সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

অার্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার প্রথম শর্ত পূরণ

খেলার খবর: আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ড্র করেছিল আইসল্যান্ড। আর নিজদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজিত হয় আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়া।

এদিকে শর্ত ছিল- আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতলে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকবে নাইজেরিয়ার। আর হারলে বিদায় শঙ্কা। অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করা আইসল্যান্ডের সামনে ছিল এগিয়ে যাওয়ার সুযোগ। সেই সাথে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু তেমন কিছু ঘটেনি। দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। আর এতে স্বপ্ন আরও রঙিন হতে থাকে আর্জেন্টাইনদের।

আর্জেন্টিনার সামনে সমীকরণ
আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আফ্রিকার সুপার ঈগলখ্যাত নাইজেরিয়া। এখন ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে। এক্ষেত্রে গ্রুপের খেলা শেষে ক্রোয়েশিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯, একটি ড্র ও একটি ম্যাচ জিতলে (নাইজেরিয়া ম্যাচ জিতলে) মেসিদের পয়েন্ট দাঁড়াবে ৪। এছাড়া ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটি ড্র হলেও সমস্যা নেই মেসিদের।

অন্যদিকে আইসল্যান্ড তাদের শেষ দুম্যাচ হারলে পয়েন্ট ১ আর নাইজেরিয়া ৩ পয়েন্ট। সে ক্ষেত্রে অনায়াসেই পরের পর্বে যাবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। তবে নাইজেরিয়াকে শেষ ম্যাচে হারাতে না পারলে কোন সমীকরণই কাজে আসবে আর্জেন্টিনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোল করেও কাঁদলেন নেইমার

খেলার খবর: গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ে কোস্টারিকার জালে ২ বার বল জড়ান তিতের শীর্ষ্যরা। ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন কৌতিনহো। আর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

খেলার একবারে শেষ মুহূর্তে এসে জয়ের দেখা পেল তারা। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিলিয়ানরা।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এসে অবশেষে হতাশা কাটে ব্রাজিলের। ফার্নান্দোর ক্রস পেয়ে বক্সের মধ্যে ফিরমিনোর মাথা হয়ে হেসুসের পায়ে বল যায়। সেখান থেকে তিনি সেটা দেন দৌঁড়ে আসা কৌতিনহোকে। বার্সার মিডফিল্ডার দেরি না করে সেটা সোজা জালে ঢুকিয়ে দেন (১-০)।

চতুর্থ মিনিটে ফিরমিনো আর কৌতিনহোর ওয়ান টু ওয়ান পাসে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে সেটা কাজে লাগাতে পারেননি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এসে দুর্দান্ত আরেকটি গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বক্সের ডানপাশ থেকে কস্তার পাস থেকে গোল করেন নেইমার (২-০)।

২-০ গোলে কোস্টারিকার বিপক্ষে জিতে গেল হেক্সা মিশনের যাত্রী ব্রাজিল। আর এতে আবেগাপ্লুত হয়ে মাঠেই কেঁদে ফেললেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।

ব্রাজিল-কোস্টারিকার প্রথমার্ধ্ব-দ্বিতীয়ার্ধ্ব গেল গোল পায়নি কেউিই। কোস্টারিকার `ডিফেন্ডার পালোয়ানরা` আটকে রেখেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান তারকাদের। কিন্তু অতিরিক্ত সময়ের সুযোগ মিস করলেন না মিডফিল্ডার কুতিনহো আর সেরা স্ট্রাইকার নেইমার। ২-০ গোলে এগিয়ে যায় নেইমারের দল।

এরপরেই মাঠে দেখা গেল আনন্দ-অশ্রুর খেলা। ম্যাচ শেষ, মাঠেই হাঁটু গেড়ে বসে পড়লেন পোস্টারবয় নেইমার। চোখের জল ফেললেন সবুজ ঘাসেই। আর এ জল তার কষ্টের নয়, মহা আনন্দের। আনন্দ-আপ্লুত এ জন্যই বলতে হবে, একেতো রাশিয়া বিশ্বকাপ মিশনে সেলাসাওদের এটি প্রথম জয়, আবার তার প্রথম গোল।

কান্না দেখে এটাই মনে হচ্ছিল, কোটি কোটি দর্শক-সমর্থকদের আনন্দ দিতে পেরে আপ্লুত নেইমার। তাদের হাসাতে পেরেই কাঁদছেন এই `আবেগময়` তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৬

আন্তর্জাতিক খবর: ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে ইসলামি স্টেট জম্মু এন্ড কাশ্মীর (আইএসজেকে)-এর প্রধানও রয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মী ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই সেনা সদস্য।

শুক্রবার সকাল থেকেই উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপরই এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় এদিন সকালের দিকে দক্ষিণ কাশ্মীরের শ্রীগুফওয়ারার খিরাম গ্রামে শুরু হয় অভিযান। জঙ্গিদের চারপাশ থেকে ঘিরে ফেলে সেনা ও পুলিশ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাও পাল্টা গুলি চালাতে শুরু করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে একদল বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও একদিকে জঙ্গি দমন অন্যদিকে বিক্ষোভকারীদের সামাল দিতে হয়। দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণ চলাকালীন এই হতাহতের ঘটনা ঘটে। নিহত জঙ্গিদের মধ্যে ইসলামি স্টেট জম্মু এন্ড কাশ্মীর (আইএসজেকে)-এর প্রধান দাউদ সফি ওরফে বুরহান রয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য পুলিশ।

কাশ্মীর পুলিশের ডিজি এসপি বেদ এই সংঘর্ষের কথা জানিয়ে বলেন, ‘শ্রীগুফওয়ারা এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে চার জঙ্গি নিহত হয়েছে এবং তাদের লাশ উদ্ধার করা হয়েছে’।

জঙ্গি নিহতের ঘটনার পরই অশান্তি এড়াতে শ্রীনগর, অনন্তনাগ এবং পুলওয়ামায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য,রমজান মাস উপলক্ষ্যে টানা এক মাস যুদ্ধবিরতি থাকার পর গত রবিবারই ভারত সরকারের পক্ষ থেকে যুদ্ধ বিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কাশ্মীরের জোট সরকারের শরিক দল পিডিপি যুদ্ধবিরতি কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করায় জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি। ফলে দীর্ঘ সাড়ে তিনমাসের পিডিপি-বিজেপি সরকারের পতন ঘটে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সেনা অভিযান বন্ধ থাকার ফলে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা বেড়েছে, আইএস’এর প্রভাবও বেড়েছে। জোট সরকারের পতনের পরই রাজ্যটিতে রাজ্যপাল শাসন জারি হয়। এর পর থেকেই কাশ্মীরে নতুন করে সন্ত্রাস বিরোধী অভিযানের সম্ভাবনা প্রবল হচ্ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাইজেরিয়ার দুর্দান্ত জয়ে টিকে রইল আর্জেন্টিনার স্বপ্ন

খেলার খবর: আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ড্র করেছিল আইসল্যান্ড। আর নিজদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজিত হয় আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতলে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকবে নাইজেরিয়ার। আর হারলে বিদায় শঙ্কা। অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করা আইসল্যান্ডের সামনে ছিল এগিয়ে যাওয়ার সুযোগ।

এমন সমীকরণ মাথায় রেখে গ্রুপ ‘ডি’র ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হয় আইসল্যান্ড-নাইজেরিয়া। এদিকে আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ ড্র হলে সবচেয়ে ভাল, আর নাইজেরিয়া জিতে গেলেও চলবে। কিন্তু আইসল্যান্ড জিতে গেলেই সর্বনাশ হয়ে যেত মেসিদের। কিন্তু তেমন কিছু ঘটেনি। দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।

আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে এদিন জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার সুপার ঈগলখ্যাত নাইজেরিয়া। নাইজেরিয়ার পক্ষে প্রথম গোলটি করেন মুসা। ম্যাচের ৪৯ মিনিটে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দিলেন আহমেদ মুসা। এই গোলে মুসাকে এসিস্ট করেন ভিক্টর মোজেস। নাইজেরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটিও করেন মুসা। ম্যাচের ৭৫ মিনিটে এই গোল করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোচ সাম্পাওলির বিরুদ্ধে মেসিদের বিদ্রোহ!

খেলার খবর: আর্জেন্টিনা তখন ১-০ গোলে পিছিয়ে। ক্রোয়েশিয়ার দুর্দান্ত ফুটবলের সামনে কঠিন পরীক্ষা দেওয়া লাতিন আমেরিকার দলটির কোচ হোর্হে সাম্পাওলি তুলে নিলেন সের্হিয়ো আগুয়েরোকে, ম্যাচের তখনও ৩৬ মিনিট বাকি। আইসল্যান্ডের বিপক্ষে লক্ষ্যভেদ করা ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের কাছে ম্যাচ শেষে বদলির কারণ জানতে চেয়েছিল এক টিভি চ্যানেল। প্রশ্নটা শুনে, ‘যান, সাম্পাওলিকে জিজ্ঞেস করুন, তিনি কী চান’- বলেই দিয়েই হাঁটা দিলেন আগুয়েরো।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর ওটা ছিল সাম্পাওলির ‘বিরুদ্ধে’ আগুয়েরো ‘প্রতিবাদের স্বর’। মাঠ থেকে তুলে নেওয়ার বিষয়টি পছন্দ হয়নি বলেই হয়তো ক্ষোভ ঝরেছিল এই ফরোয়ার্ডের কণ্ঠে। তবে এই প্রতিবাদের আওয়াজ নাকি আর্জেন্টিনার ড্রেসিং রুমে ছড়িয়ে গেছে বলেই এখন গুঞ্জন। শুধু আগুয়েরো নন, দলের কোনও সিনিয়র খেলোয়াড় নাকি খুশি নন সাম্পাওলির কোচিং দর্শনে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্তস’ থেকে শুরু করে ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি মেইল’, ‘ডেইলি মিরর’ ও স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’- সবারই খবর, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে সাম্পাওলিকে চাইছেন না মেসিরা।

‘টিওয়াইসি স্পোর্টস’-এর খবর, সাম্পাওলির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন খেলোয়াড়রা, গ্রুপ পর্বের শেষ ম্যাচেই নতুন কোচ চাইছেন তারা। ১৯৮৬ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে গোল করে জেতানো হোর্হে বুরুচাগার সঙ্গে নাকি আলোচনাও হচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। এমনও শোনা যাচ্ছে, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে নাকি দেখা যাবে আর্জেন্টিনার ডাগআউটে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’ অবশ্য জানিয়েছে অন্য খবর। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ছেপেছে, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার কোচ সাম্পাওলিই থাকছেন, গ্রুপ পর্বে ব্যর্থ হলে চাকরি হারানোর সম্ভাবনা তার প্রবল। তবে খেলোয়াড়দের বিদ্রোহ করার বিষয়টিও উঠে এসেছে তাদের প্রতিবেদনে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন সাম্পাওলি। চিলির সাবেক এই কোচ জানিয়েছেন, তার পরিকল্পনার সবকিছু ভেস্তে গেছে। দায় কাঁধে নিয়ে বলেছেন, ‘আমার প্রকল্প ব্যর্থ’। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’ এই বিষয়টির সঙ্গে সাম্পাওলির বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহের খবরটি সামনে এনেছে। ৫৭ বছর বয়সী এই কোচের কোচিং তত্ত্ব, খেলোয়াড় নির্বাচন ও পরিকল্পনায় তারা রীতিমত হতাশ। তাই গ্রুপের শেষ ম্যাচে আর তাকে কোচ হিসেবে চাইছে না মেসিরা।

‘কোচ হটাও’ গুঞ্জনের সঙ্গে বাতাসে উড়ছে আরেকটি খবর। আর্জেন্টিনা গ্রুপ পর্ব পেরোতে না পারলে নাকি অবসরে যাবেন মেসি ও আগুয়েরো! ‘মিরর’ আর্জেন্টিনা ক্যাম্পের নির্ভরযোগ্য একটি সূ্ত্রের বরাত দিয়ে ছেপেছে, দলের নির্ভরযোগ্য এই দুই তারকার সঙ্গে রাশিয়ার টুর্নামেন্টের পর আর্জেন্টিনাকে বিদায় বলতে পারেন মার্কোস রোহো, এভার বানেগা, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাসচেরানো ও গনসালো হিগুয়েইনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

২০১৬ সালে কোপা আমেরিকার শতবর্ষী উপলক্ষে ‘বিশেষ কোপার’ ফাইনালে হারের পরও উঠেছিল সিনিয়র খেলোয়াড়দের অবসরের গুঞ্জন। পুরোটা না হলেও মেসির অবসরে কিন্তু কিছুটা হলেও সত্যি হয়েছিল তা। তবে খেলোয়াড়দের অবসরের চেয়ে বড় ইস্যু এখন কোচ নিয়ে মেসিদের বিদ্রোহ। ডেইলি মেইল, মিরর, এএস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনে জিততে গিয়ে যেন বদনাম না হয়- শেখ হাসিনা

দেশের খবর: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জিততে গিয়ে যেন কোনও রকম বদনাম না হয়। বিএনপির মাগুরা মার্কা ভোট যেন না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। এটা আওয়ামী লীগ নয়, সব দলের জন্যই এটা প্রযোজ্য।’

শুক্রবার (২২ জুন) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পর প্রার্থীদের উদ্দেশে শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের সভায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহকে দলের মনোনয়ন দেওয়া হয়।

এ সময় নির্বাচনে হারজিত থাকতে পারে মন্তব্য করে সরকার প্রধান বলেন, ‘এবারের ফুটবল খেলায় দেখতে পাচ্ছেন, যারা জেতার কথা তারা জিতছে না, গোলই দিতে পারে না। এটা রাজনীতিতেও হতে পারে। নির্বাচনগুলোতে হারলেই যে আমাদের সিট চলে যাবে, বা ক্ষমতা হারাবো সেটা নয়। তেমনি হারলে ইজ্জত চলে যাবে সেটাও না। আমাদের জিততে গিয়ে যেন কোনও রকম বদনাম না হয়। বিএনপির মাগুরা মার্কা ভোট যেন না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। এটা আওয়ামী লীগ নয়, সব দলের জন্যই এটা প্রযোজ্য।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়ে নির্বাচন পদ্ধতিতে শৃঙ্খলা এনেছি। আমরা চাই না কোনও নির্বাচন মাগুরা মার্কা হোক। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো হোক। নির্বাচন ঠেকাতে তারা ২০১৪ সালে মানুষ পুড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে। ২০১৫ সালে তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। আন্দোলনের নামে মানুষ খুন করে তারা সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে গেছে। আমরা চাই না সেই পরিবেশ আর থাকুক। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মঈনুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক পত্রে ২৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৩ মাসের অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মোঃ মেজবাহ উদ্দীন টপি, যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু ও শেখ ফারুক হোসেন, সদস্য মোঃ আব্দুল মান্নান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ হুমায়ন কবীর, শেখ রমিমুল ইসলাম, ডাঃ অসীম বিশ্বাস, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ ইসমাইল হোসেন, জাহাঙ্গীর গাজী, শেখ আতাউর রহমান, মনিরুল ইসলাম মিল্টন, আলমগীর আজাদ, শিল্টন কুমার ঢালী, সঞ্জয় কুমার ঘোষ, আবু সাঈদ, দেবপ্রসাদ মন্ডল, ডাঃ মোক্তাজুল ইসলাম, জাহিদুজ্জামান বাবু, আব্দুর রকিব কারিগর, রমযান আলী, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, সন্দীপ দাশ, হাফিজ গাজী, ইকরামুল হোসেন, প্রদীপ কুমার ঘোষ, রাজিব হোসেন, সজিব খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল বন্দরে ট্রাক টার্মিনাল না থাকায় যানজট লেগেই আছে

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় যানজট লেগেই আছে। দীর্ঘস্থায়ী যানজটের কারণে একদিকে যেমন ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য অন্যদিকে বেড়েছে জনদুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যত্র-তত্র ট্রাক রেখে চরম সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক চালকদের।
বেনাপোল বন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৬শ’ পণ্যবোঝাই ট্রাক যাতায়াত করে। এর দুই-তৃতীয়াংশ ভারতীয়। কিন্তু আমদানি পণ্যবোঝাই শত শত ট্রাক রাখার জন্য নামমাত্র একটি ট্রাক টার্মিনাল থাকলেও নেই পর্যাপ্ত জায়গা। সেখানে আবার ভারতীয় ট্রাকের চেয়ে বিভিন্ন পণ্য রাখা হয় বেশি। জায়গা না পেয়ে বাধ্য হয়ে তাই যত্রতত্র রাখা হচ্ছে মূল্যবান পণ্য বোঝাই শত শত ট্রাক। এতে বন্দরে পণ্য ও যানজটের সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান,ট্রাক যে কারণেই আটকা পড়–ক না কেন বন্দরের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য আনলোডে ব্যর্থ হলে ট্রাক প্রতি প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা বিলম্ব ফিস গুণতে হয়।
এদিকে, দিনের পর দিন ভারতীয় ট্রাক আটকা পড়ায় ট্রাক থেকে প্রায়ই পণ্য চুরির ঘটনা ঘটছে। পথে অতি কষ্টে থাকতে হয় আটকা পড়া ট্রাকের চালকদের। মাঝেমধ্যে চাঁদাবাজির কবলেও পড়তে হয় তাদের।
বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিএন্ডএফএজেন্ট ও রপ্তানিকারকদের অভিযোগ, সরকারি প্রতিবছর বন্দর থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে তেমন নজর নেই। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ট্রাক টার্মিনালে সৃষ্ট পণ্য ও যানজটের কারণে বন্দর ২৪ ঘন্টা খোলা রাখার সুফল মিলছে না।
তবে জায়গা স্বল্পতার কথা স্বীকার করে সৃষ্ট পণ্য ও যানজটের জন্য বন্দর ব্যবহারকারীদের দুষলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম। আর কাস্টমস কমিনার মো. বেলাল হোসাইন চৌধুরী বললেন, পৌর কর্তৃপক্ষের নির্মানাধীন ট্রাক ও বাস টার্মিনালের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest