সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিতসুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলেদলের ভিতরে যারা চাঁদাবাজী ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোন ঠাঁই নাই, -সাবেক এমপি হাবিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভা

নিজস্ব প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ ডিসেম্বর ) বেলা ১১ টায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপরে দুপুর ২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীর নির্বাচনী সভা জনসমুদ্রের উদ্যান কানায় কানায় ভরে উঠে।
এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু, আশাশুনি জাতীয় পার্টির ০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এড আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস এম মাহাবুব রহমান,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ।

উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা,সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, অর্থ সম্পাদক মোঃ আশরাফ আলী, নির্বাহী সদস্য শেখ মইনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল গাফফার, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল হাসান বাদশা,সাধারণ সম্পাদক শেখ আমীর হোসেন, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য শেখ মোশফেক আহমেদ, ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য আবদুল্লাহ হেল বাকি,৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রজব আলী প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ,পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৪ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের সমন্বয় বিষয়ক কর্মশালা

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে যোগসূত্র এবং সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।সুশীল সমাজ সংগঠনের সদস্যদের মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার, আইডিয়ালে পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুল ইসলাম, উপজেলা ফ্যামিলি প্লান্ট ডাক্তার মফিজুল ইসলাম, রাইট টু গ্রো প্রজেক্টের অল ভিশনের ম্যানেজার জগন্ময়, ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার অলিয়ার, গ্রাম আদালত প্রজেক্টের অফিস কর্মকর্তা রেবেকা, সাস ফাউন্ডেশন কর্মকর্তা ওলিদ হোসেন ও বেল্লাল আশা, ফাউন্ডেশনের কর্মকর্তা আমজাদ হোসেন, নোয়াবেকি গণমুখী ফাউন্ডেশন ম্যানেজার মেহেদী হাসান, বুরো বাংলাদেশ ব্র্যাক ম্যানেজার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা বৃন্দ। দেবাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ওহিদুজ্জামান, ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী সহ ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি ও সুশীল সমাজ সংগঠনের (সিএসও) নেতৃবৃন্দরা।
এসময় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের সেবার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের অংশগ্রহন নিশ্চিতকরতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একই সাথে সাধারণ মানুষ সহজে ইউনিয়ন পরিষদ থেকে সেবা পেতে পারে সেব্যাপারেও বিভিন্ন দাবি জানান স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দরা। পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটেশন, পানি নিরাপত্তা, পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবারমান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ৪টি আসনে যে প্রতীক পেলেন প্রার্থীরা

অনলাইন ডেস্ক :
সাতক্ষীরার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। যে প্রতীক পেলেন প্রার্থীরা, সংসদীয় আসন -১০৫, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া উপজেলা)- ফিরোজ আহমেদ স্বপন, সভাপতি, কলারোয়া উপজেলা আওয়ামী, আওয়ামী লীগ- নৌকা প্রতীক। অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, পলিটব্যুরোর সদস্য, ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি- হাতুড়ি প্রতীক। মোঃ ইয়ারুল ইসলাম, মহাসচিব, কংগ্রেস কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ কংগ্রেস- ডাব প্রতীক। শেখ মুজিবুর রহমান, সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- কাচি প্রতীক। শেখ নুরুল ইসলাম, সভাপতি, তালা উপজেলা আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- ট্রাক প্রতীক। এস এম মুজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- দোলনা প্রতীক। শেখ মোঃ আলমগীর, আহ্বায়ক, সাতক্ষীরা জেলা মুক্তিজোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট- ছড়ি প্রতীক। মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- ঈগল প্রতীক। ৯। সুমি, তৃণমূল বিএনপি (কোন পদবীতে নেই)- সোনালী আঁশ প্রতীক সৈয়দ দিদার বখত, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক।

সংসদীয় আসন- ১০৬, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর)-
মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- ঈগল প্রতীক। আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি, জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক। মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ন্যাশনাল পিপলস পার্টি সাতক্ষীরা জেলা শাখা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)- আম প্রতীক। মোঃ আফসার আলী, উপদেষ্টা, জাতীয় সংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি (স্বতন্ত্র)- ট্রাক প্রতীক। এহসান বাহার বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ (স্বতন্ত্র)- কাঁচি প্রতীক। মোঃ কামরুজ্জামান (বুলু), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- নোঙর প্রতীক। মোস্তফা ফারহান মেহেদী , সদস্য, তৃণমূল বিএনপি কেন্দ্রীয় কমিটি, তৃণমূল বিএনপি- সোনালী আঁশ প্রতীক।

সংসদীয় আসন -১০৭, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক)-
ডা. আ ফ ম রুহুল হক, উপদেষ্টা মন্ডলী সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ- নৌকা প্রতীক। শেখ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা সাম্যবাদী দল ও সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ সাম্যবাদী দল- চাকা প্রতীক। মোঃ আব্দুল হামিদ, সভাপতি, সাতক্ষীরা জেলা এনপিপি ও সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি- আম প্রতীক। শেখ মঞ্জুর হাসান, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি, জাকের পার্টি- গোলাপ ফুল প্রতীক। মোঃ রুবেল হোসেন, তৃণমূল বিএনপি, (কোন পদবীতে নেই)- সোনালী আঁশ প্রতীক। মোঃ আলিফ হোসেন, সদস্য, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও সহ-সভাপতি, আশাশুনি উপজেলা জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক।

সংসদীয় আসন- ১০৮, সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক)-
এস এম আতাউল হক, সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ- নৌকা প্রতীক।
এইচ এম গোলাম রেজা, বিএনএম- নোঙর প্রতীক। মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কংগ্রেস- ডাব প্রতীক। মোঃ মাহবুবুর রহমান, সভাপতি, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় পার্টি- লাঙ্গল প্রতীক। মোঃ মিজানুর রহমান, সিনিয়র উপদেষ্টা, কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগ আওয়ামী লীগ (স্বতন্ত্র)- কাঁচি প্রতীক। আসলাম আল মেহেদী, তৃণমূল বিএনপি (কোন পদবীতে নেই)- সোনালী আঁশ প্রতীক। শেখ ইকরামুল, দপ্তর সম্পাদক, সাতক্ষীরা জেলা এনপিপি, এনপিপি- আম প্রতীক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মৃতিবিজড়িত স্কুল থেকে সংবর্ধনা পেলেন ফুটবলার সাবিনা

প্রেস বিজ্ঞপ্তি : নিজের স্মৃতিবিজড়িত নবারুন গার্লস স্কুল থেকে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এখান থেকেই মাধ্যমিকের গন্ডি পেরিয়েছিলেন সাবিনা।

রোববার সকালে স্কুলভবনের মিলনায়তনে তাকে ফুল দিয়ে বরন করে নেন শিক্ষার্থীরা। এরপর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবিনা। তিনি বলেন, ‘মাধ্যমিকে পড়াকালীন এই স্কুলের অনেক স্মৃতি রয়েছে তার। কখনও ভাবিনি এত বড় খেলোয়াড় হবো। আজও সেই সময়কার অনেক শিক্ষক এখানে কর্মরত রয়েছেন। তাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্বিত’।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী। এতে আরও বক্তব্য রাখেন স্কুলটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ মঞ্জুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ্, সেলিমুল হক প্রমুখ। এসময় বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত– ডাঃ রুহুল হক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুর হক এমপি বলেন, পাকিস্তানিরা দেশকে শোষণ করেছিল, শোষিতদের রক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসাবে মুক্ত করতে স্বধীনতা যুদ্ধ করা হয়েছিল। ৭০ হাজার প্রশিক্ষিত শত্রুদের বিরুদ্ধে সাধারণ বাঙালী যুদ্ধ করে বিজয় অর্জন করেন। সেদিন যারা পাকিস্থানীদের সহযোগিতা করেছিল, তারা এখনো আছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এই খুনিদের বাঁচাতে ইনডেমনিটি বিল পাশ করা হয়।

খুনিদেরকে সাথে নিয়ে দেশ শাসনের নামে বিএনপি দেশকে চরমভাবে বিপর্যস্থ করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে কাজ করে এসেছেন। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, খুনি, সন্ত্রাসী ও জঙ্গীগোষ্ঠিকে প্রতিহত করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার যখন সংবিধানকে সুরক্ষায় নির্বাচনের মহা সড়কে অবস্থান করছে, তারা তখন অগ্নি সন্ত্রাস, নাশকতা, রেল লাইন উপড়ানো, মানুষ হত্যা, পুলিশ হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীন দেশকে রক্ষা করা আমাদেন দায়িত্ব। তিনি সকলকে সচেতনতান সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আহবান জানান।

এপ্লয়ী এসোসিয়েসনের আয়োজনে সংগঠনের সভাপতি বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল হক উপরোক্ত কথা বলেন। বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখোন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ ও এপ্লয়ী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক হাসান ইকবাল মামুন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-০১ আসনে নৌকার মাঝি স্বপনই থাকছেন

অনলাইন ডেস্ক :
সাতক্ষীরা-০১ জোটের প্রার্থী হিসেবে গত দুই পুর্বে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মুস্তফা লুৎফুল্লাহ কে মনোনীত করা হয়।

তবে রোববার শরিকদের জন্য ছেড়ে দেওয়া চূড়ান্ত তালিকায় মুস্তফা লুৎফুল্লাহ কে বাদ দেওয়া হয়েছে।

সে ক্ষেত্রে ২ আসনে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনই থাকছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরে সরিষার ফুলের মাঝে স্বপ্ন কৃষকের

জুলফিকার আলী : দিগন্তজুড়ে ফসলে ভরা মাঠে মাঠে হলুদের সমারোহ। সরিষার ফুলের মাঝে স্বপ্ন এখন কৃষকের। সরিষার ক্ষেত হলুদ ফুলের সাথে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। চলতি মৌসুমে সরিষার চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষকরা। ভোজ্যতেলের দাম বাড়ার ফলে দিন দিন বাড়ছে সরিষার তেলের চাহিদা।

একই সঙ্গে দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে বেড়েছে সরিষার চাষ। সরিষার বাম্পার ফলনে গ্রামীণ অর্থনীতিতে দেখা দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। সরেজমিনে ঘুরে দেখা গেছে,যে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, ঝাউডাঙ্গা,আগরদাড়ী,কুশখালী,ঘোনা ও বাঁশদহাসহ প্রায় প্রতিটি এলাকাতেই কম বেশি সরিষার চাষ করা হয়েছে।

উন্নত জাত ও দেশীয় জাতের সরিষার বীজ বপন করছেন কৃষকরা। তবে দেশি সরিষার চেয়ে উন্নত জাতের বারি-১৪ ও বারি -১৫ ফলন বেশি হওয়ায় এ দুই জাতের সরিষা চাষে বেশি আগ্রহী কৃষকরা। সদর উপজেলার কুলিডাঙ্গা গ্রামের কৃষক জাবের আলি জানান, চলতি মৌসুমে তিনি ৭ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। গাছে ভালো ফলন দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ায় স্বপ্ন দেখছেন তিনি। এবার লাভবান হলে আগামীতে আরো ব্যাপক হারে চাষাবাদ করবেন। তোলুুইগাছা গ্রামের কৃষক আজিবার রহমান বলেন, আমরা কৃষক পরিবারের সন্তান।

কৃষি কাজ করেই আমাদের বাবা-দাদারা চলেছেন, আমরাও চলছি। নিজেদের আড়াই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। আশা করছি অন্য বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হবে। হাওয়াল খালি গ্রামের কৃষক বাবলু রহমান বলেন, সরিষা বিনা চাষেই উৎপাদন করা যায়। জমি সমান করা লাগে না, সেচ লাগে না। শুধু রোপণ করে দিলেই হয়। আর তেমন খরচ নেই। খাটা-খাটুনি ছাড়াই সরিষার ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া সরিষার উৎপাদন বেশি হলে মানুষ সরিষার তেল কম দামে পাবে। সয়াবিন তেলের বিকল্প হয়ে উঠবে। চাহিদা কমলে সয়াবিন তেলেরও দাম কমে যাবে। সরিষা আবাদে অনেক সুবিধা আছে।এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো: মনির হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো। সাতক্ষীরা সদরে সরিষার মোট আবাদ করা হয়েছে ৫০৪০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত হাজার মেট্রিক টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার মাঝি হলেন জাপা নেতা আশু

সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার মাঝি হয়েছেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। রোববার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরা ২ আসন মোট ২৫ টি আসনে জাতীয পার্টির জন্য ছেড়ে দিয়েছেন। সেসব আসনে আওয়ামীলীগের প্রার্থীর পরিবর্তে জাপার প্রার্থী দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest