সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদনআহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে নলতায় দিনব্যাপী নানা আয়োজনসাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে ১ ডজন সিদ্ধান্ততালায় ড্রেন পরিস্কার করণের কাজ পরিদর্শনে ইউএনওশ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা: বাদী কৃষকদল নেতাতালায় দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যুসাতক্ষীরায় শিশু আছিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিতসুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলেদলের ভিতরে যারা চাঁদাবাজী ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোন ঠাঁই নাই, -সাবেক এমপি হাবিব

আশাশুনিতে উপকারভোগি কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ

আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকারভোগি কৃষকদের মাঝে এলএলপি (লো লিট পাম্প) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপকার ভোগি ২২ জন কৃষকের মাঝে ২২ টি সেচযন্ত্র বিতরন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেচযন্ত্র বিতরন করেন। মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষী এ যন্ত্রের মাধ্যমে পানি ব্যবহার করে সেচ কার্যের সুবিধা পেতে পারবে। যা প্রদর্শনী বাস্তবায়ন কাজেও ব্যবহৃত হবে এবং ভূ-উপরস্থ পানির দক্ষতা ব্যবহার নিশ্চিত করার নিমিত্বে উপকারভোগি কৃষকদের সেচের সুযোগ হবে। সেচযন্ত্র বিতরনকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হোটেল মালিক কর্তৃক নারী শ্রমিককে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের আব্বাস হোটেলের মালিক হজরত আলী কর্তৃক এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে ধর্ষণ ও তার কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও জেলা রেস্তোরা হোটেল বেকারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, মফিজুল ইসলাম, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, জেলা হোটেল রেস্তোরা বেকারী শ্রমিক ইউনিয়নের সাধরন সম্পাদক আব্দুস ছালাম বাচ্চু, ফাতেমা খাতুন, রহিমা খাতুন, ভুক্তভোগী বাছিরন নেছা প্রমুখ।

বক্তারা বলেন, গত তিন বছর আগে সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের সুরত আলীর ছেলে হজরত আলী শহরের নিউমার্কেট এলাকায় মেসার্স নিউ আব্বাস হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। তখন থেকে ওই নারী তার হোটেলে রাঁধুনির কাজ শুরু করেন। সারা দিন কাজের সুবাদে হোটেল মালিক হজরত আলী বিভিন্ন সময় তার সাথে কথা বলতেন। একপর্যায়ের তার কুদৃষ্টি পড়ে তার দিকে। তখন তিনি তাকে অনৈতিক প্রস্তাবও দেন। এতে তিনি রাজি না হলে তাকে হজরত আলী বিয়ের প্রলোভন দেখান। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে হজরত তাকে নিয়ে শহরের কামালনগরে বাসা ভাড়া করে সেখানে রাখেন এবং সেখানে যাতায়াত শুরু করে তার সাথে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। এক পর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকলে নানা অজুহাতে হজরত আলী বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরই মধ্যে হজরত আলী ওই নারীর কাছ থাকা ৩ লাখ ২০ হাজার টাকা স্ট্যাম্পে লিখিত করে এক মাসের জন্য ধারও নেন। যখন ওই নারী জোরালোভাবে হজরত আলীকে বিয়ে এবং টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করেন তখন তিনি সব সম্পর্ক অস্বীকার করেন এবং টাকা নেয়নি বলে সাফ জানিয়ে দিয়ে তাকে তার হোটেল থেকে তাড়িয়ে দেন। কোন উপায় না পেয়ে অসহায় ওই নারী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনিসহ তার লোকজন উপস্থিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করলেও তারা কোনো সুরাহা করেননি। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ৩ অক্টোবর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হজরত আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআই সাতক্ষীরাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ছেন। মানববন্ধন থেকে বক্তারা এ সময় লম্পট হজরত আলীর উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।
তবে, এ ব্যাপারে অভিযুক্ত হজরত আলী বিষয়টি অস্বীকার করে জানান, তিনি আগেই ওই নারীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করায় ওই নারী তার নামে এসব মিথ্যা অভিযোগ খাড়া করছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ

কালিগঞ্জ প্রতি‌নিধিঃ
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষনা ও শিক্ষার্থী‌দেরা‌ঝে পুরম্কার বিতরণ করা হয়েছে।(১৩ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আনুষ্ঠা‌নিকভা‌বে বা‌র্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

মাদ্রাসার সুপার মাওঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুশ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ মোহাম্মদ ফারুকের পরিচালনায়ফেল প্রকাশ অনুষ্ঠা‌নে বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, আহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা কুতুব উদ্দিন।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওঃ আসাদুজ্জামান, মৌলুভী জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র মন্ত্রী কা‌লিগ‌ঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ এম মনসুর আলী নারী শিক্ষা প্রসা‌রের লক্ষ্যে ১৯৯৬ সা‌লে প্রতিষ্ঠান হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জের যোগদান

কালিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে নবাগত থানার অফিসার ইনচার্জ হিসাবে মোঃ শাহিন যোগদান করেছেন।

(১৩ ডিসেম্বর) বুধবার দুপুরে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানের নিকট থেকে দা‌য়িত্বভার বুঝে নেন।

এর আগে তিনি খুলনার রুপসা থানা থে‌কে বদলী হ‌য়ে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। পরে তি‌নি গনমাধ্যমকর্মীদের সাথে সৌজন‌্য সাক্ষাৎকালে বলেন, আপনাদের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এই থানায় যোগদান করেছি।

পুলিশের সকল কার্যক্রম পরিচালনার জন‌্য আপনাদের সহযোগিতা চাই। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি জনগনের জানমাল নিরাপত্তা রক্ষায় অগ্রনী ভুমিকা রাখতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলার নবাগত ইউএনওকে জেলা ভুমিহীন সমিতির ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার শামীম ভুইয়াকে জেলা ভুমিহীন সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নবাগত নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়াকে ফুলের শুভেচ্ছা জানান জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউসুফ আলী সরদার, স্বপন পান্ডে, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, সাহেদা আক্তার ময়না প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠ‌নিক ভা‌বে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম. রুহুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে (১২ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১০টায় নলতা হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার (এমওডিসি) ডাঃ সাইরিস মেহেরা সেতু, মে‌ডি‌কে‌লে টেকনোল‌জিষ্ট (ইপিআই) শেখ মশিউর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন প্রধান অ‌তি‌থি। তি‌নি আ‌রো ব‌লেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাতকানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাচ্ছা শিশু‌দের সুস্থ্য রাখতে নিজ দায়িত্বে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একাত্তরের রণাঙ্গনের যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার এঁর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩ ডিসেম্বর

কলারোয়া প্রতিনিধি: ১৩ ডিসেম্বর, বুধবার মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার (৮০) এঁর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর (২০২২) আজকের এই দিনে মহান বিজয় দিবসের মাত্র দুই তিন আগে তিনি মৃত্যুবরণ করেন। যাঁদের নিরন্তর লড়াই ও প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদেরই একজন বীর যোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার। যে ডিসেম্বরে যাঁর বীরত্বে আমরা কলারোয়াকে পাক হানাদার মুক্ত করেছিলাম। তিনি আর আমাদের মাঝে নেই। এক বছর পেরিয়ে গেল তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণের মধ্য দিয়ে।

লড়াকু যোদ্ধা আব্দুল গফ্ফার মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া (দক্ষিণ) গ্রামে। তাঁর জন্ম ১৯৪২ সালের ১৩ এপ্রিল। তাঁর পিতার নাম মরহুম তছিরুদ্দিন গাজী। জানা যায়, স্কুল জীবন থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ১৯৫৮ সালে যশোরের শার্শার বাগআঁচড়া হাইস্কুলে পড়াশুনা করাকালীন তিনি ন্যাপ (ভাসানী) করতেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। উত্তাল একাত্তরের মার্চে তিনি যান ঝিকরগাছার লাউজানি এলাকায়।

পরে তিনি ভারতের হাকিমপুর এলাকার স্বরূপদহে যান। ভারতের বসিরহাট সংলগ্ন টাকিতে শাহাজাহান মাস্টারের নেতৃত্বে আড়াই শ’র মতো মুক্তিকামী যোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করেন। একাত্তরের ২৯ মে শুরু হয় রক্তক্ষয়ী ভোমরা সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে প্রায় দুই থেকে আড়াইশ’ পাক সেনা নিহত হয।

ভোমরার এই সাফল্য মুক্তিযোদ্ধাদের মানসিক শক্তি বাড়িয়ে দেয় অনেকখানি। ভোমরার সফল যুদ্ধ শেষে কমান্ডার আব্দুল গফফার ফিরে আসেন কলারোয়ার বালিয়াডাঙ্গায়। সেখানে ১৭ অক্টোবর পাক বাহিনীর সাথে শুরু হয় ভয়াবহ এক সম্মুখ যুদ্ধ। দুই দিন ধরে চলে এ যুদ্ধ। যুদ্ধে অংশ নেন ৩/৪শ’র মতো মুক্তিযোদ্ধা। থেমে থেমে চলে বালিয়াডাঙ্গার এই যুদ্ধ। এই যুদ্ধে মারা যায় অগুনতি পাকসেনা। শহিদ হন ২৯/৩০ জন মুক্তিযোদ্ধা। এরপর সেখান থেকে চন্দনপুর, ইলিশপুর, বাগআচঁড়া, খোরদো, সোনাবাড়িয়া, ঝাঁপাঘাট এলাকায় যুদ্ধ করেন তিনি। একাত্তরের ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার বাহিনী মুক্ত হওয়ার পরও তিনি থেমে থাকেননি। যোগ দিয়েছেন মনিরামপুরসহ একাধিক এলাকা মুক্ত করার সংগ্রাম ও যুদ্ধে। প্রয়াত কমান্ডার আব্দুল গফফারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে কলারোয়ার কোমরপুর এতিমখানায় শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পুত্র এশিয়ান টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দিন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে খ্রীষ্টান এসোসিয়েশন নেতৃবৃন্দে সাক্ষাৎ

আসন্ন শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাৎসহ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সেই সাথে সাতক্ষীরা জেলার সকল উপজেলার খ্রিস্টান সম্প্রদায় যাতে যীশু খ্রিস্টের জন্ম উৎসব শুভ বড়দিন সুষ্ঠু ভাবে পালন করতে পারে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক প্রতিনিধি দলের মাধ্যমে সাতক্ষীরা জেলার সকল খ্রিষ্টধর্ম অবলম্বীদের শুভ বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ এসোসিয়েশন সাতক্ষীরা জেলার সভাপতি মিঃ স্বপন বৈরাগী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিঃ পৌল সাহা, সহ-সভাপতি রেভাঃ প্রদ্যুৎ সরকার-, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী, যুগ্ম সম্পাদক মিঃ উত্তম দাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

১২.১২.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest