সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

৩০৮ নারীর সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক জেনেও চুপ ছিলেন স্ত্রী!

অনলাইন ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেতাদের মধ্যে একজন সঞ্জয় দত্ত। ব্যক্তি জীবনে লাগামহীন চলা-ফেরা করতেন সঞ্জু। বলিউডে তার এ জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক ‘সঞ্জু’। যেখানে উঠে এসেছে তার জীবনের অজানা অনেক গল্প।

সঞ্জু সিনেমা বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই ট্রেলারে দারুণ চমক দিয়ে দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। ‘ইতনা ভ্যারাইটি-ওয়ালা লাইফ আপকো কিধার মিলেগা? ম্যাঁয় বেওয়াড়া হুঁ, থারকি হুঁ, ড্রাগ অ্যাডিক্ট হুঁ, সব হুঁ। লেকিন টেররিস্ট নেহি হুঁ।’ বিতর্কপূর্ণ জীবন থেকে রোম্যান্টিক সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনের সব কিছুই থাকছে এই ছবিতে।

তবে ছবি রিলিজের আগে, বোমা ফাটালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী দিয়া মির্জা। সঞ্জু সিনেমায় অভিনয় ছাড়াও এর আগে সঞ্জয় দত্তের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, এই সিনেমায় বর্তমান স্ত্রী মান্যতার ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। রিল লাইফ ও রিয়েল লাইফ নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা বলেছেন, ‘সঞ্জয় দত্তের সঙ্গে ৩০৮টা মেয়ের সম্পর্ক ছিল, এটা জানত মান্যতা। কিন্তু এ বিষয় নিয়ে কখনও সঞ্জয়কে বিচার করতেন না মান্যতা।’

একটি সাক্ষাত্‍কারে দিয়া মির্জা জানিয়েছেন, চরিত্র বোঝাতে গিয়ে যখন রাজকুমার আমাকে জানান, সঞ্জয়ের ৩০৮ মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এ কথা শুনে ভীষণ অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, এ সব মান্যতা জানতেন? রাজকুমার বললেন, অবশ্যই। তা সত্ত্বেও মান্যতা সঞ্জয়ের চরিত্র নিয়ে কখনও বিচার করতে যাননি!

আর এটাই সঞ্জয়ের ইউনিক কোয়ালিটি। সমাজে যা অনৈতিক, যা স্বীকার করা যায় না। তাতেই সঞ্জুর বেশি কৌতূহল। দেশের অধিকাংশ পুরুষ কত জটিল মানসিকতা নিয়ে মেলামেশা করে, সেখানে সঞ্জু অনেকটাই ভিন্ন। নিজের দোষ-গুণ অকপটে স্বীকার করে নেন।

উল্লেখ্য, রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় আর পরিচালক রাজকুমার হিরানির নান্দনিক পরিচালনায় তৈরি সঞ্জু মুক্তি পাবে আগামী ২৬ জুন। অভিনয়ে রয়েছেন আনুশকা শার্মা, দিয়া মির্জা, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁচামরার লড়াইয়ে আজ মাঠে নামছে জার্মানি

খেলার খবর: প্রথম ম্যাচেই দুর্বল মেক্সিকোর কাছে হারে ক্ষতবিক্ষত জার্মানি। আর সে কারণেই গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের সইতে হচ্ছে নানা সমালোচনা।

এ সমালোচনা কাঁধে নিয়েই বিশ্বকাপে আজ সুইডেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে মাঠে নামবে টমাস মুলারদের দল। সুইডেনের বিপক্ষে নির্ভার থাকার কথা ছিল জার্মানদের। কেননা আজ মেসুত অজিলদের দল এমন একটি দলের মুখোমুখি হচ্ছে, যারা গত ৪০ বছরেও জার্মানিকে হারাতে পারেনি।

কিন্তু প্রথম ম্যাচে হারের ধাক্কায় এতটাই বেসামাল জার্মান শিবির যে, সুইডেনকেও বেশ গুরুত্ব দিতে হচ্ছে ২০১৪ বিশ্বকাপ সেরাদের।

তার ওপর চোট-আতঙ্ক ঢুকে পড়েছে জোয়াচিম লোর শিষ্যদের মধ্যে। আজকের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন তাদের সেন্টার-ব্যাক ম্যাটস হুমেলস।

কিন্তু হুমেলসের চোট নতুন করে চিন্তা বাড়িয়েছে জার্মান কোচ জোয়াকিম লোর।

তিনি বলেন, ‘খুব সম্ভবত হুমেলস এ ম্যাচে নামতে পারবে না। ঘাড়ে চোট পেয়েছে ও। শুক্রবার তাই অনুশীলন করতে পারেনি হুমেলস। তবে আমাদের হাতে এখনও কিছুটা সময় রয়েছে। দেখতে হবে সুইডেনের বিপক্ষে বলদখলের লড়াইয়ে পাল্লা দেয়ার মতো কে রয়েছে দলে? ঠিক এ কারণেই হয়তো হুমেলসকে ম্যাচে নামানোর ঝুঁকি নেয়া হবে না।’

তবে জার্মান শিবিরে আশার বাণী হচ্ছে- হুমেলস ছাড়া আর কোনো ইনজুরি সমস্যা নেই।

এদিকে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে জার্মানির আক্রমণ ভাগের ডানদিকে দিশাহারা মুলারকে দেখে অনেকেই অবাক হয়েছেন। আজ টমাস মুলারের কারিশমা দেখতে ব্যাকুল থাকবেন সাদা জার্সির সমর্থকরা।

এদিকে মেসুত ওজিলের পারফরম্যান্স নিয়ে উঠছে অনেক প্রশ্ন। তার দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সমালোচকদের দাবি, ওজিল হৃদয় দিয়ে খেলেন না।

জার্মান কোচ লো বলছেন, ‘মেক্সিকোর বিপক্ষে আমরা চেনা জার্মান দলকে দেখতে পাইনি। এ পর্যায়ের ফুটবলে যে রকম খেলা উচিত ছিল সেটিও দেখা যায়নি। বিশ্বকাপ মানেই আবেগ ও সর্বস্ব উজাড় করে দেয়া।’

লোর মতে, শনিবার আমাদের এমন ফুটবলার চাই, যারা দ্রুতগতিতে ঢুকে বিপক্ষের রক্ষণভাগ তচনচ করে দিতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় আর্জেন্টাইন সমর্থকদের মারামারি, আটক ৭

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের আয়োজক কমিটি বলেছে, ক্রোয়েশিয়া সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ায় সাত আর্জেন্টাইনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৩ গোলে হেরে যায় মেসিশিবির। লজ্জাজনক এই হারের পরেই খেপে ওঠেন আর্জেন্টিনার ভক্তরা।

রাশিয়া বিশ্বকাপের শুরুটা খুবই খারাপ হয়েছে আর্জেন্টাইনদের। এর আগে মেসির পেনাল্টি মিসের বদৌলতে গ্রুপের প্রথম খেলায় দুর্বল আইসল্যান্ডের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা।

প্রথম খেলায় ড্র ও পরে লজ্জাজনক হারের পর বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়ের আশঙ্কা দেখা দিয়েছে আর্জেন্টিনার সামনে।

ফিফা জানিয়েছে, তাদের মারামারির দৃশ্য আগেই ধারণ করে রাখা হয়েছিল। শুক্রবার সকালে তারা হামলাকারী আর্জেন্টাইন সমর্থকদের চিহ্নিত শুরু করে।

এখন বিষয়টি কোথায় গিয়ে গড়ায় সে দায়িত্ব দেশটির বিচার বিভাগ কর্তৃপক্ষের।

আর্জেন্টিনার বর্তমান দলটিকে ইতিহাসের সবচেয়ে বাজে হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয় সাবেক খেলোয়াড় ওসি আরদিলেস।

এ সময় তিনি আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির ওপর ক্ষোভ ঝাড়েন। টুইটারের এক পোস্টে তিনি লিখেছেন- বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বাজে দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে আটক ৪৬

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক মামলার আসামীসহ ৪৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেনসিডিল ও ৭৩ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৬ জন,শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ডা. আনিসের গাড়ি চাপায় আহত শাহিনের মৃত্যু, মামলা

আসাদুজ্জামান: একজন ডাক্তারের প্রাইভেট কার চাপায় গুরুতর আহত সাতক্ষীরার শ্যামনগরের কৃষিডিপ্লোমাধারী যুবক শাহীন কাদির (২২) টানা ১৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যাওয়ার ঘটনায় থানায় মামলা দয়ের হয়েছে।
নিহতের মামা ফজলুল হক বাদী হয়ে শুক্রবার রাতে ঘাতক প্রাইভেট কার চালক শ্যামনগর হাসপাতালের আরএমও ডা. আনিসুর রহমান ও তার সফর সঙ্গী সোহরাব মোড়লের নামে থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
এর আগে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত যুবক শাহিন কাদির উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের এসএম মুজিবর রহমানের ছেলে। সম্প্রতি সে কৃষি ডিপ্লোমা শেষ করে উচ্চ শিক্ষা গ্রহনের চেষ্টা করছিল। অপরদিকে, প্রাইভেট কার চালক ডা. আনিসুর রহমান একই উপজেলার হাওয়ালভাঙ্গি গ্রামের আবু দাউদ সরদারের ছেলে।
আহতের পারিবারিক সূত্র জানা যায়, গত ৩ জুন বিকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আনিসুর রহমান নিজে চালক না হয়েও বেপরোয়াভাবে নিজের প্রাইভেটকার (রেজি নং- ঢাকা মেট্রো -গ- ৩৫-১২১১) চালিয়ে শ্যামনগর অভিমুখে আসছিলেন। অপরদিকে শাহিন কাদির তার বন্ধু হাবিবুর রহমানের মোটর সাইকেলে বসে বিপরীতমুখে কালিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্যামনগর খানপুরে ফিলিং স্টেশনের কাছে একটি ছোট কালভার্টের ওপর প্রাইভেট কারটি শাহিন কাদিরকে চাপা দেয়। তাকে গুরুতর আহত দেখেও চালক ডা. আনিস সরাসরি শ্যামনগরের দিকে পালিয়ে যান। গ্রামবাসী এ সময় তাকে তাড়া করেও ধরতে ব্যর্থ হন। স্থানীয়রা শাহীন কাদিরকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করলেও ডা. আনিস তার চিকিৎসায় সাহায্য করা এমনকি তার সামনেও আসতে অস্বীকৃতি জানান। টানা ১৯ দিনেও তার জ্ঞান ফেরেনি। তার মস্তিষ্কের ক্ষমতা ৭৫ ভাগ বিলুপ্ত হয়েছিল বলে ডাক্তাররা জানিয়েছিলেন।
শাহীন কাদিরের বাবা এসএম মুজিবুর রহমান জানান, তার ছেলেকে শ্যামনগর থেকে সাতক্ষীরায় পরে খুলনা এবং সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, ডা. আনিসুর রহমান তার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। চিকিৎসার শুরু থেকে এ পর্যন্ত তিনি প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন। এসব টাকা তিনি জমি বিক্রি ও বন্ধক এবং সমিতি থেকে লোন নিয়ে পরিশোধ করেছেন। তিনি ডা. আনিসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এদিকে, ডা. আনিসুর রহমানের কাছে টেলিফোন করা হলে তিনি বলেন, ওইদিন তিনি গাড়ি চালাচ্ছিলেন না। তার ড্রাইভার সোহরাব মোড়ল গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তবে, শ্যামনগরের অনেক সংবাদকর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারি এবং সাধারন নাগরিকরা জানান, ডা. আনিসুর রহমান মাদকাসক্ত। এ কারণে তার হাতে কোনো রোগী নিরাপদ নন দাবি করে তারা বলেন তাকে নিয়ে পত্রপত্রিকায় রিপোর্টও হয়েছে। তার হাতে বহু রোগীও মারা গেছে। তবে ডা. আনিস এসব অভিযোগ অস্বীকার করে তিনি মাদকাসক্ত নন বলেও দাবি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের মামা ফজলুল হক বাদী হয়ে ঘাতক প্রাইভেটকার চালক ডা. আনিসুর রহমানসহ দুই জনের নামে নিহতের মামা ফজলুল হক বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযার অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুধু গোল করেন না রোনাল্ডো একজন দানবীরও

খেলার খবর: রূপকথার মতো ক্যারিয়ার সাজানো ফুটবল তারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের হয়ে ১৫২ ম্যাচে ৮৫ গোল করে জাতীয় বীরের খাতায় নাম লিখিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপে ২ ম্যাচে ৪ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে থাকা এই তারকার জীবনকথা লিখেছেন সেলিম কামাল

পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তুস আভেইরো। জন্মগ্রহণ করেছেন ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরাতে। বাবা জোসে দিনিস আভেইরো ও মা মারিয়া ডোলোরেস দস সান্তোস আভেইরো।

মাত্র তিন বছর বয়স থেকে রোনাল্ডো ফুটবলের সংস্পর্শে আসেন। ছয় বছর বয়স থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলতে শুরু করেন। মাত্র আট বছর বয়সে প্রথমে ‘আন্দোরিনহা’ নামে একটি অপেশাদার দলে তার ফুটবল জীবন শুরু করেন, যেখানে তার বাবা কাজ করতেন। ১৯৯৫ সালে, দশ বছর বয়সেই পর্তুগালে তার সুনাম ছড়াতে থাকে।

ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ৭ নম্বর জার্সি পরা ৩৩ বছর বয়সী রোনাল্ডো এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়। তিনি পর্তুগিজ ফুটবলার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।

বিশেষজ্ঞের মতে, রোনাল্ডো বর্তমান সময়ের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। এমনকি সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তার নামই উঠে আসে সবার আগে।

রোনাল্ডো ইংল্যান্ডে খেলা প্রথম খেলোয়াড়- যিনি ২০০৭ সালে প্রধান ৪টি পিএফএ এবং এফডব্লিউএ পুরস্কার জিতেছেন। তিনি ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডিঅর জেতেন।

তিনিই একমাত্র পর্তুগিজ যিনি এ পুরস্কার ৫ বার জেতেন। তিনি ২০০৮ ও ২০১১ সালে ইউরোপিয়ান গোল্ডেন বুট পান। ২০০৯ সালে সেরা গোলের জন্য প্রথম পুস্কাস অ্যাওয়ার্ড জেতেন।

রোনাল্ডো শীর্ষ ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে প্রথম খেলোয়াড়ু যিনি পরপর দুই মৌসুমে ৪০ গোল করেছেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম সময়ে ১০০ গোল করেছেন।

এ ছাড়া তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল ও লা লিগায় মিনিটপ্রতি সর্বোচ্চ গোল করার রেকর্ডের অধিকারী। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি তার ৩০০তম ক্লাব গোল পূর্ণ করেন। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি তার ক্যারিয়ারের ৪০০তম গোল করেন। এ ছাড়া তিনি ২০১৭ সালে ক্যারিয়ারের ৬০০তম গোল করেন।

রোনাল্ডো বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে ১০০ গোল করার রেকর্ড গড়েন। তিনিই একমাত্র খেলোয়াড়- যিনি চ্যাম্পিয়ন্স লীগে টানা ১১ ম্যাচে গোল করেন।

এ ছাড়া তিনি এই আসরে এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড গড়েন এবং ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা হন যা আরেকটি রেকর্ড। রোনাল্ডোই একমাত্র খেলোয়াড় হিসেবে ১ থেকে ৯০ প্রত্যেক মিনিটেই গোল করার কৃতিত্ব অর্জন করেন।

২০০৩ সালের আগস্টে কাজাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে। জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে খেলা সর্বোচ্চ গোলদাতার আসনটি আয়ত্ত করে নিয়েছেন।

২০০৪ সালের উয়েফা ইউরোর প্রথম খেলায় গ্রিসের বিরুদ্ধে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। ২০০৮ সালের জুলাই মাসে পর্তুগালের অধিনায়ক হন এবং ২০১২ সালের উয়েফা ইউরোতে অধিনায়ক হিসেবে দলকে সেমিফাইনালে নিয়ে যান এবং প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন।

রোনাল্ডো বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়। তার দানশীলতা এবং বিশ্বব্যাপী অসহায় মুসলমানদের সাহায্য করার জন্য বহুল প্রশংসিত। সম্প্রতি এক জরিপে তাকে বিশ্বের সবচেয়ে দানশীল খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় এবং ফিলিস্তিনের একটি সংস্থা তাকে পার্সন অব দ্য ইয়ার ২০১৬ প্রদান করে।

তিনি ২০১১ জয় করা সোনার বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে বিক্রি করে দিয়েছিলেন। সিরিয়াতে শরণার্থীদের ৫ হাজার ঘর বানিয়ে দিয়েছিলেন।

ইসরাইলি ফুটবলারদের সঙ্গে জার্সি বদল এবং করমর্দন করেননি। কারণ তিনি অত্যাচারীদের অপছন্দ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের কথা জনগণকে জানাতে হবে : প্রধানমন্ত্রী

দেশের খবর: জনগণকে উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের কথা দেশের মানুষকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

এ সময় তিনি বলেন, সরকারের নেওয়া উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগের কথা জানাতে হবে দেশের মানুষকে। দুর্নীতি হতে পারে বলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করা হলো। পরে কানাডার আদালতে প্রমাণ হলো কোনো দুর্নীতির বিষয় ছিল না। আমরা নিজেদের অর্থায়নেই করছি পদ্মা সেতু।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম শাসনতন্ত্র, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা, বাংলাদেশের স্বাধীনতাসহ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপিকে দুর্নীতির দল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নিজেদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে। পরিবর্তিত অংশে বলা হয়েছিল দুর্নীতিবাজ কেউ দলের থাকতে পারবে না। গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেরাই স্বীকার করল যে তাদের দল দুর্নীতির দল।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, অভ্যুদয় ও স্বাধীন বাংলাদেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি পদচারণা মানুষকে উদ্বুদ্ধ করেছে।

তিনি ঝুঁকি নিয়ে আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছেন। ৭ই মার্চের ভাষণে তিনি যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন। আজকে সেই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আমার পরিবার। আমার পুরো জীবনটাই আওয়ামী লীগ। বাংলাদেশ যা কিছু পেয়েছে আওয়ামী লীগ আমলে হয়েছে। প্রথম শাসনতন্ত্র, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা, বাংলাদেশের স্বাধীনতাসহ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ।

ভাষণের শুরুতে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাস জাতির পিতার ইতিহাস। যুদ্ধ শেষে জাতির পিতার অনুরোধে মিত্রবাহিনী ফেরত নিয়েছিল ভারত। যা পৃথিবীর আর কোন দেশে এমন মিত্রবাহিনী ফেরত নেওয়ার ঘটনা ঘটেনি। জানা গেছে, বিশেষ বর্ধিত সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে সারাদেশ থেকে আগত নেতাদের নির্দেশনা দেবেন তিনি। এতে সারাদেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের সাড়ে চার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিভির পর্দায় আজকের খেলা

বিশ্বকাপ ফুটবল:

বেলজিয়াম-তিউনিশিয়া সরাসরি সন্ধ্যা ৬টা

 

দক্ষিণ কোরিয়া-মেক্সিকো সরাসরি রাত ৯টা

 

জার্মানি-সুইডেন সরাসরি রাত ১২টা

 

খেলাগুলো দেখতে চোখ রাখুন- বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে।

বাংলাদেশ ছাড়াও খেলাগুলো দেখা যাবে-
ভারত: সনি টেন ১ ও ২
রাশিয়া: আইটিভি
যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১
স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো
অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস
ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস টিভিতে।
ক্রিকেট:
ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট, প্রথম দিন সরাসরি রাত ১২টা।
খেলাটি দেখা যাবে সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি চ্যানেলে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest