সর্বশেষ সংবাদ-
প্রয়াত এড. আবুল হোসেনের কবর জিয়ারতে আইনজীবী ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দতালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধ কে পিটিয়ে হত্যা- আহত ১!সাতক্ষীরায় মারপিটের মামলায় যুবলীগ নেতা জেমি গ্রেফতারসাতক্ষীরায় টিভিএস মোটরসাইকেলের ডিলার পয়েন্টের উদ্বোধনসাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভাজামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সাতক্ষীরায় দোয়াদেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাআশাশুনির দক্ষিণ চাপড়ায় জমি সংক্রান্ত বিরোধে মারপিট আহত- ৪ : আটক ১কুশখালী সীমান্ত দিয়ে ২৩ ব্যক্তিকে বাংলাদেশে পুশইন

দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট করলো উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা ফুটবল মাঠে এই বিষ মিশানো আমগুলো বিনষ্ট করা হয়।

গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে ক্যামিক্যাল মিশায়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে আম জব্দ করা হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা, সাজা প্রদানের পাশাপাশি কয়েক মেট্রিকটন আম বিনষ্ট করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার উপজেলা পারুলিয়া ও কামটা এলাকা থেকে ট্রাক ভর্তি অপরিপক্ক ১১৫০ কেজি গোপালভোগ আম জব্দ করেন। আমগুলো বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে এনে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, প্রশাসনের একাধিক কর্মকর্তা মাঠে থেকে তদারকির মাধ্যমে এই বিষযুক্ত আমগুলো জব্দ করছেন। ক্যামিক্যাল মিশ্রিত এই আম খেলে মানুষের শরীওে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে।

যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন এই আম জব্দ, জরিমানা ও বিনষ্ট করছে। ইউএনও আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আম পাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষনা করেচে। তিনি সেই আম ক্যালেন্ডার দেখে আম পাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর ও সাংবাদিক বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হাওয়ায় আলআমিনকে সম্বর্ধনা

নিজস্ব প্রতিনিধি
: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলামিনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসরীন খান লিপি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান উল্লাস, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধান শিক্ষক নাসরীন খান লিপি বলেন, আলামিন আমাদের স্কুলের গৌরব। সে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৪ এ শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হওয়ায় আমাদের স্কুলের সুনাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আলামিকে অনুসরণ করবে। এবং স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার মত সুনাম বয়ে নিয়ে আসবে এমনটি প্রত্যাশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

(৯মে) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষীর মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সহ আরো অনেকে।

এদিকে সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার।

তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন নির্ধারণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. পলাশ আহমেদ। এসময় আরো বক্তব্য রাখেন , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ,জেলা ভোক্তাধিকার কর্মকর্তা মো. নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ মো. রিয়াদ হাসান, সুশীলন সংস্থার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, ইউনিসেফ খুলনার ফিল্ড অফিসের কর্মকর্তা শারমিন আক্তার ।

এসময় উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে করিম, ডাঃ সাইফুল আলম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, ডাঃ এস এম এ মুক্তাদির তামীম, ডাঃ পার্থ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী প্রমুখ।

উল্লেখ্য ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় উক্ত পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।

এসময় বক্তারা বলেন, সুস্থ্য জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া
বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে অবশ্যই সচেতন হবে। বসত ভিটায় বেশি বেশি সবজি চাষ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে কিশোরের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে শিমুল হোসেন (১৪) নামে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে। পাশ্ববর্তী একটি মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যাওয়ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

বজ্রপাতের নিহতের মা শিরিনা পারভিন জানান, পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে শিমুল হোসেন বজ্রপাতের কবলে পড়ে।

বৃষ্টি ধরণ দিলেও ছেলের আসতে দেরি হচ্ছে বলে আমি খোঁজ নিতে যাই গিয়ে দেখি আমার ছেলে মাটিতে পরে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আছে এবং স্থানীয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান মনুকে খবর দেন স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় ও পরিবারের মধ্যে শুভেচ্ছা নেমে এসেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান হলেন সাঈদ-উজ জামান. ভাইস চেয়ারম্যান রিপন. মহিলা ডলি

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রভাষক সাঈদ-উজ জামান। আনারস প্রতীক নিয়ে তিনি ৪৯ হাজার চারশ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদ-উজ জামান প্রতিদ্বন্দীর তুলনায় ১৬ হাজার আটশ ৫৯ ভোট বেশী পেয়ে নিবাচিত হন। তার প্রধান প্রতিদ্ব›দ্বী ছিলেন গোলাম মোস্তফা বাংলা পেয়েছেন ৩২ হাজার ছয়শ ৩৭ ভোট। এবারের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেন তিন জন। যারা সকলে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। সাঈদ-উজ জামান ছাড়া অপর দুই প্রার্থী ছিলেন যথাক্রমে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার কৈখালী ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক। এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডলের ভোট ১০ হাজার চারশ ৩০।
এর আগে বুধবার সকাল থেকে উপজেলার ৯২টি কেন্দ্রে ভোট গ্রহজন শুরু হয়। ভোর রাতে বৃষ্টি হওয়ায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কেন্দ্রে পৌছে ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।
উল্লেখ্য একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত শ্যামনগর উপজেলায় মোট ভোটার ছিল দুই লাখ ৮৪ হাজার তিনশ ২৬ ভোট।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নাজমুল হুদা রিপন এবং হাঁস প্রতীক নিয়ে খালেদা আইয়ুব ডলি বিজয়ী হয়েছেন। রিপনের প্রাপ্ত ভোট যথাক্রমে ১৯ হাজার দুইশ ১৩ ভোট। খালেদা আইয়ুব পেয়েছেন ৫৬ হাজার আটশ ৭৪ ভোট। রিপন ছাত্রলীগের সাবেক কর্মী এবং ডলি উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক।

সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দুই হাজার নয়শ পাঁচ ভোটের মধ্যে দুইশ ৭২ ভোট পড়ে। যা ছিল মোট ভোটের প্রায় ১০ শতাংশ। এছাড়া উপজেলার ১৫৬ নং দক্ষিন বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার অভিযোগে জামাল নামের এক যুবককে আটক করা হয়। তবে পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হয়ে তাকে ছেড়ে দেন।
সরজেমিন পরিদর্শনকালে উপজেলার সবগুলো কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় ৯২টি কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। কেন্দ্রগুলোতে ভীড় না থাকায় ভোটারদের নির্বিঘেœ ভোট দিতে দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন, ভাইস চেয়ারম্যান পুরুষ বাবলু – মহিলা আফি বিজয়ী

কালিগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৭৯টি ভোট কেন্দ্রে কোন বিশৃঙ্খলা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীক কে ৬২ হাজার ৬৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদ মেহেদী (ঘোড়া) প্রতীক কে ৩২ হাজার ৯৪৬ ভোট পেয়েছে। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে শেখ ইকবাল আলম বাবলু (বই) প্রতীক কে ৬১ হাজার ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল ইসলাম (তালা) প্রতীক কে ২৪ হাজার ৩৬৫ ভোট পায়। ভাইস চেয়ারম্যান অন্য প্রার্থীরা মুকুল বিশ্বাস (টিয়া) পাখি ৪ হাজার ৬৫৬ ভোট পায়, কাজী মুফক্ষরুল ইসলাম নিলু (চশমা) প্রতীকে ১ হাজার ৬৫৩ ভোট পায় ও কাজী আব্দুস সালাম (উড়োজাহাজ) প্রতীক কে ২ হাজার ২১৪ ভোট পায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা শওকাত আফি (হাঁস) প্রতীকে ৪৬ হাজার ১৭৪ ভোট পায়। নিকটতম দিপালী রানী ঘোষ (ফুটবল) প্রতীক ২০ হাজার ৪৫১ পায়। সুমাইয়া পারভিন সুমি (কলস) প্রতীক কে ১৬ হাজার ৩২৯ ভোট ও শ্যামলী অধিকারী (পদ্মফুল) প্রতীকে ১০ হাজার ৩১১ ভোট পায়।
রাত সাড়ে দশটার পরে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে ফলাফল ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ কুমার গাইন ও থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন সহ প্রার্থী ও প্রার্থীদের এজেন্ট এবং সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
“নানা রঙের রবীন্দ্রনাথ” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিত

রবীন্দ্র সংগীতের সুরে সুরে প্রথম আলো বন্ধুসভার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সবুজ তরফদার গানের মধ্য দিয়ে ২৫ শে বৈশাখ বুধবার বিকাল ৫ টায় ম্যানগ্রোভ সভাঘরে প্রথম আলো বন্ধুসভা ও ব্যাঘ্রতট এর আয়োজনে নানা রঙের রবীন্দ্রনাথ শিরোনামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীত অনুষ্ঠিত হয়।

ভাষা গবেষক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ সভাপতিত্বে আলোচক হিসিবে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি কিশোরী মোহন সরকার, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, ব্যাঘ্রতট এর সমন্বয়ক সাংবাদিক হাফিজুর রহমান মাসুন, প্রাবন্ধিক কবির রায়হান, ইংরেজী সাহিত্যের অধ্যাপক ইদ্রিস আলী,শিক্ষক ও কবি গাজী মোমিন উদ্দিন, উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, বন্ধুসভার দপ্তর সম্পাদক তারিক ইসলাম।

কবিতা আবৃত্তি করেন রবীন্দ্র পরিষদের সভাপতি মন্ময় মনির,বর্ণ ও সংগীত পরিবেশন আব্দুল হামিদ মোল্যা,ও বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য সীমা মন্ডল।

উপস্থিত ছিলেন কবি শুভ্র আহমেদ,গল্পকার বাবলু ভঞ্জ চৌধুরী, চিত্রশিল্পী সুরেশ পান্ডে, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ,কবি প্রানকৃষ্ণ সরকার, কবি মনিরুজ্জামান, রবীন্দ্র পরিষদ এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তোফিক আহমেদ, সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আবু তাহের,অর্থ সম্পাদক সাগরিকা আক্তার,দূর্য়োগ ও ত্রান বিষয়ক সম্পাদক মো পারভেজ সহ বন্ধুসভার বন্ধুরা।

সমগ্র অনুষ্ঠিত সঞ্চলনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest