সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

রাম রহিম-হানিপ্রীতকে নিয়ে টুইট করে বিতর্কে জাতিসংঘ

ধর্ষণের দায়ে জেলবন্দি ভণ্ড ধর্মগুরু রাম রহিম ইনসান ও তার ‘দত্তক কন্যা’ হানিপ্রীতকে নিয়ে টুইট করে চমকে দিল জাতিসংঘ। জাতিসংঘের খাবার পানি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সংগঠন ‘ইউনাইটেড নেশন ওয়াটার’ দু’টি টুইট করেছে রাম রহিম ও হানিপ্রীতকে নিয়ে।
এরপরেই শুরু হয়েছে চাঞ্চল্য।

কী কারণে এক জেলবন্দি ধর্ষক ও পুলিশি হেফাজতে থাকা এক অভিযুক্তকে উদ্দেশ্য করে টুইট করল জাতিসংঘ, সেটা এখনও পরিষ্কার নয়। জাতিসংঘ কি ভুল করে এমনটা করল, নাকি তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, নাকি জেনে বুঝেই এই টুইট তাই নিয়ে প্রবল জল্পনা চলছে এখন নেটদুনিয়ায়।

গোটা দুনিয়ায় সকলেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যেই পালিত হয় ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’। আর জাতিসংঘের সেই দু’টি টুইটেই রাম রহিম ও হানিপ্রীতকে আগামী ১৯ নভেম্বর ‘বিশ্ব শৌচাগার দিবস’-এ শামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রসংঘের সহায়তায় ‘ইউএন ওয়াটার’ এই প্রকল্পের আহ্বায়ক। কিন্তু রাম রহিম ও হানিপ্রীতের মতো দুই ‘কুখ্যাত দুষ্কৃতী’কে এই উদ্যোগে শামিল করার কী প্রয়োজন পড়ল আচমকা, সেটাই বুঝে উঠতে পারছেন না পরিবেশপ্রেমীরা।

তাদের একাংশের প্রশ্ন, সাধারণত এই ধরনের উদ্যোগের প্রচারে কোনও সেলিব্রিটি বা পরিচিত মুখের নাম উল্লেখ করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু যেভাবে ইউএন ওয়াটারের অফিসিয়াল ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ওই দু’জন ‘অপরাধী’কে উদ্দেশ্য করে টুইট করা হয়েছে, দেখে তাজ্জব নেটিজেনরাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলচ্চিত্র পরিচালনায় নামবেন আনুশকা

‘আমি বলতে নয়, করে দেখাতে আগ্রহী।’ কথাটি বলেছেন বলিউড তারকা আনুশকা শর্মা। কিন্তু কী করে দেখাতে চাচ্ছেন তিনি? ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনায় হাত দিতে চান তিনি। আর সেটা এখনই সবাইকে জানাতে নারাজ ‘যাব হ্যারি মেট সেজাল’-খ্যাত এই তারকা। তাঁর সাফ জবাব, পরিচালনায় নামলে সবাইকে জানিয়েই নামবেন তিনি।

সম্প্রতি ‘নাশ’ নামের একটি ফ্যাশন হাউস খুলেছেন তিনি। যেখানে বিক্রি করা হবে পশ্চিমা ধাঁচের কাপড়। সেখানেই ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তাঁকে। উত্তরে আনুশকা বলেন, ‘আমি বলার চেয়ে করে দেখানোয় বিশ্বাস করি। বলার চেয়ে করে দেখানোটাই আমার কাছে সহজ। লোকের কাছে বলে বেড়ানোটা আমার কাছে কঠিন লাগে। তাই অপেক্ষা করুন। এখনো অনেক কিছু বাকি আছে, যেগুলো আমি ভবিষ্যতে করতে চাই।’

ভবিষ্যতে কোনো ফুটবল বা ক্রিকেট লিগে বিনিয়োগ করার ইচ্ছে আছে কি না? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আনুশকা বলেন, ‘আমার যদি অনেক টাকা আয় করার ইচ্ছা হয়, তাহলে আমি সেটাও করব। সবকিছুর জন্য অঙ্গীকার একই রকম। আমি যা-ই করি না কেন, সেটার সঙ্গে একেবারে সংযুক্ত হয়ে যাই। চলচ্চিত্র প্রযোজনা এবং নাশ তাঁরই ফসল।’

বর্তমানে ‘পরী’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা। এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন আনুশকা। ‘পরী’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। চলচ্চিত্রটি আনুশকার বিপরীতে অভিনয় করছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। প্রসিত রায়ের পরিচালনায় ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ‘পরী’ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তেঁতো হলেও, উপকার হাজার গুণ

ফলটিকে সবাই সবজি ভেবে ভুল করে। আকারে ছোট। সারা গা এবরো-খেবরো। আর খেতেও বেজায় বিদকুটে। এটি সবর্গুণে সমৃদ্ধ একটি অতি উপকারি ফল, যা নিয়মিত খাওয়ার অভ্যাস করলে শরীরের প্রতিটি ভাইটাল অর্গানের কর্মক্ষমতা তো বাড়েই। সেই সঙ্গে আরও কত যে উপকার পাওয়া যায়।

আসলে করলার ভিতর রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন, পটাশিয়াম এবং ভিটামিন সি। সেই সঙ্গে মজুত রয়েছে ডায়াটারি ফাইবার, ক্যালসিয়াম, বিটা-ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি।

জেনে নিন করলার যত গুনাগুন-

১। করলার রস খাওয়ার ফলে পলিপেপটাইড-পি নামে একটি উপাদানের মাত্রা বেড়ে যেতে শুরু করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। ২০১১ সালে প্রকাশিত একটি স্টাডি অনুসারে ডায়াবেটিস রোগে আক্রান্তরা যদি নিয়মিত এই ঘরোয়া ওষুধটি গ্রহন করেন, তাহলে ব্লাড সুগার একেবারে নিয়ন্ত্রণে চলে আসে।

২। করলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন এবং ফলিক অ্যাসিড। এই দুটি উপাদান কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি শরীরে লবণের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার মধ্যে দিয়ে ব্লাড প্রেসারকে কন্ট্রোলে রাখতেও বিশেষ ভূমিকা নেয়। শরীরে যখন কোলেস্টরলের মাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে তখন হার্টের স্বাস্থ্য নিয়ে আর কোনও চিন্তাই থাকে না।

৩। করলায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ, যা রক্তে মিশে থাকা টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা কমে। করলায় রয়েছে উপস্থিত ভিটামিন এ,সি এবং জিঙ্ক যা বলিরেখা কমাতে এবং ত্বককে টানটান রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৪। করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপাটিজ শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বার করে দিয়ে নানাবিধ রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষণতার উন্নতি ঘটিয়ে অ্যালার্জি এবং সংক্রমণের প্রকোপ কমাতেও সাহায্য করে। ২০১০ সালে ফার্মাসিউটিকাল রিসার্চ জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে করলায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-কার্সিনোজেনিক এবং অ্যান্টি-টিউমার প্রপাটিজ, যা প্রস্টেট, ব্রেস্ট এবং সার্ভিকাল ক্যান্সারকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিক কন্ট্রোল করে কাঁচা মরিচ!

বাঙ্গালীদের ঘরে ঘরে প্রতিদিনের রান্না উপকরণে কাঁচা মরিচ অবশ্যই ব্যবহার করা হয়। কাঁচা মরিচ সাধারনত খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। কাঁচামরিচের মাঝে ক্যাপসাইকিন নামের এক উপাদান রয়েছে যা মরিচের ঝাল বাড়ায়। এতে আছে ভিটামিন এ, সি, বি-৬, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট।

ঝাল স্বাদের সবজিগুলোতে থাকে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোক্সানথিন ও লুটেইন জিয়াক্সানথিন ইত্যাদি উপাদান। এই উপাদান গুলো মুখে লালা আনে ফলে খেতে মজা লাগে। এছাড়াও এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখে নিন কাঁচা মরিচের বিস্ময়কর ১০ টি স্বাস্থ্য উপকারিতা:

১) কাঁচা মরিচ ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী। এতে যে উপাদান রয়েছে তা ডায়াবেটিক কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং শরীরের ক্ষত স্থান সারতে কাজে আসে।

২) কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে। গ্রীষ্ম কালে মসলা জাতীয় খাবারের সাথে কাঁচা মরিচ খেলে তা ঘামের সাথে বেড়িয়ে যায় ফলে শরীর ঠাণ্ডা থাকে।

৩) চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে মোটা হওয়ার কোন ভয় থাকে না। কারণ কাঁচা মরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে । ফলে স্লিম থাকা যায়। কাঁচা মরিচে অবস্থিত ক্যাপসাইসিন, খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে শরীরে মেদ রোধ করতে সাহায্য করে।

৪) কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে। ফলে নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিও-ভাস্কুলার সিস্টেম কে কর্মক্ষম রাখে।

৫) ত্বক ও চুল ভালো রাখতে কাঁচা মরিচে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট দারুণ উপকারি। তাছাড়াও রক্তনালী আর তরুনাস্থি গঠনে সাহায্য করে। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায় ও হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।

৬) এতে আছে ভিটামিন এ যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে। নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যাও কমে যায়। প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচা মরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।

৭) গবেষণায় জানা গিয়েছে যে সবুজ কাঁচা মরিচ ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, তবে এখনো এর কোন শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
কাঁচা মরিচের ঝালের কারনে অনেকেই একে কাঁচা খেতে সাহস পায় না। তবে ৩৭০ ডিগ্রি তাপমাত্রার বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সেদ্ধ করলে কিংবা ভেজে খেলে, তাতে বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচা মরিচ কাঁচা খেতে অভ্যাস করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুকুট হারিয়ে আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এভ্রিল!

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে যাচ্ছেন জেসিয়া ইসলাম। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও তথ্য গোপনের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করে জেসিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক কমিটি।

তবু একেবারে খালি হাতে ফেরেননি এভ্রিল। প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।

ওই সংবাদ সম্মেলনেই নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

এর আগে, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে বিজয়ী হিসেবে এভ্রিলের নাম ঘোষিত হয়।

সেখানে প্রথম রানারআপ ঘোষিত জেসিয়া ইসলাম বিচারকদের রায়ে প্রথম হয়েছিলেন বলে দুইজন বিচারকের বরাত দিয়ে একটি পত্রিকায় আসে। প্রথম ঘোষণাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করলে শুরু হয় বিতর্ক।

এরপর খবর পাওয়া যায় চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম বিয়ের বিষয় গোপন করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। পরে বিতর্কের মুখে ফেসবুক লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে নেন এভ্রিল। পরে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার কমিটি এভ্রিলকে অযোগ্য ঘোষণা করে।

আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেদুইনদের এক গ্রাম ১১৯ বার ধ্বংস করল ইসরায়েল

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেজেভ এলাকায় আরব বেদুইনদের একটি গ্রাম ১১৯ বার ধ্বংস করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া ৭টায় সর্বশেষ গ্রামটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলের সশস্ত্র বাহিনী ও দাঙ্গা পুলিশ সদস্যরা।

আল-আরাকিব নামে ওই গ্রামের মোড়ল সিয়াহ আল-তৌরি আলজাজিরাকে বলেন, ‘তারা প্রতিটি দালান, বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, সবকিছু ধ্বংস করেছে।’

গ্রামটিতে ২২০ জনের মতো মানুষের বসবাস ছিল। ২০১০ সালের ২৭ জুলাই প্রথমবার গ্রামটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এর পর থেকে বিভিন্ন সময়ে স্থানীয় মানবাধিকারকর্মীদের সহায়তায় বাস্তুচ্যুত বাসিন্দারা আবার ঘরবাড়ি তুলেছেন।

‘রাষ্ট্রের বর্ণবাদী ও সন্ত্রাসী নীতির কারণে আমরা এখন অস্থায়ী বাড়িতে বসবাস করছি’, বলেন আল-তৌরি।

‘তারা (ইসরায়েলি বাহিনী) জোর করে আমাদের সরিয়ে দিতে চায় এবং স্বীকার করতে চায় না যে আমরা রাষ্ট্রের নাগরিক। তারা আমাদের স্বীকৃতি দেয় না। যদি তা-ই হতো, তাহলে আমাদের প্রাপ্য অধিকার দিত’, যোগ করেন ওই গ্রামের মোড়ল।

অনুমতি না নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে নেজেভে প্রায়ই উচ্ছেদ অভিযান চালায় ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বৈধভাবে বাড়ি নির্মাণের অনুমতি নেওয়া প্রায় অসম্ভব। দক্ষিণ ইসরায়েলে বেদুইনদের ‘অননুমোদিত’ ৪০টি গ্রামের একটি আল-আরাকিব।

ইসরায়েলি বাহিনীর বারবার উচ্ছেদের পরও গ্রামটিতে থাকতে চান আল-তৌরি। তিনি বলেন, ‘যা-ই হোক না কেন, আমরা আমাদের পিতৃপুরুষের ভূমিতে থাকব।’

‘১৯১৪ সাল থেকে এখানে আমাদের কবর আছে। আমাদের ছয়টি কুয়া আছে, কিন্তু এগুলোর পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় না আমাদের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি-অনিয়মে জড়ালে চাকরিচ্যুত করা হবে : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া বলেছেন,‘আপনারা যে পদে আছেন এই পদে থেকে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরিচ্যুত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের মিলনায়তনে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এসব কথা বলেন।

আবদুল ওয়াহহাব মিয়া বলেন, ‘কোনো রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন। পূর্বে কী করেছেন সেটা ভুলে যান।’

বেঞ্চ অফিসারদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরো বলেন, ‘হাইকোর্টের কোনো বেঞ্চের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এদিক-ওদিক করবেন না। এ ধরনের অভিযোগ যদি কোনো আইনজীবী করেন তাহলে আমি ব্যবস্থা নেব।’

সভায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ মো. দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় শ্রমিক লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস-টার্মিনালস্থ জেলা শ্রমিক লীগের অফিস কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ইটাগাছা ট্রাক ও ট্রাংলরী, কার্ভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন, নারকেলতলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক জাহিদ, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসলেম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা অটো রিকসা অটোটেম্পু সমিতির সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গাউস আলী, জাহিদ হোসেন, মুকুল প্রমুখ। এসময় সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা সুন্দর ও সফলভাবে পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest