সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুলের দলের জয়

কলারোয়া প্রতিনিধি: ৫ এপ্রিল শনিবার কলারোয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড গদখালী গ্রামে ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করে গদখালী ক্রিকেট ক্লাব।
কলারোয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় একদিকে অংশগ্রহণ করেন গদখালী লাল দল ও গদখালী সবুজ দল। নির্ধারিত ১৭ ওভারে সবুজ দলের অধিনায়ক সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কলারোয়া পৌর সভার সাবেক মেয়র গাজী মোঃ আক্তারুল ইসলাম টসে জয়ী লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে সবুজ দল। দলের পক্ষে সিমান্ত সর্বোচ্চ ৫৬ রান করেন।

লাল দলের পক্ষে রাজিব ৩ উইকেট সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাংকার আফতাব হোসেনের নেতৃত্বে লাল দল ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১৬৮ সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ হোসেন ৬৯ রান সংগ্রহ করে। ফলে সবুজ দল ১৯ রানের জয় পায়।

খেলা শেষ পুরস্কার বিতরণী করেন। সাতক্ষীরার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক – কলারোয়া পৌর সভার সাবেক মেয়র গাজী মোঃ আক্তারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি শিহাব মাসুদ সাচ্চু, শ্রমিকদলের সভাপতি হাব্বি, যুবদলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক আহমেদ, কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, যুবদল নেতা রাজন, আলমগীর, সাংবাদিক সোহাগ হোসেন, সাংবাদিক আলম হোসেন সহ আরো অনেকেই।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন লাল দলের হোসেন, খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সবুজ দলের সীমান্ত। খেলাটি পরিচালনা করেন শামিম হোসেন ও আকাশ।

অফিসিয়াল স্কোরার ছিলেন মুস্তাক আহমেদ। খেলায় ধারাবিবরণী করেন মুস্তাক আহমেদ ও তুহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাইফেল ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে শুটিং প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি : ৫ এপ্রিল’২০২৫ তারিখ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা রাইফেল ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক সাতক্ষীরা এর সভাপতিত্বে সাতক্ষীরা স্টেডিয়ামে শুটিং রেঞ্জে স্বাধীনতা দিবস ‘২০২৫ উপলক্ষ্যে শুটিং প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু।
আলোচনাসভা শেষে সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুর উপস্থিততে পদক বিতরণ করেন ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ জেলা প্রশাসক, সাতক্ষীরা।
উক্ত প্রতিযোগিতায অনুর্ধ্ব ১৭ জূনিয়র ও ১৭ প্লাস সিনিয়র দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুর্ধ্ব ১৭ ক্যাটাগরিতে প্রথম তাসফিয়া হাসান শাম্মী, দ্বিতীয় মেহজাবিন স্নেহা ও তৃতীয় হয়েছে তানিসা।
এবং ১৭ প্লাস সিনিয়র ক্যাটাগরিতে প্রথম সিয়াম খান চৌধুরী, দ্বিতীয় শাওয়াল ও তৃতীয় হয়েছে শিহাব মাহবুব।

উক্ত প্রতিযোগিতা পরিচালনা করেন ক্লাবের কর্মকর্তা এম শহিদুল ইসলাম, মোহাম্মদ ইসা গাজী, ইসরাত আনোয়ার, মালিহা ইসরাত, নিবিড়, মুশফিক শাহরিয়ার, নাফি। উভয় ক্যাটাগরিতে মোট ১৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

অনুর্ধ্ব ১৭ জুনিয়র ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন ১৩ জন যথাক্রমে তাসফিয়া হাসান শাম্মী, মেহজাবিন স্নেহা, তানিসা, শিনহা, তিশান, লামিশা, সুমাইয়া, তমা, অপু, হাফসা, নুসরাত, মাশরাফি ও শাবনাজ।
এবং ১৭ প্লাস সিনিয়র ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন ৫ জন যথাক্রমে সিয়াম, শাওয়াল, শিহাব, সাদিকা ও মারিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আকস্মিক বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার(৫ মার্চ) দুপুরে  বাংলাদেশ নৌবাহিনী খুলনা নৌ অঞ্চলের লেঃ কমান্ডার মোঃ সোহেল রানার সার্বিক তত্বাবধানে আনুলিয়া ইউনিয়নের নয়াখালী এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে গত ৩১ মার্চ ২০২৫ তারিখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেত,ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। 

নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে।

নয়াখালী গ্রামের ২শত ৫০ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,চিনি,বিশুদ্ধ পানি,বিশুদ্ধ পানির জ্যারিকেন,ঔষধ,খাবার স্যালাইন,বিভিন্ন রকমের শুকনো খাবার,মোমবাতি,দিয়াশলাই ইত্যাদি। আশাশুনির এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির শ্রীউলায় মৎস্যঘের দখল ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ: জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের কাছে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনির শ্রীউলায় মৎস্যঘের দখল ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছট্টু এবং যুবদল নেতার দ্বীন মোহাম্মাদের বিরুদ্ধে।

এঘটনায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা দল নেত্রী আম্বিয়া খাতুন।

অভিযোগটি গ্রহণ করে সত্যতা যাছাইয়ের জন্য গঠিত তদন্ত কমিটির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক।
অভিযোগে জানা গেছে, মহিলাদল নেত্রী আম্বিয়া খাতুনের জামাতা আব্দুল্লাহ আল মামুন আশাশুনি শ্রীউলা ইউনিয়ন কাকড়াবুনিয়া গ্রামে ৩০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্যঘের পরিচালনা করে আসছিলেন। কিন্তু ৫ আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মাদ দেড় লক্ষ টাকা চাঁদাদাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ ফেব্রুয়ারী রফিকুজ্জামান ছট্টুর নেতৃত্বে আওয়ামীগ নেতা মোস্তাক, জহুরুলসহ একদল সন্ত্রাসী আল মামুনের ঘেরের বাসায় গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে পিঠ মোড়া দিয়ে বেধে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। অথচ জামায়াত আল মামুন কখনো আওয়ামীলীগ করেনি বরং বিএনপি সমর্থিক মর্মে দাবি করেন অভিযোগকারী আম্বিয়া।

ওই অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, ছট্টু সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় বসবাস করেন। গত পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধীতা করায় দলথেকে তাকে বহিস্কার করা হয়। এছাড়া আওয়ামীলীগের সাংসদ ডা: রুহুল হকের পক্ষে ভোট করে এবং যুবলীগ নেতা লাকি বাহিনীর প্রধান লাকিসহ আওয়ামীলীগ নেতা দিপংকার বাছাড় দিপুকে ফুলের মালা দিয়ে বরন করার ছবিও ভাইরাল হয়।

এবিষয়ে অভিযুক্ত বিএনপির রফিকুজ্জামান ছট্টুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এধরনের কোন কাজের সাথে জড়িত নয়। মূলত আম্বিয়ার জামায়াত আল মামুন আওয়ামীলীগ পরিবারের সদস্য। আওয়ামীলীগের দাপটে তারা দীর্ঘদিন সরকারি খাস সম্পত্তি দখল করে মৎস্যঘের পরিচালনা করত। ৫ আগষ্টের পর স্থানীয় সাধারণ মানুষ সেটি দখলমুক্ত করেন। আমি শুধুমাত্র সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছি। যে কারণে আমার এবং আমার সহযোগীদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে মহিলা দল নেত্রী কেয়া এবং আম্বিয়া।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহামাতুল্লাহ পলাশের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের জন্য তাদের কাছে পাঠিয়েছি।
তদন্ত কমিটির সদস্য আবুল হাসান হাদী বলেন, তদন্ত কার্যক্রম এখনো শুরু করতে পারিনি। তদন্ত না করে কিছু বলা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু: আহত বড় ভাই

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র কে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বড় ভাই। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন (৪০) বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র। আহত বড় ভাই হোসেন আলী (৫০) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র ছোট ভাই সোহরাব ও আশারাফের সাথে বাক বিত-া হয় মেঝ ভাইয়ের। এক পর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেন কে আঘাত করে। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসলে বড় ভাই হোসেন আলীকেও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। ইতোমধ্যে আমরা মূল অভিযুক্তসহ ৪ জনকে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী-সাংস্কৃতিক সন্ধ্যা

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বন্ধু মহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শহীদুজ্জামান ডালিমের সার্বিক তত্ত্বাবধানে রমজাননগর ইউনিয়নের ২১ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন অনুষ্ঠানে সাবেক ইউ,পি সদস্য , সমাজ সেবক আলহাজ্ব আবু ইসহাক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সোলায়মান কবির, সদ্য সাবেক আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি, সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল ওহাব, সদ্য সাবেক যুগ্ন আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি, এ‌্যাড: আব্দুস সবুর, সাবেক সভাপতি রমজান নগর ইউনিয়ন বিএনপি, আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক রমজনগর ইউনিয়ন বিএনপি, জি,এম, রাশিদুল ইসলাম , সভাপতি , জিয়া পরিষদ শ্যামনগর উপজেলা শাখা । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুন সমাজ সেবক জাফর ইকবাল মিলন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি বায়রনসহ প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ হোসেন বায়রন এবং ক্লাবের প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৪ এপ্রিল) বিকালে টাউন স্পোটিং ক্লাবে এ দোয়া অনুষ্ঠিত হয়। টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফুজ্জামান আশু,সহ সভাপতি সৈয়দ মাহমুদ পাপা,কোষাধক্ষ্য আব্দুর সবুর, ক্রিড়া সম্পাদক ইদ্রিস বাবু, নির্বাহী সদস্য আনিসুজ্জামান হেলাল, কিরণময় ঘোষ,অপু, আকরাম হোসেন খান বাপ্পি, কমল বিশ্বাস, আবুল কুরাইশি লালটু, দিপু, কাজী আমিনুর হক ফিরোজ, টাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি প্রয়াত জুনায়েদ হোসেন বায়রন এর পুত্র মারজান হোসেন সহ ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

টাউন স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য মজনুর রহমান খোকার সঞ্চালনায় টাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ হোসেন বায়রন এবং ক্লাবের প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ফিরোজ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন,স্বস্তি ফিরেছে বানভাসীদের

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বিছট পাউবোর বেঁড়িবাধের পাশে টানা ৫দিন পর জিও টিউবের মাধ্যমে বিকল্প রিংবাধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। শুক্রবার(৪ এপ্রিল) ভাটার সময় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে এবং সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় কাজ পরিচালনা করা হয়। ফলে শুক্রবার দুপুর থেকে নদীর পানি লোকালয়ে প্রবেশ বন্ধ হয়েছে।

জানা গেছে,পানি উন্নয়ন বোর্ড নিয়োজিত ঠিকাদারের লোকজন এবং সেনাবাহিনীর দুটি টিম গত তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে জিও টিউবের মধ্যে বালি ভরে সেখানে বিকল্প রিংবাঁধ দেওয়ার চেষ্টা করে আসছেন। অবশেষে শুক্রবার তারা রিংবাধটি বাঁধতে সক্ষম হয়েছেন। ফলে শুক্রবার দুপুর থেকে ভাঙন কবলিত স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। পানি প্রবেশ বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ভাঙন কবলিত মানুষের মধ্যে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো-২) এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে জিও টিউব ব্যাগের মধ্যে বালি ভরে বিকল্প রিং বাঁধ দিয়ে প্রাথমিকভাবে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। আরো কিছু জিও টিউব সেখানে দেয়া হবে। আগামি এক সপ্তাহের মধ্যে রিংবাঁধ নির্মাণের সকল কাজ শেষ করা হবে বলে আশা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে মূল বেঁড়িবাঁধ তৈরীর কাজ শুরু করা হবে।

গত ঈদ উল ফিতরের দিন সকাল ৮ টার দিকে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় দুই’শ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই ধ্বসে ভিতরে পানি ঢুকতে শুরু করে। মুহুর্তের মধ্যে গ্রামবাসীর ঈদের আনন্দ ভেস্তে যায়। হাজার হাজার গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দফায় দফায় ভাঙ্গন পয়েন্টে বিকল্প রিংবাধ নির্মাণের প্রাণপণ চেষ্টা চালালেও জোয়ারের তোড়ে ব্যর্থ হয়ে যায়। হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়েছে,পানিতে ভেসে গেছে প্রায় ৪ হাজার ৫০০ বিঘা মৎস্য ঘের এবং ২১ হেক্টর জমির ফসল, শতাধিক কাঁচাঘর বাড়ি ধ্বসে গেছে।

বিদ্যুত সমস্যা, সুপেয় পানির অভাব,মানুষের রান্না-খাবার,হাঁস-মুরগী ও গো খাদ্যের অভাব দেখা দেয়। বানভাসি মানুষ পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র ও পাউবো’র বাঁধে খোলা আকাশের নীচে আশ্রয় নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest