সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি

আসছে মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে! তবে তারিখ চূড়ান্ত হলেও সময় ঠিক হয়নি! সবকটি ম্যাচই হবে ভারতের দেরাদুনে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মে ভারতের উদ্দেশে রওনা দেবেন সাকিব-তামিমরা। ৫ জুন প্রথম ম্যাচ দিয়ে গড়াবে সিরিজ। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ হবে ৭ জুন। সিরিজের তৃতীয় ও সবশেষ ম্যাচটি হবে ৯ জুন।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে টাইগাররা। আর ৮৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আফগানরা। আন্ডারডগ হয়েই ক্রিকেটের নব্য শক্তির বিপক্ষে লড়বেন সাকিবরা।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি:

তারিখ দল ম্যাচ ভেন্যু
৫ জুন, ২০১৮ বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি দেরাদুন
৭ জুন, ২০১৮ বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি দেরাদুন
৯ জুন, ২০১৮ বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি দেরাদুন
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা চাতুর্থবারের মত ফরাসি কাপ জিতল নেইমারের পিএসজি

ফরাসি ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ‘ফরাসি কাপ’ জিতল নেইমারের পিএসজি। এই নিয়ে টানা চতুর্থ এবং সবচেয়ে বেশি ১২ বার এই খেতাব জিতল উনাই এমরির শিষ্যরা।

মঙ্গলবার রাতে লেস হারবিয়েরসকে ২-০ ব্যবধানে হারিয়ে এই জয় হাসিল করেছে পিএসজি।

এর আগে ফরাসি লিগ কাপ এবং লিগ ওয়ানের খেতাব জিতেছে উনাই এমরির দল। পিএসজির হয়ে দু’টি গোল করেন জিওভানি লো সেলসো এবং এডিনসন কাভানি। পায়ে অস্ত্রোপচার সেরে মাঠে ফেরার অপেক্ষায় এদিন ডাগ-আউটে উপস্থিত ছিলেন নেইমার। গ্যালারি থেকে সতীর্থদের উৎসাহ দেন পিএসজির সবচেয়ে নামি ফরোয়ার্ড।

শুরু থেকেই লেস হারবিয়েরসের উপর আক্রমণ জারি রেখেছিল উনাই এমরির শিষ্যরা। খেলার প্রথমার্ধে ১০ এবং ২০ মিনিটে পরপর গোল লক্ষ্য করে নেওয়া লো সেলসোর দু’টি শট পোস্টে লেগে ফেরে। কিন্তু ২৬ মিনিটে আর কোন ভুল করেননি সেলসো। থিয়েগোর বাড়ানো বল বাঁপায়ের শটে বিপক্ষের জালে জড়িয়ে দেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এডিনসন কাভানি। ডি-বক্সে বিপক্ষ গোলরক্ষক ফাউল করেন কাভানিকে সেখান থেক স্পট কিকে বল হারবিয়েরসের জালে জড়িয়ে দেন পিএসজির এই উরুগুয়ান স্ট্রাইকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে গরুর খাটাল থেকে ১০ জেব্রা উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় গরুর খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এসময় জোব্রার মালিককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধাররের সময় ১০ জেব্রার মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাতমাইল এলাকার ওই গরুর হাট থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আজ বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শার্শার সাতমাইল গরু হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে পুলিশ। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টনে ভর্তি করে আনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

অবশেষে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি ইরানের উপর পারমাণবিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গরবার দুপুরে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি করা হয়েছে সেটি বজায় থাকলে দেশটি পারমাণবিক শক্তি অর্জন করবে। তিনি বলেন, এ ধরনের চুক্তি কখনোই করা উচিত হয়নি।

তিনি আরও বলেন, ইরান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। লেবাননের হিজবুল্লা, ফিলিস্তিনের হামাস এবং আল-কায়েদাকে ইরান সমর্থন দিচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তির আওতায় ইরান নিজেদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়।

এর বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়া হয়। তবে শুরু থেকে এই চুক্তি নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনি প্রচারণার সময় তিনি ঘোষণা দেন, তিনি ক্ষমতায় গেলে পূর্বসূরি বারাক ওবামার করা এ চুক্তি বাতিল করবেন তিনি।

ট্রাম্প এ চুক্তিকে বাতিল করতে পারেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রব মালি।

তিনি বলেন, ইরানের ভাগ্য এখন ইউরোপীয় নেতাদের হাতে। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পিস-বির্ডিং থিংকট্যাংক। সোমবার রব বলেছিন, ‘একমাত্র ইউরোপের সদস্যই এ চুক্তি বহালে তেহরানকে আশ্বস্ত করতে পারে। আমি মনে করি ট্রাম্প এ চুক্তি থেকে সরে আসতে পারেন।’

এদিকে, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলবে ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এ পদক্ষেপ হবে সবচেয়ে ভালো উপায়। জার্মানির রাজধানী বার্লিনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা পরমাণু সমঝোতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে রক্ষাকবচ ও ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সঠিক উপায়।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেন, ‘আমরা অব্যাহতভাবে বিশ্বাস করি, এই সমঝোতা বিশ্বকে নিরাপদ করেছে এবং পরমাণু চুক্তি ছাড়া বিশ্ব অনেকটা অনিরাপদ হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা সংঘাত ডেকে আনতে পারে। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানান, ইরানের পরমাণু চুক্তির বিষয়ে ট্রাম্পকে বোঝাতে জোর চেষ্টা চালিয়ে গেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

শেষ মুহূর্তে তাদের ওই প্রচেষ্টার ভেস্তে গেল। সোমবার এক টুইটে ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় দুপুর ২টায় তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি অব্যাহত রাখার পক্ষে থাকলেও ভবিষ্যতে দেশটির ‘ব্যালেস্টিক মিসাইল প্রোগ্রাম’র কী হবে তা নিয়ে আলোচনায় রাজি আছে। দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তির বেশ কিছু ধারার মেয়াদ ২০২৫ সাল নাগাদ শেষ হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজস্থানের বিপক্ষে হেরেছে পাঞ্জাব

কী দারুণ বোলিংটাই না করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই! রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে ৩ উইকেট এসেছে শুধু শেষের ওভারেই। প্রতিটি উইকেট নেওয়ার পরে এক কৌতূহলোদ্দীপক দৃশ্যের জন্ম দেন টাই। একটা করে উইকেট নিচ্ছেন আর হাতে বাঁধা আর্মব্যান্ডে চুমু খাচ্ছেন! রহস্যটা কী? পরে জানা গেল মৃত দাদির স্মরণে এই কাজ করেছেন অস্ট্রেলিয়ান পেসার।

দাদিকে হারানোর এমন অশ্রু ঝরা দিনেও বোলিংয়ে গোলা ছোড়ে দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন টাই। কিন্তু জেতাতে পারলেন না দলকে। রাজস্থানের বিপক্ষে আজ তাঁর দল পাঞ্জাব হেরেছে ১৫ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। আজকের হারে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান থেকে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসল রাজস্থান।

টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় রাজস্থান। ওপেনার জস বাটলারের ব্যাটের ওপর ভর করে ১৫৮ রান সংগ্রহ করে তারা। ৫৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮২ রান করেছেন বাটলার।
ওপেনিং জুটিতে আজিঙ্কা রাহানে ও জস বাটলার ২২ বলে করে ৩৭ রান। ব্যক্তিগত ৯ রানে রাহানে আউট হয়ে ফিরে যাওয়ার পরে ওয়ান ডাউনে আসা গৌতম করেন মাত্র ৮। বাটলারের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে সঞ্জু স্যামসন ভালো প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটিতে আসে ৫৩ রান। ১৪.৩ ওভারে দলীয় ১১৭ রানের সময় ব্যক্তিগত ২২ রান করা স্যামসনকে আউট করে ফেরান মুজিব উর রহমান। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের এই আসা যাওয়ার মিছিলটা দেখছিলেন বাটলার। ১৭ তম ওভারে মুজিবের বলেই স্ট্যাম্পিং হয়ে দলীয় ১৩২ রানে ফিরে যান বাটলার। ইংলিশ এই ব্যাটসম্যান ফেরার পর রানের গতিটা আর সেভাবে বাড়াতে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। ফলে ৬ উইকেট হাতে নিয়েও শেষ ২২ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান। টাইয়ের শেষ ওভারেই তারা হারিয়েছে ৩ উইকেট। সব মিলিয়ে ৪ উইকেট পেয়েছেন টাই। আফগানিস্তানের অফ স্পিনার মুজিব নিয়েছেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় পাঞ্জাব। আগের ম্যাচে অপরাজিত ৮৪ রান করা লোকেশ রাহুল আজও ছিলেন ৯৫ রানে নটআউট। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেও। গেইল করেছেন মাত্র ১ রান। রাহুলের ৯৫ রান ছাড়া দুই অঙ্কের ঘরে রান নিতে পেরেছেন কেবল স্টোইনিস। তাও মাত্র ১১ রান। এতেই তো বোঝা যায় পাঞ্জাবের ব্যাটিংয়ের কি করুণ অবস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়ালে নেইমার?

রিয়ালে নেইমার?

কর্তৃক Daily Satkhira

নেইমার দা সিল্ভা স্যান্তোস জুনিয়র, সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার। যিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়।

নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরষ্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরন তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সাথে প্রচুর ভক্ত, মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা।

পেলে নেইমার সম্পর্কে বলেন, “একজন অসাধারণ খেলোয়াড়।” অন্যদিকে রোনালদিনহো বলেন, “নেইমার হবে বিশ্বসেরা।” ২০১৫ সালের ফিফা ব্যালন ডি অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান নেইমার, যেখানে তিনি মেসি ও রোনালদোর পরে তৃতীয় হন। নেইমার সান্তসে (ব্রাজিলীয় ক্লাব) যোগ দেন ২০০৩-এ। বিভিন্ন মর্যাদাক্রম অতিক্রম করে তিনি মূলদলে নিজের যায়গা করে নেন। তিনি সান্তসের হয়ে প্রথম আবির্ভাব করেন ২০০৯ সালে। ২০০৯ সালে তিনি কম্পেনাতো পুলিস্তার শ্রেষ্ঠ যুবা খেলোয়ার নির্বাচিত হন। পরবর্তীতে সান্তসের ২০১০ কম্পেনাতো পুলিস্তা জয়, নেইমারের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া এবং ২০১০ কোপা দো ব্রাজিলে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা পুরষ্কার পান।

গেল বছরের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নেইমারকে দল ভেড়াতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে প্যারিসের এই ক্লাবটিকে। তবুও স্বস্তিতে নেই ক্লাবটি। নেইমারকে দলে নিতে উঠেপড়ে লেগেছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর মধ্যে নতুন খবর, ৩০০ মিলিয়ন ইউরোতে পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। কথাবার্তা নাকি চূড়ান্ত। বিশ্বকাপের আগেই আসবে ঘোষণা।

মার্চে লিগ ওয়ানের ম্যাচে মার্সেরই বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠে বাইরে চলে যান নেইমার। অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন মাঠে ফেরার অপেক্ষায় তিনি। শুক্রবার পৌঁছেছেন প্যারিসে। শনিবার পিএসজি’র জিমে ঘামও ঝরিয়েছেন। তার ওয়ার্ক আউটের ছবি ও ভিডিও ক্লাব কর্তৃপক্ষ প্রকাশও করেছে তাদের টুইটারে।

এদিকে বিশ্বকাপের আগেই নেইমারকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আগামী মৌসুমে নেইমারকে দলে চান তিনি। তার জন্য ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ফ্লোরেন্তিনো।

স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক এদুয়ার্দো ইন্দা বলেছেন, ‘নেইমার আগামী মৌসুমে রিয়ালের হয়ে খেলবে। তার না খেলাটা বিস্ময়করই হবে। নেইমারকে পেতে পিএসজি’র চেয়ে ২০% থেকে ২৫% বেশি খরচ করতে পারে রিয়াল। তার বাবার এজেন্ট পিনি জাভি সবকিছু চূড়ান্ত করে ফেলেছে। বিশ্বকাপের আগে ঘোষণা আসতে পারে।’

ইন্দা আরো জানিয়েছেন, রিয়ালেও নেইমার ১০ নম্বর জার্সিই পেতে পারেন। যেটি বর্তমানে আছে লুকা মদ্রিচের দখলে। সূত্র : নাইজ ডটকম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভবতী হয়ে পড়ায় চটজলদি বিয়ে সারলেন সোনম!

শিখ ধর্মের রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তাঁদের বিয়ের টুকরো সব মুহূর্তে। শুভেচ্ছার বার্তায় ভরছে ট্যুইটার। কিন্তু এমন শুভ দিনে সোনমে শুনতে হল নানান কথা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী।

না কোনও পোশাক নয়! বিয়ের জন্য গালমন্দ শুনত হল নায়িকাকে। মাত্র ১০ সপ্তাহ আগে আকস্মিৎ মৃত্যু হয়েছে শ্রীদেবীর। আর এতো তাড়াতাড়ি সব দুঃখ ভুলে কীভাবে বিয়ের আনন্দে মজলেন কাপুর পরিবার? চারিদিক থেকে ছুটে আসছে এই প্রশ্ন।

তার মাঝেই এক ব্যক্তির জিজ্ঞাসা, ‘সোনম কী প্রেগন্যান্ট? তাই কী চটজলদি সেরে ফেলছেন বিয়ে!’

তবে এসব প্রশ্নের কোনও উত্তর এখনও কাপুর পরিবারের দেননি। সোমবার থেকে শুরু হয়েছে সোনমের বিয়ের জলসা। তারকাখচিত মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান নজর কেড়েছিল সকলের। যার প্রতিটি অনুষ্ঠানে জাহ্নবীর একঝলক পেতেই ভিড় উপচে পড়ে ভক্তদের।

শ্রীদেবীর প্রয়াণের পর কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান। নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন প্রযোজক। কিছু মুহূর্তের জন্য অতীতকে ভুলে সোনমের বিশেষ দিনে হাজির হলেন বনি, খুশি এবং জাহ্নবী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রভাসের প্রতি আনুশকার প্রেম প্রকাশ !

বাহুবলি ব্লকবাস্টার হিট হওয়ার পর প্রভাসের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা নিয়ে আর নতুন করে না বললেও হবে। বাহুবলি করার পর নাকি ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিলেন প্রভাসের কাছে। আর প্রভাসের বিয়ের গুজব তো নিত্যদিনই শোনা যায়।

কখনও রাশি সিমেন্টের মালিকের নাতনি তো কখনও চিরঞ্জিবীর ভাইঝি। যদিও এখনও পর্যন্ত এসব খবরই গুজবে বলেই জানা গেছে। তবে যে যাই বলুক না কেন বাহুবলী প্রভাস ও দেবসেনা আনুশকার রসায়ন কিন্তু অল টাইম হিট। সে তাঁরা যতই নিজেদের শুধু ভালো বলে দাবি করুন না কেন।

এদিকে সম্প্রতি, আবুধাবিতে ‘সাহো’ শ্যুটিংয়ে বাইকে চড়া অবস্থায় প্রভাসের ছবি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, বাহুবলী তারকা নাকি এই ছবির সমস্ত ভয়ঙ্কর স্টান্টই জীবনেরঝুঁকি নিয়ে নিজেই করছেন। তার জন্য কোনওরকম বডি ডাবল নিতে নারাজ প্রভাস।

‘বলিউড লাইফ’ সূত্রে জানা গেছে, প্রভাসের এই সিদ্ধান্তের কথা শুনেই নাকি দুবাইতে ‘সাহো’র শ্যুটিং স্পটে হাজির হয়েছিলেন আনুশকা শেঠি। বিশেষ বন্ধু প্রভাসকে তাঁর পরামর্শ, কোনওভাবেই তিনি যেন জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট না করেন। প্রভাসের কোনও রকম ক্ষতি তিনি মানতে পারবেন না। আর প্রভাসের প্রতি আনুশকার এতটা সচেতনতার কথা দেখে যে কোনও কারোরই প্রভাস-আনুশকার মধ্যে বিশেষ রসায়নের গন্ধ পাওয়া স্বাভাবিক নয় কি?

প্রসঙ্গত, প্রভাস-আনুশকা জুটির ভক্তরা প্রায় সকলেই তাঁদেরকে ফের একসঙ্গে দেখতে চাইছেন। ফের কবে তাঁরা একসঙ্গে অভিনয় করেন এখন সেটাই দেখার। এদিকে দুবাইতে প্রভাসের সঙ্গে দেখা করে ফেরার পর আনুশকা কেদারনাথে বেড়াতে যাচ্ছেন। এমনটাই জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest