সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নমেন্ট উদ্বোধন; মহসীন রেজা একাদশ জয়ী

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ৪ দলীয় লাখ টাকার ফুটবল টর্নামেন্টের উদ্বোধনী খেলা সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় ভ্রুরুলিয়া মহসীন রেজা ফুটবল একাদশ ও পিডিকে মিতালী সংঘের মধ্যেকার খেলাটি টান টান উত্তের্জনা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে শ্যামনগর মহসীন রেজা ফুটবল একাদশ ১-০ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেরের সভাপতিত্বে খেলাটি উদ্ধোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরমোহাম্মাদ বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউপি সদস্য আহম্মাদ আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমস্যায় জর্জরিত কালিগঞ্জ পোস্ট অফিস ভবন ও প্রাচীর

এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলা সদরের উপজেলা পোস্ট অফিসটির ভবনের ছাদে ফাঁটল, গ্রিল ও প্রচীর ভেঙে নানা সমস্যায় জর্জরীত ও অরক্ষিত। পোস্ট অফিসের প্রচীর ভেঙে পুকুরে পড়ে যাওয়ায় ইট ও গ্রিল চুরি হয়ে গেছে। এছাড়া প্রচীর ভেঙে পড়ার কারণে দিন ও রাতে অফিস চত্ত্বরে গরু, ছাগল ও বহিরাগত মানুষদের অবাদ চলাফেরায় পরিবেশ নষ্ট হচ্ছে। পোস্ট অফিসের বিল্ডিংয়ের ছাদে দেখা দিয়েছে ফাঁটল। কর্মকর্তা কর্মচারীরা জীবন ও জীবিকার তাগিদে ঝুকি নিয়ে কাজ করছে। উপজেলা পোস্ট অফিসে সঞ্চয় পত্রের গ্রহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সঞ্চয়পত্রের সংকট দেখা দিয়েছে। একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে চার উপজেলা নিয়ে গঠিত সার্কেল পোস্ট অফিস। সেখানে গুরুত্বপূর্ণ কার্যক্রম চলে টিনের জরাজীর্ণ ঘরে। জনগুরুত্বপূর্ণ এই অফিসে প্রতিদিন শত শত মানুষ কাজ কর্ম নিয়ে আসলেও পোস্ট অফিসের দৈন্যদশা কর্তৃপক্ষের নজরে আসে না। এই অফিসটি বর্তমান সময়ে ডিজিটাল তথ্য প্রযুক্তির সাথে সামঞ্জস্যতা রেখে সঠিক পরিকল্পনা ও আধুনিকায়ন একান্ত প্রয়োজন। দেশের সবখানে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোনের ব্যবহার রয়েছে। ইন্টারনেট সুবিধা দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব এখন হাতের মুঠোয় এসে দাড়িয়েছে। দূরে থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে এখন আর আগের মতো পোস্টকার্ড বা ইনভেলাপ চিঠি লিখে ডাকে পাঠাতে হয়না। তাই কোথাও কোথাও ডাক বিভাগের ডাকবাক্সগুলো অকেজো হয়ে পড়ে আছে কিম্বা সারা বছর চিঠিশুন্য হয়ে রয়েছে। বিগত দিনে একটা সময় ছিল দূর-দূরান্তের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভাব আদান একমাত্র ব্যবস্থা ছিল বাংলাদেশ ডাক বিভাগ। সে সময় রানার পিঠে বোঝা ঝুলিয়ে ছুটতেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এ ডাক পিয়নদের এখন আমরা বলি পোস্টম্যান। সেই ব্যক্তি দরজায় কড়া নেড়ে বলতেন বাসায় আছেন, আপনার চিঠি আছে। ডাক পিয়নের আওয়াজ শুনলেই মন চমকে উঠে। কি জানি এই চিঠিতে কি গোপনীয় সংবাদ লুকিয়ে আছে। চিঠিখানা খোলার পূর্বেই হ্নৎকম্পন শুরু হত। সেই সময় ডাক পিয়ন বা রানার কতটা পথ পাড়ি দিয়ে প্রাপকের কাছে চিঠি পৌছে দিতেন। সেই যুগে দেশের যোগাযোগ ব্যবস্থা আজকের মত এতোটা উন্নত ছিলনা। রাস্তা ঘাট ও পরিবহন ব্যবস্থা গড়ে উঠেনি সেই সময়, নৌ-পথ ছিল চলাচলের একমাত্র উপায়। সেই অবস্থায় দুর্গম পথ পাড়ি দিয়ে রানার বা ডাক পিয়ন চিঠির বোঝা নিয়ে ছুটতেন আমাদের কাছে বার্তা পৌছে দিতে। সময় পাল্টে গেছে, বর্তমান সময়ে অবস্থার অনেক উন্নতি হয়েছে, তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে। এখন মানুষের চিঠি লেখার প্রবনতা একবারেই নেই বললেই চলে। সেই সময় চিঠির মধ্যে দিয়ে যে মনের অব্যক্ত ভাষা ফুটিয়ে তোলা যায় তা কিন্ত অন্য কোন মাধ্যমেই সেটা সম্ভব না। এখনো হয়তো কেউ কেউ একখানা চিঠি লিখে পোস্টবাক্সে ফেলে আসেন। কিন্ত তার সংখ্যাও দিন দিন কমে আসছে। আগামিতে এমনও হতে পারে চিঠি লিখে পোস্ট করার বিষয়টি কাহিনী গল্প হিসাবে পরবর্তী প্রজম্মের কাছে উঠে আসবে। এখন মোবাইল ফোনের দুই তিন লাইনের একটি মেসেজ চিঠির সেই জায়গা দখল করে নিয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ আধুনিকায়নের জন্য প্রকল্প হাতে নেয়া হলেও এক দশক পেরিয়ে গেলেও সেই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। উপজেলা পোস্ট অফিসে উদ্যোক্তা কামরুন্নাহার জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর উদ্দ্যোগে একটি প্রকল্পের মাধ্যমে আমি ও আমিরুল ইসলাম দেড় বছর যাবৎ কাজ করছি। সে আরো জানায় পোস্ট অফিসের একটি কক্ষে ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া চাকুরীর বিভিন্ন তথ্য প্রদানসহ অনলাইনের মাধ্যমে চাকরি, ভর্তিসহ বিভিন্ন ধরণের ফরম পূরণের কাজ চলছে এই পোস্ট অফিসে। পাশাপাশি স্কানিং, ছবি তোলা, কম্পিউটার কম্পোজের কাজও করা হয়। উপজেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার সত্য প্রসাদ বাইন এ প্রতিনিধিকে জানান, বর্তমানে এই পোস্ট অফিসে সঞ্চয় ব্যাংকিং কার্যক্রমের চাপ খুব বেশী। গ্রহকরা সঞ্চয়পত্র খুলতে অতি উৎসাহ হয়ে বেশী ভীড় করছে। এছাড়া পোস্ট অফিসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। তবে পোস্ট অফিসের ভবন জরাজির্ন ও ছাদে ফাঁটল দেখা দেওয়ায় আমরা সর্বক্ষণ জীবনের ঝুকি নিয়ে কাজ করছি। প্রচীর, গ্রীল, গেট নষ্ট হওয়ায় অফিস চত্ত্বর অরক্ষিত ও নিরাপত্তাহীতায় মধ্যে আমাদের কাজ কর্ম চালাতে হচ্ছে। বিষয়টি খুলনা পোস্ট অফিসের উর্দ্ধোতন কতৃপক্ষকে জানিয়েছি। ভবন, প্রচীর ও গেট সংস্কারের আশ্বাস দিয়েছে কবে নাগাদ এই সংস্কারের কাজ শুরু হবে সেটা বলা সম্বব না। তিনি আরো বলেন সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ও আধুনিক তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সমঞ্জস্য রেখে আমরা কাজ করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টে মুস্তাফিজুরের অন্যরকম ‘সেঞ্চুরি’!

ব্লুমফন্টেইন টেস্টে বেশ তিক্ত অভিজ্ঞতাই হলো বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো উইকেট না নিয়েই ১০০ রানের বেশি দিলেন তিনি।
তাই বলা যায়, অন্যরকম এক ‘সেঞ্চুরি’-এর স্বাদ পেলেন এই পেসার।

ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন চার প্রোটিয়া ব্যাটসম্যান। তাদের সঙ্গে ‘সেঞ্চুরি’ হয়েছে মুস্তাফিজ, শুভাশিস রায়, রুবেল হোসেন ও তাইজুল ইসলামেরও। এরা প্রত্যেকেই ১০০ রানের বেশি দিয়েছেন। তবে এই তালিকায় মুস্তাফিজুর রহমান এবারই প্রথম। কেননা মুস্তাফিজ বাদে সবারই এর আগে ‘সেঞ্চুরি’র রেকর্ড আছে।

রুবেল পঞ্চমবারের মতো ১০০ এর বেশি রান দিলেন। তাইজুল ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন ১৩৫ রান দিয়ে। এ নিয়ে ষষ্ঠবারের মতো ইনিংসে ১০০ রানের বেশি দিলেন বাঁহাতি স্পিনার। আর গত মার্চে গল টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রান দিয়ে শুভাশিস পেয়েছিলেন ১ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলে দিবাযত্ন কেন্দ্রে মদ ঢেলে আগুন, নিহত ৭

ব্রাজিলের একটি দিবাযত্ন কেন্দ্রে নিরাপত্তারক্ষীর আগুন দেওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে চার বছর বয়সী পাঁচ শিক্ষার্থী, ৪৩ বছর বয়সী একজন এবং আগুন লাগানো নিরাপত্তারক্ষী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মাইনাস গারিসের একটি ছোট শহর জানাউবাতে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ‘দ্য রিও টাইমস’ এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, জানাউবার একটি শিশু দিবাযত্ন কেন্দ্রের ৫০ জন শিক্ষার্থীর একটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন ওই নিরাপত্তারক্ষী। তিনি শিক্ষার্থীদের গায়ে মদ ছুড়ে আগুন ধরিয়ে দেন। এরপর নিজের শরীরেও আগুন ধরিয়ে দেন ওই নিরাপত্তারক্ষী।

দেমিয়াও সোয়ারেস নামের ওই নিরাপত্তারক্ষী ২০০৮ সাল থেকে সেখানে কাজ করছিলেন। তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

দেশটির প্রেসিডেন্ট মিশেল তেমার টুইটে এ ঘটনায় জানাউবায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ওই দিবাযত্ন কেন্দ্রটি অর্ধেক পুড়ে গেছে। পুলিশ এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০০ কোটির ঘরে ‘জড়ুয়া টু’

গত ২৯ সেপ্টেম্বর মুক্তির পর সাত দিনে ‘জড়ুয়া টু’ ঢুকে পড়েছে ১০০ কোটি রুপি আয়ের ক্লাবে। শুধু ভারতেই এর আয় হয়েছে ১০২ কোটি ৩৩ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসব তথ্য জানান।
ভারতের বাইরে অন্যান্য দেশে ‘জড়ুয়া টু’র আয়ের পরিমাণ ২৬ কোটি ৩৩ লাখ রুপি। পরিবেশনা সংস্থা ফক্স স্টার স্টুডিওস টুইটারে জানিয়েছে, আট দিনে সব মিলিয়ে ৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির ঘরে এসেছে ১৫৭ কোটি ৬৯ লাখ রুপি (ভারতে ১৩১ কোটি ১৯ লাখ রুপি ও অন্যান্য দেশে সাড়ে ২৬ কোটি রুপি)।
‘জড়ুয়া টু’ ছবির পোস্টার‘জড়ুয়া টু’ হলো ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের হাসির ছবি ‘জড়ুয়া’র রিমেক। ‘জড়ুয়া টু’তেও দেখা গেছে যমজ ভাই প্রেম ও রাজার মজার মজার কাণ্ডকারখানা। দুটি ছবিরই পরিচালক বরুণের বাবা ডেভিড ধাওয়ান ও প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা। ‘জড়ুয়া’ সিরিজ ছাড়াও ব্যবসাসফল ‘মুঝসে শাদি কারোগি’তে জোট বেঁধেছিলেন তারা। ফলে সাফল্যের দিক দিয়ে ডেভিড ও সাজিদের হ্যাটট্রিক হলো।
‘জড়ুয়া’য় সালমানের বিপরীতে ছিলেন কারিশমা কাপুর ও দক্ষিণী তারকা রাম্ভা। অ্যাকশন-কমেডি ধাঁচের ছবি ‘জড়ুয়া টু’তে বরুণের বিপরীতে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু।
চলতি বছর বরুণের ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ও ১০০ কোটি রুপি ছাড়ানো ব্যবসা করেছে। তাই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ছবিপ্রতি ২৫ কোটি রুপি করে নিচ্ছেন তিনি। বলিউডে এখন শীর্ষ সাত নায়কের মধ্যে শাহরুখ খান, আমির খান, সালমান খান, হৃতিক রোশন, অক্ষয় কুমার ও অজয় দেবগনের পরেই ধরা হচ্ছে তার নাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু পিপাসাকে বাঁচাতে সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক : পিপাসা মন্ডল (১০) নামের একটি শিশু জন্মের ৬ মাস পর থেকেই প্রতিবন্ধী। সে সি.পি ও ডেভেলপমেন্টাল ডিলে রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তার চিকিৎসার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। তার বাবার নাম দেবেন্দ্র নাথ মন্ডল ও মায়ের নাম রিক্তা মন্ডল। দাম্পত্য জীবনে তারা চার সন্তানের জনক-জননী। এর মধ্যে পিপাসা সবার ছোট। পেশায় দেবেন্দ্র মন্ডল একজন শুকর পালক। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।
সমাজের সবচেয়ে নি¤œ বর্ণের এই মানুষটির তার নিজ সংসার খরচ চালিয়ে তার এই পুত্র সন্তানের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে খুবই দূর্বিসাধ্য। তারপরও তিনি সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে তার সন্তানকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু তার এই রোগের সঠিক কোন চিকিৎসা না পাওয়ায় তিনি তার আদরের সন্তানকে এবার ভারতে নিয়ে ভাল ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে চান। আর এ জন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই তিনি শিশু পিপাসা মন্ডলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য ০১৯৬০-৫০৫৪৮৪ নাম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি রাজপ্রাসাদে হামলা: নিহত ৩

সৌদি আরবের জেদ্দার একটি রাজপ্রাসাদে হামলা চেষ্টার ঘটনায় দুই জন নিরাপত্তা রক্ষী ও এক হামলাকারী নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সৌদি রাজ প্রাসাদে হামলা হয়েছে। তবে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

আল জাজিরা’র অসমর্থিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আবদুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে অবস্থিত আল সালাম প্যালেসে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর রিয়াদের মার্কিন দূতাবাস সৌদিতে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশ দিয়েছে।

তবে এ হামলার ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি সৌদি আরবে শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। গত জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এর আগে দেশটির শত শত নাগরিক আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা ৫৭৩ রানে

দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের ওপর দমনপীড়ন অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচটাও নিজেদের পক্ষে নিতে শুরু করেছে ফাফ দু প্লেসিসের দল। প্রথম ইনিংসে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এইডেন মার্করাম ১৪৩, ফাফ ডু প্লেসি ১৩৫, হাশিম আমলা ১৩২ ও ডিন এলগার করেন ১১৩ রান।

প্রথম দিন শেষের পরই মুখ গোমড়া করে ছিল ব্লুমফন্টেইনের আকাশ। যার প্রভাবে দ্বিতীয় দিনের সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এর প্রভাব পড়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দিনের খেলা শুরু হয়।

দ্বিতীয় দিনের খেলা শুরু হলেও বাংলাদেশের ভাগ্য বদলায়নি। এদিন মাত্র একটি উইকেট নিতে পেরেছে টাইগার বোলাররা। ব্যক্তিগত ১৩২ রানে শুভাশীষের বলে বোল্ড হয়ে ফিরে আসেন হাশিম আমলা। আজ তিন উইকেটে ৪২৮ রান দিয়ে ব্যাটিং শুরু করেন হাশিম আমলা ও দু প্লেসি। প্রথম সেশনেই শতক তুলে নেন তাঁরা। মধ্যাহ্নভোজের পর হাশিম আমলা ফিরলেও ১৩৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক। এ ছাড়া ২৭ বলে ২৮ রান করেন কুইন্টন ডি কক।

বাংলাদেশের বোলারদের মধ্যে শুভাশীষ তিনটি ও রুবেল হোসেন এক উইকেট নেন।

ম্যাচের প্রথম দিনটিও বাংলাদেশের জন্য ছিল হতাশার। টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ৪২৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম করেছেন দারুণ দুটি সেঞ্চুরি।

তাই প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে আরো বড় সংগ্রহ দাঁড় করাচ্ছে দক্ষিণ আফ্রিকা, সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে প্রথম টেস্টে বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল। চলমান এই টেস্টে কেমন করবেন মুশফিকরা, সেটা সময়ই বলে দেবে।

ব্যাটিংয়ে নেমেই মুশফিকের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ডিন এলগার ও এইডেন মার্করাম। প্রথম উইকেটের জন্য প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডিন এলগারকে ফেরান শুভাশীষ রায়। ৫৪তম ওভারের চতুর্থ ওভারে এলগারকে মুস্তাফিজের তালুবন্দি করেন তিনি। প্রোটিয়াদের রান তখন ২৪৩। এলগার করেন ১১৩ রান।

এরপর আমলাকে নিয়ে এগুতে থাকেন মার্করাম। তবে জুটিটা বড় হতে দেননি রুবেল হোসেন। দুর্দান্ত এক ইয়র্কারে মার্করামের স্টাম্প উড়িয়ে দেন তিনি। প্রথম টেস্টে সেঞ্চুরি মিস করা মার্করাম ১৪৩ রান করে বিদায় নেন।

খানিক বাদে টেম্বা বাভুমাকেও ফেরান শুভাশীষ। উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। মাত্র সাত রান করেন তিনি। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে ১৪০ রান তুলে নিয়ে সফরকারীদের আবার খাদের কিনারে ঠেলে দেন হাশিম আমলা ও ফাফ দু প্লেসিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest