সর্বশেষ সংবাদ-

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভুমিহীন নেতা কওছার আলীর গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ’র সমর্থন নিয়ে শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী। বুধবার সকালে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন তিনি।

এসময় তিনি সকলের কাছে দোয়া, আর্শীবাদ ও সমর্থন চায়। গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সংবাদকর্মী সেলিম হোসেন, ভুমিহীন সমিতির দপ্তর সম্পাদক স্বপন পান্ডে, কুমারেশ মন্ডল প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পোলের খাল জলমহলটি দখল মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জয়াখালী গ্রামে অবস্থিত পোলের খাল জলমহলটি দখল মুক্ত করতে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায়, সুন্দরবন ফাউন্ডেশন,লিডার্স ও কোষ্টাল ডিজাষ্টার হিউম্যানট্রেনিয়ান নেটওয়ার্ক এর বাস্তবায়নে এলাকারবাসীর পক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ শে জানুয়ারী (মঙ্গলবার ) সকাল ১১ টায় পোলের খালের পাড়ে উক্ত মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন ও সমাবেশে মোঃ সাকাত আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিডা কালীগঞ্জের নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র, মিশন মহিলা উন্নয়ন সংস্থার মোঃ আব্দুল্যাহ ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ রাবেয়া খাতুন, সীমান্ত প্রেসকাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন, জয়াখালী গ্রামের মোঃ আকতার হোসেন , মোঃ ইব্রাহিম তরফদার, মোঃ আব্দুল কাদের, মোছাঃ হালিমা বেগম, মোছাঃ মরিয়ম বেগম, মোছাঃ সাজিদা বেগম, মোছাঃ জাহানারা খাতুন। মানব বন্ধনে ভুক্তভোগীরা বলেন, জয়াখালী এলাকায় অবস্থিত পোলের খালটি দীর্ঘ বছর ধরে দখল করে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার আলহাজ্ব মোঃ সমশের আলী ঢালীর পুত্র মোঃ আলমগীর হোসেন নদী হতে লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ করে চলেছে। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাষন না হওয়ায় প্লাবিত হয়। লবন পানির কারনে বসত ভিটা, গাছ-গাছালি, মিষ্টি পানির পুকর, ধান্য ফসলসহ নানা ক্ষতি সাধন হয়ে আসছে। তাছাড়া মেইন রাস্তার পাশ দিয়ে সরকারী নিতীমালা অমান্য করে মৎস্য ঘের করার ফলে প্রতি বছর রাস্তা ধ্বংষে ঘেরের ভিতরে চলে যাচ্ছ। যার ফলে রাস্তার পার্শ্ব দিয়ে বিদ্যুতের পোল গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কোন সময় বিদ্যুতের পোল ভেঙ্গে ক্ষতি সাধন হতে পারে।

মানববন্ধনে তারা আরও বলেন, পোলের খাল উদ্ধার ও খননের জন্য এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জতীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার পরেও মোঃ আলমগীর হোসেন সংশ্লিষ্ট প্রশাসনকে ভুল তথ্য দিয়ে পোলের খাল বন্দোবস্ত নেওয়ার জন্য পায়তারা করছে। পোলের খাল ইজারা বন্দ, দখল মুক্ত ও খননের জন্য সাতক্ষীরা ৪ আসনের এম,পিসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার গুলো। উক্ত মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুন্দরবন ফাউন্ডেশন সাতক্ষীরার নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জজকোর্টের পিপি লতিফের অপসারনের দাবি মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিনিধি
মুক্তিযোদ্ধাদের অপদস্থ করাসহ বিভিন্ন অভিযোগে সাতক্ষীরা জজকোর্টের পিপি আব্দুল লতিফের দ্রুত অপসারনের দাবি করেছেন সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে তারা। এসময় বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর বলেন, সম্প্রতি পিপি লতিফ আমাকেসহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ্্্্া মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করে। এঘটনায় আমরা গত ২১ জানুয়ারি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করি। এখবর পেয়ে পিপি লতিফ মুক্তিযোদ্ধাদের কর্মসূচির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে লতিফ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে বীর মুক্তিযোদ্ধাদের এক হাত নেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আমার নাশকতা মামলার আসামীর তদবিরে গিয়েছিলাম। যা সম্পূর্ণ মিথ্যা। নাশকতা মামলার আসামীদের আমাদের কোন আপোষ নেই। তিনি নাকি কোন দুর্নীতির সাথে জড়িত নন। আমরা মুক্তিযোদ্ধাদের এক হাত নেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেণ, আব্দুল লতিফকে সাধারণ মানুষ খাটাল লতিফ হিসেবে চেনে। তিনি হাভাতে ঘরের বিতর্কিত পরিবারের সন্তান। নি¤œবিত্ত পরিবার থেকে বিডিআরএর যোগ দেয়। সেখানে অপকর্ম করার জন্য বহিস্কার হয়। পরবর্তীতে সার্টিফিকেট যোগাড় করে আইনজীবী হন। ২০০৮ সালে সর্ব প্রথম আওয়ামীলীগ সরকার তাকে জজ কোর্টের এপিপি করে। তখন তার ভূমিকা ছিলো বিতর্কিত। ২০১৪ সালে এসে ওই লফিত এমপি রবির সহযোগিতায় এডিশনাল পিপি হয়। পরে ২০১৯ সালে এমপি রবির বদন্যতায় ভাগ্য খুলে যায় লতিফের। সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ বাগিয়ে বিডিআরের চাকুরিচ্যুত লতিফ অল্প দিয়ে শহরে আকাশচুম্বি বহুতল ভবন গড়েছেন। একটা ব্যক্তি কতটুকু অপকর্ম করলে দ্রুত এগুলো সম্ভব। আমরা তার সম্পদের তদন্ত চেয়েছি। বিগত দিনে ৩ জন সংসদ সদস্য বানরের পিঠা ভাগ করেছিলেন। একজনের ভাগে পড়েছিলেন খাটাল লতিফ।

তার স্বল্পকালিন আইন পেশায় পূর্ববর্তীকালে শত শত অপরাধ করে সাতক্ষীরায় এলিট প্রতিষ্ঠা করেছেন। প্রশাসন তাকে সমিহ করে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা বিরুদ্ধে। কয়টা মামলা চালু আছে। সর্ব ম্যানেজ করে চলে। তার অপকর্মের তালিকা দিতে গেলে কয়েক দিস্তা কাগজ লাগবে। তার আপন ভাই পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক মামলা করতে বাধ্য হয়েছে।

তিনি নাকি মুক্তিযোদ্ধাদের সম্মান করে। এড. মুস্তফা নূরুল আলমকে চরমভাবে অপমান অপদস্ত করে ২০২২ সালে বারের ভোটের দিন পুলিশ দিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় এই রাজাকার পরিবারের সন্তান সালাউদ্দিন ও তার স্ত্রী দিয়ে ভোটের বক্স কেড়ে নিয়েছিল। অথচ লতিফই এড. আলম কে বাড়ী থেকে ডেকে নিয়ে নির্বাচনের দায়িত্ব দিয়েছিল। এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম তার অফিসেই চরমভাবে অপমানিত করে। এড. আজহারের উপস্থিতিতে আমাকে চরমভাবে অপমানিত করে। তিনি সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে খাটাল লতিফের পিপি পদ থেকে অপসারন করতে হবে। তার ফুলে ফেপে ওঠার রহস্য উদঘটনের করতে হবে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জানিয়েছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তালায় মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র জামিরুল ইসলাম তালা মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ও তালা উপজেলার নলতা গ্রামের ডিশ ব্যবসায়ী কামরুল শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামিরুল সকালে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হয়ে তালা উপ-শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে গোনালী বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জামিরুল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজ এর অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দীন, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক গৌরঙ্গ পাল, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কে, এম, মাহাবুব কবির পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ১৩৫ জন পেশাজীবি চালক অংশ গ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুটি ডাগায়নস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা : ভূয়া চিকিৎসককে ৬ মাসের জেল

নিজস্ব প্রতিনিধি : ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে সাতক্ষীরায় দুটি ডাগায়নস্টিক সেন্টারকে ৫৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে এক ভূয়া চিকিৎসকে ৬ মাসের এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। সীল গালা করা হয়েছে আরো একটি ক্লিনিক।

মঙ্গলবার বেলা ১১ টায় শহরের শেফা ডায়াগনস্টিক সেন্টার, স্বদেশ ক্লিনিক এবং আস্থা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে ক্লিনিক মালিক পলাশপোল এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র আবু বক্কর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ভূয়া চিকিৎসক বিপুল কুমার দাস(বিকে দাস) কে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। বিপুল কুমার দাস সদরের দেবনগর গ্রামে কৃষ্ণপদ মন্ডলের পুত্র। অন্যদিকে রেজিস্ট্রেশন না থাকায় আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সীল গালাকরা হয়। একই সাথে প্রতিষ্ঠানের মালিক মাগুরা গ্রামের বরুন কুমার পালের পুত্র বিশ^জিত পালকে ১০ দিনের কারাদ- প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। দুটির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবীতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবীতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় শহরের বাঙালের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সহ-সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা কৃষক দলের রবিউল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক স্মপাদক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম বাবু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক বাবলু, জেলা ছাত্রদল সভাপতি শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মির্জা অর্ঘ্য সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা এ সময়, বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের জোর দাবী জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি সরকারি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আশাশুনি ব্যুরো:
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবি এম মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিকাষক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পৃরস্কার বিতরণ করেন অতিথিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest