সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

সাতক্ষীরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে সদর উপজেলার বল্লী ইউনিয়নের বলাডাঙাগা গ্রামে এঘটনা ঘটে।

নিহত আজিবর রহমান বলাডাঙাগা গ্রামের সাহার আলী কাটোয়ারের ২য় স্ত্রীর পুত্র। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং যাত্রাবাড়ী র‌্যাব ক্যাম্পে কর্মরত ছিলেন।

স্থানীয় একজন শিক্ষক জানান, ঘাতক বড় ভাই আফছার আলী কাটোয়ার (কসাই) সাহার আলীর প্রথম স্ত্রীর পুত্র। আফছার আলী বিভিন্ন সময়ে ছোটভাই আজিবর রহমানের কাছ থেকে ৮ থেকে ৯লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ধারের টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার ৪ মে রাতে স্বজনদের উপস্থিতিতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আফসার আলীর ব্যাগে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আজিবর রহমানকে। স্থানীরা তাকে উদ্ধার করে প্রথম সাতক্ষীরা সদর এবং পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান বলেন, টাকার লেনদেন বা জমিজমার বিরোধ এটা নিশ্চিত না হলেও স্বার্থের জন্য অন্যায়ভাবে পুলিশ সদস্য আজিবর কে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আফসার। লাশ এখনো সাতক্ষীরায় আসেনি। পুলিশ ঘাতকে আটকের চেষ্টা চালাচ্ছেন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ ৪ জন পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ২ মে সদর উপজেলার মাগুরা এলাকায় এঘটনা ঘটে। এঘটনা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, দক্ষিণ মাগুরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) এবং তার প্রতিবন্ধী বোন শুকজান খাতুন(৪৫)।
এজাহার সূত্রে জানা গেছে, দক্ষিণ মাগুরা গ্রামের মোজাফফর হোসেনের পুত্র মামুন হোসেনের বাড়ির একটি ছাগল ভুক্তভোগীদের বাড়ি গিয়ে গাছ গাছালি নষ্ট করে। যে কারনে ছাগলটি বেধে রাখার জন্য তাদের বলতে গেলে বাধে বিপত্তি। মামুনের নেতৃত্বে তার সহযোগি মৃত.আব্দুর রহিমের পুত্র আব্দুর রাজ্জাক, সাঈদ, কানকাটা আজগারের পুত্র ওমর ফারুক,মেহেদীসহ ৮/১০ জনের সংঘবদ্ধ বাহিনী লোহার রড, দা সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে শহিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। এসময় শহিদুল ইসলামের স্ত্রীর উপর অতর্কিত হামলা করে পিটিয়ে জখম করে।

তাদের উদ্ধার করেত শহীদুলের পুত্র, পুত্র বধূ এবং প্রতিবন্ধী বোন শুকজান এগিয়ে আসলে তাদেরও মারপিট করে। তাদের মারপিটে আনোয়ারা বেগম এবং প্রতিবন্ধী শুকজান খাতুন মারাত্মক আহত হয়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আনোয়ারা এবং শুকজানের আঘাত মারাত্মক হওয়ায় সুস্থ্য হতে একটু সময় লাগবে বলে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী শহিদুল ইসলাম।

এবিষয়ে ন্যয় বিচারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনার

মেহেদী হাসান আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া যাকাত ফাউন্ডেশন এর আয়োজনে ০৩রা মে শুক্রবার বিকাল ৪টায় নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজী) অহিদুজ্জামান বাবলুর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল কবির, হাফেজ রেজাউল করিম।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দরগাহপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, মোঃ সোহরাব হোসেন প্রমুখ।প্রধান বক্তার বক্তৃতায় যাকাত আদায়ের নিয়ম ও যাকাত বিতরণের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হাবিবুর রহমান হাবিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশ

সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ এর ফেলোশিপ নিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

শনিবার (৪ মে) তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৩ জুন দেশে ফিরবেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশও জারি করেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এ বিষয়ে তিনি সাতক্ষীরার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক, মেডিকেল কলেজ অধ্যক্ষ, পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং সাতক্ষীরাবাসীর কাছে দোয়া কামনা করেন।

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) দক্ষিণবঙ্গের একমাত্র স্পাইন সার্জন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) সংযুক্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই শিক্ষক ভারতের দিল্লিতে দশ দিনের একটি ফেলোশিপ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। এ ছাড়াও, তিনি মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকেও মেরুদন্ডের চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণ

তীব্র তাপদাহের কারনে অতীষ্ট সাতক্ষীরার জন জীবন। সাধারণ মানুষ কে তৃপ্তি দিতে পাওয়ার ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে ঠান্ডা সরবত বিতরণ করা হয়েছে। গতকাল কদমতলা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকার পথচারীদের মধ্যে এ শরবরত বিতরণ করেন।

সর্বিক সহযোগীতায় মোঃ শহিদ ইসলাম ( সভাপতি ) ভুমি অফিস কর্মকর্তা জুয়েল খান, পার্থ, সাব্বির হোসেন, আলী হোসেন, রাব্বি আরাফাত, আল আমিন হোসেন, নুরহোসেন সরদার, সাঈদ মাস্টার ,জাহিদ হোসেন, শেখ সাহেদ।  এ সময় উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি অসাধারণ সম্পাদক ও তাদের সদস্যবৃন্দরা তারা বলেন এই তীব্র তাপদাহর কারণে জনজীবন বিপন্ন মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। এজন্য আমরা রাস্তায় ভ্যানচালক ইজি বাইক চালক ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করছি । এই তাপদাহ যতদিন থাকবে তাদের এই কার্যক্রম পৃথক পৃথকভাবে চলমান থাকবে।

এ বিষয়ে তাদের অনেক মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে তারা বলেন যদি আমরা আরো মানুষের সহযোগিতা পাই তাহলে আমরা আমাদের এ কার্যক্রম আরো বৃদ্ধি করতে পারবো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে ) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা ( ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

এসময় ৩ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৩ টি কম্বাইন হার্ভেস্টার মেশিন। সরকার এসব যন্ত্রে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে। ৩টি যন্ত্রপাতিতে সরকারিভাবে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে ৪৬ লাখ ২৫ হাজার টাকা। কৃষকদের প্রত্যেকটি যন্ত্রপাতিতে অর্ধেক টাকায় দেওয়া হয়।

এসব যন্ত্রপাতি পেয়ে কৃষকরা খুশি। কৃষকের চাষে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে লাভবান হবে। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার, শোয়াইব আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফিংড়ী ইউনিয়ন) আইরিন সুলতানা, ও সুভ মন্ডল (শিবপুর ইউনিয়ন)। এসময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত ঝুটি তলা এলাকায় নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত গন সংযোগ অনুষ্ঠানের নেতৃত্ব প্রদান করেন জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন, মোহাম্মদ সিরাজ হোসেন, সদর উপজেলা যুব সংহতির সহ-সভাপতি আব্দুর রহিম, জেলা ভূমি অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বাবলু, বিল্লাল, মাসুম আকিব, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি রকি, আব্দুল্লাহ আল মামুন অপু, আব্দুর রাশেদ, উপজেলা যুব সংগতির সহ-সভাপতি কবিরুল ইসলাম ডাবলু, রাজু, মনা, সোহেল, রানা,সুমন, শিমুল।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: বদরুজ্জামান বদু উক্ত এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় সভা ও গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ৯ মেট্রিক টন গোবিন্দভোগ আম বিনষ্ট

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক আম বিনষ্ট করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোর রাতে শহরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে আম ভর্তি ১ ট্রাক জব্দ করা হয়। সদর থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এবং দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ নেতৃত্বে
পিটিআই মাঠে জনসম্মুখে প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে অপরিপক্ক পাকানো আম জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং ক্যারেটে জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা আমের মধ্যে প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে ৯ মেট্রিক টন পাকানো গোবিন্দভোগ আম যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

এছাড়া জব্দকৃত অপরিপক্ক পাকানো আম জনসম্মুখে বিনষ্ট করা হয়। আরও জানান, সাতক্ষীরার আমের ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল। জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান অব্যহত থাকবে। তাছাড়া জেলা প্রশাসন কতৃক আম ক্যালেন্ডারের তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য বলা হয়েছে। তবে রাসায়নিকের শনাক্ত প্রমাণ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার প্লাবনী সরকার, এস আই হাসানুর রহমান সহ আরো অনেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest