ কথা।

নিজের থেকে ১৮ বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, তখনই মুগ্ধ হতেন। শুধু তাই নয়, সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথাও নিজ মুখেই স্বীকার করেছিলেন নায়িকা। সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তার স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশি মেয়েরা। এবারের আসরটি অনুষ্ঠিত হবে চীনের ক্রাউন অব বিউটি থিয়েটার সানইয়াতে। পর্দা উঠবে আগামী ১৮ নভেম্বর। আর এবারের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতাকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশি প্রতিযোগীরা। এ উদ্দেশ্যে দেশের অভ্যন্তরেও শুরু হচ্ছে প্রতিযোগিতা, যার তত্ত্বাবধানে রয়েছে ‘অন্তর শোবিজ’।

এ নিয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে জানানো হবে যে- দেশের প্রতিযোগীরা কীভাবে এই সম্মানজনক এ আসরে অংশ নেবেন।

‘মিস ওয়ার্ল্ড’ আসরের জন্য ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতাটি হবে আগামী ২৭ সেপ্টেম্বর । এতে সম্পৃক্ত থাকবেন ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ। এর পরই চীনের মূল আসরে যোগ দেবেন বাংলাদেশি প্রতিযোগীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest