সর্বশেষ সংবাদ-
নির্বাচনীয় জনসভায় বক্তব্য চলাকালিন সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এমপি হাবিবসাতক্ষীরায় বিশ্বখাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শণে জেলা প্রশাসকসাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারে নগদ অর্থ সহায়তাসাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য সুনীল ব্যানার্জীর স্ত্রীর মৃত্যুতে প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারী গ্রেফতারকালিগঞ্জে গোয়াল ঘেসিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমীরHogyan kezdhetsz el játszani a betmatch kaszinó platformján még maসেতু-রাস্তাঘাট-শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন – হাবিবুল ইসলামইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে: মুহা: আব্দুল খালেক

সাতক্ষীরা মেডিকেলে নিয়োগ দুর্নীতি ঢাকতে বিএনপির নেতার সভাপতিত্বে মানববন্ধন!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতার নেতৃত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল নিয়োগে দুর্নীতি ঢাকতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউট সোর্সিং পদ্ধতিতে ঠিকাদার কর্তৃক নিয়োজিত কর্মচারীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান বাদশা। গত কয়েকদিন পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিস্কার করা হলেও সদর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম বলেছিলেন, “ইউনিয়ন সভাপতি কোনভাবেই সেক্রেটারিকে বহিস্কার করতে পারেন না। এছাড়া তিনি সদর উপজেলা বিএনপির সদস্যও।”
এসময় তিনি স্থানীয় এমপিসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও পিমা এসোসিয়েট লিমিটের এর এম.ডি ও বরিশাল জেলা বিএনপির সদস্য লোয়ারের ভূয়শী প্রশংসা করে বলেন, তারা আমাদের একটি চাকরি দিয়েছেন। তাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে ফল ভালো হবে না। এছাড়া আউট সোর্সিংয়ে কর্মরত আলমগীর হোসেন বলেন, “ঠিকাদার দুলাল বিএনপির করলেও তিনি তো বাংলাদেশের মানুষ। তাহলে সমস্যা কোথায়?”
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, “জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি কওছার আলী, মোমিন হাওলাদার, সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম, মেডিকেল কলেজের প্যাথলোজিস্ট সুব্রত কুমার দাস, সহকারী মোঃ আশরাফুল ইসলাম ঝড়–, জেলা নার্সিং এসোসিয়েশনের পক্ষ থেকে সেলিনা বেগম, স্টোর কিপার আহছান হাবিব, আউট সোর্সিংয়ে কর্মরত মোখলেছুর রহমান, অনিমেশ প্রমুখ। এছাড়াও মানববন্ধনের সমর্থন জানিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ প্রবীর কুমারসহ কয়েকজন ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারিরা যোগদেন মানববন্ধনে।
উল্লেখ্য, ১৩ মে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আউট সোর্সিং ঠিকাদার ও জনবল নিয়োগে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সচেতন সাতক্ষীরাবাসী। এঘটনায় দুর্নীতিবাজদের বাঁচাতে ১৪ মে ওই মানববন্ধনও মিছিলের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সফল উৎক্ষেপনে পৌর তাঁতী লীগের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সফল উৎক্ষেপনও মহাকাশে ৫৭ তম দেশ হিসেবে স্থান পাওয়ায় বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল সোমবার বিকাল ৫টায় শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স এর সামনে হতে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জর্জ কোর্ট এলাকায় এক সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

উক্ত পথ সভায় পৌর তাঁতী লীগের সভাপতি নূর জাহান সাদিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, পৌর তাঁতী লীগের সহ-সভাপতি কাজী ওবায়েদ, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন ইমাম, সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কুমার সানা, তাঁতী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, শেখ শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের, যুবলীগ নেতা নূর ইসলাম, ৮নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি আকাশ, পৌর ১নং ওয়ার্ড তাঁতী লীগ সভাপতি মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, ৫নং ওয়ার্ড তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেওয়ার হোসেন সহ সকল ওয়ার্ড শাখার তাঁতী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন মুক্তিযোদ্ধা স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, তার প্রমাণ জননেত্রী শেখ হাসিনা। মহাকাশে বিজয় করায় আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে হিসেবে বিজয়ের জন্য এখন হতে মানুষের দ্বারে ভোট প্রার্থনার আহবান করার দাবী জানিয়ে পথসভা শেষ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার পারুলিয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন

দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বিকাল সাড়ে ৩ টায় মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোসলেহউদ্দীন মুকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুস গাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, পারুলিয়া জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, এসএমসির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার পল্লীতে শ^শুর ও দেবরদের হাতে গৃহবধু আহত

দেবহাটা ব্যুরো : দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে শ^শুর ও দেবরদের প্রহারে গৃহবধু মারাত্মক আহত হয়েছে। তাকে মূমুর্ষ অবস্থায় সখিপুরস্থ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার চরশ্রীপুর গ্রামের ফজর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) জানান, বসতঘর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার বিকালে ও সোমবার সকালে তার স্বামীর অনুপস্থিতিতে শ^শুর ইউসুফ গাজী (৫০) ও ২ দেবর জাকির হোসেন ও কওসার আলী এবং তার শ^ামুড়ী চায়না বেগম তাকে বেধড়ক মারপিট করে। তিনি জানান, তার ২ ছেলে বিল্লাহ ও জাহিদ বাইরে ইট ভাটার চিমনি বানানোর কাজ করে। সেই সুযোগে তার শ^শুর গং একত্রে মিলে তাকে রবিবার বিকালে মারপিট করে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। সারারাত তিনি ব্যাথায় চিৎকার করলেও কেউ তাকে সাহায্যে এগিয়ে আসেনি। বরং সোমবার সকালে তার ছেলেরা বাড়িতে আসলে তাদের সামনে তাকে মারপিট করলে তারা বাধা দিলে তাদেরকও মারপিট করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সখিপুরস্থ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৩০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ৩০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা রোভারের ব্যবস্থাপনায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটে ১০ থেকে ১৪ মে ৫ দিনব্যাপী কোর্স সোমবার বিকালে সার্টিফিকেট প্রদানের মধ্যদিয়ে শেষ হয়। এর আগে রবিবার রাতে কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। কোর্স লিডার সৈয়দ আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহাতাবু জলসা উপভোগ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খান। কোর্সের প্রশিক্ষক ছিলেন প্রফেসর কবির আহম্মেদ আকন্দ, এ এস এম আব্দুর রশীদ, এস এম আসাদুজ্জামান, মোঃ ইয়াছিন আলী, মোঃ ইমদাদুল হক, মোঃ জাহিদ হাসান, অংকর কুমার মন্ডল, ফাতেমাতুজ জোহরা, তৃপ্তি রানী। কোর্সে মোট ৪২ জন প্রশিক্ষক অংশ গ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রোভার স্কাউট সারা বিশ্ব ব্যাপী একটি সেবা মুলক সংগঠন। রোভার স্কাউট করার মাধ্যমে নিজেকে সহজে জানা যায়। প্রতিকুল প্ররিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শেখা যায়। বর্তমানে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটসের দল আছে। আর যে সকল প্রতিষ্ঠানে রোভার স্কাউটসের দল নেই তাদের প্রতিষ্ঠানে ফিরে যেয়ে দল খোলার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় সদস্যদের না জানিয়ে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় লাবসা ইউনিয়নের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান থাকার পরও অবৈধভাবে অন্য মেম্বরকে প্যানেল চেয়ারম্যান ঘোষণার অভিযোগ অভিযোগ উঠেছে।
এঘটনায় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মধ্যে তীব্রক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিগত ২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর প্রথম সভায় সকল ইউপি সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন ও রেজুলেশনের মাধ্যমে গোলাম কিবরিয়া বাবুকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়। তারপর থেকে দীর্ঘদিন সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ৪৯ লক্ষ ৪৪ হাজার ৬ শত ১১ টাকার প্রকল্পে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলীমের সাথে বিরোধ বাধে প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবুর। এঘটনায় মানববন্ধন, সমাবেশ এবং আদালতে মামলাও দায়ের করা হয়। বর্তমানে মামলা দুদকে তদান্তধীন রয়েছে। এতে ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম প্যানেল চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এর জের ধরে গত ১৩ মে’১৮ লাবসা ইউনিয়নের রাজনগরে বেতনা নদীর উপর নব-নির্মিত ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। সেখানে ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নানকে অবৈধভাবে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। অথচ এখনো পর্যন্ত লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু এমনটিই দাবি করেছেন ইউপি সদস্যরা। অথচ নিয়ম রয়েছে পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। কিন্তু দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগিরা নির্বাচিত প্যানেল চেয়ারম্যান থাকা সত্বেও সম্পূর্ণ অবৈধভাবেই হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন কয়েকজন ইউপি সদস্য।
এঘটনায় ৯নং ওয়ার্ডের মেম্বর মনিরুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের সকলের মতামতের ভিত্তিতেই গোলাম কিবরিয়া বাবুকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছিলো। কিন্তু সম্প্রতি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করায় বাবুর পরিবর্তে ইচ্ছামত হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
৪নং ওয়ার্ডের মেম্বর আসাদুল ইসলাম বলেন, হান্নান অবৈধ প্যানেল চেয়ারম্যান। কারণ আমার ভোটের মাধ্যমে বাবুকে প্যানেল চেয়ারম্যান বানিয়েছিলাম। ইচ্ছা করলেই এভাবে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন করা যায় না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
৫নং ওয়ার্ডের মেম্বর কাজী মনিরুল ইসলাম বলেন, আমার জানামতে প্যানেল চেয়ারম্যান বাবু। কিন্তু হান্নানের প্যানেল চেয়ারম্যান হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।
৭নং ওয়ার্ডের মেম্বর জামির হোসেন বলেন, এটা খুব দু:খ জনক ঘটনা। আমাদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু। ইচ্ছামত কেউ হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দিলে আমরা তা মানবো না।
৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর ফেরদৌসী ইসলাম মিষ্টি বলেন, এ বিষয়ে আমার কিছু জানানেই।
১নংওয়ার্ডে মেম্বর রাম প্রসাদ বলেন, আমার জানামতে বাবুই প্যানেল চেয়ারম্যান। কিন্তু হান্নানের বিষয়ে আমার কিছু জানানেই।
৩নং ওয়ার্ডের মেম্বর আরিজুল ইসলাম, আমার জানামতে বাবুই প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু।
২নং ওয়ার্ডের মেম্বর সাঈদআলী সরদার বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে বাবুকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করেছিলাম। তিনিই প্যানেল চেয়ারম্যান। হান্নান কে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ।
১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বর মাসুদা বেগম বলেন, ১৩ মে বীজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে গিয়ে জানতে পারলাম হান্নান প্যানেল চেয়ারম্যান। এর আগে জানতাম বাবু প্যানেল চেয়ারম্যান।
৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, বাবু ছিলো। এখন হান্নান। রেজুলেশনের মাধ্যমে হান্নানকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। সেটি এমপি সাহেব অনুমোদন দিয়েছেন। এর বেশি মোবাইলে বলা সম্ভব না বলে এড়িয়ে যান তিনি।
এবিষয়ে প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার যখন উন্নয়নের আগ্রযাত্রায়। ঠিক তখনই ১৩নং লাবসা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ৪৯ লক্ষ ৪৪ হাজার ৬শত ১১টাকা আত্মসাত করে। এঘটনায় বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসেবে চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করি এবং সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি দুদকে তদন্তাধীন রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে দুর্নীতিবাজ চেয়ারম্যান আব্দুল আলিম অবৈধভাবে হান্নানকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। যা সংবিধান অনুযায়ী অবৈধ ও নিয়ম বহিূর্ভত। এবিষয়ে কোন ইউপি সদস্য চেয়ারম্যানকে সমর্থনকে করেনি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

কে এম রেজাউল ইসলাম, দেবহাটা ব্যুরো : দেবহাটার পল্লীতে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে দেবহাটা থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ধর্ষিতা ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর নাংলা গ্রামের মৃত শহিদুল্লা গাজীর ছেলে রাশিদুল ইসলাম (৩৭) এর নাংলা বাজারে একটি কসমেটিকসের দোকান আছে। গত ৫ মে সকাল সাড়ে ৮ টার দিকে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার পথে রাশিদুল তাকে প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে নিয়ে ধর্ষন করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার স্থানীয় লোকজনের মাধ্যমে রাশিদুল মিমাংসার চেষ্টা করে। কিন্তু বিষয়টি মিমাংসা না হওয়ায় ওই ছাত্রীর পিতা আলতাফ হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৫। ধর্ষিতা ঐ ছাত্রীকে পুলিশ উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চা-কফি পানের নানা দিক
স্বাস্থ্য ও ডেস্ক: শরীরকে চাঙ্গা রাখতে পৃথিবী জুড়ে প্রচলিত বিভিন্ন পানীয় রয়েছে; যার মধ্যে মানুষ দুই ধরনের পানীয় বেশি পছন্দ করেন। এ দুটি হলো চা এবং কফি। সকালের নাস্তায় কিংবা বিকালে কাজের ফাঁকে অনেকেই বেশ পছন্দ করে থাকে এক কাপ চা কিংবা কফি। এটা অনেকেরই প্রতিদিনের অভ্যাস। চা বা কফি পানের যেমন অনেক উপকারিতা রয়েছে তেমনি সঠিক সময়ে বা উপায়ে গ্রহণ না করলে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। দিনে ২-৩ বার চা বা কফি পরিমিত পরিমাণে গ্রহণ করা যেতে পারে। চা বা কফিতে রয়েছে ক্যাফেইন। ক্যাফেইন এমন এক ধরনের উদ্দীপক উপাদান যা শরীরের বিপাকক্রিয়া বৃদ্ধি করে। দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ ক্যাফেইন গ্রহণ করলে ক্লান্তি দূর হয়ে শরীরের একঘেয়েমি কাটিয়ে কর্ম ক্ষেত্রে থাকা যাবে উজ্জীবিত। চা পানে শরীর-মন সতেজ থাকবে এটি একটি সাধারণ বিষয়। তবে এগুলো ছাড়াও চায়ের অনেক স্বাস্থ্যগত উপকার রয়েছে। চা পানের কারণে মূত্রথলির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সারসহ সব ধরনের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে আসে। এ ছাড়া গ্রীনটি পানে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। ব্ল্যাকটি পানের কারণে শরীরের অবসাদ দূর হয়।
তবে অতিরিক্ত চা কিংবা কফি পানে শরীরের নানা ক্ষতিকর প্রভাব পড়ে। খাবার খাওয়ার আগে চা-কফি পান করলে হজম বাধাগ্রস্ত হয় এবং খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না। অতিরিক্ত চা-কফি সেবনে এক ধরনের অসক্তি সৃষ্টি হয়; যা ঠিক নয়। এ ছাড়া রক্তে অতিরিক্ত ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এতে প্রতিদিনের স্বাভাবিক ঘুমের অভ্যাস নষ্ট হয়। অতিরিক্ত চা বা কফি শরীরে ক্ষুধামন্দা তৈরি করে। ফলে দীর্ঘদিন না খেয়ে থাকলে শারীরিক ভাবে দুর্বলতা সৃষ্টি হয়। এ ছাড়া আলসার ও গ্যাস্ট্রিক-এর ঝুঁকি বেড়ে যেতে পারে অতিরিক্ত মাত্রায় চা-কফি গ্রহণে। তাই চা-কফি পানের সুফল পেতে প্রতিদিন স্বল্প মাত্রায় গ্রহণ করাই শ্রেয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest