সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালন

ঢাকায় সাতক্ষীরা সমিতির উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের মিলন সন্ধ্যা

তোষিকে কাইফু: আজ শুক্রবার সন্ধ্যায় পশ্চিম পান্থপথ কে পি আর রেস্টুরেন্টে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা কর্তৃক সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী পরিষদের মিলন সন্ধ্যা অনুষ্ঠত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমিতির প্রধান উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।

সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন বি আরের সাবেক চেয়ারম্যান অাব্দুল মজিদ,মাহমুদা খানম পাপড়ী,প্রকৌশলী অাব্দুল কাসেম,অাব্দুল অাজিজ,শেখ নজরুল ইসলাম,ডা. আব্দুল জলিল, এ্যাড. সরোয়ার অায়েনউদ্দিন অাহমেদ ও তারেক উদ্দীন।সমিতির সাধারণ সম্পাদক এ্যাড শহিদুল হকের সঞ্চলনায় এবং সভাপতি রেজোয়ান খান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ইকবাল মাসুদ, ডা.রুবি খানমসহ সাতক্ষিরা জেলা সমিতি ঢাকার সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

অালোচনায় বক্তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন উন্নয়ন এবং সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মানোন্নয়ন সহ মোট ১৪ দফা পরিকল্পনা তুলে ধরেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রীতি জিনতার সঙ্গে শেবাগের তুমুল ঝগড়া!

কাঠখোট্টা আর স্পষ্টভাষী হিসেবে সুনাম আর দুর্নাম দুটোই আছে ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগের। তার ব্যাটিংয়ের মতোই যেন বিধ্বংসী তার কথা বলা। সেই কথাতেই কি এবার লেগে গেল কিংস ইলেভেন পাঞ্জাম মালিক বলিউড তারকা প্রীতি জিনতার সঙ্গে? পাঞ্জাব ফ্রাঞ্চাইজির সূত্রের দাবি, দলের হার একদম হজম করতে পারেন না। দল হারলে তার হতাশা বেশিরভাগ ক্ষেত্রে এসে পড়ে টিমের কারও উপর।

প্রীতি জিনতার এই রাগ নতুন কিছু নয়। ২০১৬ সালে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটিতেও জড়িয়েছিলেন বলিউড নায়িকা। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। অভিযোগ ওঠে, বাঙ্গারকে নাকি প্রকাশ্যে চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দিয়েছিলেন দলের মালিক। বাঙ্গারের পর এবার বীরেন্দ্র শেবাগ। জানা গেছে, রাজস্থানের বিপক্ষে হারের পর শেবাগের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তোলেন প্রীতি। দলে করুণ নায়ার, মনোজ তিওয়ারির মতো স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তিন নম্বরে অশ্বিনকে নামানোর সিদ্ধান্ত কেন নিলেন শেবাগ?

তবে পাঞ্জাবের অনেকেই বলছেন, এর আগেও অনেকবার শেবাগের কাজে হস্তক্ষেপ করেছেন প্রীতি। শেবাগ নাকি সেটা ভালোভাবে নেননি। পাঞ্জাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অশ্বিন ০ রানে ফিরে আসার পরই প্রীতি রাগে গজগজ করতে থাকেন। তার পর শেবাগের দিকে তেড়ে গিয়ে বলেন, পরিস্থিতি অনুযায়ী তখন অশ্বিনকে নামানোর সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ছিল। রাজস্থানের বিপক্ষে মাত্র ১৫৮ রান তুলতে পারেনি পাঞ্জাব। তার জন্য প্রীতি বারবার শেবাগকেই দায়ী করতে থাকেন। শেবাগ প্রথমে তাকে নিজের স্ট্রাটেজি বোঝানোর চেষ্টা করে। কিন্তু প্রীতি ক্রমশ উত্তেজিত হয়ে পড়লে শেবাগ নিজেকে সরিয়ে নেন।’

পাঞ্জাবের কেউ কেউ বলছেন, শেবাগের সঙ্গে প্রীতির কথা কাটাকাটি এই প্রথম নয়। এর আগেও এমন ব্যাপার বহুবার হয়েছে। তাদের আরও দাবি, শেবাগ ঘনিষ্ঠমহলে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, ক্রিকেটীয় মস্তষ্কের প্রসঙ্গ উঠলে তিনি অনেকের থেকে অনেকটা এগিয়ে। তাই মাঠের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি কারও পরামর্শ গ্রহণ করবেন না। এদিকে, প্রীতির সমর্থনে দলের অন্য মালিকদের বক্তব্য, বলিউড নায়িকা শেবাগের সঙ্গে স্রেফ হারের কারণ নিয়ে আলোচনা করছিলেন। এসময় উত্তেজনাকর কোনো ঘটনা ঘটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে স্পেসএক্সের সর্বাধুনিক রকেট পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বেসরকারি নভোযান নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর ‘ফ্যালকন ৯ ব্লক ৫’ রকেট থেকে গত রাতেই মহাকাশের দিকে রওনা হওয়ার কথা ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের। ‘ফ্যালকন ৯’ রকেটের সবচেয়ে বড় ক্রেতা হলো মহাকাশ গবেষণাবিষয়ক মার্কিন সংস্থা ‘নাসা’। কিন্তু বাংলাদেশ কিভাবে ‘ফ্যালকন ৯ ব্লক ৫’ অত্যাধুনিক রকেটের প্রথম ক্রেতা হলো, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মহাকাশবিষয়ক মার্কিন গণমাধ্যম ‘স্পেস নিউজ’কে জয় বলেন, ‘সত্যি বলতে কি, এটা ঘটে গেছে। মূলত এটা স্পেসএক্সের প্রস্তাব ছিল। আমরা কেবল তাতে রাজি হয়েছি।’

স্পেসএক্সের রকেটের নাম ‘ফ্যালকন ৯’। এই রকেটের সর্বশেষ আধুনিক সংস্করণ হলো ‘ফ্যালকন ৯ ব্লক ৫’। এই রকেট বেছে নেওয়ার নেপথ্যের গল্প শোনাতে গিয়ে জয় বলেন, ‘স্যাটেলাইট উেক্ষপণের জন্য বিটিআরসি দরপত্র আহ্বান করে। তাতে থেলস আরিয়ান ৫ রকেট পছন্দের তালিকায় সবার ওপরে ছিল। দ্বিতীয় পছন্দে ছিল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট।’

জয় বলেন, ‘বাংলাদেশের চাওয়া ছিল, নির্দিষ্ট সময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপন করতে হবে। মূলত এই সময়সীমাই স্পেসএক্সকে সুযোগ করে দেয়। কারণ আরিয়ান স্পেস প্রত্যাশিত সময়ে (২০১৭ সালের ১৬ ডিসেম্বর) স্যাটেলাইট উেক্ষপণের নিশ্চয়তা দিতে পারেনি।’

আরিয়ান স্পেসের রকেটটি মূলত দুটি স্যাটেলাইট বহন করতে পারে। একটি ওপরের অংশে এবং ছোট একটি নিচের অংশে। এই দুটি অংশে একসঙ্গে দুটি স্যাটেলাইট পাঠানো গেলে খরচ কম পড়ে। কিন্তু দুটি স্যাটেলাইট সমন্বয় করে পাঠাতে গেলে বাংলাদেশ ছাড়া আরো একজন ক্রেতা প্রয়োজন, যা সময়ের ব্যাপার।

সজীব ওয়াজেদ বলেন, ‘আকৃতির কারণে আমাদের স্যাটেলাইটটি আরিয়ান-৫ রকেটের নিচের অংশের জন্য উপযুক্ত। সে ক্ষেত্রে তারা সময়ের ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিতে পারছিল না। ওই অবস্থায় আমরা যখন বিকল্প খোঁজ করছিলাম, তখন স্পেসএক্স আমাদের সামনে ফ্যালকন-৯ ব্লক-৫ রকেটের প্রস্তাব দেয়। আমরা তাতে রাজি হয়ে যাই।’ সূত্র : স্পেস নিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিকশায় ঘুরলেন রাষ্ট্রপতি

একদিনের সফরে কিশোরগঞ্জ গিয়ে রিকশায় চড়ে মিঠামইন বাজার ঘুরলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি রিকশায় চড়ে উপজেলা পরিষদ ডাক বাংলোতে যান। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি জুম্মার নামাজ পড়েন বাড়ির মসজিদে। নামাজের পর বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, তাঁর সরকার এ ধরনের অপরাধ কোনভাবেই বরদাশত করবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের ছাত্রদের বলবো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ভাংচুর করা চলবে না। ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর করবে এটা আমি বরদাশত করবো না।

তিনি বলেন, কারণ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন থাকলেও সেগুলো চালাতে সকল খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, যদি কেউ ভাংচুর করে, সেখানে আমার কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি নির্দেশ রয়েছে- সে দলের হোক, আর যেই হোক কাউকে ছাড়া হবে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল কাদের, ছাত্রলীগের সহ সভাপতি এবং নতুন কমিটি নির্বাচনে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন, সম্মেলন আয়োজক উপকমিটির আহবায়ক ছাত্রলীগ সহসভাপতি কাজী এনায়েত হোসেন, অভ্যর্থনা উপকমিটির আহবায়ক ইমতিয়াজ বুলবুল বাপ্পি অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সংঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন। দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এ সময় দলীয় পতাকা ওড়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পঞ্চম গোল্ডেন শু’র পথে মেসি

দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আর তারই জের ধরে ইউরোপীয় লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পঞ্চমবারের মতো গোল্ডেন শু পেতে যাচ্ছেন তিনি।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে ভিলারিয়ালের বিপক্ষে একটি গোল করে গোল্ডেন শু জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন মেসি। ভিলারিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে এক গোল করে চলতি মৌসুমে স্প্যানিশ লিগে মোট ৩৪ গোল হলো বার্সা তারকার।

লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসির ‘পিচিচি ট্রফি’ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা এল ক্লাসিকোয় ইনজুরিতে পড়া রোনালদোর গোল মাত্র ২৫। চলতি লা লিগায় রোনালদোর ফেরার সম্ভাবনা না থাকায় ‘পিচিচি ট্রফি’ নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ নেই।

ইউরোপীয় গোল্ডেন শু জয়ের তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বি লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহর গোল ৩১টি। প্রিমিয়ার লিগে আর মাত্র এক ম্যাচ খেলার সুযোগ আছে সালাহর। অন্যদিকে মেসির হাতে আছে আরও ২ ম্যাচ।

তালিকায় তৃতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির গোলসংখ্যা ২৯। তার হাতেও আছে মাত্র ১ ম্যাচ। সমান গোল নিয়ে চার নম্বরে আছেন লাৎসিও তারকা চিরো ইমোবিল। তবে তার হাতে আছে আরও দুই ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্নস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্নস্থানে মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বর্জন করেছিলেন- ত্রিপুরার সেই মুখ্যমন্ত্রী

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একের পর এক বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার দাবি করেছেন, রবীন্দ্রনাথ নোবেল বর্জন করেছিলেন।

ব্রিটিশ সরকার ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে সম্মানসূচক ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ খেতাব প্রত্যাখান করলেও নোবেল পুরস্কার বর্জন করেননি।

সম্প্রতি ত্রিপুরার উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে বিপ্লব দেব বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বখ্যাত কবি হয়েও তৎকালীন ইংরেজ সরকারের বিরোধিতা করে নোবেল পুরস্কার বর্জন করেছিলেন!

ক্ষমতাগ্রহণের পর থেকেই একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির এ নেতা। এর আগে তিনি যেসব বক্তব্য দিয়ে আলোচনার ঝড় তোলেন তার কয়েকটি হল:

-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হাসপাতালে গিয়ে মস্তিষ্কের চিকিৎসা নেয়া উচিত।
-চাকরির জন্য রাজনীতিবিদদের পিছনে না দৌড়ে যুবকদের পানের দোকান খোলা ও গরুর দুধ বিক্রি করা উচিত।
-ভারতীয় নারী ডায়না হেডেন ১৯৯৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জিতলেও তিনি সেটির যোগ্য ছিলেন না।
-মহাভারতের যুগ থেকেই ভারতে ইন্টারনেটের প্রচলন ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest