সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পসাতক্ষীরার আ’লীগ নেতা শাকিলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়ায় বিচারকের অপসারন দাবিসাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ধর্ষণ বিরোধী বিক্ষোভসদরের শিবপুরে গাছকাটাকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধ-শিশুসহ আহত-৪তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিলসারাদেশে খুন- ধর্ষন -শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনআশাশুনির কালকীর স্লুইস গেটে পলি মাটি জমে থাকায় ১০ হাজার বিঘা জমিতে ফসল হচ্ছে নাদেবহাটা কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধনজুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যাবেনা: মুহাঃ ইজ্জত উল্লাহতালার চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা আটক রিয়াজুল কে ছাড়াতে থানা ঘেরাও

সাতক্ষীরায় বহুমুখী পাটজাত পণ্য তৈরিকরণ ও ব্যবসায় ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরিকরণ ও ব্যবসায় ব্যবস্থাপনা’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি.টি.সি) সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশন এবং জাতীয় ক্ষুদ্র ও বাংলাদেশ কুটির শিল্প সমিতি (নাসিব) এর যৌথ উদ্যোগে এবং জেলা নাসিবের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে জেলা নাসিবের সভাপতি মিজ নূরজাহান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর ইসলাম ও এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী।

অনুষ্ঠানে পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীরা নিজের পায়ে দাড়াতে পারলে সমাজে তাদের অবস্থান শক্তিশালী হয়। তারা পরিবারকে সাপোর্ট দিতে পারে। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলেই প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্য সফল হবে।

অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের তৈরি পাটজাত পণ্য প্রদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এসএসসি পরীক্ষা পরিদর্শন করলেন ইউএনও

বি এম আলাউদ্দীন আশাশুনি:
আশাশুনিতে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রনি আলম নূর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেনু), বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, আশাশুনি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা হচ্ছে। তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

নিরিবিলি পরিবেশে পরীক্ষা চলছে। সামনের পরীক্ষাগুলো সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সুসম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব শান্তি রঞ্জন দাস, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী সচিব সুকুমার কুমার বিশ্বাস সহ সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার সুুন্দরবন উপকুলীয় উপজেলা শ্যামনগরে দৈনিক ১০ হাজার মানুষের সুপেয় খাবার পানি সবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

যুক্তরাজ্যস্থ্য মিনহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে উক্ত পানির প্লান্টের উদ্বোধন করা হয়। পানির প্লান্ট উদ্বোধন শেষে সেখানে বাংলাদেশ হুফ্ফাজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের নিয়ে বার্ষিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন ছাত্র অংশ গ্রহন করে।
এ সময় উপস্থিত ছিলেন, মিনহা ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি মোস্তফা হুমায়ুন কবির, মারকাজুল ফুরকান হিফজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আব্দুল হান্নান তারেক, বায়তুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. কাওছার আহমেদ খান, মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিম খানার পরিচালক হাফেজ মো. এমদাদুল হক, তত্ব্াবধায়ক গাজী আব্দুল মান্নান, ইউপি সদস্য রবিউল ইসলাম সরদার, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেঁজুতিকে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন

তালা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।

সাতক্ষীরায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ^াস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,
ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু,

আজমল হোসেন জুয়েল, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, তাপস সরকার, সৈয়দ মারুফ হোসেন,রিয়াদ হাসান, মুকুল হোসেন, ইমরান রাব্বী,বিল্লাল শেখ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরায় মনোনয়ন পেলেন লায়লা পারভীন সেঁজুতি

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এদিকে, সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগ‌ঞ্জে রাস্তার উপর ঝা‌পি‌য়ে রাখা ইট অপসারণ করলেন ইউএনও

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের হস্তক্ষেপে কা‌লিগ‌ঞ্জ ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর ঝা‌পি‌য়ে রাখা ইট অপসারণ ক‌রা হ‌য়ে‌ছে। এলজিইডি রাস্তার ফুলতলা মোড় থেকে উপজেলায় যাওয়ার প‌থে ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর দীর্ঘদিন ধ‌রে ইট ঝা‌পি‌য়ে রাখায় জনসাধারণের যাতায়াতের পথ সংকুচিত প‌ড়ে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘট‌তো। বিষয়টি স্থানীয় ব‌্যা‌ক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশসহ সাংবাদিকদের অবহিত করার পর জনস্বার্থে রাস্তায় ফেলে রাখা ইট অপসারণ করে‌ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খোঁজ খবর নিয়ে জানা যায়, ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান ও স্থানীয় ব্যবসায়ী বুলবুল আহমেদ এর ম‌ধ্যে জমি জমা নিয়ে বিরোধ থাকায় ম‌তি হাজী বুলবুল‌কে জব্দ করার জন‌্য ঘরের সামনে রাস্তার উপর ইট ঝাঁপিয়ে রাখে। দীর্ঘদিন ধরে রাস্তার উপর ইট পড়ে থাকায় ১৪ই ফেব্রুয়ারি বুধবার দুপু‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ ঘটনাস্থলে যে‌য়ে লেবার দিয়ে রাস্তার ইট অপসারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লা‌বের তথ‌্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল‌্যাহ বাচ্চু, সদস‌্য কাজী আল মামুন, থানা পু‌লি‌শের কুশুলিয়া বিড অফিসার উপ-পরিদর্শ হাফিজ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খাইরুল আলম, ব্যবসায়ী আলহাজ্ব মতিউর রহমান, বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনস্বার্থে রাস্তার পাশের ইট অপসারণ করায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ ফেব্রুয়ারী) বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে তারই স‌ম্মেলন ক‌ক্ষে এ সব সভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় প্রস্তু‌তি সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, সরকা‌রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ বাচ্চু, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নূর ইসলাম কাগজী, বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণি সম্পদ অ‌ফি‌সের ভেটোনারী কর্মকর্তা ডাঃ উৎপল রায়, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আবু হানিফ, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন‌্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে প্রভাতফেরী সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

অমর একুশে উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে একই স্থা‌নে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে মৎস‌্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে ‌বে-সরকারী ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান আশা সংস্থার উ‌দ্যো‌গে উপকার ভোগী মৎস‌্যচাষীদের মা‌ঝে প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। (১৪ ফেব্রুয়ারী) বুধবার বেলা ১০টায় উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব মিলনায়ত‌নে দিনব‌্যা‌পি এই প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বে-সরকারী উন্নয়ন সংস্থা আশার জেলা সি‌নিয়র ম‌্যা‌নেজার শ‌হিদুল ঈসলাম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস‌্য কর্মকর্তা আ‌নিছুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন আশা সংস্থা কা‌লিগঞ্জ সদ‌রের ব্রাঞ্চ ম‌্যা‌নেজার আলমগীর হো‌সেন, সহকারী ব্রাঞ্চ ম‌্যা‌নেজার আব্দুল আ‌জিজ প্রমুখ।

কা‌লিগঞ্জ অঞ্চ‌লের রি‌জিওনাল ম‌্যা‌নেজার মোস্তফা হালদা‌রের সভাপ‌তি‌ত্বে ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান আশা সংস্থার উপকার ভোগী ৩০জন সদস‌্য দিন ব‌্যা‌পি প্রশিক্ষ‌ণে আংশগ্রহন ক‌রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest