সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সাড়ে ৩ শতাধিক কম্বল বিতরন করা হয়েছে। জেলার আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগরসহ সাত উপজেলার বিভিন্ন স্থানে উক্ত কম্বল বিতরন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এসএসসি ৯৩ এর বন্ধু প্রভাষক মোঃ হাবিবুল্লাহ, ব্যাংক কর্মকর্তা ইলিয়াস ইকবাল, মাসুদার রহমান বাবু, মোফাজ্জেল হোসেন বাবু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, তৌাফকুর রহমান, আসাদ শেখ, সাব্বির হোসেন, হাসানুজ্জামান, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, জিয়াউল হক ডালিম, রমজান আলী, আব্দুল কাইয়ুম, আব্দুল কাদের, কামরুজ্জামান, ইদ্রিস আলীসহ অন্যান্যরা।

আগামীতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ৯৩ এর বন্ধুরা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর আসনে মহাজোট প্রার্থী আশুর লাঙ্গল প্রতীকের প্রচারে কৃষকলীগের লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে মহাজোট প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের প্রচারে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে কৃষকলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার জেলা কৃষকলীগের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল,সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজাউল,পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আনারুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী খান সহ স্থানীয় কৃষকলীগ নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে বিজয়ী করার আহ্বান জানান। ##

২৯.১২.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে না যাবার হুমকিসহ বিভিন্ন নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের একই দলের দোলনা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান। তিনি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরার যুগ্ন জেলা ও দায়ারা জজ ১ম আদালতের বিচারক বরাবর গত ২৭ ডিসেম্বর তারিখে ভিডিও ফুটেজসহ এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ ডিসেম্বর বিকাল ৫ টায় কলারোয়া উপজেলার বাটরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা শেষে ফিরোজ আহমেদ তার নেতা-কর্র্মীদের উদ্দেশ্যে

বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিনে আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের ভোটারগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেনা। তাদের দলের কোন প্রার্থী নেই, তারা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে একটা গ-গোল বাধবে, আমার কর্মীরা যদি দেখে তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য আর একটি ঝামেলা হবে। তার চাইতে তারা কেন্দ্রে যাবেনা, তারা থাকুক, আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি , তাদের কোন ক্ষতি হবেনা। এটাই হলো তাদের জন্য বড় ম্যাসেজ।

এ ব্যাপারে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান জানান, এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়ারা জজ ১ম আদালতে গতকাল ২৮ অক্টোবর তার (সরদার মুজিবের) শুনানি ছিল। তিনি আরো জানান, নির্বাচন আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে প্রতিবেদন যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলায় মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ যে দিকে দু’চোখ যায় হলুদ আর হলুদ যেন এক নয়নাভিরাম দৃশ্য। তার পাশেই ফাঁকা জমিতে শত শত মৌ বক্স। এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে মৌমাছিরা। আর ৬ থেকে ৭ দিন পর পর জমা করা চাক ভেঙ্গে মধু সংগ্রহ করছেন খামারিরা।

গত বছরের তুলনায় সরিষার ফলন ভালো হওয়ায়, মধু সংগ্রহে অধিক লাভে লাভবান হওয়ার মুখ দেখছেন মৌচাষিরা। বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী মাঠ এলাকায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে আসা খামারি নুরুজ্জামান, নুরালি সরদার তাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দেড়শটি মৌ বক্স আছে সপ্তাহে মধু সংগ্রহ করে থাকি এক একটি বক্সে ৩ থেকে ৪ কেজি মধু পায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় মৌ বক্স স্থাপনের সংখ্যা দুই হাজার একশত টি মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন। তার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি আরো বলেন,সরিষার ভালো ফলনের পাশাপাশি মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষিরা। আর মধু আহরণের ফলে যেমন পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাথন্ডা বাজারে এমপি রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সদরের বৈকারী ইউনিয়ন পরিষদের আয়োজনে কাথন্ডা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশারুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল,

সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, বৈকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গায় ট্রাক মার্কা প্রতীক আফছার আলী’র পথসভা

নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা সদর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আফছার আলী’র ট্রাক প্রতীক নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার ও বল্লী এলাকার পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশৌল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

পরে ঝাউডাঙ্গা ও বল্লী বাজারে নির্বাচণী পথসভায় মো. নূর মোহাম্মদের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আফছার আলী।

এ সময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন। সাতক্ষীরাবাসীকে জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করবেন এবং সাতক্ষীরা সদর-২ সংসদীয় আসনকে দেশের অন্যতম মডেল সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলবেন বলে ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, মো. কামরুজ্জামান কামু , সপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইন্জিনিয়ারি সামস্ ইশতিয়াক শোভন, গোলম আযম, আজাহারুল ইসলাম লাভলু, জামাল হোসেন (জামাল) প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর ২৩) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনে উক্ত কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নসিঁড়ির সভাপতি স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজিজুর রহমান পলাশ। এ সময়ে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, নাজরানা কাকলি, রেবেকা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বপ্নসিঁড়ির সদস্যরা সংগঠনের শুরু থেকেই সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বপ্নসিঁড়ির আজ এ ক্ষুদ্র প্রয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যাত্রীবাহি বাস খাদে : আহত ২০

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় মাটিবাহি ডাম্পার ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের পরে বাসটি রাস্তার ধারে খাঁদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার পান্ডের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পথচারী সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙা গ্রামের সুব্রত ম-লের স্ত্রী কৃষ্ণা রানী ম-ল (২৯), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি কলবাজারের আবুল হাসানের মেয়ে কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হাসনা হেনা (১১), একই উপজেলার বাবুলিয়া গ্রামের নিতাই রায়ের স্ত্রী হেমলতা রায় (৫০), একই উপজেলার দেবনগর গ্রামের সোহাগ হোসেন (৫৬), তার ভাই শাকিল আহম্মেদ (৫৪),আশাশুনি উপজেলার মজগুরখালি গ্রামের সুনীল চক্রবর্তীর স্ত্রী মিতা রানী চক্রবর্তী (৪৭),ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়পুর গ্রামের সুমিত হালদারের স্ত্রী স্বরস্বতী হালদার (৭০), তার জামাতা একই গ্রামের উপন্দ্রেনাথ মালাকারের ছেলে নিখিল মালাকারসহ (৫৬) কমপক্ষে ২০ জন।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নিখিল চন্দ্র মালাকার জানান, কয়েকদিন আগে তিনি তার শ্বাশুড়িকে নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন স্থানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য দুপুর ১২টার দিকে খুলনা জিরো পয়েন্ট থেকে বাসে ( খুলনা মেট্রা-জ-১১-০০৬৩) ওঠেন । বাসটি দুপুর সোয়া একটার দিকে কাপাষডাঙা লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব পাশে এসে তাদের বহনকারি বাসের সামনে ধাক্কা মারে । এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে তিনিসহ কমপক্ষে ১৮ জন যাত্রী , ড্যাম্পারের চালক ও এক পথচারী গুরুতর আহত হন। ডাম্পারটিও ১০০ গজ উত্তরে যেয়ে ডান পাশের একটি ডোবায় পড়ে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনায় পড়া ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে বাসের মধ্যে আটকে পড়া দুই যাত্রীকে ক্রেন এনে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ডিবিএন আক্তার মারুফ জানান, কৃষ্ণা ম-লসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

আবুল কাসেম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest