সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক দ্বিতীয় বৈঠকে কম্বোডিয়ায় যাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশের তিন সদস্যের এ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করবেন এবং কর্মশালায় বক্তব্য রাখবেন। তিনি কর্মশালায় ‘এশিয়া মহাদেেশর সাংস্কৃতিক বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয়, স্বাস্থ্যখাতে সহযোগতিা, এশিয়ার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও জোরদার করার বিষয়টি তুলে ধরবেন এবং শান্তিভিত্তিক ন্যায়বিচার ও পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব তুলে ধরবেন। তিনি রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন, জ¦ালানি, আন্ত সম্পর্কের সংলাপ, জনগণের সাথে যোগাযোগ, সাধারণ আইন এবং এশিয়ান শিল্পীদের জন্য পুরস্কার প্রদানের আহ্বান জানাবেন। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক এ স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি পুনরায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলির সহয়তা চাইবেন। এমপি রবি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকারের সাথে মতবিনিময় করবেন এবং নৈশভোজে যোগ দেবেন।
আজ ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টা ৩০মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাই এয়ারলাইন্সযোগে যাত্রা করবেন। আগামী ০১ অক্টোবর থেকে ০৩ অক্টোবর কম্বোডিয়ার রাজধানী লমপেন এ তিনদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ০৪ অক্টোবর মালেশিয়া যাবেন এবং অগামী ০৫ অক্টোবর সরকারি সফর শেষে তিনি বাংলাদেশে ফিরবেন। সরকারি ভাবে এ কর্মশালায় যোগদানের জন্য তিনি শারদীয় দুর্গা পূজায় তার নির্বাচনী এলাকা সাতক্ষীরাতে থাকতে পারছেননা। তাই দুঃখ প্রকাশ করেছেন এবং সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির আয়োজনে দেবহাটা উপজেলা প্রকৌশলী আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস মিলনায়তনে বৃহস্পতিবার তার শেষ কর্মদিবসে তার এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, এলজিইডি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী লায়লা মিথুন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার উচ্চমান সহকারী সহিদুল ইসলাম, দেবহাটা এলজিইডির সহকারী প্রকৌশলী সেলিম রেজা ও আলমগীর হোসেন, ঠিকাদার মোখলেছুর রহমান মুকুল ও আবুল কালাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশে সময় বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা পরিষদের এই উন্মুক্ত বিতর্ক শুরু হয়।

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই দেশ চীন ও রাশিয়া।

সাম্প্রতিক সহিংসতার জন্য দেশ দুটি রোহিঙ্গা ‘সন্ত্রাসী’দের দায়ী করেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশিরভাগ সদস্য দেশ রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে।

তারা দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ারও দাবি জানান।

বিতর্কের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যার সর্বশেষ চিত্র তুলে ধরেন। তিনি অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান মিয়ানমার সরকারের প্রতি।

উন্মুক্ত বিতর্কে মিয়ানমারও অংশ নেয়। দেশটি জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে। রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সদস্য দেশগুলোর নিকট বর্ণনা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ-য়ের ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির ছাত্রীরা বৃহস্পতিবার রাতে দেশের রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেছে।

এই বিক্ষোভ মিছিল করা হয়েছে রাতে, কারণ সূর্যাস্তের পর ছাত্রীরা কেন হোস্টেলের বাইরে থাকবে তা নিয়েই বেনারসে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাত শুরু হয়েছিল।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও অনেকেই মনে করছেন দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসেও মেয়েরা অনেক সুযোগ-সুবিধা ও সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত।

‘পিঁজড়া তোড়’ নামে দিল্লিতে ছাত্রছাত্রীদের একটি অরাজনৈতিক সংগঠন – যার অর্থ হল খাঁচা ভাঙো – তার বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির সামনে থেকে তাদের নৈশ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

গত সপ্তাহে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানি হওয়ার পর কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছিল – কেন সন্ধ্যা ছটার পরেও তিনি হোস্টেলের বাইরে ছিলেন? এরপর পুলিশ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ব্যাপক মারধরও করে – তারই প্রতিবাদে ছিল তাদের এদিনের আয়োজন।

এই ছাত্রীরা প্রশ্ন তুলছেন, “দেশের বিভিন্ন ক্যাম্পাসে যেখানে ছেলেরা রাত সাড়ে দশটা পর্যন্ত হোস্টেলে ঢুকতে পারে, সেখানে মেয়েদের কেন অনেক আগে ঢুকে পড়তে হবে?”

কিংবা আর একজনের কথায়, “অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরও কি মেয়েদের সঙ্গে বঞ্চনা শেষ হবে না?

যে বেনারস থেকে এই বিতর্কের শুরু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সেখানকার এমপি।

ছাত্রছাত্রীদের বিক্ষোভের জন্য প্রধানমন্ত্রীর কনভয়ের রাস্তা পাল্টাতে হয়েছিল বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর পুলিশ লেলিয়ে দেয় – এমনও অভিযোগ উঠেছে সেখানে।

অথচ অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব বলছিলেন, তাদের দাবিগুলো ছিল অতি সাধারণ।

তার প্রশ্ন, “ছাত্রীরা ক্যাম্পাসে অধিকতর সুরক্ষা, সূর্যাস্তের পর রাস্তায় আলোর ব্যবস্থা, হোস্টেলে সিসিটিভি বা বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি – এগুলোই শুধু চেয়েছিল। এগুলো কী এমন দাবি, ছাত্রীদের তা চাইতেই বা হবে কেন?”

জেএনইউ-র ছাত্রী সংগঠনের নেত্রী শায়লা রশিদও বলছেন, আসলে ক্যাম্পাসে মেয়েরা অনেক ন্যূনতম সুবিধা থেকেই বঞ্চিত।

তিনি জানাচ্ছেন, “মেয়েদের অযথাই বদনাম করা হয়। অথচ এই বেনারসেই দেখুন, মেয়েদের হোস্টেলে ওয়াই-ফাই পর্যন্ত দেওয়া হয় না এই যুক্তিতে তাতে না কি ছাত্রীদের চরিত্র খারাপ হয়ে যাবে।”

দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা সৈকত ঘোষও মনে করেন, মেয়েদের সুরক্ষা দেওয়ার নামে আসলে ক্যাম্পাসে তাদের পায়েই বেড়ি পড়ানোর চেষ্টা হচ্ছে।

যেখানেই বিপদের আশঙ্কা দেখা যায় – তা সত্যিই হোক বা কল্পিত – তখনই প্রথমে বলা হয় মেয়েদের ভেতরে ঢুকিয়ে দাও, তাদের আটকে রাখো। এটা দিল্লিই হোক বা বিএইচইউ, দেশের সব ক্যাম্পাসেই কর্তৃপক্ষের মানসিকতার মধ্যে ঢুকে গেছে। আর কড়াকড়ির শেকলটা সব সময়ই মেয়েদের পরানো হয়, ছেলেদেরকে নয়।

“এই যে রক্ষণশীলতার আবহ, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনেক বেড়ে গেছে। আর এই রক্ষণশীলতার বিরুদ্ধে যে-ই কথা বলবে, বলা হবে সেই রাজনীতি নিয়ে আসছে, কিংবা সে নকশাল, মাওবাদী – এই সব! এই জিনিসই চলছে”, বলছিলেন অধ্যাপক ঘোষ।

এরই প্রতিবাদে রাতে দিল্লিতে পথে নামছেন দিল্লি বিশ্ববিদ্যালয় ও শহরের আরও বহু কলেজের ছাত্রীরা – বেনারসের ঘটনা তার প্রধান উপলক্ষ হলেও ক্যাম্পাসে ছাত্রীদের সুরক্ষা আর সমান অধিকার নিশ্চিত করাই যার প্রধান লক্ষ্য।

সূত্র : বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুটেরেস বলেছেন, মিয়ানমারে সহিংসতা বর্তমানে বিশ্বের দ্রুততম শরণার্থী সমস্যার সৃষ্টি করেছে যা কিনা মানবাধিকার পরিস্থিতিকে অত্যন্ত নাজুক অবস্থায় নিয়ে গিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মহাসচিব মিয়ানমার সরকারকে সেই সেনা অভিযান বন্ধের আহ্বান জানান যা কিনা গত মাসে প্রায় পাঁচ লাখের মতো রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে দেশছাড়া করেছে।

তিনি তার বক্তব্যে সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা গোষ্ঠীর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।

রাখাইনে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার প্রতি দেশটির বৈরি আচরণে মিস্টার গুটেরেস তার উদ্বেগের কথা উল্লেখ করেন এবং অবিলম্বে সেখানে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানান।

মিস্টার গুটেরেস বলেন রাখাইনে সেনা অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে মানবিক সহায়তার সুযোগ দিতে হবে।

পাশাপাশি পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিরাপদে কোন বৈষম্যছাড়াই নিজ গ্রামে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতিও আহবান জানান।

তিনি রোহিঙ্গাদের ওপর সহিংসতা মিয়ানমারের অন্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেন।

তবে নিরাপত্তা পরিষদের এ বৈঠকে চীন ও রাশিয়া আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।

এ বৈঠকে মিয়ানমারের একজন প্রতিনিধি ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও বক্তব্য দিয়েছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হেলি রাখাইনের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি না করার আহবান জানিয়েছেন।
বৈঠকে নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্যই মিয়ানমারে জাতিগত নিধন ও গণহত্যা বিবরণ তুলে ধরেন।
তবে মিয়ানমার প্রতিনিধি এ অভিযোগ অস্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব সলিমুল্যাহ দেবহাটায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক ডেপুটি কমান্ডার আবু বক্কার সিদ্দিক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও সংসাদ সদস্য মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ ৫টি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগন। সভা শেষে বহুল প্রতিক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল হামিদ মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন যুগ্ন-সচিব সলিমুল্যা’র সাথে ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকৌশলী বিভাগকে অনুরোধ জানান। পরে তিনি বিরঙ্গনা আছিয়ার নির্মানাধীন ঘর পরিদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোমরাস্থল বন্দরে সড়ক পরিবহন শ্রমিকলীগের অফিস ভবনে আওয়ামীলীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিবস উপলক্ষ্যে এবং সম্প্রতি আমেরিকায় গলব্লাডারে অপারেশনে করাতে তার শারিরীক সুস্থ্যতা কামনা করে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন উর রশিদ বলেন, শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার ভার থাকলে কৃষক-শ্রমিকের মুক্তি আসবে। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের দরকার, শেখ হাসিনার সরকার। আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জুলমত আলী গাজী, রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক সাকিল হোসেন, আবিদ হোসেন, মেহেদী হাসান, কাওছার আলী। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বিল্লাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তাঁতীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম শুভ জন্মদিন উপলক্ষ্যে জননেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন,সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজিম হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা সম্পাদিকা মোছাঃ শরিফা আসাদ, জেলা তাঁতীলীগের মহিলা সম্পাদিকা রাণী খাতুন, পৌর তাঁতীলীগের আহবায়ক নুর জাহান সাদিয়া, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন সুজন, সদস্য যথাক্রমে সাংবাদিক মাসুদ আলী, আছাদ হোসেন (রতœা), মোঃ ইদ্রিস আলী, মোঃ হেলাল উদ্দীন, মোঃ আহম্মাদ আলী, মোছাঃ চম্পা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন সহ তাঁতীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাও. মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest