সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

মাত্র ৭ রানের লিড নিল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে পেসে পেসে ভালোই টক্কর লেগেছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সফরকারী ভারত- দুই দলই নেমেছে ৫জন করে পেসার নিয়ে। সিরিজের আগের দুই টেস্টে হেরে এমনিতেই সিরিজ খুইয়ে বসে আছে ভারত। ওয়ান্ডারার্সে তাদের লজ্জা এড়ানোর মিশন। এই মিশনে সফল হতেই পাঁচ পেসার নিয়ে প্রোটিয়াদের মোকাবেলা করছে বিরাট কোহলিরা।

পাঁচ পেসার তত্বে মোটামুটি সফল ভারতীয়রা। দক্ষিণ আফ্রিকার পেসে কোহলিরা উড়ে গিয়েছিল ১৮৭ রানে। জবাব দিতে নেমে ভারতীয় পেসে নাকাল হতে হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকেও। এই সিরিজেই টেস্ট অভিষেক হওয়া জসপ্রিত বুমরাহর বলে বেশি ভুগতে হয়েছে প্রোটিয়াদের। শেষ পর্যন্ত ভারতীয়দের চেয়ে খানিকটা এগিয়ে ছিল বটে, তবে সেটা খুব বেশি নয়। মাত্র ৭ রানের লিড নিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৪ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা।

ভারতের করা ১৮৭ রানের জবাব দিতে নেমে প্রথমদিনই ১ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম আউট হন মাত্র ২ রান করে। দ্বিতীয় দিনের শুরুতেই ডিন এলগারকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। নাইটওয়াচম্যান হিসেবে আগেরদিন উইকেটে নামা কাগিসো রাবাদা ভালোই ব্যাটিং করেন, অন্যদের তুলনায়। তিনি আউট হন ৩০ রান করে।

পুরো প্রোটিয়া ব্যাটিংয়ে যা লড়াই করেছেন কেবল হাশিম আমলা। ৬১ রান করার পর বুমরাহর বলে আউট হয়ে যান। টেল এন্ডে খানিকটা লড়াই জমিয়ে তুলেছিলেন ভারনন ফিল্যান্ডার। ৫৫ বল মোকাবেলা করে ৩৫ রানে আউট হয়ে যান তিনি বুমরাহর বাউন্সে বাউন্ডারির মার মারতে গিয়ে। শেষ পর্যন্ত বুমরাহর ইকোনোমিক্যাল বোলিংয়ের সামনেই উড়ে গেল প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত একটি ভিন্ন কৌশল হাতে নেয়। পার্থিব প্যাটেলকে দিয়ে করাল ব্যাটিং ওপেন। মাত্র ১৬ রান করেই ফিল্যান্ডারের বলে আউট হয়ে গেলেন তিনি। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১ উইকেট হারিয়ে ৩১। মুরালি বিজয় ৬ এবং লোকেশ রাহুল রয়েছেন ৯ রানে অপরাজিত। ভারতের লিড দাঁড়িয়েছে ২৪ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ডকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান!

স্বাগতিক নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান। নিউজিল্যান্ডকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশটি এই প্রথমবার যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৪ হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তানের যুবারা। রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতে ১১৭ রানের সুবাদে বড় সংগ্রহের ভিত্তি পায় তার। রাহমান উল্লাহ ৬৭ বলে ৬৯ এবং জাদরান ৯৮ বলে ৬৮ রান করেন। এ ছাড়া মিডল অর্ডারে বাহির শাহ ৭২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। তবে শেষ দিকে আজমতুল্লাহ ওমারজাই ঝড়ো গতিতে করেন ৬৬ রান। মাত্র ২৩ বল মোকাবেলায় চারটি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ওমারজাই। নিউজিল্যান্ডের সন্দিপ পাতিল ১৩ রানে নেন ২ উইকেট। জয়ের জন্য বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আফগানিস্তানের বোলিং তোপে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে নিউজিল্যান্ড। ২৮.১ ওভারে মাত্র ১০৭ রানে ব্ল্যাক ক্যাপসরা অল আউট হলে বড় ব্যবধানের জয় পায় আফগানিস্তান। দলের হয়ে ব্ল্যাক সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ফিলিপস। আফগানিস্তানের মুজিব ১৪ রানে ৪টি এবং কোয়াইস আহমেদ ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা অপর দুই দল হলো পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ঘোষণা করেছেন আদালত। আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করার দিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালত-৫ এর জজ ড. আখতারুজ্জামান আগামী ফ্রেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন।

এর আগে আজ সকাল ১১টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১১টা ৩৮ মিনিটে বিশেষ জজ আদালতে এ উপস্থিত হন তিনি। ১১টা ৫ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অপর দুই আসামি শরফুদ্দিন আহমেদ ও সালিমুল হক কামালের উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু করেন বিশেষ জজ।
এ মামলায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন আইনজীবী আহসান উল্লাহ। এরপর কাজী সালিমুল হক কামালের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তিনি। তার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য ছিল। শরফুদ্দিননের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় ১৬ জানুয়ারি।খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাহসান-অপু একসঙ্গে

তাহসান-অপু একসঙ্গে

কর্তৃক Daily Satkhira

তাহসান ও অপু বিশ্বাস দুজনই জনপ্রিয় । তবে দুজনের প্ল্যাটফরম্মের ধরন আলাদা। তার মানে তাদের প্ল্যাটফরম পরিবর্তন করে যে দুজন জুটি বাঁধছেন- এমনটা নয়।

তাহসান ও অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্র‍য়েড অ্যাপস লিঙ্কআস এর শুভেচ্ছাদূত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর বনানীর একটি হোটেলে একসংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহসান, অপু বিশ্বাস দুজনেই। আরো উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু। এছাড়া লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং নিজেই উপস্থিত ছিলেন।

অপু বিশ্বাস বলেন, চীনা লিঙ্কআস অ্যাপস বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা সেলেব্রিটিদের যাবতীয় আপডেট পাবেন। এই অ্যাপসে মাঝেমধ্যে লাইভে এসে দর্শকদের সাথে যুক্ত হবেন।

তিনি বলেন, তাহসান ভাইয়ের সাথে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছি। আমরা দুজনেই এই লিঙ্কআস অ্যাপসের হয়ে একসাথে বিভিন্ন বিজ্ঞাপন ও ক্যাম্পেইনে অংশ নেব। অ্যাপসটি যারা বাংলাদেশে এনেছেন তাদের চিন্তাধারা অনেক স্মার্ট।

তাহসান-অপু বিশ্বাস দুজনেই একবছরের জন্য লিঙ্কআস অ্যাপসের শুভেচ্ছাদূত হয়েছেন। এছাড়া থাকছেন ওয়ারফেজ এর ভোকাল টিপু। এই অ্যাপসের সাথে আরো যুক্ত হবে বিনোদন অঙ্গনের আরো কয়েকজন জনপ্রিয় মুখ।
লিঙ্কআস অ্যাপস কর্তৃপক্ষ জানায়, এই অ্যাপসে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও সবকিছুই পাওয়া যাবে। এছাড়া রাজধানীর ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এই অ্যাপসটিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হৃতিকের বিপরীতে নায়িকা হচ্ছেন সাইফকন্যা সারা!

ইতিমধ্যেই সবার পছন্দের তালিকায় নাম লিখিয়েছেন তিনি। প্রথম ছবি মুক্তির আগেই নেটিজেন থেকে বলিউড পরিচালক-প্রযোজকদরে পছন্দের শীর্ষে সাইফকন্যা সারা আলী খান। এর মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্টদের লাইন লেগেছে এই অপরূপার পিছে। আশুতোষ গোয়াড়িকর তাঁকে তাঁর পরবর্তী ছবির জন্য চান- এমন কথা প্রকাশ্যে আসার পরই জানা গেল বলিউড সুপারস্টার হৃতিক রোশনও সারাকে তাঁর পরবর্তী ছবির নায়িকা হিসেবে পছন্দ করেছেন।

বলিউডের একটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, হৃতিক রোশন তাঁর পরবর্তী ছবি ‘সুপার থার্টি’র নায়িকা হিসেবে চাইছেন এই তন্বীকে। চিত্র পরিচালক বিকাশ ভাই এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন বলেও জানা গেছে।

অবশ্য হৃতিকের সাথেই সাইফকন্যার অভিষেক হওয়ার কথা ছিল। করণ মালহোত্রার ছবিতে ২৪ বছরের এই দারুণ সুন্দরীর হৃতিকের নায়িকা হওয়ার কথা ছিল।

তাদের জুটিটি বয়সের দিক দিয়ে অসামঞ্জস্যপূর্ণ- এমন অভিযোগের জবাবে হৃতিক বলেন, কাস্টিংয়ের ক্ষেত্রে বয়স কখনোই পূর্বশর্ত হতে পারে না। এখানে অভিনয়ই সব।

‘সুপার থার্টি’ গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

আর সারা এখন ব্যস্ত রয়েছেন সুশান্ত সিং রাজপুত-এর বিপরীতে ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর।
সূত্র : ডেকন ক্রনিকল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, শ্রীলংকার ১০ উইকেটে জয়

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ের ফলে আগামী ২৭ জানুয়ারি ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ হিসেবে পেল টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১১.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

এদিন, টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানের মধ্যে ৩টি উইকেট হারায় টাইগাররা। একে একে সাজঘরে ফিরে যান এনামুল (০), সাকিব (৮) ও তামিম ইকবাল (৫)।

এরপর মুশফিক-মাহমুদউল্লাহর ১৮ রানের জুটি ও মুশফিক-সাব্বির ২৩ রানের জুটিই বলে দেয় বাংলাদেশ কতটা বিপাকে পড়েছে। একমাত্র মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২৫ রানের ইনিংস। মাহমুদউল্লাহ ৭ ও সাব্বির ১০ রানে ফিরেন। বিপদে হাল ধরতে পারেননি নাসিরও, ফিরেছেন ৩ রানে। টেল এন্ডার মাশরাফি (০) , আবুল হাসান (৭) , রুবেল (০) ও মুস্তাফিজ* (১) চার জনের ব্যাট থেকে সব মিলিয়ে এসেছে ৯ রান।

সব মিলিয়ে ২৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৮২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ।লঙ্কানদের হয়ে সুরঙ্গা লাকমল ৩টি ও থিসারা পেরেরা, সাদাকান ও চেমারা ২টি করে উইকেট নিয়েছেন।

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয় লঙ্কানদের দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও উপুল থারাঙ্গা। মাত্র ১১.৫ ওভারের বাংলাদেশি বোলারদের কোনো সুযোগ না দিয়েই সহজ জয় তুলে নেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সংসদ সদস্যরা ভোট নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এদিন বেলা দুইটায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রেস বিফ্রিং করে এই তফসিল ঘোষণা করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।

মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষে পূর্ববর্তী ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে যে ৩০ দিন এই ৩০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা সম্পর্কে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে’। এ হিসেবে বুধবার ২৪ জানুয়ারি থেকে সময় শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগ নেতার হামলায় আহত ৩ শিক্ষার্থী

আসাদুজ্জামান: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রীলগের সাধারন সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে সাধারন ছাত্রদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১ টার দিকে মেডিকেল কলেজের ৪র্থ তলায়। উক্ত হামলায় মেডিকেল কলেজের তিন ছাত্র আহত হয়েছেন। আহতরা হলেন, ৪র্থ বর্ষের ছাত্র সৈয়দ আরিফ সাকিল, আব্দুল গফুর ও রফিকুল মেহেদী। এদের মধ্যে সৈয়দ আরিফ সাকিলকে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রীলগের সাধারন সম্পাদক ও ৫ম বর্ষের ছাত্র আমিনুল ইসলাম প্রায়ই সাধারন ছাত্রদের ডেকে তার কথা মত চলার জন্য চাপ সৃষ্টি করতেন। তার কথা না শুনলে তিনি প্রায়ই সাধারন ছাত্রদের উপর খারাপ ব্যবহার করতেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১ টার দিকে তিনি ৪র্থ বর্ষের ছাত্র নয়ন হাওলাদারকে তার রুমে ডেকে পাঠান। কিন্তু নয়ন এতে আপত্তি জানান। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা আমিনুলের নেতৃত্বে রাহাত, কবির, আকন্দ, মঈন, সবুজসহ ৭/৮ জন ৪র্থ তলা থেকে খেলার ব্যাট, আলমারির ভাঙা কাঠ ও লাঠি সোটা নিয়ে ৩য় তলায় এসে নয়নকে মারার জন্য উদ্দত হয়। এতে আরিফ সাকিল, গফুর, মেহেদীসহ সাধারন ছাত্ররা বাধা দিলে তারা তাদের উপর চড়াও হন এবং ব্যাপক মারপিট করেন। এক পর্যায়ে আরিফ সাকিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। সাধারন শিক্ষার্থীরা এ সময় হল সুপার ডা. গাজী নাসিরউদ্দীনকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি বিষয়টি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদকে জানান। তিনি সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিষিÍতি নিয়ন্ত্রন আানেন এবং গুরুতর আহত আরিফ সাকিলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।এরপর ওই রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন হল সুপার ডা. গাজী নাসিরউদ্দীন ও অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান। এদিকে, এ ঘটনায় সাধারন শিক্ষার্থীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রীলগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জানান, তেমন কিছু হয়নি। তবে, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে একটু তর্কাতর্কি হয়েছিল। পরে আমাদের প্রিন্সিপাল স্যার আসার পর বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের হল সুপার ডা. গাজী নাসিরউদ্দীন জানান, মেডিকেল কলেজের ৫ম ও ৪র্থ বর্ষের ছাত্রদের মধ্যে একটু কথাকাটাকাটি হয়েছিল, সেটি রাতেই প্রিন্সিপাল সাহেবকে নিয়ে নিষ্পত্তি করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় তাকে (হল সুপারকে) প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest