সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আশাশুনি ব্যুরো : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ আশাশুনিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বিকালে আশাশুনি সাংবাদিক কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে ড. আব্দুল্লাহ বলেন, আমি একজন শিক্ষক। শিক্ষার আলোয় সমাজ গড়াই আমার ব্রত। তাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য, সমাজ ও সমাজের মানুষের বৃহৎ কল্যানের জন্য আমি কাজ করতে চাই। আর এজন্য শিক্ষকতার পাশাপাশি জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই।

প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা একেএম এমদাদুল হক, সাধারণ সম্পাদক জি এম আল ফারুক, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক বাহবুল হাসনাইন, ক্রীড়া সম্পাদক এসকে হাসান, কার্যনির্বাহী সদস্য এম. হাবিবুল্লাহ বিলালী, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, দপ্তর সম্পাদক এ এম নূর আলম, সাংবাদিক এম,এম সাহেব আলী, ফায়জুল কবীর, শেখ আরাফাত হোসেন, সমাজ সেবক এমএনবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি বদরুদ্দোজা সানা, প্রধান অতিথির ব্যক্তিগত সহকারী এস, কে মাসুদসহ তার অন্যান্য সফরসঙ্গীবৃন্দ। মতবিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : সাহিত্য কর্মের বিভিন্ন উল্লেখযোগ্য দিক এবং নানা স্মৃতিচারণ করে বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানের ৭০তম জন্মদিন পালন করেছে সাতক্ষীরার কবি-সাহিত্যিকরা।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের হোসেন মার্কেট চত্বরে গাজী আজিজুর রহমানের ৭০তম জন্মজয়ন্তী উদযাপন কমিটি আয়োজন করে ‘দুরন্ত সত্তর’ শীর্ষক আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক ও নাট্যজন খায়রুল বাসার।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রাবন্ধিক কবির রায়হান, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, কবি পল্টু বাসার, প্রাবন্ধিক শুভ্র আহমেদ, কবি স ম তুহিন, বাবলু ভঞ্জ চৌধুরী, কবি গাজী শাহজাহান সিরাজ, মঞ্জুরুল হক, মন্ময় মনির প্রমুখ।
বক্তারা বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানের জীবন এবং কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রতিভার সপ্তপর্ণা মণি ধারণ করে বাংলা সাহিত্যের রস ভা-ার পূর্ণ করে চলেছেন দেশের অন্যতম এই লেখক ও প্রাবন্ধিক। তিনি খুব কম লিখলেও যা লেখেন ভেবেচিন্তে লেখেন। মৃত্যু, আত্মহত্যা এবং কবিতাবিষয়ক তার লেখাগুলো পাঠককে বার বার ভাবিত করে, প্রশ্নমুখী করে তোলে। এছাড়া বিশ্বসাহিত্য, ইতিহাস, আধুনিকতা তার লেখালেখির অন্যতম বিষয়। সাহিত্য-সংস্কৃতি নিয়ে তার দীর্ঘ আড়াই দশকের লেখা পাঠককে জুগিয়েছে নবভাবনার খোরাক।
অনুষ্ঠানে ‘দুরন্ত সত্তর’ শীর্ষক একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রসঙ্গত, গাজী আজিজুর রহমান-এর জন্ম ১৯৪৭ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের দার্জিলিংয়ে। পিতা কাসেম আলী গাজী, মা করিমন্নেসা। তিনি ১৯৬৪ সালে সাতক্ষীরা কালীগঞ্জের নলতা হাই স্কুল থেকে এসএসসি, ১৯৬৬ সালে সাতক্ষীরা কলেজ থেকে এইচএসসি, ১৯৬৯ সালে জগন্নাথ কলেজ থেকে বিএ এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। কালীগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ১৯৭৫ সালে এবং অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন ২০১০ সালে।
দেশের সুদূর দক্ষিণ প্রান্তে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাজ করেছেন তিনি। ইত্যবসরে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছেন গবেষণাকর্ম ও সংস্কৃতিসেবায়। সাতক্ষীরা কালীগঞ্জে বসে কাজ করলেও তার গবেষণাকর্ম ঢাকা-কোলকাতা পর্যন্ত বিস্তৃত এবং সমাদৃত। পরিশ্রমী কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সাতক্ষীরা সাহিত্য একাডেমী পুরস্কার (১৯৯৫); ম্যান অব দি ইয়ার, বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্র (১৯৯৮); কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার (২০০১); শিমুল-পলাশ সাহিত্য পুরস্কার, কলকাতা (২০০৪); বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চাকেন্দ্র পুরস্কার (২০০৭); লিনট পদক পুরস্কার (২০০৮); সিকানদার আবু জাফর পদক (২০১২); কবি সুকান্ত পুরস্কার (কলকাতা ২০১৫)।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: প্রবন্ধ গবেষণা : সাহিত্যে সমাজবাস্তবতার ধারা (১৯৯২, পুনর্মুদ্রণ ২০১৪); স্বেচ্ছামৃত্যুর করতলে কবি (১৯৯৬, পুনর্মুদ্রণ ২০১৫); সাহিত্য ও সিংহাসন (১৯৯৯); নোবেল সাহিত্য পুরস্কারের শতবর্ষ (২০০১); সাতক্ষীরার ভাষা ও শব্দকোষ (২০০৪); আধুনিক বাংলা উপন্যাসের বিষয় ও শিল্পরূপ (২০০৯); কবিদের কবি (২০১০); কালীগঞ্জের ইতিহাস ও মুক্তিযুদ্ধ (২০১৪)।
সম্পাদনা: মরণরে তুহু মম (২০০৪) এবং খান আনসার উদ্দীন আহমেদ রচনাবলী (১৯৯৯)।
অন্যান্য প্রকাশনা: বজ্রের বাঁশি (উপন্যাস), কালো সূর্যের নীচে (নাটক), সক্রেটিস (নাটক), যোদ্ধার জতুগৃহ (উপন্যাস)।
সম্পাদনার কাজেও তার মুন্সিয়ানা রয়েছে। ১৯৮৩ সাল থেকে সম্পাদনা করে যাচ্ছেন ‘নদী’ নামের একটি সাহিত্যপত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : রাজারবাগান দাশপাড়া কালিমন্দির পরিদর্শন করেছেন করা হয়েছে। শুক্রবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার মহা নবমীর দিনে আরতীর সময় পরিদশনে যান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, বাংলা ভিশন টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, ডেইলি সাতক্ষীরার সহ-সম্পাদক তহিদুর রহমান ডাবলু, সাংবাদিক আমির হোসেন খান চৌধুরী, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি সাংবাদিক বশির আহম্মেদ, অহিদুজ্জামান টিটু, এম. বেলাল হোসাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মন্দির সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এক প্রবন্ধ লেখেন। যা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সোশ্যাল সায়েন্স রিভিউ’-এর ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয়। ওই প্রবন্ধের বিরুদ্ধে ‘চৌর্যবৃত্তি’র অভিযোগ এনেছে ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস।

শিকাগো প্রেসের অভিযোগ, প্রবন্ধের সিংহভাগ নেওয়া হয়েছে প্রখ্যাত দার্শনিক মিশেল ফুকোর প্রবন্ধ ‘The Subject and Power’ থেকে। ১৯৮২ সালে তা শিকাগো জার্নালে প্রকাশিত হয়। এর প্রকাশক ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস।

অভিযুক্ত দুই শিক্ষক হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধবিজ্ঞান বিভাগের (ক্রিমিনোলজি) বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান।

ওই দুই শিক্ষকের লেখা প্রবন্ধটির নাম হচ্ছে, ‘A New dimension of Colonialism and Pop Culture: A case study of the Cultural Imperialism’.

গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেটের এক সদস্য জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষকের প্রবন্ধ আট পৃষ্ঠার। ওই আট পৃষ্ঠার প্রায় পাঁচ পৃষ্ঠাই মিশেল ফুকোর ওই প্রবন্ধ থেকে হুবহু নেওয়া। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষকের প্রবন্ধের ৬২ শতাংশই নকল। শিকাগো জার্নালে প্রকাশিত মিশেল ফুকোর ওই প্রবন্ধ ছিল ১০ পৃষ্ঠার।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদকে প্রধান করে দুটি কমিটি গঠন করা হয়েছে। যার প্রতিবেদন আগামী চার সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, দার্শনিক মিশেল ফুকোর লেখা “The Subject and Power” শীর্ষক প্রবন্ধ, প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস (১৯৮২), থেকে লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা চুরি করে নিজের নামে ছাপিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ করেছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস।

মাকসুদ কামাল জানান, এক লিখিত অভিযোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চুরির অভিযোগের কথা জানিয়েছে ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস। তিনি জানান, শিকাগো জার্নালের সম্পাদক ওই অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠিয়েছে।

শিকাগো জার্নাল জানায়, Critical Inquiry জার্নালের ১৯৮২ সালের অষ্টম ভলিউমের ৪ নম্বর সংখ্যায় মিশেল ফুকোর ওই প্রবন্ধটি প্রকাশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সামিয়া রহমান বেসরকারি টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের ‘হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স’-এর দায়িত্ব পালন করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সামিয়া রহমান অস্বীকার করেন।

অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক রুহুল আমিন, নুসরাত জাহান ও বদরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির দুটি অভিযোগ খতিয়ে দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ একজন শিক্ষক উপাচার্যকে চিঠি দিয়ে রুহুল আমিন ও নুসরাত জাহানের প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়ার অভিযোগ করেন। বদরুজ্জামানের বিরুদ্ধে পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ করেন নুসরাত জাহান।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ বলেন, ‘ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণা চৌর্যবৃত্তির অভিযোগ পেয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর আমাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামী বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্যে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এনটিভিতে। জমকালো পরিসরে আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা ওঠে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের।

অনুষ্ঠানের উপস্থাপক শিনা চৌহানের নাচের পর একে একে মঞ্চে আসেন চূড়ান্ত ১০ জন প্রতিযোগী। হলভর্তি হাজারো দর্শকের সামনে একে একে নিজেদের পরিচয় দেন তাঁরা। প্রায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের জন্য বিবেচিত হন তাঁরা।

গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে বক্তব্য দেন এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা। তিনি বলেন, ‘আমাদের দেশের মেয়েরা আসলেই মিস ওয়ার্ল্ড। সত্যি এখানে এসে এত সৌন্দর্য দেখে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কবি রবীন্দ্রনাথের এই গানটি : সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত।’

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুল নাঈম মিস ওয়ার্ল্ডের বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় অনুপ সরদার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তালা উপজেলার পাটকেলাঘাট থানার বায়গুনি নামকস্থলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অনুপ সরদার সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার মিজান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে মিজান তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সাতক্ষীরা থেকে শশুর বাড়ি তালায় বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে বায়গুনি নামক স্থানে পৌছলে খুলনা থেকে ছেড়ে আসা দ্র্রুত গতি সম্পন্ন একটি পিকআপকে সাইড দিতে যেয়ে শিশুটি তার মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে সে পিকআপের তলায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে দ্রুত হাসপাতলে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।

পাটকেলাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ, ফ,ম রুহুল হক এমপি গতকাল আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

দিনভর তার সফর সঙ্গীদের নিয়ে আশাশুনি সদর দূর্গা মন্দির, মহেশ্বরকাটি পূজা মন্ডপ, সোদকোনা পূজা মন্ডপ, বুধহাটা পূজা মন্ডপ, কুল্যা আশ্রমমাঠ পুজা মন্ডপ, গুনাকরকাটি পূজা মন্ডপ ও কচুয়া পূজা মন্ডপ এবং সব শেষে বড়দল ও খাজরা ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদশন করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপে মতবিনিময় কালে তিনি বলেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমি রুহুল হক এমপি জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব থাকা কালিন কোন স্থানে সাপ্রদায়িক দন্দ হতে দেবো না। ধর্ম যার যার উৎসব সবার এবং অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির উদয় হোক এমনি প্রত্যয়ে ঘরে ঘরে খ্্্্ুঁশির আমেজ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নানামুখী সাফল্যে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। দক্ষিণাঞ্চলে পদ্মাপারের মানুষ আমরা চিরকাল অবহেলিত ছিলাম। এই এলাকায় যখনি আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনি আপনাদের উন্নতি হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচন সামনে। ২০১৯ সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ২০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্য, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার সুশঙ্কর মন্ডল, বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, শেখ মিয়ারাজ আলী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইন, শ্রমিকলীগ আহবায়ক ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির সুমন, আ’লীগ নেতা ইয়াহিয়া ইিকবাল, আবু সাঈদ ঢালী, মাষ্টার পরিমল দাশ, এড. দেবাশীষ মুখার্জী, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সহ আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার মহানবমীর দিন সন্ধা ৭ টার সময় সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির (কাটিয়া কর্মকার পাড়া) এর উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীর জেলা পুনাক সভাপতি ও পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কে এম আরিফুল হক, সাতক্ষীরা জেলা মহিলা আ ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোছাঃ জোৎ¯œা আরা। আরও উপস্থিত ছিলেন সদর থানার ওসি মারুফ আহম্মেদ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর রায়, উপদেষ্টা ম-লীর সভাপতি দিনবন্ধু মিত্র প্রমুখ।

এসময় প্রধান অতিথি মেহের নিগার আক্তার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমরা হিন্দু-মুসলিম এক সাথে দুর্গাপূজা উপভোগ করে থাকি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত। এসময় ৭০ জন অসহায় গরীব দুঃস্থ হিন্দু মুসলিম নারী পুরুষদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest