সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ইউটিউবে এবার ঝড় তুলেছে তিশা

পহেলা ডিসেম্বর মুক্তি পাচ্ছে নির্মাতা তৌকীর আহমেদ এর পরিচালনায় তারই নতুন সিনেমা ‘হালদা’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।

সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় সিনেমাটির প্রথম গান। এর মধ্যে গানটি দেখা হয়েছে ১ লক্ষ ১০ হাজারের বেশিবার।

‘নোনা জল’ শিরোনামের গানটি যৌথভাবে রচনা করেছেন পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদ। নিজের সুর-সংগীতে পিন্টু কণ্ঠও দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গে।

ছবিতে আরও আছেন জাহিদ হাসান। তাকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ তরুণীর চরিত্রে। এছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। প্রযোজনায় আমরা ক’জন। সংগীত পরিচালনায় পিন্টু ঘোষ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপানে এসির মধ্যে নয় মরদেহ

জাপানের রাজধানী টোকিওর কাছে একটি অ্যাপার্টমেন্টের এসি থেকে গলা কাটা নয় মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহ গুলো পাওয়ার পর ২৭ বছর বয়সী এক জাপানি নাগরিককে গ্রেপ্তার করেছে টোকিও পুলিশ৷

এ সময় প্রতিবেশীরা জানায়, এই অ্যাপার্টমেন্ট থেকে প্রচন্ড দুর্গন্ধ আসায় আগেই সন্দেহ জেগেছিল তাদের সবার মনে৷

গত মঙ্গলবার জাপানি গণমাধ্যমগুলো জানায়, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের জামা সিটির অ্যাপার্টমেন্টেটি থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ টোকিও কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতীয় গণমাধ্যম এনএইচকে জানায়, প্রাথমিকভাবে মরদেহগুলোর মধ্যে আটজন নারী এবং একজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে৷

টোকিও পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় টোকাহিরো শিরাইশি নামে ২৭ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষে আটক ওই ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেছেন৷

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আটক হওয়া সন্দেহভাজন ওই ব্যক্তি মরদেহগুলো বিড়ালের বর্জ্য দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন৷

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা জানান, অ্যাপার্টমেন্টের প্রবেশপথের এসিতেই দুইটি মরদেহের মাথা দেখতে পান তারা৷

পুলিশ জানান, এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তারা আরো আবিষ্কার করেন যে, ২৩ বছর বয়সী এক তরুণী নিখোঁজ রয়েছেন৷ ধারণা করা হচ্ছিল মরদেহগুলোর মধ্যে সেই তরুণীও হয়ত আছেন৷ কিন্তু মৃতদের মধ্যে নেই নিখোঁজ সেই নারী। এর আগে জানা যায়, ২৩ বছর বয়সী এক তরুণী নিখোঁজ ছিলেন।

তদন্তকারীরা কর্মকর্তারা জানান, টোকাহিরো শিরাইশির সঙ্গে ওই নিখোঁজ তরুণীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়েছিল৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

সিরিয়ার দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অবস্থানে রাশিয়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভেলিকি নোভগোরোদ সাবমেরিন থেকে দেইর আয-যোরের আবু কেমাল বসতির কাছে এ হামলা চালানো হয়। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং এতে দায়েশের কয়েকটি কমান্ড পোস্ট, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, সাঁজোয়া বহর মোতায়েন করা একটি এলাকা ধ্বংস হয়েছে। হামলার পর সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের মাধ্যমে দায়েশের ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।-পার্সটুডে।

সিরিয় সেনাবাহিনী যখন একের পর এক অভিযান চালিয়ে দায়েশকে নির্মূল করছে তখন এ হামলা চালানো হলো। দায়েশ-বিরোধী অভিযানে রুশ বাহিনী বিমান সহায়তা দিচ্ছে। গত মাসে সিরিয় বাহিনী দেইর আয-যোর নগরীতে দায়েশের তিন বছরের অবরোধ ভাঙতে সক্ষম হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহত ৮: মিলেছে আইএসের নোট

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক হামলায় ৮ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাক থেকে আইএসের্ একটি নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবদনে থেকে একথা জানা যায়।
প্রতিবেদন বলা হয়, ইংরেজিতে লেখা এই নোটটি ট্রাকের মধ্যেই পেয়েছে পুলিশ। এই নোটটিতে দাবি করা হয়, আইএসের সমর্থনেই এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাতে) নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। আহত হন আরও ১২ জন।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্ক মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, ‘এটি একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।’

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি সাদা পিকআপ ট্রাক দ্রুত গতিতে এসে সাইকেল চালানোর রুটে ঢুকে পড়ে। সাইকেল চালকদের ওপর দিয়ে এলোপাতাড়িভাবে ট্রাকটি চালিয়ে নেওয়া হয়। অনেক মানুষ হতাহত হয়েছে এ ঘটনায়। এসময় নয় থেকে দশ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা।

ঘটনার পর স্থান ত্যাগের সময় ওই ট্রাকচালক ও সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে রুপালি হত্যার আসামি যুবলীগ সেক্রেটারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শ্যামনগরে চাঞ্চল্যকর রুপালি হত্যা মামলার আসামী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মুন্সিগঞ্জ বাজার থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুহুল আমিন মুন্সিগঞ্জ ইউনিয়নের কাঁলাচাদ গাজীর ছেলে ও মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুন্সিগঞ্জ বাজার থেকে রুপালি হত্যা মামলার আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় পেস্তা বাদাম

প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার ও তেলের জরুরি উৎস বাদাম। পরিমিত পরিমাণে বাদাম খেলে সুস্থ থাকা সম্ভব। অনেক রকমের বাদাম বিশ্বে উৎপাদিত হয়। সব বাদামই পুষ্টিগুণ সমৃদ্ধ।

পেস্তা বাদামে আছে ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন। এটি রক্ত শুদ্ধ করে। লিভার ও কিডনি ভালো রাখে। কাজু বাদামে আছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন-এ। এটি রক্তশূণ্যতা কমিয়ে দেয়। ত্বক উজ্জ্বল করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নিয়মিত পেস্তাবাদাম খেলে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব একটা থাকে না। কম মাত্রার ক্যালরি, উচ্চমাত্রার প্রোটিন, নিম্ন মাত্রার সম্পৃক্ত ফ্যাট আর উচ্চ মাত্রার অসম্পৃক্ত ফ্যাট সবই কিন্তু ওজন কমানোর জন্য সহায়ক। পেস্তা বাদাম ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় থাকে। এই বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট গ্লাইকেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস বাড়তে দেয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিএসজির বড় জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে আরএসজি আন্ডারলেখটের বিপক্ষে পিএসজির ৫-০ গোলে জয়ের রাতে পয়েন্ট হারাতে হয়েছে মেসির বার্সেলোনাকে। অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।

পিএসজির পাঁচগোলের তিনটি কুরজাওয়ার। অন্য গোল দুটি ভেরাত্তি এবং নেইমারের।

এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি।

অন্যদিকে বার্সা ডুবেছে সুয়ারেজের দৃষ্টিকটু কয়েকটি মিসে। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে এখনো গোল পাননি উরুগুয়ের স্ট্রাইকার। এদিন ভালভার্দের ছেলেরা গোলমুখে ১৯টি শট নিয়ে জালের দেখা পায়নি।

‘ডি’ গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আরেক ম্যাচে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরা জুভেন্টাস ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে থাকা পর্তুগালের ক্লাব লিসবনের পয়েন্ট ৪। অলিম্পিয়াকোসের পয়েন্ট ১।

বি’ গ্রুপের অপর ম্যাচে সেল্টিকের মাঠে ২-১ গোলের জয়ে ৯ পয়েন্ট নিয়ে পিএসজির সঙ্গী হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ।

এ’ গ্রুপে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মরিনহোর দলকে সেরা ষোলো নিশ্চিত করতে হলে পরের দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরিব কিশোরীরা আরব শেখদের ‘ছুটি কাটানোর বউ’

ভারতের হায়দ্রাবাদে কম বয়সী মেয়েদের বিয়ে করতে আসা আরব শেখদের কয়েকজনকে আটক করা হয়েছিলো মাস খানেক আগে। মূলত অল্প কিছুদিনের জন্য ভারতে এসে তারা স্থানীয় একটি চক্রের সহায়তায় জাল কাগজপত্র তৈরি করে অল্প বয়সী মেয়েদের বিয়ে করে।

এ ধরনের একজন আরব শেখ বিয়ে করেছিলো ফরহীনকে, যে পড়াশোনায় বেশ ভালই ছিল আর স্বপ্ন ছিলো নার্স হওয়ার।

এক সকালে হঠাৎই ওর জীবনটা বদলে গেল যখন ওর বাবা একটা ঘরে তিনজন অচেনা লোকের সামনে ওকে হাজির করালেন। ওকে শুধু বলা হল ওই তিনজনের মধ্যে একজনের সঙ্গেই সেদিন বিকেলেই ওর বিয়ে হবে। ফরহীনের বয়স তখন ১৩। আর জর্ডনের অধিবাসী যে শেখের সঙ্গে সেই বিকেলে ওর বিয়ে হল, তার বয়স ৫৫।

“আমি চিৎকার করে কাঁদছিলাম। বাবা মায়ের পায়ে পড়ছিলাম বার বার। বলছিলাম যে আমি পড়াশোনা করতে চাই। কিন্তু কেউ আমার কথা শোনে নি,” বলেছেন ফরহীন।

ওর মা-ই ওকে কনের সাজে সাজিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন বিয়ের বদলে ২৫ হাজার টাকা দিয়েছে ওই শেখ। প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবে সে। একজন কাজি ওদের নিকাহ পড়িয়েছিলেন।

“ওই লোকটাকে প্রথমে দেখেই মনে হয়েছিল আমার থেকে ৪০ বছরেরও বেশী বড় হবে নিশ্চয়ই। প্রথম রাতে আমি কান্নাকাটি করছিলাম, কিন্তু ওই লোকটা জবরদস্তি করেছিল আমার ওপরে, তারপরের তিন সপ্তাহ প্রতিদিন-প্রতিরাত সে আমাকে ধর্ষণ করেছে” বলছিলেন ফরহীন।

তার বউ-বাচ্চাদের দেখাশোনা করার জন্য ফরহীনকে সঙ্গে করে জর্ডনে নিয়ে যেতে চেয়েছিল ওই শেখ। তার আগে ফরহীনের জানা ছিল না যে ওই লোকটা বিবাহিত। ফরহীনের বাবা-মায়ের সাথে ওই শেখ একটা সমঝোতায় এল – সে জর্ডন ফিরে যাবে, পরে ভিসা পাঠালে ফরহীন যাবে সে দেশে।

সেই ভিসা আর কখনও আসে নি। ফরহীন নিয়ম মতো এখনও বিবাহিত, কিন্তু তিনি জানেন না যে তাঁর স্বামী কোথায়।

“ওই ঘটনার প্রায় একবছর পর অবধি আমি চুপচাপ ছিলাম। একটুও কাঁদি নি। একেক সময়ে মনে হত মরে যাই। নিজের পরিবার – বাবা, মা – আমাকে ধোঁকা দিল?” বলছিলেন ফরহীন।

ওই ঘটনার পরে আট বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও ফরহীন সেই শক কাটিয়ে উঠতে পারেন নি। ওর সঙ্গে আমাদের দেখা হয়েছিল যে স্বেচ্ছাসেবী সংগঠনের দপ্তরে, সেখানেই একজন শিক্ষিকা হিসাবে কাজ করছেন তিনি।

ফরহীন বলছিলেন, “আমার আত্মীয়স্বজনদের মধ্যে কেউ ঠাট্টা করে যে এক খারাপ লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল বলে। কেউ আবার বলে যে আমি নাকি স্বামীর ইচ্ছা পূরণ করতে পারি নি বলে সে ছেড়ে চলে গেছে।”

ফরহীনের ঘটনার মতো আরও ৪৮টা অভিযোগ গত তিনবছরে তেলেঙ্গানা পুলিশের কাছে জমা পড়েছে। যে কাজি ফরহীনের বিয়ে দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হায়দ্রাবাদ শহরের দক্ষিণ জোনের ডেপুটি পুলিশ কমিশনার ভি সত্যনারায়ন বলছিলেন, “সাধারণ ভাবে আমাদের কাছে কেউ অভিযোগ জানাতে এগিয়ে আসে না। আর এলেও অনেক সময়ে দেখা যায় অভিযুক্ত শেখ আগেই ভারত ছেড়ে পালিয়েছে। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু ওই শেখদের ভারতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাটা খুব কঠিন।”

সিনিয়র পুলিশ অফিসারেরা বলছেন, এটা বেশ জটিল একটা অপরাধী নেটওয়ার্ক। অনেক দালাল থাকে এর মধ্যে – যারা বিয়ের ভুয়ো প্রমাণপত্র তৈরি করে দেয়।

সেপ্টেম্বর মাসে আটজন শেখকে তেলেঙ্গানা পুলিশ গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে দুজনের বয়স ছিল ৮০। বাকিদের ৩৫-এর আশেপাশে। এই আটজন যাদের বিয়ে করার পরিকল্পনা করেছিল, তাদের বয়স ১২ থেকে ১৭ বছর।

১২ বছরের তাবাস্সুমের বিয়ে দেওয়া হয়েছিল ৭০ বছরের এক ব্যক্তির সঙ্গে। একটা হোটেলে নিয়ে গিয়ে যৌন অত্যাচার করার পরে তাকে তার ‘স্বামী’ ভিসা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল।

তাবাস্সুম বছর খানেক পরে এক সন্তানের জন্ম দেয়। কিন্তু সেই সন্তানকে বড় করা হয়েছে তাবাস্সুমের বোন হিসাবে।

তিনি বলছিলেন, “আমার মেয়ে যখন আমাকে দিদি বলে ডাকে, প্রত্যেকবার আমার বুকটা মুচড়ে ওঠে। আমি তো মা ডাকটা শুনতে চাই।” বেশীরভাগ শেখ ওমান, কাতার, সৌদি আরব বা ইয়েমেন থেকে আসে। কোনও কোনও বিয়েতে আবার পাত্র তো ভারতে আসেও না। ফোনেই বিয়ে হয়ে যায়।

যেমনটা হয়েছিল জেহরা-র। বছর ১৫-র জেহরা অনাথ। তার দাদির সঙ্গে থাকত সে। জেহরার একটা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে বিক্রি করার চেষ্টা করেছিল তারই মামি।

“বাড়িতে কাজি এসেছিল এক রাত্রে। ফোনের মাধ্যমেই নিকাহ পড়িয়ে দিল। আমি জানতামও না কার সঙ্গে আমার বিয়ে হল,” বলছিলেন জেহরা।

কিছুদিন পরে ভিসা পেয়ে জেহরা ইয়েমেন যায়। এক ৬৫ বছরের লোক নিজেকে জেহরার স্বামী বলে পরিচয় দেয়। তাকে একটা হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে অত্যাচার করার পরে তাকে হায়দ্রাবাদে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ফরহীন বা জেহরার মতো মেয়েদের ব্যবহার করে তারপরে ছেড়ে দেয় ওই আরব শেখরা।

‘শাহিন’ নামের একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালান জামিলা নিশাত। তিনি এরকম নারীদেরই সাহায্য করে থাকেন।

জামিলার কথায়, “আমি যে মুসলিম এলাকায় কাজ করি, সেখানে এক তৃতীয়াংশ পরিবারই অর্থের লোভে নিজেদের মেয়েদের এইভাবে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই গরীব পরিবার এগুলো। বাচ্চাদের খাবারের ব্যবস্থাও করতে পারে না এরা। স্কুল থেকে যে সরকারী মিড-ডে মিল দেওয়া হয়, শুধু সেই খাবার খেয়েই বড় হয় শিশুরা।”

কেউ অবশ্য স্বীকার করে না যে তারা অর্থের জন্য এইভাবে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, বরং তারা বলার চেষ্টা করে যে একটা সামাজিক নিয়ম পালন করছে এর মাধ্যমে। এরকমও ঘটনা আছে, যেখানে একই পুরুষের সঙ্গে দুটি মেয়ের বিয়ে দেওয়া হয়েছে।

রুবিয়া আর সুলতানা দুজনেই ছিল ছোটবেলার বন্ধু। তাদের দুজনেরই বিয়ে হয়েছিল – শেখের সঙ্গে। পরে তারা বুঝতে পারে যে তাদের দুজনেরই স্বামী একই ব্যক্তি – ওমানের বাসিন্দা এক ৭৮ বছরের শেখ। কাঁদতে কাঁদতে রুবিয়া বলছিল যে বিয়ের সময়ে তার বয়স ছিল মাত্র ১৩ বছর।

“ওই লোকটা আমাকে আর আমার বন্ধুকে ছেড়ে চলে যায়। বেশ কয়েক সপ্তাহ তার কোনও খোঁজ পাই নি আমরা। সুলতানা শেষ অবধি আত্মহত্যা করে,” বলছিলেন রুবিয়া।

ইসলামিক পণ্ডিত মুফতি হাফিজ আবরার এই ধরণের বিয়েকে বেশ্যাবৃত্তি বলে মনে করেন।

“যে কাজি অর্থের বিনিময়ে এইভাবে অন্য দেশের পুরুষদের সঙ্গে এখানকার মেয়েদের বিয়ে দেয়, তারা ইসলাম ধর্মের আর মুসলমানদের নাম খারাপ করছে,” বলেও অভিমত মি. হাফিজের। কিন্তু তেলেঙ্গানার শিশু সুরক্ষা আধিকারিক ইমতিয়াজ আলি খান মনে করেন এই ধরনের বিয়ে আটকাতে মসজিদগুলোর সহায়তা প্রয়োজন।

“আমরা মসজিদগুলোকে বলতে শুরু করেছি যে এইরকম অনৈতিক বিয়ের ব্যাপারে নামাজিদের যেন তারা সতর্ক করতে শুরু করে,” বলছিলেন মি. খান।

ফরহীন, তাবাস্সুম, জেহরা, রুবিয়া আর সুলতানাদের মতো যুবতীরা অবশ্য এখনও আশা করে যে তাদের যে অবস্থায় পড়তে হয়েছে, সেই অবস্থায় অন্য শিশু বা নারীদের হয়তো আর পড়তে হবে না কিছুদিন পরে।

ফরহীন স্বপ্ন দেখেন সেই দিনের, যেদিন নারীদের শিক্ষার ব্যাপারে সমাজ সচেতন হবে, তারা যে শুধুই যৌন লিপ্সা মেটানোর বস্তু নয়, সেটা বুঝতে শিখবে সবাই।

“আমার পরিবার এখন আমার কাছে ক্ষমা চায় তাদের কৃতকর্মের জন্য। তারা বুঝতে পেরেছে তাদের ভুল। এভাবেই যদি বাকিরাও বুঝতে পারে যে অর্থের লোভে নিজের মেয়েকে বিয়ে না দিয়ে বরং তাদের পড়াশোনা করানো দরকার,” বলছিলেন ফরহীন। সূত্র: বিবিসি নিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest