নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবীতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবীতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় শহরের বাঙালের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সহ-সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা কৃষক দলের রবিউল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক স্মপাদক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম বাবু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক বাবলু, জেলা ছাত্রদল সভাপতি শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মির্জা অর্ঘ্য সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা এ সময়, বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের জোর দাবী জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি সরকারি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আশাশুনি ব্যুরো:
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবি এম মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিকাষক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পৃরস্কার বিতরণ করেন অতিথিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাফ অ-১৯ এ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার প্রান্তি

ডেক্স রিপোর্ট :
২০২৪ সালে সাফ অ-১৯ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরার মেয়ে আফঈদা খন্দকার প্রান্তি। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশ প্রেসকনফারেন্সের মাধ্যমে আফঈদা খন্দকার প্রান্তিকে অধিনায়ক মনোনীত করে সাফ অ-১৯ জাতীয় ফুটবলদলের ২৩ সদস্যের নামের তালিকা ঘোষণা করেন। এর মধ্যদিয়ে সাতক্ষীরাবাসী আরো একটি অধিনায়ক পেল।

আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরার সুলতানপুর গ্রামের খন্দকার আরিফ হাসান প্রিন্স এর ছোট কন্যা। তার পিতা একজন ক্রীড়া সংগঠক। প্রাপ্তি খন্দকার খুব ছোট বেলা থেকেই পিতার কাছে ফুটবল প্রাকটিস করতো এবং সাতক্ষীরা জেলা দলের হয়ে বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত অংশগ্রহণ করেছে। ২০১৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)-মহিলা ফুটবল চালু করে। সে ৫ম শ্রেণিতে ফুটবল বিভাগে ভর্তি হয়। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হয় সুব্রত মুখার্জি কাপ অ-১৭ বালিকা ফুটবল টুর্নামে›ন্টে অংশগ্রহণ করে এবং ২০১৯ সালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।

২০১৯ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্সআপ হয়। ২০২১ সালে বাংলাদেশের অনুষ্ঠিত সাফ অ-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং শ্রীলংকার বিরুদ্ধে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত সাফ অ-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং নেপালের বিরুদ্ধে ৪৩ সেকেন্ডে গোল করে অনন্য রেকর্ড অর্জন করে এবং বাংলাদেশ রানার্সআপ হয়।

২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-২০ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৩ সালে অ-২০ এএফসি কাপে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া এ এফ সি অ-২০ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করে। ২০২৩ সালে হু ওয়াং জু এশিয়ান গেমস-এ বাংলাদেশ নারী ফুটবল দল অংশগ্রহণ করে। সেই দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন আফঈদা খন্দকার প্রাপ্তি এছাড়া ২০২৩ সালে ফিফা টায়ার-১ ম্যাচে নেপাল ও সিংগাপুর দলের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের একজন নিয়মিত ফুটবলার ছিলেন আফঈদা খন্দকার প্রান্তি। সিংগাপুর দলের বিপক্ষে তিন মিনিটে হেডের মাধ্যমে গোল করে অন্যান্য রেকর্ড গড়েন। তার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

ফেব্রুয়ারির ২,৪,৬ ও ৮ তারিখে সন্ধ্যা ৭টায় খেলাটি বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মো: মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারের মৃত্যু

ডেক্স রিপোর্ট :
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা আব্দুস সাত্তার(৫৮) মারা গেছেন। তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন। আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ২৭ জানুয়ারি ২০২১ সালে সাড়ে ৩ বছরের সাজায় দন্ডিত হন। এরপর থেকে তিনি জেলা কারাগারে অন্তরীন ছিলেন আব্দুস সাত্তার। আজ ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অসুস্থ্যবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার মৃত্যু খবর পেয়েছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা: মো: সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৯৫০ খুলনা) ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

(২৮ জানুয়ারী) রবিবার বিকেল ৪টায় বাস টার্মিনাল সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক জনকীর্ণ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।

তফসিল ঘোষণার পূর্বে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। ঘোষিত তফসিলের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে আগামি ২৪ ফেব্রুয়ারী। সংবাদ সম্মেলনে জানানো হয় তফসিল অনুযায়ি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামি ৩১ জানুয়ারী, খসড়া ভোটার তালিকার উপর লিখিত আপত্তি গ্রহণ ১ ফেব্রুয়ারী, আপত্তি শুনানী ও নিষ্পত্তি ২ ও ৩ ফেব্রুয়ারী, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ ফেব্রুয়ারী। মনোনয়ন পত্র বিক্রয় ৬ ও ৭ ফেব্রুয়ারী, মনোনয়ন পত্র জমা ৮ ফেব্রুয়ারী, মনোনয়ন পত্র বাছাই ও প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারী, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ১১ ফেব্রুয়ারী, মনোনয়ন পত্র প্রত্যাহার ১২ ফেব্রুয়ারী, প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ১২ ফেব্রুয়ারী। ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খসড়া তালিকা অনুযায়ি মোট ভোটার ২ হাজার ২৫০ জন। সভাপতি ও সম্পাদকসহ ১৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ, আরাফাত আলী, হাবিবুল্যাহ বাহার, ফজলুল হক, শেখ শরিফুল ইসলাম, আল নুর আহমেদ ইমন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, উপদেষ্টা আব্দুল হামিদসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা র‌্যাব-৬ এর অভিযানে মদ অস্ত্র সহ গ্রেপ্তার এক

ডেক্স রিপোর্ট:
র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর অভিযানে অস্ত্র, গানপাউডার, বিদেশী মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাত ২টার দিকে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের একটি দোতলা বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আবুল কাশেম (৬৫)। সে খুলনার দিঘলীয়া থানার পদ্মবিল গ্রামের মৃত ধলাছুটুর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা জানায়, শনিবার দিবাগত রাতে সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি এলাকায় ডিউটিরত ছিলেনএ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের একটি দোতলা বিল্ডিং এর সামনে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত অনুমান ১.৫০টার সময় উক্ত এলাকায় আভিযান পরিচালনা করে এবং আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে ১ টি দেশী পিস্তুল, ১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ গান পাউডার ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র মাদক গানপাওডারসহ গ্রেপ্তারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক আইন এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মাটিবহনকারী ডাম্পারের ধাক্কায় কলেজের প্রভাষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবহনকারী ডাম্পারের(ট্রাক) ধাক্কায় এক কলেজের প্রভাষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে কলারোয়ার নজরুলের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজ প্রভাষক মফিজুল ইসলাম (৫৫) নাথপুর গ্রামের ইছাহাক আলী সরদারের পুত্র এবং শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক।

স্থানীয়রা জানান, বিকালে তিনি কলারোয়া থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি নাথপুর যাওয়ার পথিমধ্যে নজরুলের ইট ভাটার সামনে পৌছানে একটি দ্রুতগামী মাটিবহনকারী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবনির্বাচিত সংসদ সদস্য আশুকে ভোমরা প্রেসক্লাবে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশুকে ভোমরা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে সিএন্ডএফ’র ভবনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা।

ভোমরা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়ার নেতৃত্বে ক্লাবের সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আবুল হোসেন, আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ (সুজন), সাংগঠনিক সম্পাদক মো: লুৎফর রহমান মন্টু, দপ্তর সম্পাদক মো: শাহজাহান কবির, অর্থ সম্পাদক মো: আনারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল গফফার, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন জনি, মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা রানী, কার্যকরী সদস্য মো: মাহাবুব আলম মিন্টু, মো: আনারুল ইসলাম, জারিউল ইসলাম, রাজু বিশ্বাস, মো: আল মামুন, সঞ্চয় বিশ্বাস, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest