সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

রিয়ালে নেইমার?

রিয়ালে নেইমার?

কর্তৃক Daily Satkhira

নেইমার দা সিল্ভা স্যান্তোস জুনিয়র, সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার। যিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়।

নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরষ্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরন তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সাথে প্রচুর ভক্ত, মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা।

পেলে নেইমার সম্পর্কে বলেন, “একজন অসাধারণ খেলোয়াড়।” অন্যদিকে রোনালদিনহো বলেন, “নেইমার হবে বিশ্বসেরা।” ২০১৫ সালের ফিফা ব্যালন ডি অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান নেইমার, যেখানে তিনি মেসি ও রোনালদোর পরে তৃতীয় হন। নেইমার সান্তসে (ব্রাজিলীয় ক্লাব) যোগ দেন ২০০৩-এ। বিভিন্ন মর্যাদাক্রম অতিক্রম করে তিনি মূলদলে নিজের যায়গা করে নেন। তিনি সান্তসের হয়ে প্রথম আবির্ভাব করেন ২০০৯ সালে। ২০০৯ সালে তিনি কম্পেনাতো পুলিস্তার শ্রেষ্ঠ যুবা খেলোয়ার নির্বাচিত হন। পরবর্তীতে সান্তসের ২০১০ কম্পেনাতো পুলিস্তা জয়, নেইমারের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া এবং ২০১০ কোপা দো ব্রাজিলে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা পুরষ্কার পান।

গেল বছরের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নেইমারকে দল ভেড়াতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে প্যারিসের এই ক্লাবটিকে। তবুও স্বস্তিতে নেই ক্লাবটি। নেইমারকে দলে নিতে উঠেপড়ে লেগেছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর মধ্যে নতুন খবর, ৩০০ মিলিয়ন ইউরোতে পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। কথাবার্তা নাকি চূড়ান্ত। বিশ্বকাপের আগেই আসবে ঘোষণা।

মার্চে লিগ ওয়ানের ম্যাচে মার্সেরই বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠে বাইরে চলে যান নেইমার। অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন মাঠে ফেরার অপেক্ষায় তিনি। শুক্রবার পৌঁছেছেন প্যারিসে। শনিবার পিএসজি’র জিমে ঘামও ঝরিয়েছেন। তার ওয়ার্ক আউটের ছবি ও ভিডিও ক্লাব কর্তৃপক্ষ প্রকাশও করেছে তাদের টুইটারে।

এদিকে বিশ্বকাপের আগেই নেইমারকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আগামী মৌসুমে নেইমারকে দলে চান তিনি। তার জন্য ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ফ্লোরেন্তিনো।

স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক এদুয়ার্দো ইন্দা বলেছেন, ‘নেইমার আগামী মৌসুমে রিয়ালের হয়ে খেলবে। তার না খেলাটা বিস্ময়করই হবে। নেইমারকে পেতে পিএসজি’র চেয়ে ২০% থেকে ২৫% বেশি খরচ করতে পারে রিয়াল। তার বাবার এজেন্ট পিনি জাভি সবকিছু চূড়ান্ত করে ফেলেছে। বিশ্বকাপের আগে ঘোষণা আসতে পারে।’

ইন্দা আরো জানিয়েছেন, রিয়ালেও নেইমার ১০ নম্বর জার্সিই পেতে পারেন। যেটি বর্তমানে আছে লুকা মদ্রিচের দখলে। সূত্র : নাইজ ডটকম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভবতী হয়ে পড়ায় চটজলদি বিয়ে সারলেন সোনম!

শিখ ধর্মের রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তাঁদের বিয়ের টুকরো সব মুহূর্তে। শুভেচ্ছার বার্তায় ভরছে ট্যুইটার। কিন্তু এমন শুভ দিনে সোনমে শুনতে হল নানান কথা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী।

না কোনও পোশাক নয়! বিয়ের জন্য গালমন্দ শুনত হল নায়িকাকে। মাত্র ১০ সপ্তাহ আগে আকস্মিৎ মৃত্যু হয়েছে শ্রীদেবীর। আর এতো তাড়াতাড়ি সব দুঃখ ভুলে কীভাবে বিয়ের আনন্দে মজলেন কাপুর পরিবার? চারিদিক থেকে ছুটে আসছে এই প্রশ্ন।

তার মাঝেই এক ব্যক্তির জিজ্ঞাসা, ‘সোনম কী প্রেগন্যান্ট? তাই কী চটজলদি সেরে ফেলছেন বিয়ে!’

তবে এসব প্রশ্নের কোনও উত্তর এখনও কাপুর পরিবারের দেননি। সোমবার থেকে শুরু হয়েছে সোনমের বিয়ের জলসা। তারকাখচিত মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান নজর কেড়েছিল সকলের। যার প্রতিটি অনুষ্ঠানে জাহ্নবীর একঝলক পেতেই ভিড় উপচে পড়ে ভক্তদের।

শ্রীদেবীর প্রয়াণের পর কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান। নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন প্রযোজক। কিছু মুহূর্তের জন্য অতীতকে ভুলে সোনমের বিশেষ দিনে হাজির হলেন বনি, খুশি এবং জাহ্নবী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রভাসের প্রতি আনুশকার প্রেম প্রকাশ !

বাহুবলি ব্লকবাস্টার হিট হওয়ার পর প্রভাসের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা নিয়ে আর নতুন করে না বললেও হবে। বাহুবলি করার পর নাকি ৬০০০ বিয়ের প্রস্তাব এসেছিলেন প্রভাসের কাছে। আর প্রভাসের বিয়ের গুজব তো নিত্যদিনই শোনা যায়।

কখনও রাশি সিমেন্টের মালিকের নাতনি তো কখনও চিরঞ্জিবীর ভাইঝি। যদিও এখনও পর্যন্ত এসব খবরই গুজবে বলেই জানা গেছে। তবে যে যাই বলুক না কেন বাহুবলী প্রভাস ও দেবসেনা আনুশকার রসায়ন কিন্তু অল টাইম হিট। সে তাঁরা যতই নিজেদের শুধু ভালো বলে দাবি করুন না কেন।

এদিকে সম্প্রতি, আবুধাবিতে ‘সাহো’ শ্যুটিংয়ে বাইকে চড়া অবস্থায় প্রভাসের ছবি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, বাহুবলী তারকা নাকি এই ছবির সমস্ত ভয়ঙ্কর স্টান্টই জীবনেরঝুঁকি নিয়ে নিজেই করছেন। তার জন্য কোনওরকম বডি ডাবল নিতে নারাজ প্রভাস।

‘বলিউড লাইফ’ সূত্রে জানা গেছে, প্রভাসের এই সিদ্ধান্তের কথা শুনেই নাকি দুবাইতে ‘সাহো’র শ্যুটিং স্পটে হাজির হয়েছিলেন আনুশকা শেঠি। বিশেষ বন্ধু প্রভাসকে তাঁর পরামর্শ, কোনওভাবেই তিনি যেন জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট না করেন। প্রভাসের কোনও রকম ক্ষতি তিনি মানতে পারবেন না। আর প্রভাসের প্রতি আনুশকার এতটা সচেতনতার কথা দেখে যে কোনও কারোরই প্রভাস-আনুশকার মধ্যে বিশেষ রসায়নের গন্ধ পাওয়া স্বাভাবিক নয় কি?

প্রসঙ্গত, প্রভাস-আনুশকা জুটির ভক্তরা প্রায় সকলেই তাঁদেরকে ফের একসঙ্গে দেখতে চাইছেন। ফের কবে তাঁরা একসঙ্গে অভিনয় করেন এখন সেটাই দেখার। এদিকে দুবাইতে প্রভাসের সঙ্গে দেখা করে ফেরার পর আনুশকা কেদারনাথে বেড়াতে যাচ্ছেন। এমনটাই জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

একদিকে বলিউড মেতে রয়েছে সোনম কাপুরের বিয়ে নিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে বলিউডের দুই প্রতিনিধি ফের একবার কেড়ে নিলেন খবরের শিরোনাম। বলিউড তথা হলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপডা। এদিন অংশ নেন ‘মেট গালা’-র রেড কার্পেট ইভেন্টে। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে ইভেন্টে ছিলেন আরেক বলিউড তারকা দীপিকা। প্রিয়াঙ্কার সাজ চমকে দিয়েছে ভক্তদের।

প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনকেই এদিন অসাধারণ সুন্দরী লেগেছে। লালের দুটি ভিন্ন শেডের গাউনে এদিন ধরা দিয়েছেন দুই বলিউড তারকা অভিনেত্রী। এবছরে ‘মেট গালা’-র আসরের থিম ছিল ‘স্বর্গীয় পরী’। আর সেই মত সেজেছিলেন বলিউডের এই দুই তারকা অভিনেত্রী। ইভেন্টে র‌্যাল্ফ লরেনের ডিজাইন করা পোশাকে পরী অবতারে নিজেকে তুলে ধরেন প্রিয়াঙ্কা। কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা এদিন স্ট্র্যাপলেস বার্গেন্ডি বেলভেট গাউনে মোহময়ী হয়ে উঠেছিলেন। মাথায় ছিল সোনালি মুকুট।

পিছিয়ে ছিলেন না ‘পদ্মাবতী’ দীপিকাও। থিম স্বর্গীয় পরীর বেস যেমন ইভেন্টির থিম ছিল , তেমনই এই ইভেন্টের অন্যতম অংশ হল সেবা। আর সেবার ভাবনাকে মাথায় রেখে সেজেছেন দীপিকা পাড়ুকোন। তিনি সেজেছিলেন নেপালী ডিজাইনার প্রবাল গুরুঙের নক্সা করা পোশাকে। লাল স্লিট গাউন আর স্কারলাট হিলে তিনি ঝড় তোলেন রেড কার্পেটে। এদিন টুইটারে এই দুই বলিউড ডিভার ছবি প্রকাশিত হতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের ঘুশুড়ি কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থী মাহমুদুল হাসান বাবু আর নেই। সে বাবার উপরে অভিমান করে বিষ পান করে আত্নহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা যায়, সে রবিবার সকালে তার বাবা আরশাদ আলী সরদারেরর সাথে ছেলের মধ্যকার কোন নেশা জাতীয় দ্রব্য খায় কিনা এ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। আর এটাকেই পুঁজি করে বাবার উপর রাগ করে বাড়িতে রাখা কিটনাশক পান করে। সকালে বাড়ির উঠানে চেয়ারে বসে বমি করার এক পর্যায়ে ঢলে পড়লে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য রওনা হলে পথিমধ্যে তারালী বাজার এলাকায় পৌছালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবুর অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক পলক দেখার জন্য তার সহপাটিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিড় জমায়। মৃত্যুর পূর্বে বাবু চিঠিতে লিখে গেছে যে, “আমি কোন নেশা করিনা। আমার মুখ আর কাউকে দেখাবোনা। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।” উল্লেখ্য যে বাবুর মা প্রায় বছর পাঁচেক আগে মৃত্যুবরণ করেন। আত্মহত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের মিডিয়া প্রতিনিধি দলের বৈঠক

ভারত সফররত বাংলাদেশের শীর্ষ মিডিয়া প্রতিনিধি দল গতকাল দিল্লিতে সাক্ষাৎ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সময় টেলিভিশনের এমডি আহমেদ যোবায়ের, একাত্তর টিভির এমডি মোজাম্মেল বাবু, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, বিডিনিউজ২৪.কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও এশিয়ান এইজের সম্পাদক শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিশু ধর্ষণ চেষ্টাকারী লম্পট রফিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামে ৪ বছরের কন্যাশিশু কে ধর্ষণের চেষ্টায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান এর হাতে সোপর্দ করে স্থানীয় ক্ষুব্ধ জনগণ। পুলিশের সোপর্দের পূর্বে হনতা লম্পট রফিকুলকে গণধোলাই দেয়।
কলবাড়ী গ্রামের মৃতঃ সোবহান গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫০) ওরফে লাটা। ভ্যানচালক এই লাটার জন্ম কলবাড়ীতে হলেও বর্তমানে তিনি স্বপরিবারে মুন্সিগঞ্জ কুলতলীতে বসবাস করেন।
কন্যাশিশুর পিতা মোঃ কামরুল মোল্লা জানান, লাটা সম্পর্কে আমার ভাই হয়। সে ভ্যান চালিয়ে পানি খাওয়ার জন্য আমাদের বাসায় যায়। মঙ্গলবার দুপুর ১.৩০ এর দিকে আমি কাকড়া পয়েন্টে কাজ করছিলাম আমার বউ অন্যের ঘেরে কামলা দিচ্ছিলো। আমি বাসায় কিছু খাবার মাছ কিনে দিয়ে আমার মা’কে ফোন করি। মা মাছটা নেওয়ার জন্য বাসার বাইরে আসে এবং লাটাকে পানি খেয়ে চলে যেতে বললে ও যেতে নারাজ হয়। তারপর আমার মা (মেয়ের দাদী) যেয়ে যা দেখে তা আমি একজন কন্যাশিশুর পিতা হয়ে মুখে বলতে পারবো না। আমি এই ধর্ষক রফিকুল ইসলাম লাটার সর্বোচ্চ শাস্তি চাই।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান বলেন, আমি ধর্ষণ চেষ্টার ঘটনার খবর পাই এবং তৎক্ষণাত ঘটনাস্থলে ছুটে আসি। মেয়ের এবং তার বাবা-মায়ের বক্তব্য শুনলাম এবং ঘটনার সত্যতার প্রমাণ পেলাম। আমরা তাকে আটক করে আপাতত শ্যামনগর থানা পুলিশের হেফাজতে রাখছি। বুধবার সকালে মেয়ের বাবা-মায়ের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন আইনে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেন্ডার বিক্রির টাকা কই, প্রশ্ন সংসদীয় কমিটির

সরকারি অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত প্রকল্পের দরপত্র সিডিউল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় অডিট আপত্তির বিষয়ে এসব টাকা কোথায় গেল তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আগামী ৫ কর্মদিবসের মধ্যে টেন্ডারের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অডিট নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত অডিট রিপোর্টে প্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের কাছে কমিটির সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের এই টাকার সন্ধান চান। বিধি মোতাবেক সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের কাজ শুরুর আগে টেন্ডার বিক্রির টাকা (রাজস্ব) সরকারি কোষাগারে জমা হওয়ার নিয়ম রয়েছে। অথচ বেশ কয়েকটি প্রকল্পের সিডিউলের টাকা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কোষাগারে জমা দেননি।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চাঁদপুর শহর রক্ষা প্রকল্প, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ী রক্ষা প্রকল্প, ভোলা শহর সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) ও ভোলা জেলাধীন লালমোহন উপজেলার অতি ঝঁকিপূর্ণ অংশে ভাঙ্গন রক্ষা প্রকল্পের (১ম সংশোধিত) বিশেষ অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ২০০৫-২০০৬ হতে ২০১০-২০১১ অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়িত হয়। বৈঠকে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থ বছরের ব্যয়ের রেকর্ডপত্র সরবরাহে অপারগতা প্রকাশ করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কমিটির সদস্য প্রফেসর ডা. আ ফ ম রূহুল হক, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, ডা. রুস্তম আলী ফরাজী, মো. আফছারুল আমীন এবং শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডেপুটি সিএন্ডএজি মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest