সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

দায়িত্ব নিয়েছেন নতুন সেনাপ্রধান

দেশের খবর: নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল আজিজ আহমেদ। সোমবার (২৫ জুন) দুপুরের দিকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। এরআগে সাবেক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত সোমবার (১৮ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন দুপুর থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করা হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন ‘ষড়যন্ত্রে’ মওদুদ-সংবাদ বিজ্ঞপ্তিতে নানক

রাজনীতির খবর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের আগে বিএনপি নেতা মওদুদ আহমদ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রবিবার (২৫ জুন) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষমতাসীন দলের নেতা এই এ মন্তব্য বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী বিজ্ঞপ্তিতে বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের অপরিহার্য কর্মসূচি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতা মওদুদ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। প্রকৃতপক্ষে স্বৈরশাসনের গর্ভ থেকে জন্ম নেয়া বিএনপি ও তাদের নেতারা জনগণের মুখোমুখি হতে ভয় পান।

তিনি আরও বলেন, নির্বাচনে জিতলে আছি, হারলে নাই- নীতিতে রাজনীতি করে বিএনপি। নির্বাচন সামনে রেখে নোংরা রাজনীতি বিএনপির আজন্ম দোষ।

নানক আরও বলেন, বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্য গণতন্ত্রবিরোধী এবং নির্বাচনী আচরণবিধি পরিপন্থী। মওদুদ আহমদ স্বাধীন বাংলাদেশের কালো অধ্যায় সামরিক শাসনের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক ছিলেন। দেশবাসী ভুলে যায়নি, মওদুদ আহমদের নেতৃত্বে সাংবিধানিক শাসনের পরিপন্থী তথাকথিত হ্যাঁ-না ভোট পদ্ধতি প্রচলন হয়েছিল। ভোটারবিহীন নির্বাচন এবং ১৯৭৯ সালের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়া-এরশাদ দু’জন সামরিক স্বৈরাচারের অন্যতম প্রধান সহচর মওদুদ আহমদের মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা মানায় না।

বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতৃবৃন্দকে ষড়যন্ত্র ও অপরাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির মূল ধারায় ফিরে আসার এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ভাঙাচোরা রাস্তায় ট্রাক উল্টে পুকুরে

কলারোয়া ডেস্ক: কলারোয়ায় বেহাল ভাঙাচোরা রাস্তায় দুর্ঘটনার শিকার হলো ধান বোঝাই ট্রাক। ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক।
শনিবার (২৩জুন) রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া-চন্দনপুর কলেজ মোড় সড়কের কাদপুর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান- চান্দুড়িয়া বাজারের ভাই ভাই ট্রেডার্স থেকে ২৫১বস্তা ধান নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৬৭২) কলারোয়া যাওয়ার সময় রাত ১০টার দিকে পিছনের চাকা পানছার হয়ে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাদপুরের মৃত মোজাম বদ্দির পুকুরে উল্টে যায় ট্রাকটি। এতে চালক সামান্য আহত হন। পরবর্তীতে ধানের বস্তা উদ্ধার করা গেলেও এ রিপোর্ট লেখার সময় ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছিলো।

স্থানীয়রা জানিয়েছেন- কলারোয়ার চন্দনপুর থেকে চান্দুড়িয়া সড়কটি এমনই বেহাল দশা যে, হেটে গেলেও পড়ে যেতে হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
তারা অবিলম্বে সড়কটি সংষ্কারের দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া থানার ইন্সপেক্টর জিয়াকে বিদায় সংবর্ধনা

কলারোয়া ডেস্ক: কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-কে বদলীজনিত ও এক কনস্টেবলকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার বিকেল কলারোয়া থানার পক্ষ থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমানকে এবং কনস্টেবল মুজিবর রহমানকে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিতদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব কুমার রায়, এসআই সোলায়মান আক্কাস, এসআই শরিফুল ইসলাম, এসআই ইসমাইল হোসেন, এসআই রইচ উদ্দীন, এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই হেলাল উদ্দীন, এএসআই আহসান হাবিব, কন্সটেবল সিরাজুম মুনির প্রমুখ।
ওসি বিপ্লব দেবনাথ সংবর্ধিত ওই দু’জনের সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা ও দীর্ঘ জীবন প্রার্থনা করেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান কলারোয়া থানা হতে শ্যামনগর থানায় বদলি হয়েছেন। আর কনস্টেবল মুজিবর রহমান বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ ৩৯ বছর চাকুরীর পরে অবসরে গেলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাশকতার মামলায় খালেদার আপিলের রায় কাল

দেশের খবর: কুমিল্লার নাশকতার এক মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আপিল শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে সোমবার (২৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এই মামলার শুনানি শুরু হয়।

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাস পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় গত ২৮ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওই জামিন স্থগিত করে আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

পরে ৩১ মে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন চেয়ে হাইকোর্টে জামিন পান খালেদা জিয়া। হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে ১৬ মে রায় দেন আপিল বিভাগ। একইসঙ্গে পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল হাইকোর্টে ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে আটক ৫৬

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক মামলার আসামী ও চার জামায়াত-শিবিরকর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৮ জন,শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ

খেলার খবর: অস্ট্রেলিয়ার কোচ হিসাবে শুরুটা মোটেও ইতিবাচক হল না জাস্টিন ল্যাঙ্গারের। অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ হারল ০-৫ ব্যবধানে। যা কিনা তাদের জন্য অনেক লজ্জার। স্মিথ-ওয়ার্নারকে হারিয়ে দলের ফর্ম যে এখন একদম তলানিতে তাও প্রমাণিত হলো এই সিরিজের মাধ্যমে।

স্মিথ-ওয়ার্নারহীন দুর্বল অস্ট্রেলিয়া দল নিঃসন্দেহে আন্ডারডগ হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল। তবে এমন একতরফাভাবে হোয়াইটওয়াশ হতে হবে তাদের, এমনটা আশা করা যায়নি আগে থেকে। সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ম রক্ষার পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ড জয় তুলে নেয় ১ উইকেটে সংক্ষিপ্ত ব্যবধানে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৪.৪ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায়। ট্রেভিস হেডদলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন। ৪২ বলের ইনিংসে তিনি ৯টি বাউন্ডারি মেরেছেন। এ ছাড়া ডার্সি শর্ট ৫২ বলে অপরাজিত ৪৭ ও অ্যালেক্স ক্যারি ৪০ বলে ৪৪ রান করেন।

ইংল্যান্ডের হয়ে মঈন আলি ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন স্যাম কুরান। অস্ট্রেলিয়ার দু’জন ব্যাটসম্যান রানআউট হয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮.৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১০ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন জস বাটলার। তিনি একাই ম্যাচ ছিনিয়ে নিয়ে যান অস্ট্রেলিয়ার কাছ থেকে। ১২২ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। অ্যালেক্স হেলস ও আদিল রশিদ দুজনেই ২০ রান করে দলের জন্য অবদান রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিল পোল্যান্ড

খেলার খবর: টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রসঙ্গটাই আশঙ্কায় রেখেছিল আমেরিকা ও ইউরোপ, দুই মহাদেশের অন্যতম শক্তিশালী দুই ফুটবল রাষ্ট্রকে ৷ ড্র হলে তবু গ্রুপের শেষ রাউন্ডের মহানাটকে নকআউটের টিকিট হাতিয়ে নেওয়ার একটা সুযোগ থাকত যুযুধান দুই প্রতিপক্ষের সামনেই৷ কিন্তু ফলাফল কারও অনুকূলে যাওয়া মানেই অপর দলের দেশে ফেরার টিকিট নিশ্চিত ৷

ড্র’য়ের মিলনান্তিক একাঙ্ক নাটক নয়, আক্রমণ-প্রতিআক্রমণের উত্তেজক যাত্রাপালা শেষে শেষ হাসি হাসে কলম্বিয়া ৷ ৩-০ গোলের বড় জয় তুলে প্রি-কোয়ার্টারের লড়াইয়ে টিকে থাকে তারা ৷ বিদায় নিশ্চিত হয়ে যায় পোলিশদের ৷ অর্থাৎ বায়ার্নের সতীর্থ লেওয়ানডোস্কিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে নকআউটের সম্ভাবনা জিইয়ে রাখেন জেমস রডরিগেজ ৷

এর আগে ইয়েরি মিনার গোলে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ৪০ মিনিটে হামেস রদ্রিগেজের ক্রস থেকে পাওয়া বলে হেড করে গোলটি করেন তিনি। একই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest