সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জ উপজেলার নলতায় এক কিশোরকে জবাই করে হত্যার চেষ্টাসাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সভাসাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পসাতক্ষীরার আ’লীগ নেতা শাকিলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়ায় বিচারকের অপসারন দাবিসাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ধর্ষণ বিরোধী বিক্ষোভসদরের শিবপুরে গাছকাটাকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধ-শিশুসহ আহত-৪তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিলসারাদেশে খুন- ধর্ষন -শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনআশাশুনির কালকীর স্লুইস গেটে পলি মাটি জমে থাকায় ১০ হাজার বিঘা জমিতে ফসল হচ্ছে নাদেবহাটা কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন

লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হানের আগমনে প্রাণের উল্লাসে মাতলো শিশু সাহিত্য উৎসব

প্রেস বিজ্ঞপ্তি : কিংবদন্তি ছড়াকার ও শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হানের সাতক্ষীরায় আগমনে প্রাণের উল্লাসে মাতলো শিশু সাহিত্য উৎসব ২০২৪।

রোববার (১১ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি আয়োজিত এই উৎসব সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

উৎসবে লুৎফর রহমান রিটন ও রোমেন রায়হানের ছড়া মঞ্চস্থ করে শিশু-কিশোররা নতুন মাত্রা যুক্ত করে। পরে ছড়াকার আহমেদ সাব্বিরের সঞ্চালনায় শিশু-কিশোরদের সাথে আড্ডায় মাতেন লুৎফর রহমান রিটন এবং রোমেন রায়হান।

এর আগে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটন ও খ্যাতিমান ছড়াকার রোমেন রায়হানকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, ঈক্ষণ সম্পাদক পল্টু বাসার, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহাজান সিরাজ, সাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী, কবি মন্ময় মনির, কবি সুলতান মাহমুদ রতন, কবি দিলরুবা রোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. সুব্রত ঘোষ ও তপু হাশেমী, যুব সংগঠক কর্ন বিশ^াস কেডি প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরায় ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসন করতে স্লুইসগেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে শনিবার বিকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী এলাকাবাসী।

খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, কাপসণ্ডা ও বড়দল ইউনিয়নের বাইনতলা, পাচপোতা সহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক জমির মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ডা. নৃপেন্দ্র নাথ মণ্ডল।

শিক্ষক মনি মোহন মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক জাহাঙ্গীর কবির, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, শিক্ষক কিংকর মণ্ডল, অরুণ মণ্ডল, ইউনুস আলী, ইউপি সদস্য রামপদ সানা, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, গত এক বছর ধরে লবনাক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় চাষাবাদ করতে পারিনি আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০ হাজার বিঘার আমন ধানের জমির মালিকেরা। এক ফসলি এ এলাকায় খাদ্য সংকটে পড়ে বিকল্প কর্মসংস্থানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয় মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র পরিবারের মানুষ। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য আমরা বিভিন্ন দরবারে মাথা ঠুকেও অদ্যবধি কার্যকরি কোন ফল না পেয়ে জলাবদ্ধতা সৃষ্টিকারী স্লুইসগেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছি।

গতবছর ফসল তুলতে পারিনি তাই পরবর্তী ফসল নির্বিঘ্নে চাষাবাদ করতে চাই পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা।
গত আষাঢ় মাস থেকে অতিবৃষ্টি ও লবন পানির ঘের মালিকদের নিষ্কাশিত লবনাক্ত পানিতে আমরা ডুবে আছি। সংশ্লিষ্ট এলাকার পানি কালকি স্লুইস গেট দিয়ে এতদিন নিষ্কাশিত হতো। কিন্তু বড়দলের কপোতাক্ষ নদের নাব্যতা হারিয়ে স্লুইস গেটের মুখে অতিরিক্ত পলি পড়ে গেট দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর কপোতাক্ষ নদ খনন কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের এ পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি। স্থায়ী সমাধানের জন্য খোলপেটুয়া নদীর চেউটিয়া খালের বাঁধে ৪ ব্যান্ড স্লুইস গেট নির্মাণ করতে হবে। যতদিন না হবে ততদিন পর্যন্ত বর্ষা মৌসুমে চেউটিয়া খালের নদী সংলগ্ন পবনা খালের নেটপাটা অপসারণ করে আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামের হরিমর্দন গেট পর্যন্ত উন্মুক্ত করতে হবে। এছাড়া দেয়াবর্ষিয়া খাল, পুকুরের খাল ও ঝোরের খালের নেটপাটা অপসারণ করলে ফটিকখালি বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হবে।

জলাবদ্ধতার কারণে গত বছর ১০ হাজার বিঘা জমির মালিকরা ধান চাষাবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একবছর যদি চাষাবাদ না করতে পারে তাহলে বিকল্প কর্মসংস্থানের জন্য সবাইকে এলাকা ছাড়তে হবে। দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চেউটিয়া বাঁধে স্লুইস গেট নির্মাণ ও খালের নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোজ গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী

সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে সড়কে অবস্থিত রোজ গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি শনিবার স্কুলের ক্যাম্পাসে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। প্রধান অতিথি রোজ গার্ডেন স্কুলকে শহরের অন্যতম প্রধান শিশু বিদ্যাপীঠ উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, মেধা, সাংষ্কৃতিক, শিক্ষা সফর মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

রোজ গার্ডেন স্কুল শিশুদেরকে আদর্শ শিক্ষাদান করে জাতির ভবিষ্যৎ কান্ডারি তৈরির জন্য যে শিক্ষা বীজ বপন করে চলেছে তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি স্কুলের উজ্জ্বল ভবিষ্যত মঙ্গল কামনা করে অভিভাবকদেরকে দিক নিদের্শনা মূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলী, স্কুলের হেড ম্যাডাম মোসলেমা খাতুন লাভলীর সঞ্চালনায় ক্রীড়া পরিচালনা করেন শিক্ষিকা হামিদা খাতুন খুশি। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি ধীরু ব্যানার্জীর স্মরণসভা

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি ধীরু ব্যানার্জীর বিদেহী আত্মার কল্যান কামনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু।
বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা অধ্যক্ষ সুকুমার দাশ, ডা: সুশান্ত ঘোষ, ডাক্তার প্রশান্ত কু-ু, বিশ^নাথ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রঘুজিত গুহ, এড. অনীত মুখার্জি, সহ-সভাপতি দিলিপ চ্যাটার্জি, স্বপন কুমার শীল, তারক মিত্র, স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক অসীম দাশ সোনা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ সদরের সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাবেক কাউন্সিলর শেখ আব্দুস সেলিম,

এরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতু, মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন চান্দু, সঞ্জিব ব্যানার্জি, তাপশ আচার্য্য, অসীম সাধু, যুব কমিটির সভাপতি অমিত ঘোষ বাপ্পা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুজুকি আন্তঃক্লাব শ্যূটিং প্রতিযোগিতায় সাতক্ষীরার সাহসের সাফল্য

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ) আয়োজিত সুজুকি ২৭তম আন্তঃক্লাব শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর পক্ষে সাতক্ষীরার সন্তান শ্যূটার ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস দশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

ঢাকাস্থ গুলশানে অবস্থিত বাংলাদেশ শ্যূটিং কমপ্লেক্সে বিগত ৬-১১ ফেব্রুয়ারি’২৪ অনুষ্ঠিত প্রেিযাগিতায় সারা দেশের বিভিন্ন শ্যূটিং ক্লাবের শত শত শ্যূটার ছেলে-মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

কঠিন অনুশীলণের মাধ্যমে দশ মিটার এয়ার রাইফেল (পুরুষ) প্রতিযোগী হিসাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে শ্যূটার ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস নির্বাচিত হয়। তার বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে সাতাশ জন প্রতিযোগির মধ্যে ২৮৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস বিকেএসপি’র নবম শ্রেণীর ছাত্র। যার ক্যাডেট নং শ্যূঃ১৯০। সে ভবিষ্যতে একজন ভালো শ্যূটার হতে ইচ্ছুক। প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য সে তার সকল শিক্ষক, প্রশিক্ষক, গুরুজন ও শূভানুধ্যায়ীদের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সে সাতক্ষীরার সংস্কৃতি ব্যক্তিত্ব ও সংগঠক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ ও উন্নয়ন কর্মী ফাতেমা আমজাদের একমাত্র পুত্র সন্তান। সে সকলের দোয়া প্রার্থী।প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্নসিড়ির সভাপতি মুহা আলতাফ হোসেন কে সংবর্ধনা

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তা মুহা আলতাফ হোসেনের পদোন্নতিতে সংবর্ধনা প্রদান করেছেন স্বপ্নসিড়ি।

শুক্রবার সন্ধ্যায় শহরের ক্যাফে ভিলাতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নসিড়ির সহ সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানা, এস এম বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ।

সভাপতি মুহা আলতাফ হোসেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখায় কর্মরত আছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডের দুটি সোলিংয়ের রাস্তা থেকে ইট অপসারন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের খাদিজাতুল কোবরা মসজিদ সংলগ্ন দুটি সোলিংয়ের রাস্তা থেকে ইট অপসারণের অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দুটি ঢালাই রাস্তার টেন্ডার হলেও কাজ শুরু হয়নি। একদিকে রাস্তা থেকে ইট সরিয়ে ফেলা হয়েছে অন্যদিকে শুধু বালি ভরাট করে ফেলে রাখায় চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মহব্বত এবং সহকারী প্রকৌশলী কামরুল আক্তার মিলেই ওই রাস্তা ইট সরিয়ে অন্যত্র বিক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এখানে প্রায় ৩হাজার মানুষের বসবাস। আগে ইটের সোলিং ছিলো। কিন্তু ১শ মিটার রাস্তা ঢালাই এমন আশার বানী শুনিয়েছিলেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু রাস্তা থেকে ইট তুলে নিয়ে দীর্ঘদিন ধরে বালি ফেলে রেখেছে। এতে চলাচলে হয়রানি পোহাতে হচ্ছে।

এবিষয়ে ঠিকাদার এম এম মজনু(খোকা) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঢালাই রাস্তা টেকসই করতে হলে ইটের সোলিংয়ের উপর বালি ফেলে ঢালাই করতে হয়। কিন্তু ওই রাস্তা দুটির ক্ষেত্রে দুইজন প্রকৌশলী পুরাতন ইটগুলো সরিয়ে ফেলেছে। শুধু বালুর উপরেই ঢালাই করতে বলছেন। এতে অল্প কয়েকদিনেই রাস্তা নষ্ট হয়ে যাবে। মানুষ ঠিকাদারকেই গালি দিবেন যে কারনে রাস্তায় কাজ শুরু করতে পারছি না।

কাজ করতে গেলে মানুষের বাধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু ঠিকাদারদের সাথে কথা বলে কোন লাভ হয়নি উল্টো তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার ও উপ-সহকারী মহব্বত আলীর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

এদিকে, ঠিকাদার প্রকৌশলীর মধ্যে বিরোধের জেরে এলাকাবাসীকে হয়রানির ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা অবিলম্বে রাস্তা দুটির কাজ শুরুর দাবি জানিয়েছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ডাম্পারের চাপায় শিশুর মৃত্যু : বাবা জখম

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারী ডাম্পারের চাঁপায় ৫ বছরের শিশু নিহত ও তার বাবা মারাত্বক জখম হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে বাঁধাকুল গ্রামের একটি মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আসাদুল ইসলাম (৫)। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বাঁধাকুল গ্রামের শাহীন গাজীর ছেলে এবং ঘুষুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র। আহতের নাম মোঃ শাহীন (৩২)। বাঁধাকুল গ্রামের কাটাখালি নদীর চরের বাসিন্দা নিহত শিশুর মা আসমা খাতুন জানান, তার স্বামী মোঃ শাহীন গাজী একজন দিনমজুর।

বৃহষ্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাঁধাকুল মাঝের খেয়া পার হয়ে নমশুদ্রপাড়ার কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ফজলুর রহমানসহ একাধিক ব্যাক্তিদের মালিকানাধীন ঘুষুড়ী গ্রামের টি.আর.বি ভাটার একটি মাটি বহনকারী ডাম্পারের চালক মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদেরকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই আসাদুল ও তার বাবা শাহীন গাজী জখম হয়।

রাস্তা খারাপ হওয়ায় তাদেরকে ফায়ার সর্ভিসের সদস্যরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক শিশু আসাদুলকে মৃত ঘোষণা করেন। এবং উন্নত চিকিৎসার জন্য পিতা শাহীনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এসময় ঘাতক মাটিবাহী ডাম্পারটি দ্রæত পালানোর সময় রাস্তায় দুটি ভেড়াকেও চাপা দিয়ে মেরে ফেলে বলে জানান স্থানীয়রা জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, নিহত শিশু আসাদুলের লাশ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest