সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

শ্যামনগরে বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

শ্যামনগর প্রতিনিধি : আবু জাফর সরদার ফাউন্ডেশন এর আয়োজনে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে ‘স্বাধীনতার মহানয়ক, জাতীর জনক শেখ মুুজিবুর রহমানকে জানো’ এ বিষয়ের উপর চরনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু জাফর সরদার ফাউন্ডেশন এর সভাপতি এস এম আবুল বাশার। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাবেক সভানেত্রী মাসুদা খানম (মেধা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু জাফর সরদার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এস এম আবুল হাসান, গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভানিং বোর্ডির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের ঢালী, মুক্তিযোদ্ধা শামছুর রহমান, কালিগঞ্জ কলেজের প্রভাষক মোকুন্দ কুমার মন্ডল, আওয়ামী নেতা আব্দুস সবুর মোল্যা প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র/ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার হিসেবে ‘‘অসমাপ্ত আতœজীবনী শেখ মুজিবুর রহমান’’ বইটি তুলে দেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদিকে বিয়ে করতে বিধবা নারীর ধর্মঘট!

স্বামীর সঙ্গে অনেক আগে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। তখন থেকে এখন একাই থাকেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একা থাকেন। তাই তিনি মোদিকে বিয়ে করতে চান। এভাবে নিজের আবেগের কথা এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে একই জায়গায় বসে বলছেন ৪০ বছর বয়সী শান্তি শর্মার। তার বাড়ি ভারতের রাজস্থানের জয়পুরে। তার ২০ বছর বয়সী মেয়েও আছে।পেছনে মোদির পোস্টার লাগিয়েছেন। মোদিকে কেন বিয়ে করতে চান তাতে সেই লেখাও রয়েছে। ভারতের স্বনামধন্য পত্রিকা আনন্দবাজার এ খবর প্রকাশ করে।

শান্তি জানান, বিয়ের বহু প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন শুধু মোদিকে বিয়ে করবেন বলে। তিনি বলেন, আমি এখন একা, প্রধানমন্ত্রীও একা। মোদিকে অনেক কাজ করতে হবে, আর সেই কাজে তাকে সহযোগিতা করতে চাই। মানুষ এ নিয়ে আমাকে উপহাস করে। কিন্তু তাদের একটা বার্তাই দিতে চাই, শুধু ভালবাসার টানেই নয়, মোদির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আর সে কারণেই আমার এই সিদ্ধান্ত।

সম্পত্তি বা টাকা-পয়সার কোনও অভাব নেই শান্তির। তাই ভবিষ্যৎ নিয়েও চিন্তিত নন। তিনি বলেন, জয়পুরে প্রচুর জায়গা-জমি রয়েছে আমার। সে সব বিক্রি করে মোদির জন্য উপহার কেনার পরিকল্পনা করেছি। তবে মোদি যতক্ষণ না আসবেন, যন্তর মন্তর থেকে আমি এক পা-ও নড়ব না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটিং-বোলিং কিছুই হচ্ছে না বাংলাদেশের !

স্পোর্টস ডেস্ক : ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ শেষ করেছে ১০ উইকেট হাতে রেখে। কিন্তু এতে স্বস্তি পাওয়ার কোনো সুযোগ নেই মুশফিকদের। ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করার সুযোগ পেয়েছে এক সেশনের একটু বেশি। তাতেই অলআউট মুশফিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশ টেনেটুনে করতে পেরেছে ১৪৭।
ব্যাটিংয়ের এমনই করুণ চিত্র, লিটন দাসের ৭০ রানটাও হতে পারেনি সান্ত¡না! দিনের শেষ ভাগে ফ্লাডলাইটের আলোতেই বাংলাদেশকে ফলো অন করিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে ৪১৯ রানে।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় মনে হয়েছে ব্লুমফন্টেইনের উইকেটে ব্যাটিং করা কত সহজ। স্বচ্ছন্দে ব্যাটিং করে ৪ উইকেটে ৫৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই সেই উইকেট হয়ে গেছে ব্যাটসম্যানদের বধ্যভূমি! লেগ স্টাম্পের ওপর গুড লেংথের বলে সৌম্য সরকারকে বোল্ড করে ধ্বংসযজ্ঞ শুরু করেন কাগিসো রাবাদা। ১৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। রাবাদার সঙ্গে বাংলাদেশের ব্যাটিং কাঁপিয়ে দেওয়ার কাজটা করেছেন আরেক প্রোটিয়া পেসার অলিভিয়ের।
৬৫ রানে ৬ উইকেট হয়ে যাওয়া বাংলাদেশের সামনে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা ছিল। সেটি হয়নি লিটনের প্রতিরোধে। বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান রান তুলেছেন ওয়ানডের ছন্দে। বাউন্ডারি মেরেছেন ১৩টা। যেখানে দলের বাকিরা মিলে মেরেছেন ১১টা। ফিকোয়াওর এক ওভারেই মারলেন চারটা চার। অবশ্য টেস্টে বাউন্ডারির হিসাবের চেয়ে টিকে থাকাই গুরুত্বপূর্ণ। সেটি করতে পারেননি কেউ। আক্রমণাত্মক খেলে লিটন তবু কিছুটা জবাব দিতে পেরেছেন। রাবাদার শর্ট বলটা পুল করতে গিয়ে আউট হওয়ার আগে করেছেন ৭৭ বলে ৭০। দলের প্রায় অর্ধেক রান জোগান দিয়েছেন তিনি। লিটনের আগের টেস্ট ফিফটিও এসেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, চট্টগ্রাম টেস্টে।
তাইজুল-লিটনের সপ্তম উইকেট জুটিতে যোগ করা ৫০ রান উইকেট পতনের মিছিলটা সাময়িক ঠেকাতে পারলেও ফলো অন এড়াতে পারেনি। অলিভিয়েরের বলে তাইজুলের (১২) স্টাম্প উড়ে গেলে বাংলাদেশের অলআউট হওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। লিটন-রুবেলের অষ্টম উইকেটে ২৮ রানে জুটি সেটা বিলম্বিত করেছে মাত্র। ৪ রানে শেষ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট ১৪৭ রানে।
দল বাজেভাবে হারলেই বোলারদের শূলে চড়ান মুশফিক। পরপর দুটি ইনিংসে ব্যাটসম্যানরা যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছেন, অধিনায়ক তাতে কী বলবেন!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে বিমান হামলা: নিহত ১৭

আফগানিস্তানের উরুজগান প্রদেশে এক বিমান হামলায় ১৭ সশস্ত্র তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জঙ্গি। শুক্রবার উরুজগান প্রদেশের চোরা জেলায় অবস্থিত এক তালেবান ঘাটিতে আফগান বিমান বাহিনী এক বিমান হামলা চালালে এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে। ওয়েবসাইটে দেয়া খবরে বলা হয়, হামলায় জঙ্গি গোষ্ঠীটিরনিকটে থাকা অস্ত্রগুলোও ধংস হয়ে গেছে। সরকার-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী অভিযান চালাচ্ছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী এএনএসএফ। এমন এক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যারাডোনার দুই মেয়ে নাকি চোর!

সত্যিই, বিতর্ক যেন কিছুতেই মারাদোনার পিছু ছাড়ে না। এবার, নিজের মেয়েদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা।

১৯৮৬-এর বিশ্বকাপজয়ী অধিনায়কের অভিযোগ তাঁর দুই মেয়ে নাকি চোর। মারাদোনার অভিযোগ তাঁকে অন্ধকারে রেখে মেয়ে ডালমা এবং জিয়ানিনা তাঁর প্রায় দুই মিলিয়ন ডলার প্যারাগুয়ের একটি ব্যাঙ্কে ট্রান্সফার করে নিয়েছেন। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।

দুই মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছেন মারাদোনা। এর আগে বান্ধবি রকিও অলিভিয়ার বিরুদ্ধেও নয় মিলিয়ন ডলার প্রতাড়নার অভিযোগ তুলেছিলেন দিয়েগো মারাদোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোরকা নিষেধাজ্ঞা নিয়ে অস্ট্রিয়ায় সংঘাত

সম্প্রতি বোরকা নিষিদ্ধের ঘটনার সূত্র ধরে অস্ট্রিয়ায় রাজধানী ভিয়েনায় সংঘাত ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ খবর বলা হয়েছে, ১ অক্টোবর থেকে অস্ট্রিয়ায় বুরখা পরিধান নিষিদ্ধ করা হলেও এখনো পুরোপুরিভাবে মানছেনা মুসলিম নারীরা। ফলে বুরখা নিষিদ্ধের প্রথম দিনই একটি অপ্রিতিকর ঘটনার সূত্রপাত হয়। এদিন এক পুলিশ সদস্য জোর করে এক মহিলার বুরখা খুলতে বাধ্য করেন। আর এ ঘটনার ৫ দিন পরই ঘটলো দুই মহিলার মারামারির ঘটনা।

জানা গেছে, নিষিদ্ধ হলেও ভিয়েনায় জিয়েগলারগেস স্টেশনের কাছাকাছি একটি এলাকায় দিয়ে বুরখা পরিধান করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর ঠিক এসময়ই অন্য এক শিক্ষক মহিলা তাকে বুরখা নিষিদ্ধের কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু কিছু বুঝে উঠার আগেই বুরখা পরা মুসলিম মহিলা শিক্ষিকাকে মাটিতে ধরাশায়ী করেন।

শিক্ষক মহিলা অভিযোগ করেন, তাকে ধরাশায়ী করার পর বেশ কয়েকজন লোক এসে জড়ো হয় এবং মুসলিম মহিলার পক্ষ নিয়ে তাকে বর্ণবাদী আখ্যা দেয় তারা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, গত মে মাসে পাশ হওয়া বুরখা বিরোধী আইনটি এ মাসের শুরুর দিন থেকেই কার্যকর হয়েছে। আর আইনটি কেউ ভঙ্গ করলে অর্থাৎ প্রকাশ্যে কেউ বুরখা পড়লে তার বিরুদ্ধে ১৫০ ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা বস্তিতে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে যুবলীগ সভাপতি আটক

মিয়ানমারে সেনা ও নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতনের মুখে জীবন ও নিজের সম্ভ্রম বাঁচাতে ঝুকি নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে কয়েক লাখ রোহিঙ্গা নারী-পুরুষ। পালিয়ে আসা এসব অসহায় বাস্তুহারা রোহিঙ্গাদের দুর্বলতার সুযোগে নানা প্রলোভনে পুরুষদের নিকট থেকে শেষ সম্বলটুকু ছিনিয়ে নিচ্ছে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত। পাশাপাশি যৌন লালসার শিকার হচ্ছেন অনকে রোহিঙ্গা নারী ও যুবতী।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা বস্তিতে আশ্রিত এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুল আলমের ছেলে সোহারাব উদ্দিন ভুলু(৩০)কে হাতে নাতে আটক করে।

পরে তাঁকে শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের কার্যালয়ে হাজির করলে লম্পট ভুলুকে ১মাস ১৫দিনর সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, আটক ভুলু ইউনিয়নের যুবলীগের সভাপতি।

তিনি আরও বলেন, পালংখালী ইউনিয়নের কিছু অসাধুচক্র রোহিঙ্গাদের পুনবার্সনের জন্য বনভুমি দখল পূর্বক জায়গা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ এসব হুমড়া-চোড়ারা আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে ঘুরাঘুরি করলেও তাদের আটক করছেনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় ইউপি সদস্যে আক্রমণে প্রধান শিক্ষক রক্তাক্ত !

বুধহাটা প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় ইউপি সদস্যের আক্রমণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর আহত প্রথান শিক্ষককে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের পাইথালী বাজারে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সন্ধ্যার পরে পাইথালী বাজারের ইকরামুলের ফার্মাসীর সামনে পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আরিফুল ইসলামের সাথে ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড মেম্বর আলতাফ হোসেন সানার সাথে সম্প্রতি স্কুলের দপ্তরী কাম প্রহরী নিয়োগে অর্থ-বাণিজ্য নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেস্বর উত্তেজিত হয়ে প্রথমে থাপ্পড় পরে পায়ের জুতা খুলে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বারবার আঘাতের এক পর্যায়ে প্রধান শিক্ষক দোকানের লোহার সাটারের উপর পড়ে গেলে মাথা ফেঁটে মারাত্বকভাবে রক্তাক্ত জখম হয়। আহত প্রধান শিক্ষককে স্থানীরা তাৎক্ষণিক উদ্ধার করে আশাশুনি হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest