সর্বশেষ সংবাদ-
তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভাখুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনআশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রিজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভআশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের

বাজারে এখন মুরগির দামে সবজি!

বাজারে শীতের সবজি আসা শুরু হলেও কমেনি দাম। বরং বিভিন্ন অজুহাতে একটার পর একটা সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতিকেজি নতুন আলু ১০০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর গাজর ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গড়ে এই সবজিগুলোর কেজিপ্রতি দাম পড়ে প্রায় ১১৯ টাকা। কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০-১২৫ টাকা। সেই হিসাবে এক কেজি ব্রয়লার মুরগির দামের সমান এক কেজি সবজির দাম। অর্থাৎ ক্রেতাদের এখন মুরগির দামেই কিনতে হচ্ছে সবজি। শুক্রবার রাজধানীর হাতিরপুল ও কারওয়ান বাজারে গিয়ে সবজি আর মুরগির দামের এই চিত্র দেখা গেছে।

তবে বাজারে দামের এই চিত্র দেখা গেলেও মহল্লায় দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিটি সবজির দাম প্রায় ১০-১৫ টাকা বেশি নিচ্ছে মহল্লার ভ্রাম্যমাণ বা ছোট দোকানিরা। অন্যান্য সবজির মধ্যে বেগুন কেজিপ্রতি ৭০-৮০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, চাল কুমড়া ৪০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা আর শশা, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাকরোল ও কচুরমুখী-এ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে।

এছাড়া ছোট আকারের ফুলকপি প্রতিপিস ২০-২৫ টাকায়, বাঁধাকপি পিস ২৫-৩০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, লেবু প্রতি হালি ২০-৪০ টাকা। পালংশাক ও লালশাক ২০ টাকা আর পুঁইশাক ও লাউশাকের আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, দাম বেশি হওয়ায় অনেকে সবজির বদলে মুরগি কিনছেন। এমনই একজন মগবাজারের বাসিন্দা সেলিম হোসেন। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে মুরগি কিনতে এসে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। শীতকালীন নতুন সবজিগুলোর দাম তো ১০০ টাকার উপরে। প্রায় এক মাস ধরে সবজি কেনা কমিয়েছি। তুলনামূলক দাম কম থাকায় মুরগিই এখন ভরসা।

সবজির অস্বাভাবিক দাম বাড়ার সহজ উত্তর ব্যবসায়ীদের। চিরাচরিত অজুহাত দিয়ে তারা বলেন, বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে। বাজারে সরবরাহ কম। আগের তুলনায় পরিবহন ভাড়া বেশি। তাই সবজির দাম বাড়তি।

তিনি বলেন, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তা কি ভুলে গেছেন? সেসময় অনেক ফসল নষ্ট হয়েছে। আর রাস্তায় জাগায় জাগায় চাঁদা তো দেয়া লাগেই। দাম তো এসব কারণেই বাড়ে।

তবে কিছুটা স্বস্তি দেখা গেছে, মরিচ ও পেঁয়াজে। দাম কিছুটা কমে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৩ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় আর মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে চালের দামও কমেছে ১-২ টাকা। মোটা স্বর্ণা চাল প্রতি কেজি ৪৪-৪৫ টাকা, পারিজা চাল ৪৩-৪৪ টাকা, মিনিকেট ৫৮-৬০ টাকা, বিআর-২৮ ৪৮-৫০ টাকা, নাজিরশাইল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদের শপথ কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তোষিকে কাইফু : জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনার উপায় প্রবন্ধে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যদের উপস্থিতে এক সেমিনার আনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর শুক্রবার দুপুর ২ টায় ৩০ মিনিটে সংসদ সদস্যদের জনসংখ্যার উন্নয়ন সমিতি বাংলাদেশ এবং বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টেরেনিয়াস অন পপুলেশন ডেভেলপমেন্ট এর পক্ষে এস পি সি পি ডি এর সভায় নারীর ক্ষমতায়নে দেশের সাফল্যর ইতিহাসে, বাল্য বিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনার উপায় প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন- বর্তমান নারীর ক্ষমতায়নে দেশের সাফল্যের ইতিহাস, বাল্য বিবাহ প্রতিরোধ, ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। তাছাড়া মাতৃ মৃত্যুহার কমিয়ে এনে দেশের যুবকেরা এখন অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদরে প্রধান চিপ হুইফ আ স ম ফিরোজ উপস্থিত থেকে থেকে উক্ত সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অন্যান্য দেশের সংসদ সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, জেনি এমপি (অস্ট্রোলিয়া), নরমালা আব্দুস সামাদ এমপি (মালয়েশিয়া), এনজেলা এমপি (সাউথ আফ্রিকা), সামান্তা জেন এসক্রামান্তা এমপি (জিবরান্ট্রাল)। এবং বাংলাদেশের মহিলা সংসদ সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, মহিলা চিপ হুইপ মাহবুব আরা গিনি এমপি, ওয়াসেফা আয়েশা খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, কাজী রোজী এমপি, রওশনারা মান্নান এমপি, নূরে হাসান লিলি এমপি, নাভানা আক্তার এমপি, সেলিনা বেগম এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, নূরজাহান বেগম এমপি, ফজিলাতুন্নেসা ইন্দ্রেরা এমপি এবং আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও ফরিদা পারভিন, যুগ্ম সচিব খোদেজা আক্তার খানম, ডিজি শাহানা আক্তার, এস পি সি পি ডি এর প্রকল্প পরিচালক কামাল বিল্লাহ, উপ-পরিচালক আব্দুর রহিম ভূইয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জে জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধে বিধবা ম‌হিলা গুরতর অসুস্থ, আটক ২

ভ্রাম্যমাণ প্র‌তি‌নি‌ধি, কা‌লিগঞ্জঃ কা‌লিগঞ্জ উপ‌জেলার রতনপুর ইউনিয়‌নের কা‌শিশ্বরপুর গ্রা‌মে জ‌মিজমা সংক্রান্ত বি‌রোধে বৌদী‌কে আঘাত করায় ভারতীয় নাগ‌রিক দেবর ও ননদ‌কে আটক করে‌ছে পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন রতনপুর ইউনিয়‌নের কা‌শিশ্বরপুর গ্রা‌মের মৃত অশ্বিন বসা‌কের ছে‌লে ও মে‌য়ে বর্তমান ভারতীয় নাগরিক অমল বসাক (৬০) ও তার বোন গ‌ৌরি রায় (৫৫)। আহত ম‌হিলা হ‌লেন কা‌শিশ্বরপুর গ্রা‌মের মৃত বিমল বাস‌কের স্ত্রী অঞ্জলি বাসক (৫৮)। স‌রেজ‌মি‌নে জানা যায় শুক্রুবার বিকাল ৫ টার দি‌কে জ‌মিজমা সংক্রান্ত বিষয় নি‌য়ে অঞ্জ‌লি ও দেবর অমল বসা‌কের সা‌থে বাক বিতন্ডতা শুরু হয়। এক পর্যা‌য়ে অঞ্জলি রাগ‌ন্নিত হ‌য়ে দেবরের বু‌কে ধাক্কা মা‌রে সা‌থে সা‌থে দেবর অমল পাল্টা ধাক্কা দি‌য়ে বৌ‌াদি‌কে তা‌দের উঠা‌নে ফে‌লে দেয়। সা‌থে সা‌থে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে অঞ্জলি। এসময় প্রত্যক্ষ দর্শীরা তা‌কে উদ্ধার ক‌রে স্থা‌নিয় গ্রাম্য ডাক্তার তরুণ কুমার ঘোষকে খবর দেয় ডাক্তার ‌রুগীর অবস্থার খারাপ দে‌খে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্্র‌য়ে নি‌য়ে যাওয়ার পরামর্শ দেন। এসময় এলাকা বা‌সি কা‌লিগঞ্জ থানার অফিসার ইনচার্জ‌কে বিষয়‌টি অভি‌হিত ক‌রে। থানার উপ-প‌রিদর্শক শুধাংশু শেখর হালদার ও থানার সহকারী- উপপ‌রিদর্শক মিজানুর রহমান ঘটনা স্থল থে‌কে অমল বসাক ও গৌ‌রী বস‌াক‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে আসে। প্রত্যাক্ষ দর্শিরা ব‌লেন অমল তার বৌ‌দি অঞ্জলী‌কে ধাক্কা মে‌রে ফে‌লে দি‌য়ে‌ছিল কিন্তু তা‌কে মারধর ক‌রে‌নি। এ বিষ‌য়ে থানার উপ-প‌রিদর্শক শুধাংশু শেখর হালদার জানান অঞ্জলি বাসক‌কে আঘাত করার কার‌নে মোবাই‌ল ফো‌নে অভি‌যো‌গ পে‌য়ে ঘটনার সত্যতা নি‌শ্চিত হ‌য়ে ঘটনা স্থল থে‌কে তা‌দের দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেল হত্যা দিবস উপলক্ষে সরুলিয়ায় আ ‘লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার সন্ধ্যায় জেল হত্যা দিবস উপলক্ষে সরুলিয়ায় আ ‘লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ রা নভেম্বর জেলহত্যা দিবসে, তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানা আ ‘লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, প্রণব ঘোষ বাবলু, সরদার জাকির হোসেন, কাজী হিল্লোল, এড. আঃ সামাদ, ছাএলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সভা, নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক : ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পরিতোষ ঘোষ। কর্মচারী এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু। বিশেষ অতিথি ছিলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জাকির হোসেন মন্টু।

আমন্ত্রিত অতিথি ছিলেন, আমজাদ হোসেন, মো: আসাদুর রহমান, দিপংকর ঘোষ, মুন্সী রেইছুল হক টুকু, ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তহিদ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদবৃন্দ। সভায় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন সাধারণ সদস্যদের মাঝে আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভায় আগামী ২ ডিসেম্বর’১৭ তারিখে কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আলমগীর হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে এবং আব্দুস সবুর ও আশরাফুর রহমানকে সদস্য করে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় বিজিবি’র হাতে ফেন্সিডিলসহ ১ মহিলা আটক

নিজস্ব প্রতিবেদক : ১৫ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে ৩৮ বিজিবি’র সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভোমরার লহ্মীদাড়ী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিলা লহ্মীদাড়ী এলাকার ইব্রাহীমের স্ত্রী ময়না বেগম(৪০)।
বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার লহ্মীদাড়ী সামীন্তে ভেড়ীবাধের নিচে ময়না বেগম ঘোরাঘুরি করতে থাকলে ভোমরা বিওপি’র হাবিলদার মুজিবরের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে চ্যালেন্স করেন। এসময় তার কাছ থেকে একটি পলিথিনের ব্যাগে রাখা ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ১৫ বোতল ফেন্সিডিলসহ মহিলাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় ভোমরা বিওপি’র হাবিলদার মুজিবুর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে মহিলাকে থানায় সোপর্দ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জেল হত্যা দিবস-২০১৭ পালিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আ ’লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
আলোচনা সভায় বক্তারা দিনটিকে বাঙালি জাতির কলঙ্কময় দিন উল্লেখ করে এমপি রবি বলেন, ‘খুনি মোশতাক জিয়ার নির্দেশে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ক্ষান্ত না হয়ে ৩ নভেম্বর তারা জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করেন। এভাবে তারা ইতিহাস সৃষ্টি করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে। জাতিকে নেতৃত্বশূন্য করার জন্য জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। তাই অবিলম্বে খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে এ কলঙ্কমুক্ত করার দাবি করেন তিনি।’
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহ সভাপতি এড, এস. এম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কুষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জজকোর্টের এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ^াস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, যুগ্ম-সম্পাদক মো. রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা তাঁতী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সাধারণ সম্পাদক তৌহিদ হাসানসহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐশ্বরিয়াকে নিয়ে জঘন্য মন্তব্যে আমি হতাশ হই : অভিষেক

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বিশ্বের সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হন। গত ১ নভেম্বর ৪৪তম জন্মদিন পালন করেন এ অভিনেত্রী।
তার সম্পর্কিত নানা বিষয় নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন স্বামী অভিষেক বচ্চন।

ঐশ্বরিয়াকে নিয়ে তিনি বলেন, ‘যখন সে মা হলো তার ক্যরিয়ার পিছিয়ে গেছে। আজও সে আরাধ্যার ( ঐশ্বরিয়া-অভিষেকের একমাত্র সন্তান) জন্যই সবকিছু করছে। সে সুপারমম। আরাধ্যা জন্মের পরপরই গণমাধ্যম তার ওজন নিয়ে হইচই শুরু করে দেয়। তার ওজন নিয়ে জঘন্য সব কথা লেখা হয়েছে। এসব আমাকে সত্যিই হতাশ করে। যারা ঐশ্বরিয়াকে চেনে সবাই জানে সে একটা দিনও জিমে যায় না। শুধু ‘ধুম টু’ (২০০৬) এর সময় আমি, উদয় চোপড়া ও হৃত্বিক রোশন তাকে জিমে যেতে বাধ্য করেছিলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest