সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

জনগণ যাকে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন-সাতক্ষীরায় নির্বাচন কমিশনার হাবিব খান

আসাদুজ্জামান ঃ বাংলাদেশ নির্বাাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অবঃ) বলেছেন, কে কোন দলের প্রার্থী এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণ যাকে চাইবেন, ভোট তিনিই পাবেন, তিনিই নির্বাচিত হবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন।

আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে। তিনি এসময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা সবাই দেখে বলে মন্তব্য করেন।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন শৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনে অংশ গ্রহনকারী প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে জেলা প্রশাসক চত্বরে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এজন্য মাঠ পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মতির রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, যশোর নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন সৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হিট স্ট্রোকে এক শিক্ষকের মৃত্যু : সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি

আসাদুজ্জামান : প্রচন্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্ট্রোকে মোঃ ফারুক হোসেন নামে বেসরকারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার তিনি তার কর্মস্থল শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে রাতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।
মৃত শিক্ষক ফারুক হোসেন ওই বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন লায়লা জানান, গত সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ তাকে দেখার পর অতিরিক্ত গরমের কারনে হিট স্ট্রোক হয়েছে বলে ধারণা করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এদিকে, সাতক্ষীরায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এই তাপদাহে বেকায়দায় পড়েছেন শ্রমজীবি মানুষ। তীব্র দাবদাহে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমে পিপাসা নিবারনে শ্রমজীবি মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুপেয় পানি ও শরবত সরবরাহ করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ২৫ ভাগ। তিনি আরো বলেন, ২১ বছরের মধ্যে এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ হাজার কেজি গোবিন্দভোগ আম বিনষ্ট

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ মেট্রিক টন আম জব্দের পর গাড়ির চাকায় বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, দেবহাটা থেকে ১ ট্রাক অপরিপক্ব আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপসহকারী ইয়াসির আরাফাত সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর চেকপোস্ট থেকে আমের গাড়ি জব্দ অভিযান পরিচালনা করি।

সেখান থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ মেট্রিক টন অপরিপক্ব আম জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শরীরে পেট্টোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
পূর্ব শত্রæতার জের ধরে সাতক্ষীরায় ষাটোর্ধ্ব ব্যক্তিকে পেট্টোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাতে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া মাহবুব ই এলাহী(৬২) নকিপুর গ্রামের মৃত আলহাজ¦ আয়েজউদ্দিনের পুত্র। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগরের সরকারি বাজারের অবৈধ দখল নিয়ে বিরোধের কারনে এধরনের ঘটনা হতে পারে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাহবুব ই এলাহী।

তার বড় ভাই আশেক ই এলাহী জানান, রোববার ভোরে নামাজ পাড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন মাহবুব ই এলাহী। এমন সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল দ্রæত চলে যায়।

এরপর হটাৎ জামাকাপড়ে আগুন জ¦লতে থাকলে ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রæত গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগুনে তার কোমরের নিচ থেকে পায়ের অনেকাংশ পুড়ে যায়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করে। পূর্ব শত্রæতার জের ধরে অজ্ঞাত দুবৃত্তরা পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এঘটনায় তদন্ত পূর্বক দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: মামুন আল শরিফ জানান, তার শরীরের ১৮ ভাগ অংশ পুড়েগেছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে ঢাকায় পাঠানো হতে পারে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তীব্র তাবদাহে সাতক্ষীরায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : তীব্র তাবদাহে সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর ব্যক্তিগত উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, ‘প্রচন্ড তাপদাহে জনজীবনসহ প্রাণিকুল নাকাল হয়ে পড়েছে। আর এ তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানাই। এসময় তিনি সমাজের বৃত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর, দলিল লেখক শেখ আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্না, সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল মাতিন, কামরুল হাসান, জিএম সাইফুল ইসলাম বাপ্পি, সাংবাদিক হাফিজুর রহমান, এম বেলাল হোসাইন, মাসুদ আলী, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ঠিকাদার ও দলিল লেখক এম এম মজনু (খোকা) জানান, ‘তীব্র তাবদাহের কারণে মানুষের কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছি। যতদিন এই গরমের তীব্রতা থাকবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিক আরাফাত আলীসহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রাহক সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মুন্সী আব্দুর রশিদ মুকুলের সভাপতিত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মুখে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজীব, মৌতলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগের সদস্য শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্যাহ রুবেল, মৌতলা বাজার সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউপির সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোন ও কৃষ্ণনগর সাব-জোনের কর্মকর্তা ও কর্মচারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে এ এলাকার সাধারণ মানুষ। তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচাতিা ও ঘুষবাণিজ্যের কারণে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, কালিগঞ্জ জোনের ডিজিএম ও এজিএম, কৃষ্ণনগর সাব জোনের এজিএম তাদের মাঠ পর্যায়ের কর্মচারিদের সঠিকভাবে পরিচালনার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিতের পরিবর্তে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিয়ে বিদ্যুৎ সেক্টরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। তারা আরও বলেন, সম্প্রতি মৌতলায় পল্লী বিদ্যুতের কর্মচারিদের দ্বারা হয়রানি ও মারপিটের শিকার হয়েছেন সাংবাদিকসহ কিছু নিরীহ গ্রামবাসী। এ ঘটনার সুষ্ঠ প্রতিকার না করে উল্টো প্রতিবাদকারী সাংবাদিক আরাফাত আলীসহ ৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা একটি খারাপ নজির সৃষ্টি করেছে।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

মৌতলা বাজারের ব্যবসায়ী, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলায় কিছু অসাধু ব্যাবসায়ি অসদুপায়ে অবলম্বন করে অপরিপক্ক ভাবে পাকানো আম বাজারজাত করে খাদ্য হিসাবে  গ্রহনে সাধারণ মানুষকে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

গত ইংরেজি ২৮ এপ্রিল রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক যৌথভাবে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলের অবগতির জন্য জানিয়েছেন  যে সাতক্ষীরা জেলায় এ বছর আমের মুকুল দেরিতে আসার কারণে  এখনও পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোথাও গোবিন্দ ভোগ, হিমসাগর,ল্যাংড়া আম পরিপক্ক অবস্থায় উপনীত হয়নি।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করবে বলে জানিয়েছেন।সে মোতাবেক বাগান গাছ হতে আম সংগ্রহের বাজারজাতকরণের জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন অসৎ উপায় অবলম্বনে পাকানো অপরিপক্ক আম খাদ্য হিসেবে গ্রহণে মারাত্মক ঝুঁকি রয়েছে এ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা সহ এরূপ অসৎ উপায়ে অবলম্বনে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ী

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ।

বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ২৭৫ ভোট।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest