সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিতসুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলেদলের ভিতরে যারা চাঁদাবাজী ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোন ঠাঁই নাই, -সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা-২ আসনে ঈগল পাখি প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী রবির লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির ঈগল পাখি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা বাজার, রায়পুর বাজার, ভগবেনী পাড়া, আমতলা বাসাবাটি, ভাটপাড়া, ঘরচালাসহ বল্লী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। নির্বাচনী পথসভার বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ‘দেশের শান্তি ও উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় গত ১০ বছরে সদর নির্বাচনী এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি। হয়তো আপনাদের সকল চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করতে পারিনি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে আবারও এমপি করেন তাহলে অবশ্যই আপনাদের বাকি চাওয়া পাওয়া ইনশাল্লাহ আমি পুরণ করবো।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, যুব নেতা মীর মহিতুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ ও বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় অবদান রাখায় জেলা পর্যায়ে ১০ জনকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধি ঃ বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরায় জেলা পর্যায়ে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও শিশু সুরক্ষা কমিটির কারিগরি সহযোগিতায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল তিনটায় ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা প্রকল্প অফিসে উক্ত সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণু পদ পাল।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরার ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম, সমাজসেবা অধিপ্তরের সহকারী পরিচালক মো. রোকুনুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার পুলক চক্রবর্তী প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ইয়ূথ সদস্য, শিশু সুরক্ষা নেটওয়ার্ক, সাতক্ষীরার সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠান থেকে এ সময় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহি অফিসার আফিয়া শারমিন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ওসিসি সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দা সাইলেন্স’র ইয়ুথ সদস্য মাসুদ রানা, এনসিটিএফ সাতক্ষীরার সভাপতি শেখ মিফতাহুল জান্নাত, তালা কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটর মো. আসাদুল ইসলাম, এনসিটিএফ সাতক্ষীরার সাবেক সভাপতি সাবেক পূজা দাস, সাবেক সাধারন সম্পাদ সুজিত কুমার পালকে সম্মাননা প্রদান করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির মিছিল

ডেস্ক রিপোর্ট : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও জেলা বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্ব এক মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা যুবদলের সভাপতি মো. আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু,জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার,জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,

জেলা কৃষক দলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শীলা,সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জাতীয়বাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, সদর উপজেলা যুবদলনেতা সুমন রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ আসনে নির্ব াচন থেকে সরে দাড়ালেন মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না কারার সিদ্ধান্ত নিয়েছে জেলা ওয়ার্কার্স পাটি।

মঙ্গলবার সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ১৪ দলীয় জোট শরীক দলের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্য ওয়ার্কার্স পার্টির তিন জন যথাক্রমে রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা ও মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন প্রদান করে যা ১৪ দলের মুখপাত্র জননেতা আমির হোসেন আমু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ঘোষণা দেন। পরবর্তীতে নীতিবহির্ভূতভাবে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির সাথে কোন আলোচনা ছাড়াই মুস্তফা লুৎফুল্লাহকে শেষ মুহুর্তে জোটগত মনোনয়ন প্রদান থেকে বিরত রাখে।

সে কারণে মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না কারার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৪ আসনে সাবেক এমপি গোলাম রেজার গণসংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে মহাজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর মার্কার প্রার্থীর নির্বাচনী গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর মাঠে এই নির্বাচনী গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। (বিএনএম) নেতা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও হাফেজ আব্দুর রশিদের পরিচালনায় নির্বাচনী গনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এইচ.এম, গোলাম রেজা।

এসময় তিনি বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা এলাকায় শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আমাকে ভোট দিবেন। বিগত দিনে এই জনপদের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। দীর্ঘ ১০ বছর এসব এলাকায় ব্যাক্তি উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। এজন্যে জনগন থেকে সেই ব্যাক্তি প্রত্যাক্ষিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোঙর প্রতিকে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

তাহলে এই জনপদে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ অবদান রাখবো ইনশাআল্লাহ। গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজ সেবক ইঞ্জিনিয়ার ইউনুস আলী, এ্যাডঃ এম, সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল কাদের, আমিনুর রহমান, স.ম আবু ঈসা, গৌরপদ দাশ বাচন, আহাদ আলী, নাসির উদ্দীন, খায়রুল আলম ও আনছার উদ্দিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সংসদ সদস্য প্রার্থী দোলনের মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১০৮, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আংশিক আসনের আ‘লীগের মনোনীত নৌকা প্রতীকের দলীয় প্রার্থীর সাথে কালিগঞ্জের ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ ডিসেম্বর) সোমবার বেলা ১০টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক এসএম, গোলাম ফারুক ও শাওন আহমেদ সোহাগের পরিচালনায় মতবিনিময সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আ‘লীগের সাধারণ ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম, আতাউল হক দোলন। জেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেলিন, জেলা আ‘লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান, জেলা আ‘লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, শ্যামনগর উপজেলা আ‘লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, যুগ্ন সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন,

সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির কাজল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিনসহ বিভিন্ন ইউপি সদস্য প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মিট দ্য প্রেস

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্্িরল সেডে উক্ত মিট দ্য প্রেসে সভাপতিত্ব করেন, নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, চ্যানেল আই এর প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ¦ল, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক জনতার কালিদাস রায়, ৭১’র টিভির বরুন ব্যানার্জি, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, এস এ টিভির শাহীন গোলদার, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, নিউজ ২৪ এর মনিরুল ইসলাম মনি, বৈশাখি টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসান রাজিব, ডিবিসি’র এম. বেলাল হোসাইন,

মাইটিভির ফয়জুল হক বাবু, যমুনা টিভির আকরামুল ইসলাম, ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান, গ্রামের কাগজের রেজাউল ইসলাম, ভোরের কাগজের মশিউর রহমান ফিরোজসহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা।

নবাগত পুলিশ সুপার এসময় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য কাজ করছি। এছাড়া সমষ্ঠিগত সমস্যা সমাধানে পুলিশ সচেষ্ট থাকবে। পাশাপাশি যে কোন সুবিধা অসুবিধায় পুলিশ সাংবাদিক ও সাধারণ মানুষের পাশে থাকবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-২ আসনে ঈগল প্রতীক পেলেন মোস্তাক আহমেদ রবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২আসনে স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীক পেয়েছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) কর্তৃক সাতক্ষীরায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার ৪টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নিকট থেকে ঈগল প্রতীক গ্রহণ করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান। ঈগল প্রতীক পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।

আমি ঈগল প্রতীক চেয়েছিলাম। মহান আল্লাহর রহমতে সেই ঈগল প্রতীক পেয়েছি। আমার সদর নির্বাচনী এলাকার মানুষদের আমি অত্যন্ত ভালোবাসি। আমার সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। আমি গত ১০ বছর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার সদর নির্বাচনী এলাকায় নিরলসভাবে পরিশ্রম করে যে উন্নয়ন করেছি এবং সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি ইনশাল্লাহ আবারও আমি বিপুল ভোটে জয়লাভ করবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest