সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিতসুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলেদলের ভিতরে যারা চাঁদাবাজী ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোন ঠাঁই নাই, -সাবেক এমপি হাবিব

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় দাস ও ঋষি সম্প্রদায়সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিক ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো: ফরহাদ জামিল। এসময় সেখানে ১০০ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারী ও কিশোরীকে দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।

ফিংড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমারে সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুস সেলিম, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ স্বর্নালী সুলতানা, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ফিংড়ী ইউপি সদস্য আব্দুল হামিদ, রতœা রানী সরকার, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা: সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো: মনির হাসান, মো: সালাউদ্দীন ও হুমায়রা জামান প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারিরা। সমগ্র আনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। ।

মেডিকেল ক্যাম্প থেকে এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় নানাদিক তুলে ধরে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেয়ার ক্ষেত্রে আরও অগ্রাধিকার দিতে হবে। কায়পুত্র, ঋষি, রাজবংশী, পাড়ুই স¤প্রদায়ের মানুষেরা অসচেতন বলে তারা পিছিয়ে পড়েছে, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী খুব সহজেই অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। নারী-কিশোরী ও গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে। সেক্ষেত্রে এই জনগোষ্ঠীকে অবশ্যই কমিউনিটি ক্লিনিকে আসতে হবে এবং সেবা গ্রহণ করতে হবে। বছরে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প কয়েকটা করা হলে তা খুবই ফলপ্রসু হবে উক্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আ’লীগ নজরুল ইসলামের পথ সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ১৩টি পয়েন্টে এ সব পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রত্যাশা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাছুম, আসাদুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। কেউ বিভ্রান্ত হবেন না। মিথ্যা কথায় কান দেবেন না। মহাজোটের স্বার্থে এ আসনটিতে নৌকার পরিবর্তে জননেত্রী শেখ হাসিনা লাঙ্গল প্রতীক দিয়েছেন। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোন প্রার্থীর মিথ্যা কথায় বিভ্রান্ত হবে না— নজরুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, কোন প্রার্থীর মিথ্যা কথায় বিভ্রান্ত হবে না। ভুল পথে যাবেন না। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা সাতক্ষীরা-২ আসনে নৌকার পরিবর্তে লাঙ্গল প্রতীক দিয়েছেন। বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। যেটি ১৭ ডিসেম্বর পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কিন্তু কোন কোন প্রার্থী মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যদি আওয়ামীলীগ করতে চান তাহলে সভাপতির নির্দেশ মেনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

বুধবার বিকালে ঝাউডাঙ্গা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সুতরাং তার হাতকে শক্তিশালী করতে মহাজোট মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।

ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজল হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক হাসান মাহমুদ রানা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে গভীর রাতে পাঠখড়ির গাদায় অগ্নিকাণ্ড

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে গভীর রাতে পাঠ খড়ির গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, কুল‍্যা ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত কামাল উদ্দিন সরদারের ছেলে জাহিরুল ইসলামের বাড়িতে আনুঃ ১২:৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখি ২০ ফুট বাই ২০ ফুট ও ১৫ ফুট উচ্চতা একটি পাঠখড়ির গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দুইটা ইউনিটে আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে সম্পূর্ণ আগুন নির্বাপন করতে রাত ৪টা বাজে।

তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে পারিনি। এ ঘটনায় আনুমানিক এক লক্ষ টাকার পাঠখড়ি পুড়ে ভুষ্মিভুৎ হয়েছে। তবে আনুঃ ২ লক্ষ ৮০ হাজার টাকার পাঠখড়ি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়েছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পরিদর্শনে নবাগত জেলা পুলিশ সুপার

আশাশুনি ব‍্যুরো:
সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী আশাশুনি থানা পরিদর্শন করেছেন। বুধবার বিকাল ৩টার দিকে তিনি আশাশুনি থানায় গমন করেন।

আশাশুনি থানা পরিদর্শনকালে থানা চত্বরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আশাশুনি থানা পুলিশ। শুভেচ্ছা প্রধান শেষে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে সালামি প্রদান করা হয়। এরপর তিনি পুলিশ প্যারেড পরিদর্শন করেন। নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী থানার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, পরিবেশ পরিস্থিতি অনুকূলে আছে। যেন কোনোভাবেই কেউ পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, আশাশুনির আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে। যাতে কেউ এ পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেজন্য সকলে সজাগ থেকে যার যার দায়িত্বে সকল অপরাধ কর্মকাণ্ড শক্ত হাতে দমন করতে হবে। মনে রাখতে হবে অপরাধীরা সব সময় চেষ্টা করবে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাওয়ার। সেজন্য দায়িত্ব কর্তব্যের অবহেলা করা যাবে না। নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে।

পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, সেকেন্ড অফিসার এসআই শাহিনুর রহমান শাহিন, পুলিশ সুপারের সফরসঙ্গী এসআই শ্যামল কুমার, ডিবি পুলিশসহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ০৭ নং ওয়ার্ডে এমপি রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড ইটাগাছা গড়েকান্দা এলাকায় নির্বাচনী পথসভায় পৌর যুবলীগের সভাপতি মোঃ মনোয়ার হোসেন অনু’ র সভাপতিত্বে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মোহিতুল আলম মহি।

সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, আজমির হোসেন ফারিব, বিল্লাল হোসেন, সোহেল রানা, বাপ্পি, শরিফুল, আহাদ, অহেদ, মোজারুল, জাহাঙ্গীর, রুহুল আমিন, মঞ্জু প্রমুখ।

এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এলাকার শতাধিক নারী-পুরুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে ইটাগাছা পূর্বপাড়া,কুখরালী বলফিল্ড ,গড়েরকান্দা ও কর্মকারপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষের উদ্বাস্তু হওয়ার আভাস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিকূল পরিস্থিতিতে জলবায়ু উদ্বাস্তুদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অ্যাডভোকেসি কর্মশালায় আইপিসিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবে। একই সাথে ৪০ শতাংশ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে।

বুধবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনোপস এর সহায়তায় বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ ও উত্তরণ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা অ্যাড. মুনীরুদ্দীন। তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জলবায়ু উদ্বাস্তুরা শহরে এসে বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা। তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পুষ্টিহীনতায় ভুগছে। বস্তিতে স্যানিটেশন সমস্যা প্রকট আকার ধারণ করছে। জলবায়ু উদ্বাস্তুদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরা শহরের ৫টি বস্তিতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও বিকল্প জীবিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় সিনিয়র সাংবাদিক অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, এম কামরুজ্জামান, ফারুক মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী সুজন, গোলাম সরোয়ার, অ্যাড. বদিউজ্জামান, মোশারফ হোসেন, শহিদুল হক রাজু,
আব্দুল জলিল, আবদুস সামাদ, মেহেদী আলী সুজয়, বেলাল হোসেন, আসাদুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ এবং বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি :
একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ এবং বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে সাতক্ষীরায় রাষ্ট্রপ্রতি বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা এ কে এম রেজাউল করিম, সেক্রেটারী প্রভাষক কাজী ওয়েজ কুরনী, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মো: আছাদুল্লাহ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দীনসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে দেশের মানুষ শান্তিপূর্ন সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামীলীগ সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে বিতর্কিত একটি শিক্ষা কারিকুলাম প্রবর্তন করেছে। বইয়ে অশ্লীল ছবি সংযুক্ত করা হয়েছে। ওই বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। দেশের মানুষের দাবি মেনে ৭ জানুয়ারি ১ তরফা নির্বাচন বন্ধ করে সকল দলের রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest