সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

ঢাকার ছেলে ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোস্তাফিজহীন মুম্বাইর পরাজয়

চলতি আইপিএল আসরে সর্বশেষ টানা দুই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে ছাড়া মাঠে নামলো মুম্বাই ইন্ডিয়ান্স। তবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টুর্নামেন্টের ৩১তম ম্যাচে জিততে পারলো না রোহিত শর্মার মুম্বাই। ১৪ রানে হার মানলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। জবাবে পুরো ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি মুম্বাই।

১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৪২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫০ করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করে আসে জেপি ডুমিনি ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে।

ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে ২টি করে উইকেট তুলে নেন টিম সাউদি, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারায় স্বাগতিক ব্যাঙ্গালুরু। তবে মানন ভোরার ৩১ বলে ৪৫ ও ব্র্যান্ডন ম্যাককালামের ৩৭ রানে ভর করে ১৬৭ রানের ভালো পুঁজি পায় দলটি। ৩২ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ করেন হার্দিক। ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। এছাড়া মুম্বাইর হয়ে একটি করে উইকেট পান মিচেল ম্যাকক্লেনাঘান, জসপ্রিত বুমরাহ ও মায়নাক মারকান্দে।

এই হারে সাতে নেমে গেল ৮ ম্যাচে ২ জয় ও ৬টিতে হেরে ৪ পয়েন্ট অর্জন করা মুম্বাই। আর ৮ ম্যাচে ৩ জয় ও ৫টিতে হারা ব্যাঙ্গালুরু ৬ পয়েন্ট নিয়ে পাঁচে পৌঁছাল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস। সমান ১২ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দুইয়ে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপেল খাওয়ার ১০টি জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

মিষ্টি স্বাদের জনপ্রিয় একটি ফল আপেল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, এন এ্যাপেল আ ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে। অর্থ, নিয়মিত আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন হয় না। আসলেই কি তাই! সম্প্রতি যুক্তরাষ্ট্র মেডিক্যাল অ্যাসোসিয়েশন এ নিয়ে একটি গবেষণা চালিয়েছে। যেখানে মূলত, খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তা জানতেই এই গবেষণা করা হয়েছিল। এর মধ্যে লাল এবং সবুজ আপেল যথাক্রমে ১২ এবং ১৩তম স্থানে রয়েছে। তো দেখে নেওয়া যাক, আপেলের কোন কোন গুণ আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে।

১.সাদা ঝকঝকে দাঁত
আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয়। তার কারণ, আপেলে কামড় দিয়ে যখন আমরা চিবোতে শুরু করিই, তখন আমাদের মুখের ভিতর লালার সৃষ্টি হয়। এই পদ্ধতিতে দাঁতের কোণা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে। এর ফলে সেই ব্যাকটেরিয়া আর দাঁতের কোনও ক্ষতি করতে পারেনা। তাই বলে, শুধু আপেল খেয়ে দাঁতের যত্ন নিতে যাবেন না যেন! মনে করে, পেস্ট ব্রাশ ব্যবহার করে দাঁতের যত্ন নেবেন।

২.ক্যান্সার দূর করে:
আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপেল খেলে অগ্ন্যাশয়ে ক্যান্সারের সম্ভাবনা প্রায় ২৩% হারে কমে। কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনল থাকে। এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন, যা ট্রিটারপেনয়েডস নামে পরিচিত। এই উপাদানটি লিভার, স্তন এবং কোলোনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাঁধা দেয়। ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউট ইন দ্য ইউ এস- এর গবেষণা থেকে জানা যায় যে, আপেলের মধ্যে যে পরিমাণে ফাইবার থাকে, তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে।

৩.ডায়াবেটিসের সমস্যা কমায়
যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ২৮% কমে যায়। তার কারণ, আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে।

৪.কোলেস্টেরল কমায়
আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে। যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে। আর একবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

৫.হার্ট ভালো রাখে
আগেই বলা হয়েছে যে, আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও, আপেলের খোসার মধ্যে যে ফেনলিক উপাদান থাকে, তা রক্তনালিকার থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এর ফলে হার্টে রক্তচলাচলা স্বাভাবিক থাকতে। ফলে হৃদযন্ত্রের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

৬.গলস্টোন সারাতে সাহায্য করে
পিত্তথলির মধ্যে অতি পরিমাণে কোলেস্টেরল জমে গেলে তখন গলস্টোন হয়। গলস্টোন কমানোর জন্য ডাক্তাররা সব সময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দেন। সেই সঙ্গে গলস্টোন সারাতে ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমানোর পরামর্শ দেওয়া হয়। প্রসঙ্গত, এই সবকটি কাজ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখতে আপেলের কোনও বিকল্প হয় না বললেই চলে।

৭.ডায়ারিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে
আপনি কি সারাদিনে বারে বারে বাথরুমেই যেতে থাকেন? কোনও কিছু খেলেই বাথরুমে দৌড়াতে হয়? আবার এমনও কি হয়, যখন বাথরুমে গেলেন তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয়? অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না। তাহলে এই দুই সমস্যারই একটাই ওষুধ। তা হল, আপেল, যা প্রয়োজন অনুযায়ী বর্জ্য থেকে অতিরিক্ত জল টেনে রাখতে পারে। ফলে একদিকে যেমন অতিরিক্ত বার বাথরুমে যেতে হয় না, তেমনিই হজম শক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।

৮.ওজন কমাতে সাহায্য করে
কত মানুষই তো আছেন, যারা অতিরিক্ত ওজনের কারণে জর্জরিত। আবার শুধুমাত্র এই কারণে, নানারকম রোগও শরীরে বাসা বাঁধতে শুরু করে। এমনকি, ডায়াবেটিস, হাড়ের রোগ কত কিছুই না হয়। তাই সেই সমস্ত রোগকে যদি বিদায় জানাতে চান, তাহলে নিয়ম করে আপেল খান। ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট ভরাতে সাহায্য করে কোনও ক্যালরি ছাড়াই। এর ফলে ওজনও নিয়ন্ত্রণে চলে আসে।

৯.লিভার সুস্থ থাকে
আমরা যা কিছু খাই, তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে। ফলে আমাদের লিভারের ক্ষতি হতে শুরু করে। যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে লিভারকে ১০০ শতাংশ সুস্থ রাখতে পারে আপেল। এটি খুব সহজেই লিভারে জমা হওয়া ক্ষতিকারক উপাদানদের বেরিয়ে যেতে সাহায্য করে।

১০.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা কুয়েরসেটিন নামে পরিচিত। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভাল রাখতে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাজমহল ইজারা দেবে ভারত

মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। সেই তাজমহলকে এবার ইজারা দিতে চাইছে ভারতের ক্ষমতাসীন মোদি প্রশাসন। দেশটির ঐতিহ্য সংরক্ষণকর্মীদের অভিযোগ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলকে বেসরকারি খাতে ইজারা দেয়ার পরিকল্পনা করছে বলে মোদি সরকার।

সম্প্রতি ভারত সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেয়ার একটি প্রকল্প চালু করেছে। তার আওতায় সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল দেখভাল করার জন্য কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মোদি সরকার ঐতিহাসিক স্থাপনা ইজারা দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৯৫টি পর্যটন কেন্দ্র রয়েছে।

ভারতের পর্যটনমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন, সতেরো শতকের নির্মিত দিল্লির রেড ফোর্ড ২৫ কোটি রুপির বিনিময়ে ডালমিয়া ভারত গ্রুপকে ইজারা দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে অন্ধ্রপ্রদেশের একটি দুর্গও রয়েছে।

বেসরকারি খাতে ছেড়ে দেয়ার তালিকায় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃত দুটি ঐতিহাসিক স্থাপনা তাজমহল ও দ্বাদশ শতকের কুতুব মিনারও রয়েছে। রেড ফোর্ড মোগল সম্রাট শাহজাহানের আমলে ১৬৩৯ সালের নির্মিত হয়। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা এটি। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই বক্তব্য দেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইজারার আওতায় এসব কোম্পানি শুধু ঐতিহাসিক স্থাপনার উন্নয়ন কাজ, পর্যটক টানা এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসক্রিমের মধ্যে মরা ইঁদুর, ক্ষতিপূরণ দাবি নারীর!

অনেকে বলে থাকেন, চীনারাই আইসক্রিমের উদ্ভাবক। তবে সম্প্রতি তীব্র গরমে আইসক্রিম খাওয়ার সাধ হয়েছিল চীনের হুয়াইয়ান শহরের বাসিন্দা ইয়াং জিনরু নামে এক নারীর। কিন্তু আইসক্রিমে প্রথম কামড় দেওয়ার পরই তিনি বুঝতে পারেন তার মধ্যে শক্ত কিছু একটা রয়েছে। আরেকটু খাওয়ার পরেই ওই আইসক্রিমের মধ্য থেকেই বেরিয়ে আসে একটি লেজ। ওই নারীর বুঝতে অসুবিধা হয় না যে, ওই আইসক্রিমের মধ্যে ঠিক কী আছে। পরে ওই নারী অভিযোগ করেছেন, তার আইসক্রিমের মধ্যে একটি মরা ইঁদুর ছিল। খবর খালিজ টাইমস।

ইয়াং জানান, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো পোকা রয়েছে আইসক্রিমের মধ্যে। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, আইসক্রিমটির মধ্যে একটি মরা ইঁদুর রয়েছে। ভিডিও করে সেটি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইয়াং জিনরু আইসক্রিমটি নিয়ে দোকানে ফিরে যান। দোকানদার ভুল বুঝতে পেরে প্রায় একডজন আইসক্রিম তাকে দেবেন বলে জানান। কিন্তু ইয়াং সেই প্রস্তাব নাকচ করে দেন। তখন ক্ষতিপূরণ বাবদ ইয়াংকে আট হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত দিতে চান ওই দোকানদার। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়ে ইয়াং বিষয়টি মিটমাট করতে পাঁচ লাখ টাকা দাবি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কদমতলায় অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কদমতলা বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভিজাত ক্যাটারিং সার্ভিসের পরিচালক মো. সালাউদ্দীন রানা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, পৌর কাউন্সিলর শেখ শরিফুদ্দৌলা সাগর, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ম. জামান প্রমুখ।

আলোচনা শেষে সেবার ব্রত নিয়ে পথচলা অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অভিজাত ক্যাটারিং সার্ভিসের আসলাম, লিটন সবুজ সহ সকল সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কলেজ শিক্ষক সমিতির প্রকাশনা সম্পাদক প্রভাষক আরশাদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্যাক্টর শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্যাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭৬৪,খুলনা) মহান মে দিবস উপলক্ষ্যে শহরের নারকেলতলা মোড় হতে র‌্যালি বের করে পুনরায় সেখানে আলোচনাসভায় মিলিত হয়। পরে সেখানে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি আব্দুর রকিব। ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিলন রহমান, সহ-সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সড়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক সেলিম আহমেদ, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, কার্যকারী সদস্য আক্তার হোসেন বাবুল, কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু সিদ্দিক, আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল বিশ্বাস, আইয়ুব আলী, মধুসহ ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। পরে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বেসরকারি বিদ্যুৎ ও পানির লাইন শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি বিদ্যুৎ ও পানির লাইন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। এসময় বক্তব্য রাখেন, রেজাউল ইসলাম, আব্দুল আজিজ, মোঃ জাকির হোসেন, জহুরুল হক সরদার, আরশাদ আলী, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন বাবু, আমজেদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আবুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest