সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভআশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নারায়নগঞ্জ রণক্ষেত্র; আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ

সিটি করপোরেশনে একমাত্র নারী মেয়র আইভী অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন।

পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মইনুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলের মাঝখানে থেকে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। জানমালের নিরাপত্তা দিতে চেষ্টা করেছি।’

আইভী অভিযোগ করেছেন, ‘শামীম ওসমানের প্রতি আপনারা সহানুভূতিশীল ছিলেন’, এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল জানমালের নিরাপত্তা রক্ষা করা।’

আইভীর অভিযোগের ব্যাপারে ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমি সেখানে প্রথমে ছিলামই না। আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আমাকে বিকেলে ফোন করে বলেন, সেখানে যা হচ্ছে তা বন্ধ করতে। পরে আমি সেখানে যাই এবং উত্তেজিত লোকজনকে সরিয়ে আনতে সক্ষম হই। আইভী কারও সঙ্গে কোনো কথা না বলে রাস্তায় নামলেন। তাঁর সঙ্গে ছিল যুবদলের খুনের আসামিরা। পরে তারা হকারদের মারধর করেছে। পরে হকাররা উত্তেজিত হলে সংঘর্ষ হয়। আইভীর লোকজনও গুলি চালিয়েছে। ককটেল ফাটিয়েছে। ১০ জন হকার আহত হয়েছেন।’ নিয়াজুল নামে এক ব্যবসায়ীর লাইসেন্স করা পিস্তল কেড়ে নিয়ে তাঁকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘এটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না। সম্পূর্ণ মানবিক ব্যাপার। আমি একটা দল করি। সেই দলের আদর্শ বহন করাই আমার দায়িত্ব। আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন। তিনি বলেছেন, আমরা খেলে ১০ লাখ রোহিঙ্গাও খাবে। একনেকে সিদ্ধান্ত, উচ্ছেদের আগে পুনর্বাসন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। আমার আবেদন ছিল ২৫ দিন ধরে নিরীহ হকাররা রাস্তায় ঘুরছেন। তাঁদের কোনো বিকল্প ব্যবস্থা করে যেন ফুটপাত মুক্ত করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিএস কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সাতক্ষীরার ওহীর বাড়িতে ফুল নিয়ে গেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ৩৬ তম বিসিএস ক্যাডারে নুসরাত ফারজানা ওহী কর বিভাগে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার নিজস্ব বাসভবনে গিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের পক্ষে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার তাকে ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা জানান।
এ সময় পুলিশ পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং সাতক্ষীরা থানার সেকেন্দার আলী, ৩৬ তম বিসিএস ক্যাডার অন্তর্ভূক্ত নুসরাত ফারজানা ওহীর বাবা সাতক্ষীরা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ নাসিম হাসান, মাতা নাজমিন শেহেলী আরা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নুসরাত ফারজানা ওহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ(মেজর ইন একাউনন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্)’র ষোড়শ ব্যাচের শিক্ষার্থী। গত ২৭ অক্টোবর ২০১৭ তারিখে প্রকাশিত ৩৬তম বিসিএস ক্যাডার তালিকাভূক্তিতে তিনি সুপারিশ প্রাপ্ত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কণ্ঠশিল্পী শাম্মী আখতার আর নেই

টানা ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (১৬ জানুয়ারি) বিকালে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী শাম্মী আখতার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম খবরটি নিশ্চিত করেন।

আকরামুল ইসলাম জানান, শাম্মী আখতার বাসাতেই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আনুমানিক বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি বলেন, ‘সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতলে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হাসপাতাল পর্যন্ত সময় সে দেয়নি। তার চলে যাওয়াটা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করার পর, মরদেহ নিয়ে বাসায় ফিরলাম। দাফন বা জানাজা-  কোনও কিছুই নির্ধারণ করা হয়নি। আমি লাশ নিয়ে বাড়ির বারান্দায় এলাম  মাত্র।’

শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। তার গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে।

এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিন শ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় রতন হত্যা চেষ্টা মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর

আব্দুল জলিল: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত দু’শিবির নেতা ও এক ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে এ আদেশ দেন বিচারক এমএ জাহিদ। তবে অন্য আসামি কালিগঞ্জের বন্দকাটি গ্রামের নুরুল মোড়লের রিমান্ড মঞ্জুর করেননি আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়ল।

মামলার বিবরণে জানা যায়, গত ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সখীপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগ নেতা ও সখীপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় আহতের মা মিনা বেগম বাদি হয়ে ৮ জানুয়ারি উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ও সখীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াতের পৃষ্টপোষক মঈনুদ্দিন ময়নার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পরদিন এজাহারভুক্ত সাদ্দাম হোসেন ও সন্দিগ্ধ আসামী হিসেবে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়লকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। একই মামলায় কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মুক্তিযোদ্ধা আরশাদ আলীর ছেলে নুরুল মোড়লকে গত ১১ জানুয়ারি গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, তিনজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ সুপারের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মশিউর রহমান মশু, ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পাভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক এস.এম গোলাম ফারুক, রফিকুল ইসলাম বাবলু, সদস্য শেখ আব্দুল আলিম, মো. আব্দুর রহিম, এস এম আহসানউল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তালা উপজেলা শাখার আহবায়ক জাহিদুর রহমান লিটু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, মুক্তিযোদ্ধার সন্তান মিয়ারাজ মাহবুব। এসময় মুক্তিযোদ্ধাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনায় জেলার বিভিন্ন স্থানে স্মৃতি স্তম্ভ ও বধ্যভূমি সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এব্যাপারে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান আইনগত ভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক আন্তরিক। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করছে। এর মূল লক্ষ্য মহান স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিবার কে বাঁচিয়ে রাখা। এজন্য মুক্তিযোদ্ধাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং জাতি গঠনে ভূমিকা রাখতে আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকা হৃত্বিক

নতুন বছরটি অভিনেতা হৃত্বিক রোশনের শুরুই হলো দারুণ একটা সুখবর দিয়ে। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম তারকার শিরোপাটি ছিনিয়ে নিলেন হৃত্বিক। পিছনে ফেলে দিলেন রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানের মতো তারকাদের।

এই তালিকায় যে সমস্ত তারকারা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন, তাদের বিচার করা হয়েছে লুক, বক্স অফিস কালেকশন, সারা দুনিয়ায় তার ভক্ত সংখ্যা এবং সেই তারকার হাতে থাকা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিচার করে।

অতীতে হৃত্বিক সেক্সিস্ট এশিয়ান ম্যান, হটেস্ট ম্যান ওন প্ল্যানেটসহ একাধিক শিরোপা জিতেছেন। এবার তার মুকুটে জুড়ল আরও একটি পালক। হৃত্বিককে বলিউডের গ্রিক গডও বলা হয়। তার লুকের জন্যে সব সময়ই চর্চায় থেকেছেন হৃত্বিক।

এদিকে, সম্প্রতি নিজের ৪৪তম জন্মদিন পালন করেন বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। সেদিনই তার বাবা ভক্তদের কাছে ঘোষণা করেন ক্রিশ-৪-এর মুক্তির দিন।

অন্যদিকে, এই মুহূর্তে হৃত্বিক ব্যস্ত রয়েছেন তার প্রথম বায়োপিক সুপার-৩০-র কাজ নিয়ে। ছবিটি গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি হচ্ছে। এছাড়া এই সেরার তালিকায় রয়েছেনও আরও এক বলিউড অভিনেতা। তিনি হলেন সালমান খান। সালমান রয়েছেন পঞ্চম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউবে শুভ-তানহার ‘বিয়ে’ (ভিডিও)

‘ভালো থেকো’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় নতুন জুটি হয়ে আসছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। জাকির হোসেন রাজু পরিচালিত ও টাইগার মিডিয়া প্রযোজিত এ ছবিটির বাংলাদেশ, মালয়েশিয়া ও নেপালের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হয়েছে‌।

‘ঢাকা অ্যাটাক’ ছবির অভাবনীয় সাফল্যের পর আরেফিন শুভর কাছে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। ‘ভালো থেকো’ ছবিটি প্রসঙ্গে শুভ জানান, চলচ্চিত্রটি একটি পরিবারের গল্প নিয়ে তৈরি। দুই ঘণ্টার এই চলচ্চিত্র দর্শককে হতাশ করবে না বলেই বিশ্বাস শুভ’র। ‘ঢাকা অ্যাটাক’-এর মত মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ভালো থেকো’ও দর্শক মন জয় করবে বলে প্রত্যাশা করছেন তিনি।

আরেফিন শুভ এবং জাকির হোসেন রাজুর সাথে এই চলচ্চিত্রের নায়িকা তানহা তাসনিয়ার প্রথম কাজ। ‘ভালো থেকো’ নিয়ে অনেক আশাবাদী তানহাও। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, এটা আমার তৃতীয় ছবি। এই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি তানহা-শুভ জুটিকে দর্শক গ্রহণ করবে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই হলে এসে ছবিটি দেখবেন।’

সোমবার সন্ধ্যায় শুভ-তানহার জুটির ‘ভালো থেকো’ সিনেমার ‘বিয়ে’ শীর্ষক একটি গান ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও প্রাস্মিতা। প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় মিউজিক করেছেন স্যাভি নিজেই। মুক্তির আগে থেকেই ‘বিয়ে’ গানটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি ছিল না। গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া বেশ চোখে পড়ার মতো। মুক্তির একদিনের ভেতরেই ইতোমধ্যে প্রায় ৭০ হাজার দর্শক ‘বিয়ে’ গানটি দেখে ফেলেছে।

‘ভালো থেকো’ সিনেমায় আরও অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়া, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে রিট, আদেশ বুধবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন ভাটারা ও বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যান।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন হবে। একই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোটগ্রহণ করা হবে। গত ৯ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনের ৫৪টি ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৩৪৯, ভোটকক্ষ সাত হাজার ৫১৬টি, মোট ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০। আর উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে ১৮টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest