সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

সৌদি বাদশাহ’র ঐতিহাসিক রাশিয়া সফরের নেপথ্যে

রাশিয়ার মস্কোতে বুধবার পৌঁছেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। রাশিয়াতে তার সফরকে বলা হচ্ছে ঐতিহাসিক।
শুধু বলার জন্য বলা নয়, এটিকে সত্যিকার অর্থেই ঐতিহাসিক বলা যেতে পারে। কারণ এই প্রথমবারের মতো কোনো সৌদি বাদশাহ রাশিয়া সফর করছেন। ৮১ বছরের বাদশাহকে অভিবাদন জানাতে চেষ্টার কোনো কমতি রাখেনি রাশিয়া।

আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্কের ভিত মজবুত হলেও রাশিয়ার ক্ষেত্রে সে কথা প্রযোজ্য নয়। মূলত সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর থেকে রাশিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্কের সূত্রপাত। তবে যেটি যে, খুব জোরদার কিছু ছিল তেমন নয়।

২০০৭ সালে রাশিয়ার তৎকালীন ও বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরব সফরে গিয়েছিলেন। সেসময় সৌদি আরবের বাদশাহ ছিলেন আবদুল্লাহ। কিন্তু তিনিও রাশিয়া সফরে আসেননি।

২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর সৌদি আরবের দায়িত্ব এখন সালমান ও তার ছোট ছেলে ক্ষমতাবান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাতে। এ সময়টাতে ভূ-রাজনৈতিক পটপরিবর্তনও হয়েছে। বিশ্বে আমেরিকার কর্তৃত্ব এখন প্রশ্নের সম্মুখীন। তাই দুই তেল উৎপাদনে নির্ভরশীল দুই দেশ সত্যিকার অর্থেই হয়তো সম্পর্কটা আরও জোরদার করতে চায়। সূত্র : ওয়াশিংটন পোস্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতিবর্ষণে বিপর্যস্ত মধ্য আমেরিকা, বাড়ছে মৃতের সংখ্যা

মধ্য আমেরিকায় অতিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় কয়েক লাখ মানুষ।
টানা বর্ষণে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও। বন্ধ রয়েছে টেলি যোগাযোগ।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা মৌসুমে পাঁচ মাসের মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরে বেশি বৃষ্টি হয়। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর এ সময়ে গড়ে ২৫ থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হচ্ছে।

মার্কিন জরুরি বিভাগ জানিছে, বৃষ্টিপাতে সবচেয়ে প্রাণহানি হয়েছে হন্ডুরাসে। অতিবৃষ্টির কারণে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়েতেমালায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। ছয় হাজার মানুষকে অন্যত্র পাঠানো হয়েছে। ১১০টি সড়ক ও ১৪টি সেতু এবং চার হাজার বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মরালেস জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারির চিন্তা-ভাবনা চলছে। এল সালভাদরে প্রাকৃতিক এই দুর্যোগে ছয়জনের মৃত্যু ঘটেছে। নিকারাগুয়ার রাজধানীসহ বিভিন্ন শহরের ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বউয়ের কথা অমান্য করে কোটিপতি!

সংসার জীবনে সুখী হওয়ার শর্ত হলো সৎ থাকা এবং সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করা। কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা হার্মেনিগিলদো বেলত্রান-মেজা করেছিলেন উল্টোটা।

স্ত্রী লটারি কেনার বিষয়ে লেকচার দিতেন। এটা কেনা ঠিক নয়, ইত্যাদি, ইত্যাদি। তাই বউকে লুকিয়েই টিকেট কিনতেন। বাড়িতে এসে বাথরুমে গিয়ে সেগুলো ক্র্যাচ করতেন।

সম্প্রতি তিনি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের পুরস্কার জিতেছেন। বউকে সেই সুখবর দিয়েছেন বেশ নাটকীয় ভঙ্গিতে। হার্মেনিগিলদো বলেন, ‘তুমি বলেছো আমি কখনই জিতব না। দেখ আমি জিতেছি। এই তার প্রমাণ। ‘ সূত্র : ক্যালিফোর্নিয়া স্টেট লটারি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ইস্যুতে আজ বাংলাদেশ-ভারত বৈঠক হতে পারে

রোহিঙ্গা সংকট পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে তারা বৈঠকে মিলিত হতে পারেন বলে খবর।

গত মঙ্গলবারই দিল্লি সফরে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এই সময়কালে রোহিঙ্গা সংকট নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শহিদুল হক আলোচনা সেরে নিয়েছেন বলে খবর।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন ঢাকা সফর সূচি নিয়েও দুইজনের কথা হতে পারে। কারণ আগামী ২২-২৩ অক্টোবর ঢাকায় শুরু হতে চলেছে জয়েন্ট কনসালটিভ কমিশন (জেসিসি)’এর বৈঠক, সেই বৈঠকেই উপস্থিত থাকবেন সুষমা।

সূত্রের খবর, দুই পররাষ্ট্র সচিবের মধ্যে আলোচনার অন্যতম বিষয় হিসাবে রোহিঙ্গা থাকলেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও তাঁরা পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতার কারণে ২৫ আগস্টের পর থেকে গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। মিয়ানমার ছেড়ে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের মোকাবিলা করাটাই এখন বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার জন্য একাধিকবার আর্জি জানিয়েছেন। এই প্রেক্ষিতে সাড়া দিয়ে ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে কূটনৈতিক ও মানবিক দিক থেকে সবরকম সমর্থন করার ব্যাপারে পুনরায় আশ্বস্ত করা হয়েছে।

দুইদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বাস্থ্য সম্পর্কিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা জানান ‘আমরা পুরোপুরিভাবে বাংলাদেশকে সমর্থন জানাই। এই ইস্যুতে কূটনৈতিক ও মানবিক দিক থেকে আমরা বাংলাদেশের পাশে থাকবো’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুঁজিবাদী স্বার্থেই রোহিঙ্গাদের পাশে নেই রাশিয়া-চীন

‘পুঁজিবাদী স্বার্থের কারণেই রাশিয়া, চীন ও ভারত রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি। যে ঘটনা একাত্তরে আমরা দেখেছি, এখন তা দেখছে মিয়ানমারের রোহিঙ্গারা। চীন সবকিছুই জানে। কিন্তু দেশটির পুঁজিবাদী সরকার নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে মিয়ানমারের পক্ষে। রাশিয়াও চীনের মতোই আচরণ করছে। যে ভারত একাত্তরে আমাদের দেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেও দাঁড়িয়েছে মিয়ানমারের পক্ষে। কারণ একই পুঁজিবাদী স্বার্থ। ’ গতকাল দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একাত্তরের হানাদার, বাংলাদেশের ধর্ষক ও মিয়ানমারের সেনাসদস্য সবাই একই আদর্শে দীক্ষিত। সেই আদর্শ হলো পুঁজিবাদ। অক্টোবর বিপ্লব এই পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পুঁজিবাদের মালিকানা থাকে পাঁচজনের হাতে, আর ৯৫ জন থাকে বঞ্চিত। বঞ্চিতরা দরিদ্র হয়। পুঁজিবাদ সবকিছুকেই বাজারে নিয়ে আসে। যাদের হাতে টাকা থাকে, তাদেরই বাজারে প্রবেশের অধিকার থাকে। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির আরেকজন আহ্বায়ক হলেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। জাতীয় কমিটির সমন্বয়ক হিসেবে আছেন হায়দার আকবর খান রনো। সংবাদ সম্মেলনে শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির কথা জানানো হয়। আগামী শুক্রবার বেলা ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদ্বোধনী সমাবেশ করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ৯ নভেম্বর হবে সমাবেশ ও লাল পতাকা মিছিল। এখনো সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে সংবাদ সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সভ্যতার বিবর্তনে ক্ষমতা এক শ্রেণির হাত থেকে অন্য শ্রেণির হাতে গেছে। দাসমালিকদের হাত থেকে ক্ষমতা চলে গেছে সামন্তপ্রভুদের হাতে। আবার সামন্তবাদীদের সরিয়ে পুঁজিবাদ এসেছে। এই তিনটি ব্যবস্থার মিল ব্যক্তিগত মালিকানা। তিনটির কোনোটিতেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়নি। ’ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লব পুঁজিবাদের ক্রমবর্ধমান দুঃসহ দৌরাত্ম্যকে প্রতিহত করে একটি মানবিক বিশ্ব গড়ে তুলতে চেয়েছিল। অক্টোবর বিপ্লব দেখিয়েছে, মালিকানা যদি ব্যক্তিগত হতে থাকে তাহলে সব উদ্ভাবনা ও উন্নয়ন চলে যায় কতিপয় ব্যক্তির হাতে। পুঁজির মালিকেরা শোষণ ও লুণ্ঠনের কাজে জ্ঞান ও বিজ্ঞানকে ব্যবহার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার সৌরভ ছড়াবেন পরীমণি

সিক্যুয়েল শব্দটি উচ্চারিত হলে চোখের সামনে ভেসে উঠে চলচ্চিত্রের দ্বিতীয় বা ধারাবাহিক কোনো পর্ব। বিশেষ করে এ সময়ের চলচ্চিত্রগুলোতে এ ক্রেজ একটু বেশিই পরিলক্ষিত হয়।
হোক সেটা হলিউড, বলিউড কিংবা ঢালিউড।

এবার এই সিক্যুয়েলে ফের সৌরভ ছড়াবেন পরীমণি। তবে কোনো চলচ্চিত্র বা নাটকে নয়, বিজ্ঞাপনে। প্রায় দুই বছর আগে একটি বিউটি সোপের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন পরীমণি। সেই বিজ্ঞাপনে অনেকটা জমকালোভাবেই উপস্থাপন করা হয় এ লাস্যময়ীকে। কলকাতার একটি স্টুডিওতে সৌনক মিত্রের পরিচালনায় নির্মিত হয়েছিল এ বিজ্ঞাপনটি। এখনো এটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন বিলবোর্ডেও জায়গা করে নেয় বিজ্ঞাপনটি। সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে স্যান্ডালিনা রোজ বিউটি সোপের টিভিসি। আগেরটি ছিল স্যান্ডাল ব্র্যান্ডের, আর এবার নতুন একটি সৌরভে।

গত শনিবার কলকাতায় গেছেন পরীমণি। আর সোমবার থেকে ক্যামেরা অন হয় এ শৈল্পিক কর্মযজ্ঞের। মুঠোফোনে কলকাতা থেকে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘আগের বিজ্ঞাপনটিতে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারের সিক্যুয়েলটি দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে। ’

পরীমণি আরও বলেন, ‘চলচ্চিত্রের দর্শক প্রতিক্রিয়া একটু সময় নিয়ে পাওয়া যায়। আর বিজ্ঞাপনের প্রতিক্রিয়া খুব দ্রুত। এ মাধ্যমটিও বেশ ভালো লাগে আমার। চলচ্চিত্রের মতো এখানেও দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। ’ এর আগে একটি মিষ্টি কোম্পানি, কোমল পানীয়, রেফ্রিজারেটর, মেহেদি, গ্যাস স্টোভ ও চাটনির বিজ্ঞাপনে কাজ করেছেন পরীমণি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টেস্ট থেকে তামিমের নাম প্রত্যাহার

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। সিরিজের আগে বোনোনিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাম উরুতে পাওয়া আঘাত আরও বেড়ে যাওয়ায় ব্লোয়েমফন্টেইন টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন এ ড্যাশিং ওপেনার।

পচেফস্ট্রুমে বাংলাদেশের ৩৩৩ রানে পরাজিত হওয়া প্রথম ম্যাচের প্রথম ইনংসে ৩৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন তামিম।

প্রথম টেস্টের পর স্ক্যান করলে তার গ্রেড ১ ইনজুরি নিশ্চিত হওয়া গেছে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আশা তামিম দ্রুত সেরে উঠে ওয়ানডে সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তেমন আশা থেকে তাকে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রাখা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে তামিমের জায়গায় ওপেনার হিসেবে সৌম্য সরকারকে খেলানো হতে পারে।

চলমান টেস্ট সিরিজে বিশ্রাম দেয়ায় টাইগার দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তামিমকে প্রত্যাহার করায় ২০১৩ সালের মার্চের পর প্রথমবার একই ম্যাচে দলের দুই সর্বোচ্চ রান সংগ্রহকারীকে মিস করছে বাংলাদেশ দল। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্ট মিস করেছিলেন উভয়েই।

পক্ষান্তরে শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফাস্ট বোলার মরনে মরকেলকে ছাড়া মাঠে নামতে হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে প্রভাস-আনুশকা!

চলতি বছরেই নাকি বিয়ে করছেন তারা। ডিসেম্বরেই নাকি চারহাত এক হচ্ছে প্রভাস ও আনুশকার।
‘বাহুবলী টু’-এর পর থেকেই এমন জল্পনাই হাওয়ায় উড়ছে। তাহলে এবার সত্যি বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণের এই অভিনেতা ও অভিনেত্রী।

তবে আনুশকা শেঠির সঙ্গে তার বিয়ের খবরে প্রভাস বলেন, কোনও নায়িকার সঙ্গে একটির বেশি সিনেমা করলে বিভিন্ন ধরণের গুঞ্জন শুরু হয়। এই ক্ষেত্রেও সেই একই বিষয় ঘটেছে। তাদের দু’জনের বিয়ের কোনও পরকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন প্রভাস। সেই সঙ্গে এই ধরণের গুজবে তার কিছু এসে যায় না বলেও স্পষ্ট জানিয়েছেন দক্ষিণের ওই নায়ক।

বর্তমানে ‘সাহো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রভাস। ওই সিনেমায় প্রভাসের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest