সর্বশেষ সংবাদ-
ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে প্রথম প্রহর সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

১৪ই ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, জেলা ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোওয়ার হোসেন রিপন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা খন্দকার তৌকির রহমান, পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাছির, মুক্তিযোদ্ধা হল শাখাছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারী তৌফিক, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, মেহেদী, শরিফুলসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, স্বাধীনতার ঊষালগ্নে উন্মুখ মানুষ স্বজন হারানোর সেই কালরাত্রির কথা জানতে পেরে শিউরে উঠেছিল। স্থবির হয়ে গিয়েছিল সবকিছু। তখনও উল্লাসে নৃত্যরত নরঘাতকরা। বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। স্বাধীন রাষ্ট্রের জন্ম যেন কিছুতেই সহ্য হচ্ছিল না স্বাধীনতাবিরোধী চক্রের।
আমরা গভীর শ্রদ্ধার সাথে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি। এছাড়া তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৪.১২.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নৌকার পক্ষে সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো:
আশাশুনি সদরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগিদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আওয়ামীগ সরকার জনগনের কল্যাণে নিবেদিত সরকার। সরকার দেশের সকল অসহায় গরীব দুখী মানুষের জন্য ব্যাপক সহযোগিতা দিয়ে আসছেন। এখন গরীব পরিবারকে অভুক্ত, চিকিৎসাহীন, বস্ত্রহীন থাকতে হয়না। গৃহহীন ও ভূমিহীনদের আধা পাকা ঘরে বসবাসের ঠাঁই করে দিয়েছেন। স্বল্প মূল্যে ও ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ করে যাচ্ছেন। মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিয়েছেন।

রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মান ও বিনামূল্যে বই প্রদান করে আসছে। তাই সরকারের কাজের স্বীকৃতি স্বরূপ আবারও নৌকায় ভোট দেওয়া দরকার। তিনি উপকারভোগিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই সরকারি সহায়তা পেয়ে সুখে শান্তিতে বালবাচ্চাদের নিয়ে বসবাস করতে পারছেন। আপনাদের এই সুযোগ সুবিধা অব্যাহত রাখতে এবং আরও সুন্দর পরিবেশে দেশকে গড়ে তুলতে হলে এই শেখ হাসিনা সরকারকে বিজয়ী করতে হবে। তাঁর মনোনীত প্রতিনিধি সাবেক সফর স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি মহোদয়কে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এসময় সকলে সমস্বরে নৌকায় ভোট দিবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে আ’লীগ নেতা আসাদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী বনমালী দাস, উপজোলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী, বদিউজ্জামান মন্টু, মহিদুর রহমান, ইয়াহিয়া ইকবাল, জাকির হোসেন প্রিন্স, তারকচন্দ্র মন্ডল, শাহিনুর রহমান, মারুফা আক্তার, লিংকন, জাহিদুল ইসলাম, সোহাগ হোসেন, গাউসুল আযম, আশরাফুজ্জামান তাজ, জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উপকারভোগি কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ

আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকারভোগি কৃষকদের মাঝে এলএলপি (লো লিট পাম্প) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপকার ভোগি ২২ জন কৃষকের মাঝে ২২ টি সেচযন্ত্র বিতরন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেচযন্ত্র বিতরন করেন। মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষী এ যন্ত্রের মাধ্যমে পানি ব্যবহার করে সেচ কার্যের সুবিধা পেতে পারবে। যা প্রদর্শনী বাস্তবায়ন কাজেও ব্যবহৃত হবে এবং ভূ-উপরস্থ পানির দক্ষতা ব্যবহার নিশ্চিত করার নিমিত্বে উপকারভোগি কৃষকদের সেচের সুযোগ হবে। সেচযন্ত্র বিতরনকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হোটেল মালিক কর্তৃক নারী শ্রমিককে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের আব্বাস হোটেলের মালিক হজরত আলী কর্তৃক এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে ধর্ষণ ও তার কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও জেলা রেস্তোরা হোটেল বেকারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, মফিজুল ইসলাম, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, জেলা হোটেল রেস্তোরা বেকারী শ্রমিক ইউনিয়নের সাধরন সম্পাদক আব্দুস ছালাম বাচ্চু, ফাতেমা খাতুন, রহিমা খাতুন, ভুক্তভোগী বাছিরন নেছা প্রমুখ।

বক্তারা বলেন, গত তিন বছর আগে সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের সুরত আলীর ছেলে হজরত আলী শহরের নিউমার্কেট এলাকায় মেসার্স নিউ আব্বাস হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। তখন থেকে ওই নারী তার হোটেলে রাঁধুনির কাজ শুরু করেন। সারা দিন কাজের সুবাদে হোটেল মালিক হজরত আলী বিভিন্ন সময় তার সাথে কথা বলতেন। একপর্যায়ের তার কুদৃষ্টি পড়ে তার দিকে। তখন তিনি তাকে অনৈতিক প্রস্তাবও দেন। এতে তিনি রাজি না হলে তাকে হজরত আলী বিয়ের প্রলোভন দেখান। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে হজরত তাকে নিয়ে শহরের কামালনগরে বাসা ভাড়া করে সেখানে রাখেন এবং সেখানে যাতায়াত শুরু করে তার সাথে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। এক পর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকলে নানা অজুহাতে হজরত আলী বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরই মধ্যে হজরত আলী ওই নারীর কাছ থাকা ৩ লাখ ২০ হাজার টাকা স্ট্যাম্পে লিখিত করে এক মাসের জন্য ধারও নেন। যখন ওই নারী জোরালোভাবে হজরত আলীকে বিয়ে এবং টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করেন তখন তিনি সব সম্পর্ক অস্বীকার করেন এবং টাকা নেয়নি বলে সাফ জানিয়ে দিয়ে তাকে তার হোটেল থেকে তাড়িয়ে দেন। কোন উপায় না পেয়ে অসহায় ওই নারী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনিসহ তার লোকজন উপস্থিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করলেও তারা কোনো সুরাহা করেননি। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ৩ অক্টোবর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হজরত আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআই সাতক্ষীরাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ছেন। মানববন্ধন থেকে বক্তারা এ সময় লম্পট হজরত আলীর উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।
তবে, এ ব্যাপারে অভিযুক্ত হজরত আলী বিষয়টি অস্বীকার করে জানান, তিনি আগেই ওই নারীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করায় ওই নারী তার নামে এসব মিথ্যা অভিযোগ খাড়া করছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ

কালিগঞ্জ প্রতি‌নিধিঃ
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষনা ও শিক্ষার্থী‌দেরা‌ঝে পুরম্কার বিতরণ করা হয়েছে।(১৩ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আনুষ্ঠা‌নিকভা‌বে বা‌র্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

মাদ্রাসার সুপার মাওঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুশ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ মোহাম্মদ ফারুকের পরিচালনায়ফেল প্রকাশ অনুষ্ঠা‌নে বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা কুতুব উদ্দিন।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওঃ আসাদুজ্জামান, মৌলুভী জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র মন্ত্রী কা‌লিগ‌ঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ এম মনসুর আলী নারী শিক্ষা প্রসা‌রের লক্ষ্যে ১৯৯৬ সা‌লে প্রতিষ্ঠান হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জের যোগদান

কালিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে নবাগত থানার অফিসার ইনচার্জ হিসাবে মোঃ শাহিন যোগদান করেছেন।

(১৩ ডিসেম্বর) বুধবার দুপুরে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানের নিকট থেকে দা‌য়িত্বভার বুঝে নেন।

এর আগে তিনি খুলনার রুপসা থানা থে‌কে বদলী হ‌য়ে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। পরে তি‌নি গনমাধ্যমকর্মীদের সাথে সৌজন‌্য সাক্ষাৎকালে বলেন, আপনাদের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এই থানায় যোগদান করেছি।

পুলিশের সকল কার্যক্রম পরিচালনার জন‌্য আপনাদের সহযোগিতা চাই। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি জনগনের জানমাল নিরাপত্তা রক্ষায় অগ্রনী ভুমিকা রাখতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলার নবাগত ইউএনওকে জেলা ভুমিহীন সমিতির ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার শামীম ভুইয়াকে জেলা ভুমিহীন সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নবাগত নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়াকে ফুলের শুভেচ্ছা জানান জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউসুফ আলী সরদার, স্বপন পান্ডে, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, সাহেদা আক্তার ময়না প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠ‌নিক ভা‌বে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম. রুহুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে (১২ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১০টায় নলতা হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার (এমওডিসি) ডাঃ সাইরিস মেহেরা সেতু, মে‌ডি‌কে‌লে টেকনোল‌জিষ্ট (ইপিআই) শেখ মশিউর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন প্রধান অ‌তি‌থি। তি‌নি আ‌রো ব‌লেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাতকানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাচ্ছা শিশু‌দের সুস্থ্য রাখতে নিজ দায়িত্বে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest