সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাসাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনদেবহাটার বিস্তীর্ণ মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহসাতক্ষীরায় ৪ সংসদীয় আসনের ১০ জনের মনোনয়নপত্র বাতিলসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচনদেবহাটায় পুলিশ সদস্যের অবসরজনিত বিদায়ী সংবর্ধনাদেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতনসাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

কান-এর রানি ঐশ্বরিয়া

এই মধ্য চল্লিশেও যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারেন তিনি। আর তারই প্রমাণ রাখলেন কান-এ তাঁর উপস্থিতির প্রথম দিনেই। কান মাতানো এই বলিউড ডিভা আর কেউ নন, ঐশ্বরিয়া রাই বচ্চন।

গতকাল কানে তাঁর প্রথম দিনে এই ‘কান ভেটেরান’ পরেছিলেন মণীষ অরোরার ডিজাইনকৃত বর্ণিল অফ-শোল্ডার ম্যাক্সি। আর আউটফিটের সাথে মানানসই মেক-আপ করেছিলেন তাঁর স্টাইলিস্ট আস্থা শর্মা।

আজ কানে তাঁর দ্বিতীয় দিনে যেন আবার ঝলসে উঠলেন বলিউড ড্রিম গার্ল। আজ তিনি গায়ে চড়িয়েছেন দুবাইয়ের দুঁদে ফ্যাশন ডিজাইনার মাইকেল সিঙ্কোর ফিশ-কাট গাউন। এই সেই ডিজাইনার যিনি গত বছর তাঁকে স্বপ্নময়ী সিনডারেলা পোশাকে সাজিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, এডিএম অনিন্দিতা রায়, ৩৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, পিপি এড. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন (২), বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ।
জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর মুল্য বৃদ্ধির বিরুদ্ধে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক এবিএম মামুন হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা প্রসঙ্গে, মিথ্যা মামলা ও মামলার হয়রানী রোধে ২০ পিচের নিচে ইয়ারা ধরা পড়লে, ১০০ গ্রামের নিচে গাজা ধরা পড়লে এবং ১০ বোতলের নিচে ফেনসিডিল ধরা পড়লে মামলা না নিয়ে মোবাইল কোর্ট করা, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, আকাশে মেঘ দেখলে ও হালকা ঝড় হলেই বিদ্যুৎ বন্ধ না করা প্রসঙ্গে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শহরে যানজট নিরসনে পাকাপোলের মোড়ে দুই পাশে ও তুফান কোম্পানী মোড় সংলগ্ন ব্রিজের পাশে ট্রাফিক পুলিশ দেওয়া প্রসঙ্গসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী এপ্রিল মাসে মামলা হয়েছে ২শ’৩৩টি এবং মার্চ ২০১৮ মাসে মোট মামলা হয়েছে ২শ’ ১৩টি মামলা হয়েছে। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬০০ মিটার

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর চতুর্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। তাই চতুর্থ স্প্যানটি বসানোর কারণে ৬০০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

আজ রবিবার সকাল পৌনে ৭টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্প্যানের পর চতুর্থ স্প্যানটি বসানোর পর এবার চতুর্থ স্প্যানটি বসানো হলো।

পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনের মাধ্যমে স্প্যানটি নেওয়ার কাজ শুরু হয়।

পদ্মা সেতু প্রকৌশলী সূত্র জানান, পদ্মা সেতুর ২২ পিলারের নকশা জটিলতা ইতোমধ্যেই কেটে গিয়েছে। স্প্যানগুলো পানি থেকে ১২০ ফুটের বেশি উচ্চতায় বসানো হবে।

উল্লেক্ষ, গত ১১ মার্চ পদ্মা সেতুর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় পদ্মা সেতুর ৪৫০ মিটার। স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপরে বসানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন সালমান!

অধিকাংশ ভক্তরা চান- বিয়ে হোক ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের! যারা ভক্ত নন, তারাও স্বীকার করে থাকেন ক্যাটরিনা আর সালমানকে দম্পতি হিসাবে ভালোই মানাবে!

সে শুধুই তাদের ছায়াছবির পর্দায় ধরা দেওয়া রসায়নের জন্য নয়। কেন না, সেই রসায়ন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। সবাই জানেন, এক সময়ে একটা সম্পর্ক ছিল ক্যাটরিনা আর সালমানের। সেটাই জীবন্ত হয়ে ওঠে ছবির চিত্রনাট্যেও।

কিন্তু বলিউড বলছে, সম্পর্কটা আবার নতুন করে প্রাণ পেয়েছে জুটির মধ্যে। যার অন্যতম প্রমাণ সবার সামনেই সালমানের কাপ থেকে ক্যাটরিনার কফি খাওয়া! সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সালমান একটা কফির কাপে এক চুমুক দিয়ে জানতে চেয়েছিলেন ক্যাটরিনার কাছে- তিনি কফি খাবেন না কি! ক্যাটরিনা রাজি হলে একটু ইতস্তত করে সালমান নিজের কাপটাই এগিয়ে দিয়েছিলেন তার দিকে। এরপর ক্যাটরিনার মনোযোগ দিয়ে সেই কাপ থেকে কফি খাওয়ার ভিডিও ভাইরাল হয়।

পাশাপাশি, সালমান আর ক্যাটরিনার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে সোনম কাপুরের বিয়েতে। যেখানে দেখা যাচ্ছে- জ্যাকুলিন ফার্নান্দেজকে সম্পূর্ণ উপেক্ষা করে ক্যাটরিনাকে জড়িয়ে ধরছেন, কথা বলছেন তার সঙ্গে সালমান!

এবার কি তা হলে বিয়ের প্রস্তাব আসছে? এলে কী হবে, বলা মুশকিল! কেন না একবার করণ জোহর জানতে চেয়েছিলেন নায়িকার কাছে- সালমান খান বিয়ের প্রস্তাব দিলে কী করবেন তিনি!

‘এটা অত্যন্ত অন্যায় প্রশ্ন! এটা চিটিং!’ এসব বলে প্রতিবাদ করে শেষ পর্যন্ত জানিয়েছিলেন ক্যাটরিনা- ‘কী বলব এর উত্তরে সালমানকে, সেটা সময়ের উপরে নির্ভর করছে!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রণবীরকে বিয়ে করতে চান আলিয়া ভাট

দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়া ভাটের সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন। সম্প্রতি আর এই জল্পনা আরও বাড়িয়ে দিলেন খোদ আলিয়া। তিনি বললেন, ‘প্রেম নয়, তিনি রণবীরকে বিয়ে করতে চান।’

সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে এখন আর তেমন গোপনীয়তা নেই। ববং নতুন প্রজন্ম সব কিছু প্রকাশ করতেই বেশি পছন্দ করেন। কিন্তু আলিয়ার এই উঁক্তিটি একটু বেশিই যেন বিস্ফোরক। সত্যি নাকি মিথ্যে কিছুই বোঝা যাচ্ছে না।

তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল, ফের বরুণ ধবনের সঙ্গে প্রেম করছেন আলিয়া। কিন্তু সেই গুজব উড়িয়ে দেন আলিয়া। নায়িকার কথায় তার প্রথম প্রেম রণবীর কাপুর। পরিচালক করণ জোহর তার সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেন রণবীরের। তখন ‘রকস্টার’ ছবিটি নিয়ে চারিদিকে রণবীরের প্রশংসা চলছিল।

প্রথম দর্শনেই রণবীরকে ভালো লেগে যায় আলিয়ার। কিন্তু সেসময় ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিল রণবীরের। কিন্তু তাতে নাকি একটুও ভালোলাগা কমেনি আলিয়ার। এদিকে রণবীরের সঙ্গে সোনমের বিয়েতে গিয়ে আরও বেশি লাইমলাইটে চলে এসেছে আলিয়া-রণবীর প্রেমকথা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালোই কেটেছে আয়ারল্যান্ডের ‘প্রথম’ দিন

শুক্রবার টেস্ট অভিষেকের গৌরবোজ্জ্বল অধ্যায় শুরুর অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। কিন্তু দিনভর বৃষ্টিতে মাঠে নামা হয়নি। শনিবার দ্বিতীয় দিন তারা টস জিতে ফিল্ডিং নিয়ে চেপে ধরেছিল পাকিস্তানকে। দেশের ইতিহাসে প্রথম টেস্টের ‘প্রথম’ দিনটা খারাপ যায়নি আইরিশদের।

দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান ৬ উইকেটে ২৬৮ রানে।

টানা দুই বলে পাকিস্তান হারায় দুই ওপেনার আজহার আলী (৪) ও ইমাম-উল-হককে (৭)। বয়েড র‌্যানকিন ও টিম মুরতাঘ অষ্টম ও নবম ওভারে উইকেট ‍দুটি তুলে নেন।

১৩ রানের মধ্যে ২ উইকেট হারালে পাকিস্তানের ব্যাটিংয়ে হাল ধরেন হারিস সোহেল ও আসাদ শফিক। হারিসকে ৩১ রানে আউট করে এই ৫৮ রানের জুটি ভাঙেন স্টুয়ার্ট থম্পসন।

আয়ারল্যান্ডের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়ে চেপে ধরেছিলেন পাকিস্তানকে। ১৫৯ রানে ৫ উইকেট হারায় তারা, চা বিরতির আগে কেবল ৬২ রান করে প্রতিরোধ গড়েছিলেন আসাদ।

তবে শাদাব খান ও ফাহিম আশরাফের একশ ছাড়ানো জুটিতে স্বস্তিতে ফেরে পাকিস্তান। ১০৯ রানের অপরাজিত জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি পেয়েছেন তারা দুজন। আলোর স্বল্পতায় দিন শেষ ঘোষণার আগে শাদাব ৫২ ও ফাহিম ৬১ রানে অপরাজিত খেলছিলেন।

মুরতাঘ, র‌্যানকিন ও থম্পসন দুটি করে উইকেট নিয়েছেন। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল কলকাতা

ইন্দোরে আইপিএলের ৪৪তম ম্যাচে ৩১ রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলতাকার দেওয়া ২৪৫ রানের জবাবে ২১৪ রানে থেমেছে কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। তাড়া করতে গিয়ে ২০ ওভারে ৮ উইকেট খুইয়েছে প্রীতি জিনতার দল। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন লুকেশ রাহুল। আর এর সুবাদে বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে অধিনায়ক রবিচন্দন অশ্বিনের ব্যাট থেকে ৪৫। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ৩টি ও প্রশিদ কৃষ্ণ ২টি উইকেট নেন।

এর আগে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও অধিনায়ক দিনেশ কার্তিকরে ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নতুন রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৪৫ রান তুলে নাইটরা। যা এবারের আসরে ইনিংসে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ। সুনীল নারিন ৭৫ ও দিনেশ কার্তিক ৫০ রান করেন। পাঞ্জাবের হয়ে টাই ৪টি, সরন ও মোহিত শর্মা ১টি করে উইকেট নেন।

এদিকে এ ম্যাচে জিতে ফের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে এসেছে কলকাতা। ১২ ম্যাচ শেষে ৬ জয় ও ৬ হারে তাদের পয়েন্ট ১২। ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে হায়দরাবাদ। দ্বিতীয় স্থানে চেন্নাই। তাদের পয়েন্ট ১৪। আর ১১ ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল স্টুডেন্টস ফোরামের কমিটি গঠন, সভাপতি মামুন॥ সম্পাদক বিপ্লব

ল স্টুডেন্টস ফোরামের ২০১৮-১৯ সালের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ল কলেজের হল রুমে ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নির্বাচিত হয় আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাছিন কবির খান শান্ত, সহ-সভাপতি সোহেলী আক্তার, দেবাশীষ চক্রবর্তী, মোঃ ওবায়দুর রহমান, এস এম ওয়াসিম হায়দার, এস এম মাজহারুল আরাফাত শাওন, যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল আলম, শাহারুননেছা সাথী, এস এম মোস্তাফিজুর রহমান মামুন, মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুধান্য সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নাছরিন নাহার রুমা, সুরঞ্জন ঢালী, দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, সহ-দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক রওনক বাশার, তথ্য প্রযুক্তি সম্পাদক মোছাঃ কামরুন্নাহার কাকুলী, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক প্রবাল কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদক তনুজা পিয়াসী শাওলীন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মীর মাহমুদুর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক ইখতিয়ার উদ্দীন, কার্য নির্বাহীর উপদেষ্টা মোঃ মেহের আলী, কার্যনির্বাহী সদস্য তুহিন পাবেল, কৃষ্ণা চক্রবর্তী, প্রতিমা মন্ডল, মনিকা সরকার, জামিলা খাতুন, তাহামিনা খাতুন, তাসনিম সুলতানা পাপীয়া, এম এম শহীদুল ইসলাম, উমাইয়া সুলতানা, এস এম মামুনুজ্জামান, জাহিদুর রহমান, জহির উদ্দীন, অহিদুর রহমান। নির্বাচনে ফলাফল ঘোষণা করেন ল স্টুডেন্টস উপদেষ্টা ও ল কলেজের প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব পলাশ, ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, সহ-সভাপতি জান্নাতুন নাহার, শেখ মোখলেছুর রহমান, নুর আলী, সাইদুর রহমান, সাইফুর রহমান সহ ল স্টুডেন্টস ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest