সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিতসুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলেদলের ভিতরে যারা চাঁদাবাজী ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোন ঠাঁই নাই, -সাবেক এমপি হাবিব

তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নমোন্টের ফাইনাল খেলা

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজনে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্টিত হয়।
এতে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরা ও দেবু সরকার ফুটবল একাদশ মনিরামপুর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় দেবু ফুটবল একাদশ মনিরামপুল ২-১ গোলে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরাকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।

আদর্শ যুব সংঘের সভাপতি ইউপি সদস্য সরদার তকিমুজ্জামানের সভাপতিত্বে ও তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ এনামুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, অধ্যক্ষ রামপ্রশাদ দাস, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।
খেলা পরিচালনা করেন, জি এম জাহাঙ্গীর হোসেন। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আসাদুজ্জামান ও রাজু আহম্মেদ।

খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহ্ছানিয়া মিশনের সেমিনার ও দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ ও সুফি সাধক খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জন্মের সার্ধশত বর্ষ (১৫০তম জন্মজয়ন্তী) উপলক্ষে ২৩ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর উত্তরায় নলতা শরীফ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপশি এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একদিকে একজন আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লা যেমন সর্বজনবিদিত অন্যদিকে ব্রিটিশ-ভারতের অবিভক্ত বাংলায় মুসলিম রেনেসাঁয় তাঁর ভূমিকা অবিসংবাদিত। তাঁর জন্ম বঙ্গীয় মুসলমানের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তাঁর জীবন ও কর্ম বিস্তৃত হলেও একবিংশ শতাব্দিতে তার জীবনাদর্শ আরো প্রবলভাবে প্রবাহিত। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারি পরিচালক। তিনি বিভাজনপূর্ব ভারতে শিক্ষা বিভাগে পরীক্ষার খাতায় রোল নম্বরসহ অসংখ্য সংস্কার সাধন করেন। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন ছিল খানবাহাদুর আহ্ছানউল্লার অসামান্য অবদান। আজ থেকে দেড়শ বছর আগে যে আলোকবর্তিকা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে আলোর পাদপ্রদীপে আজ সমগ্র বাংলা আলোকিত।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বরেন্দ্র-গবেষক ড. তসিকুল ইসলাম রাজা এবং বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন খানবাহাদুর আহ্হানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, ঢাকা মহানগর শিক্ষক সমিতির সম্পাদক শেখ মোহাম্মদ প্রমুখ। আলোচকগণ খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবন-কর্ম-অবদান নিয়ে আলোচনা করেন এবং জন্মসার্ধশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেমিনার অতিথিগণ এতিমখানার শিশুদের কবিতাসংকলন ‘কবিতা-লহরী’র মোড়ক উন্মোচন করেন।
সেমিনারের পাশাপাশি এতিমখানা প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্টিত হয়। হার্ট, মেডিসিন, গাইনী, অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করে। সেবা গ্রহণকারীদের আহছানিয়া মিশনের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ সরবারহ করে।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা কৃষকদলে মাহমুদ মোস্তফা মাহি কেউ নন

কালিগঞ্জ উপজেলা কৃষকদলে মাহমুদ মোস্তফা মাহি কেউ নন মর্মে জানিয়েছেন জেলা কৃষকদলের আহবায়ক কমিটি। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে আহবায়ক সালাউদ্দিন লিটন ও সদস্য সচিব মো: রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত একপত্রে জানানো হয়েছে, গত ২২ শে ডিসেম্বর মাহমুদ মোস্তাফা মাহি নামক ফেসবুক আইডি থেকে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের ১২ ইউনিয়ন কৃষক দলের কমিটি দেওয়া হবে এবং এই মর্মে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব দাবী করা মাহমুদ মোস্তফা এর সাথে যোগাযোগ করতে বলা হয়।

কিন্তু গত ৯ মে২০২৩ তারিখে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটি দেওয়ার পরপরই মাহমুদ মোস্তফা কালিগজ্ঞ উপজেলা কৃষক দলের সদস্য সচিব পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করে। সাতক্ষীরা জেলা কৃষক দল ও তার পদত্যাগ পত্র গ্রহণ করেন।

সুতরাং মোস্তফা কালিগঞ্জ উপজেলা কৃষক দলের কেউ নন। যে কারনে উপজেলা কৃষক দলের সকল নেতৃবৃন্দ কে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি কোন রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল– শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী সারা দেশব্যাপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপি আসলে কোন রাজনৈতিক দল নয়, বিএনপি আসলে সন্ত্রাসী দল।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন সহ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জোট প্রার্থী লাঙ্গলকে সমর্থন দিলেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর-২ আসনে জোট প্রার্থী লাঙ্গল প্রতিকের আশরাফুজ্জামান আশুকে সমর্থন দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভায় এ সমর্থন দেন তারা।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। প্রত্যাহার হওয়া নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু। জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্লার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধাা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জাজ, বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুজ্জামান খোকন আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তারা। সেই লক্ষ্যে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মাঠে এক যোগে কাজ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর সুপারিঘাটার লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন করলেন আসাদুজ্জামান বাবু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু’ র লাঙ্গল প্রতীকের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল , জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল ,

ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য বসির আহমেদ,সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির,

সহ সভাপতি শামছুর রহমান সোনা,ধুলিহর ইউনিয়ন ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আরশাদ আলী, সাধারণ সম্পাদক ফজলুল করিম, জাপা নেতা আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক,রহমত, আলী, আঃ ওদুদ,ইউপি সদস্য তপন কুমার শীল, আলমগীর কবির মন্টু, শরিফুল ইসলাম শরিফ, আ’ লীগ নেতাসালাম সানা, শফি, শহিদ গাজী,আব্দুল হামিদ, শহিদুল ইসলাম মন্টু, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসন্ন সংসদ নির্বাচনে জোটের প্রার্থীর সাথে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যৌথ সভা

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হাসান আলম এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক লাঙ্গল এর প্রার্থী মোঃআশরাফুজ্জামান আশু,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের নেতা এস,এম শওকত হোসেন, মোশাররফ হোসেন মন্টু, শেখ আব্দুর রশিদ, শাজাহান আলী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর্জা জাকির হোসেন বাবু,মোঃআশরাফুল কবির খোকন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, বন ও পরিবেশ সম্পাদক আমজাদ হোসেন লাভলু, দপ্তর সম্পাদক শেখ নুরে আলম সিদ্দিকী মুকুল,

উপ দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক আজিম খান শুভ, পৌর আওয়ামীলীগের নেতা শাহীদ হাসান রেবু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিল শেখ জাহাঙ্গীর হোসেন কালু সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম রনি, কার্যনিবাহী সদস্য মাজেদ খান, রাকিব হাসান, আজিজুল ইসলাম, আব্দুস সোবহান,

আসাদুজ্জামান আসাদ,শেখ জাহাঙ্গীর কবির বিরাজ,হারুন অর রশিদ, কবির হোসেন, কুরবান আলী, নুরুল ইসলাম সাগর,শামছুল আলম, রিপন,সৈয়দ হাসান ঈমান, শামীম মল্লিক, রেজাউল কাগুজী,রবিউল ইসলাম রবি,ফজলুর রহমান পৌর কৃষক লীগের সভাপতি বাবু চৌধুরী সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম। প্রমুখ পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আগ্রাসনের বিরুদ্ধে কবিদের কলম সবসময় সরব থেকেছে’–সাতক্ষীরায় কবিতা উৎসবে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি:
“আগ্রাসনের বিরুদ্ধে কবিতা” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়ে়ছে। শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয়় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, যশোর মাইকেল মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক আমাদের সময় এর সাহিত্য সম্পাদক কবি অদ্বৈত মারুত, ভারতের বাচিকশিল্পী অরবিন্দ ঘোষ, অধ্যাপক আব্দুল হামিদ, ড. মো. সিহাবউদ্দীন, কবি কিশোরী মোহন সরকার, কবি শুভ্র আহমেদ, নাজমুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন, কবি হেলাল সালাহউদ্দীন, ঘোষনাপত্র পাঠ করেন দিলীপ কুমার দিব্যানন্দ।
উনিশতম কবিতা উৎসবে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, কবিতায় ইমরোজ সোহেল ও অদ্বৈত মারুত, সঙ্গীতে জি এম জাকির হোসেন, ছড়া ও সাহিত্যে আবুল হোসেন আজাদ এবং প্রতিষ্ঠানের মধ্যে সমাজসেবায় অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে কবিতা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সমাজে সব ধরনের আগ্রাসানের বিরুদ্ধে কবিদের কলম বরাবরই সরব থেকেছে। তিনি আরও বলেন, অসাম্প্রদায়ি়ক ও সমাজ বিনির্মাণ, সংস্কৃতি বিকাশে কবিতা অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, বাঙ্গালী সমাজ, কবিসমাজ নানাভাবে কবিতা লিখে, প্রবন্ধ লিখে আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিরিন সাদী রচিত ‘বিশ^শ্রষ্টা ও কাব্য¯্রষ্টা’ আমার ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন, পার্থ প্রতীম দাশ, কবি শুভ্র আহমেদ, কবি স. ম তুহিন, কবি বাবুল আনোয়ার, তৌফিক আহমেদ প্রমূখ।

অনষ্ঠানের শেষ পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৫০জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। তাদের মধ্যে কবি অদ্বৈত মারুত, ভারত থেকে আগত কবি অরবিন্দু ঘোষ, কবি খসরু পারভেজ, লিটন খান, সুরাইয়া ইয়াসমিন, নাবাতা ইস্পাহানী, মনিরুজ্জামান ছট্টু, আশেক মেহদেী, আলী সোহরাব, মিল্টন সানা, লামইয়া মার্জান, প্রশান্ত রায় অন্যতম।

তিন পর্বে আয়োজিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, শুকুমার দাশ বাচ্চু, কবি কাজী গুলশান আরা ও প্রভাষক মাসুদুর রহমান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest