সাতক্ষীরায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বজ্রপাতে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নারানপুর এলাকায় এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মাসুম(১৩) নারানপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে এলাকার শিশুরা বিকালে ঘুড়ি ওড়ানোর জন্য মাঠে যায়। ঘুড়ি ওড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে শিশু মাসুম ঘটনাস্থলেই নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তুহিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) সাতক্ষীরা শহরের লেকভিউ রির্সোটে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কে অংশ নেন সাতক্ষীরা উপজেলার ৪ চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন, মশিউর রহমান বাবু, এ্যাড. তামিম হোসেন সোহাগ এবং প্রভাষক সুশান্ত কুমার মন্ডল।

জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌসবাপ্পীরসঞ্চালনায় ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ শীরোনামে এই নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীগণ তাঁদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার, জাতীয় ও স্থানীয় অঙ্গীকার, প্রত্যাশাও অবস্থান তুলে ধরছেন। এসয় তাদের বক্তব্যে উঠে আসে জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খনন, সুপেয় পানি সংকট সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধসহ নির্বাচনী এলাকার নানা সমস্যা, তানিয়ে এলাকাবাসীর হতাশা, সংশয়, উৎকণ্ঠা প্রভৃতি বিষয়ে প্রার্থীদের ভাবনা ও অঙ্গীকার প্রভৃতি বিষয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদরে জলাবদ্ধতা, সুপেয় পানি সংকট, যানজট, চাকরী সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রার্থীদের প্রশ্ন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

এসময় উত্থাপিত প্রশ্ন, সাম্প্রতিক সমস্যা এবং নির্বাচিত নির্বাচিত হলে সেই সব সমস্যা সমাধানে প্রার্থীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন অংশগ্রহণকারী প্রার্থীগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলার সভাপতি সম্পাদক সিদ্দকুর রহমান, জাতীয় পার্টির শরিফুল ইসলাম, বাপ্পীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থক।

চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থাইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সহযোগিতায় দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা ইনোভেটিভক্রিয়েশনলিমিটেড (আই ক্রিয়েশন) এই বিতর্কের আয়োজন করেছে। ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কের প্রতিটি পর্বে অংশ নিচ্ছেন এক একটি নির্দিষ্ট উপজেলার চেয়ারম্যান প্রার্থীগণ। সাতক্ষীরা শহরের লেকউভিতে ধারণকৃত অনুষ্ঠানটি আগামী ২৪ মে রাত ৯টা ৩৫ মিনিটে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল আই’তে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে  প্রচারনায় সরগরম দেবহাটা

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে দেবহাটা উপজেলার অবস্থান। আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদের নির্ব াচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে উপজেলা। দেবহাটার উত্তরে সাতক্ষীরা সদর উপজেলা, দক্ষিণে কালিগঞ্জ উপজেলা, পূর্বে আশাশুনি উপজেলা এবং পশ্চিমে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমানা নির্দেশিত ইছামতি নদী প্রবাহিত। জেলার মধ্যে এলাকাটি একটি মৎস্য সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এই এলাকাকে “বাংলাদেশের কুয়েত” বলা হয়। উপজেলার মোট আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার যা ৬৮ বর্গমাইলের সমান। জনসংখ্যা ১,৫১,৭১৭ জন। প্রতি কিলোমিটারে জনবসতি গড়ে ৬৯০ জন। ১৯১৯ সালে দেবহাটা থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে ২ জুলাই দেবহাটা উপজেলার মর্যাদা লাভ করে। এছাড়া ১৬৬৮ সালে দেবহাটাতে ড়গে উঠেছিল একটি পৌরসভা, যেটি ১৯৫৩ সালে পাকিস্তান সরকারের সময়ে বিলুপ্ত হয়। পাঁচটি ইউনিয়ন নিয়ে দেবহাটা উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হলো কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও সদর দেবহাটা। উপজেলার মোট গ্রামের সংখ্যা ১১৬টি ও মৌজার সংখ্যা ৫৮ টি।

এই উপজেলায় আগামী ২১ মে সষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র কওে চলছে জোর প্রচার প্রচারনা। প্রার্থীরা ছুটছেন জনগনের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রæতি ও উন্নয়নের বার্তা নিয়ে।

এই উপজেলার মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। ১ জন রয়েছেন হিজড়া সম্প্রদায়ের ভোটার। এই ভোটাররাই আগামী ২১ মে নির্বাচিত করবেন আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি কে হবেন। ভোটকে কেন্দ্র কওে হাট-বাজার, রাস্তা-ঘাট, চায়ের দোকানসহ পাড়া মহল্লায় সর্বত্র আলোচনা সমালোচনা চলছে। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান জানান, তিনি বিগত সময়ে দায়িত্বে থাকাকালীন উপজেলার প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোয়া দিয়েছেন। তার সময়ে ১৩০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে, তাই ভোটাররা তাকেই আবার নির্বাচিত করবেন।

অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মোস্তফা বলেন, তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দেবহাটাকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেলে নিয়ে যেতে কাজ করেছেন। দেবহাটা রুপসী ম্যানগ্রোভ তার প্রচেষ্টায় তৈরি করেছেন যেখান থেকে এখন অনেক যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সরকার প্রচুর রাজস্ব আয় পাচ্ছে। তিনিও ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান ও নির্বাচনে প্রার্থী হাবিবুর রহমান সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জি.এম স্পর্শ আবারো নির্বাচত হবেন ও ভোটাররা তাদেও মূল্যবান ভোট দেবেন বলে জানান।

এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, আগামী নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটারদের নিশ্চয়তা নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সকল কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান। প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহল টিম প্রতিনিয়ত কাজ করছে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত :  আহত ১০

তালা প্রতিনিধি ::

তালায় ধানবোঝায় ট্রাক উল্টে ২ শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন শ্রমিক। শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে খুলনা পাইকগাছা সড়কের তালার হরিশ্চন্দ্রকাটি গ্রামের সরদারবাড়ী বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪০) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্বেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান , চলতি ধানকাটা মৌসুমে কয়রা এলাকার ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে যায়। সেখানে ধান কাটার কাজ শেষ করে পারিশ্রমিকের ধান নিয়ে তারা (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফিরছিল। শনিবার সকালে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। এঘটনায় গুরুতর আহত মাদারবাড়ি গ্রামের দাউদ সরদারের ছেলে আলামীন সরদারকে আশঙ্কাজনক অবস্থায় তালা হাসপাতাল থেকে খুলনায় প্রেরন করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

হরিশ্চন্দ্রকাটি গ্রামের সায়েম মোড়ল জানান, খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি এলাকার সড়ক বড় করার জন্য ঠিকাদার ৪/৫মাস আগে সড়কের দুই ধারের খুড়ে রাখে। এদিন সকালে ধান বোঝায় ওই ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের খুড়ে রাখা ড্রেনের মধ্যে ট্রাকের চাকা নেমে যায়। এতেকরে ট্রাকটি রাস্তার পাশের বিলের মধ্যে উল্টে গেলে হতাহত’র ঘটনা ঘটে।

তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ২ জনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মৃতদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা প্রেরন করা হবে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালি

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খুলনা রোড মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে খুলনা রোডমোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তাবক অর্পন করে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য রবিউল ইসলাম রবি, শেখ শফি, জোহর আলী, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব ও জেলা শ্রমিকলীগের সদস্য মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদস্য ভ্যাদল, রাব্বি, রতন, ওমরসহ জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে  শিশুর মৃত্যু।

মেহেদী হাসান আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় সাপের কামড়ে কামড়ে সিফাত(৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। সে একই এলাকার শাহীন হোসেনের পুত্র। স্থানীয় মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। সে একই এলাকার শাহিন হোসেনের পুত্র
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাপে কামড় দিলে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামনগর হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ কুদ্দুস গাজী (৭১) নামের এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ভ্যান চালক মোঃ কুদ্দুস গাজী (৭১) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, কুদ্দুস গাজী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রী পরিবহনে বের হন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কুদ্দুস গাজী বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যান রেখে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুদ্দুস গাজীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরু

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসুন্ধরা কর্তৃপক্ষ সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা পন্য বিক্রি শুরু করেছে। বুধবার সকালে বসুন্ধরা ফুড এ্যান্ড বেভারেজ গ্রুপের জেলা ম্যানেজার রবিউল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের সাতক্ষীরা পরিবেশক এম কামরুজ্জামান কার্যক্রমের উদ্বোধন করেন।

দেশব্যাপী ৬৪ টি জেলায়, ১০০টি স্থানে বসুন্ধরা পন্য সাশ্রয়ী মূলে সাধারন ভোক্তাদের জন্য বুধবার থেকে একযোগে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, চলবে মাসব্যাপী। এরই অংশ হিসেবে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসুন্ধরা পন্য বিক্রি শুরু হলো।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৬ পর্যন্ত সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পন বিক্রয় কার্যক্রম চালু থাকবে। ঈদুল আজহার আগের দিন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে সাধারন ক্রেতারা বসুন্ধরা পন্য কিনতে পারবেন।

বিক্রয় স্থানে ক্রেতাদের সুবিধার্থে সোয়াবিন তেল, আটা, ময়দা, সুজি, ডাল, নুডুস, চাল, বিভিন্ন প্রকার মসলাসহ প্রতিটি পন্যের খুচরা ও সাশ্রয়ী মূল্য সম্বলিত একটি তালিকা টাঙানো থাকবে। বসুন্ধরা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এই মূল্যতালিকা অনুযায়ী প্রতিটি পন্য বিক্রি হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest