সর্বশেষ সংবাদ-

দেবহাটায় ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী পারিবারিক বিরোধে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ঐ শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। নিহত হেমা সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে অধ্যায়নরত ছিল।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী, ২৪ ইং সকাল ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ নিহতের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চাই। কিন্তু তার মা টাকা না দিতে চাইলে সে খুব রাগারাগি করে। যার কারনে তার মা ঘরের বাইরে যেয়ে তার পিতাকে খুজতে বের হলে ঘর ফাকা থাকায় হেমা তার ঘরের মধ্যে উড়না দিয়ে আত্মহত্যা করে।

পরে তার মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ঘরে ঢুকে হেমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তাৎক্ষণিক সকলে মিলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হেমা তার বাবা মায়ের বড় মেয়ে ছিল। তার ছোট আরেকটি বোন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন হেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় নবারুণ স্কুল মোড় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মাও: এ.কে.এম রেজাউল করিম এর সভাপতিত্বে বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদ সহ ভোটার বিহিন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলটি নবারুণ স্কুল মোড় থেকে শুরু হয়ে সহর প্রদক্ষিণ করে শহীদ আঃ রাজ্জাক পার্কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বিতর্কিত শিক্ষা কারিকুলামের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তাগণ শিক্ষা কারিকুলাম নতুন করে গঠনের দাবি জানান। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি মো: ইমাদুল ইসলাম, আশাশুনি থানা সভাপতি মো: শফিকুল ইসলাম, সেক্রেটারি মো: জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা সভাপতি, মাওলানা আবু বকর সিদ্দিক,

সেক্রেটারি ডা: মুস্তাফিজ উর রউফ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারণ সম্পাদক, মুফতি জাফর আহমাদ উসমানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: মাকছুদুর রহমান জুনায়েদ, জেলা সদস্য মো: আল আমিন,প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর মেয়র পদে নির্বাচনের লক্ষে শ্রমিক নেতৃবৃন্দের সাথে বিবিসির’ মতবিনিময়

সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষে নির্মাণ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন শ্রমিকলীগ নেতা মাহমুদুল আলম বিবিসি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জুম্মান আলীর সভাপতিত্বে ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি।

বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ বাদল, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস, গণপূর্থ সিবিএর সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ আগামী পৌর নির্বাচনে মাহমুদুল আলম বিবিসি ভাইকে নির্বাচিত করার জন্য সকলকে আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন

জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

০২ ফেব্রুয়ারি জাতীয় ছাত্রসমাজ পৌর শাখার আহবায়ক মো: রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন স্বাক্ষরিত একপত্রে ৭ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো: সুমন, সদস্য সচিব রাহুল দাশ, সদস্যযথাক্রমে রোকন, নয়ন হাসান, শিবু সরকার, ইসতিয়াক আদনান হৃদয়, জিসান, সালাম কারিগর, কালাম কারিগর। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাথা ফাটিয়েছেন সহকারী শিক্ষক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পরীক্ষার রুটিনের সময় নিয়ে বিতর্কের জেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাথা ফাটিয়ে দিয়েছেন সহকারী শিক্ষক। গত ৩১ জানুয়ারি আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসায় এঘটনা ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত সহকারী শিক্ষক এটিকে নিছক ভুলবোঝাবুঝি বলে দাবি করেছেন। যদিও প্রতিষ্ঠানের সভাপতি অভিযুক্ত শিক্ষককে ৭দিনের জন্য বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

ভুক্তভোগী শিক্ষক শফিক হাসান পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের পুত্র। অভিযুক্ত শিক্ষক শাহাদত হোসেন দক্ষিণ কুলিয়া গ্রামের শাহাজান আলীর পুত্র।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, দাখিল(এসএসসি) পরীক্ষার কেন্দ্রের বিষয়ে জেলা প্রশাসক ও ইউএনও অফিসে গিয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান। বোর্ডের নিয়ম অনুযায়ী অফিসিয়াল কাজে যেতে হলে সিনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয়। সে অনুযায়ী সিনিয়র শিক্ষক হিসেবে ইতিহাস বিভাগের প্রভাষক জি এম শফিক হাসানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা প্রভাষক শাহাদত হোসেনকে রুটিন এর সময়সহ দায়িত্বের বিষয়ে সচেতন করছিলেন। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ঘটে এঘটনা।

ভুক্তভোগী শিক্ষক জি এম শফিক হাসান জানান, ৩১ জানুয়ারি সাতক্ষীরার আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান জরুরি কাজে বাইরে যান। ভারপ্রাপ্ত হিসেবে আমাকে দায়িত্ব দিয়ে যান। সকালে প্রতিষ্ঠানে গিয়ে দায়িত্বগ্রহণের পর আলিম দ্বিতীয় বর্ষের রুটিনের সময় নিয়ে বিতর্ক হয় সহকারী শিক্ষক শাহাদত হোসেনের সাথে। বিতর্কের একপর্যায়ে হাতে থাকা কড়ির মগ দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত শিক্ষক সাহাদাত হোসেন বলেন, এটা ভুল বোঝাবুঝি মাত্র। আমি তাকে মারিনি। রুটিনের সময় নিয়ে বির্তকের জেরে তিনি আমাকে থাপ্পড় মেরেছে। আমি ঠেলে দিতে গেলে উনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।
আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মাও: হাবিবুর রহমান বলেন, অফিসিয়াল কাজে বাইরে যাওয়ার জন্য সিনিয়র শিক্ষক হওয়ায় শফিককে দায়িত্ব দিয়েছিলাম। তিনি তার দায়িত্ব পালন করাকালিন সময়ে তর্কবির্তকের জেরে বাংলা প্রভাষক মগ দিয়ে তার মাথায় আঘাত করে। যা অত্যন্ত দু:খ জনক ঘটনা। তিনি এঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন।

আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার সভাপতি গোলাম মোরশেদ জানান, এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে ৭ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। তদন্তে শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন

জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩১ জানুয়ারি জাতীয় ছাত্রসমাজ পৌর শাখার আহবায়ক মো: রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন স্বাক্ষরিত একপত্রে ৭ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো: আব্দুল্লাহ আনোয়ার, সদস্য সচিব তানজীম আহমেদ(সজীব), সদস্যযথাক্রমে তামিম রাইয়ান, ফাহিম হোসেন, ইমামুল ইমন, আসিফুর রহমান ও রাইহান কবীর। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।৩১ জানুয়ারী, ২৪ ইং তারিখ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্ত থেকে ৫কোটি টাকা মুল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

আসাদুজ্জামান : সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৫কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার ভোররাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকা হতে এ মাদক জব্দ করা হয়। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়।

এসময় সেখানে মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫ কোটি টাকা। এবিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আরো জানান এই বিজিবি অধিনায়ক। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest