সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মজুতদারদের অবৈধ সম্পর্ক অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গতকাল বুধবার দুদক উপপরিচালক আহমারুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক অনুষ্ঠানে বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক যোগসাজশ করে কিছু খাদ্যদ্রব্য মজুতদারি প্রতিষ্ঠান মজুত করেছে। এসব ক্ষেত্রে খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ এসেছে দুদকে। এসব অভিযোগের বিষয়ে দুদক পূর্ণাঙ্গ তদন্ত করবে।

মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শাকিব খানকে ছাড়াই কাটা হলো ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের কেক। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রামের প্রথম জন্মদিন ছিল বুধবার।

জন্মদিন উপলক্ষে গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকার সন্তান বলে কথা! তাই সেখানে উপস্থিত হন একাধিক তারকা। তবে ছিলেন না শাকিব খান।

শাকিবকে ছাড়াই আব্রামের জন্মদিনের কেক কাটা হয় রাত ৮টা ৫০ মিনিটে।

অবশ্য আব্রামের জন্মদিনে কেক কাটার সময় উপস্থিত না থাকলেও প্রায় সারা দিন ছেলের সঙ্গে কাটিয়েছেন শাকিব খান। সকাল থেকেই আব্রাম ছিল বাবার সঙ্গে।

দুপুরে গুলশানের একটি মসজিদে তার জন্মদিন উপলক্ষে দোয়া পড়ানো হয়। ছেলের জন্মদিনে তাকে সঙ্গ দেবেন বলে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংও বন্ধ রাখেন শাকিব।

তবে শাকিব খান না থাকলেও এ সময় উপস্থিত ছিলেন শাকিবের পরিবারের সদস্যরা। একই সঙ্গে নায়িকা অপুর স্বজনরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

আব্রামকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সংগীতশিল্পী মমতাজ, নায়ক রিয়াজ, পূর্ণিমা, ডি এ তায়েব, নায়ক বাপ্পিসহ একাধিক তারকা ও সাংবাদিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বেশ ঘটা করে ধুমধামের সঙ্গে বিয়ে করেছেন ইতালির নারী লরা মেসি। জাঁকজমকপূর্ণ পোশাক, খাবার, অতিথি সমাগম—আছে সবকিছুই। কিন্তু ছিল না শুধু বর। কারণ, লরার ভালোবাসার মানুষটি আর কেউ নয়, তিনি নিজেই। তাই নিজেই কনে, নিজেই বর।

নিজেকে বিয়ের বিষয়ে ৪০ বছর বয়সী লরা বলেন, ‘আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি নিজেকেই সবচেয়ে ভালোবাসা উচিত। রাজপুত্র ছাড়াও রূপকথার গল্প হয়।’

তবে ব্যতিক্রমী এই বিয়ে ইতালির আইন অনুযায়ী কোনো স্বীকৃতি পায়নি বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দুই বছর আগে প্রেমিকের সঙ্গে ১২ বছরের সম্পর্ক শেষ হয় লরার। তখনই নিজেকে বিয়ে করার পরিকল্পনা তাঁর মাথায় আসে। তিনি পরিবার ও বন্ধুদের জানান, ৪০তম জন্মদিনের মধ্যে কোনো সঙ্গী খুঁজে না পেলে নিজেকেই বিয়ে করবেন তিনি।

লরা আরো বলেন, ‘যদি কোনো পুরুষকে খুঁজে পাই, যার সঙ্গে সামনের দিনগুলোর পরিকল্পনা করতে পারব, তাহলে খুশি হব। কিন্তু আমার সুখ তাঁর ওপর নির্ভর করবে না।’
ইতালিতে নিজেকে বিয়ে করার তালিকায় প্রথম নাম লেখালেন লরা। পেশায় তিনি একজন ফিটনেস প্রশিক্ষক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিলে ওবায়দুল এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ দিয়েছেন, তিনি বিশ্ব মানবতার বাতিঘর, লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ, একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করে। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন, সারা বিশ্বে তা প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে।

চীন ও রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। আজকের নিরাপত্তা পরিষদের বৈঠকে আশা করা যায়, চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী তাঁর জন্মদিনে কেক কেটে উৎসব না করতে নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ হবে, তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠাব।’

সোহরাওয়ার্দীর কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এতে বক্তৃতা করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দোসরদের অব্যাহত নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশের কক্সবাজারে। ওপারে এক মাস আগেও তাদের ঘরবাড়িগুলো এখন বিরানভূমি। ‘নিজ ভূমে পরবাসী’ রোহিঙ্গাদের সেই জমিগুলো সরকারের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের একজন মন্ত্রী।

গতকাল বুধবার রাখাইনের রাজধানী সিট্টুয়েতে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেন সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই।

‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ নামের পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের ত্রাণমন্ত্রী উইন আই জানান, দেশের আইন অনুযায়ী পুড়ে যাওয়া জমি সরকারের দখলে যায়। সরকার চাইলে সেগুলোতে আবার উন্নয়ন কর্মকাণ্ড চালাবে।

গত ২৫ আগস্ট চরমপন্থীদের দমনের অজুহাতে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীরা। একই সঙ্গে রোহিঙ্গাদের ধর্ষণ, গণহত্যা ও নির্যাতন করা হয়। সেই হত্যাযজ্ঞ থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশে পারিয়েছে এসেছে চার লাখ ৮০ হাজারের মতো রোহিঙ্গা।

রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে—এমন একাধিক স্যাটেলাইট ছবি কয়েকবার প্রকাশ করে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। বিভিন্ন মানবাধিকার সংগঠনও একাধিক ছবি প্রকাশ করে। যেখানে দেখানো হয় রাখাইনের উত্তরে অন্তত ৪০০ গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।

গতকাল রয়টার্সে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোতে দেখা যায়, রাখাইনের মোংডুতে একাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ঘরের কোনো চিহ্ন নেই। শুধু পুড়ে যাওয়া গাছ দাঁড়িয়ে আছে। একাধিক স্থানে একই অবস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক (ডিজি) উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বীভৎস ধর্ষণের কথা জানিয়েছে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীরা।

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নারী ও মেয়েদের ধর্ষণের অভিযোগের মধ্যেই বুধবার এমন বক্তব্য দিলেন জাতিসংঘের সংস্থাটির প্রধান।

উইলিয়াম ল্যাসি বলেন, যৌন ও জেন্ডারকেন্দ্রিক এই সহিংসতার খবরে তিনি ‘ব্যথিত ও উদ্বিগ্ন’।

সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের এই অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার। তবে বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যেতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেয়নি দেশটি।

গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতা শুরুর পর থেকে প্রাণভয়ে পালিয়ে কক্সবাজারে এসেছে চার লাখ ৮০ হাজারের মতো রোহিঙ্গা। তাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি সমন্বয় করছে আইওএম।

বুধবার সংস্থাটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আইওএমের চিকিৎসকরা বাংলাদেশে আসা বহু নারীর চিকিৎসা করেছেন। তাদের অনেকেই ‘হিংস্র যৌন নিপীড়নের’ শিকার হওয়ার কথা জানিয়েছে। বাস্তবে এই সংখ্যা অনেক বেশি হতে পারে।

আইওএমের প্রধান বলেন, ‘শুধু জেন্ডার, বয়স ও সামাজিক অবস্থার কারণে বিশেষভাবে হেনস্তার শিকার হয়েছে নারী ও মেয়েরা। এ ছাড়া পুরুষ ও বালকদেরও লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তারা পরবর্তী সময়েও নিপীড়নের ঝুঁকিতে আছে।’

মিয়ানমারে সহিংসতা শুরুর পর থেকে প্রায় এক লাখ ৬০ হাজার রোহিঙ্গা নারী ও তরুণী বাংলাদেশে এসেছে। তাদের মধ্যে দুই বোন আলজাজিরাকে জানিয়েছেন, তাঁরা মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।

ওই দুই বোনের একজন ২৫ বছর বয়সী মিনারা (তিনি নামের একটি অংশ জানিয়েছেন) বলেন, ‘সেনাবাহিনী আমাদের নির্যাতন করেছে।’

‘তারা আমাদের মা-বাবাকে হত্যা করেছে। আমাদের জঙ্গলে নিয়েছে। তারা আমাদের জোর করে মাটিতে ফেলেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটায় বাল্যবিবাহ অকাল মৃত্যুর কাল হলো শিশু আশুরার(১৪)। সে উপজেলার সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোঁড়া গ্রামের আব্দুস সাত্তারের কনিষ্ঠ কন্যা। সে ২০১৫ সালে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক স্থর পার করে। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঈদগাহ আমিনা খাতুন বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। চলতি বছরে মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণি পড়তে পড়তে পরিবার তাকে বাল্যবিবাহে আবদ্ধ করে। পরিবার সূত্রে জানায়, গত প্রায় ৩ মাস আগে একই এলাকার আব্দুল খালের পুত্র ইউনুস আলী(২২) সাথে বিবাহ প্রদান করে। সংসার জীবনে প্রবেশের পর লেখাপড়া বন্ধ হয়ে যায় আশুরার। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শারীরিক ও মানসিক ভাগে বাধাগ্রস্থ হয়ে পড়ে সে। এভাবে চলতে থাকে আশুরার জীবন। এরপর গত ২৫ সেপ্টেম্বর সোমবার বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয় আশুরাকে। পর দিন স্বামী ইউনুস তাকে আনতে গেলে বুধবার নিয়ে যাওয়ার কথা বলে। বুধবার পুনরায় শ্বশুর বাড়িতে ফিরে আসে আশুরা। বৃহস্পতিবার সকালে ঘরের চালের বাশের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে শ্বশুরবাড়ির লোকজন। এবিষয়ে আশুরার শ্বশুর আব্দুল খালেক বলেন, আমরা তাকে মেয়ের মত ভালোবাসতাম। কেনো গলায় রশি দিয়েছে তা আমরা জানি না। আশুরার পিতা আব্দুস সত্তার জানায়, ভালো সমন্ধ হওয়ায় গ্রামে বিয়ে দেওয়া হয় আশুরাকে। ২দিন আগে আমার বাড়িতে মেয়ে আসলেও কোন কিছু বলেনি কাউকে। তাই মৃত্যুর কারণ বলতে পারছি না। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, আতœহত্যার বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক আইনিয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন রহস্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা জানায়, ইতোপূর্বে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামে জেসমিন নামের এক মেয়ে বিয়ে করে। কিন্তু বিয়ে প্রায় ১৫ দিনের মাথায় ছাড়াছাড়ি হয়ে যায়। ইউনুসের পূর্বের বিয়ে এবং আশুরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শারীরিক ও মানসিক চাপ সয্য করতে না পেরে আতœহত্যার পথ বেছে নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দিনাজপুরের বীরগঞ্জে বঙ্গবন্ধুর নামে কলেজের নাম পরিবর্তন নিজের নামে নামকরন করায় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ বীরগঞ্জ উপজেলার বিচারক মো. লুৎফুর রহমানের আদালতে এই মামলাটি দায়ের করেন বীরগঞ্জ উপজেলা শাখা যুবলীগের সদস্য ও উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. অজিবুল ইসলাম।

বাদী মো. অজিবুল ইসলাম আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করেন, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে “বঙ্গবন্ধু মহাবিদ্যালয়” নামে একটি কলেজ রয়েছে। উক্ত কলেজ চালু হওয়ার পর হতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি সাইনবোর্ড কলেজের সামনে স্থাপন করা হয়। কলেজটি বঙ্গবন্ধুর নামে হওয়ায় পার্শ্ববর্তি এলাকার অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের এই কলেজে ভর্তি করিয়ে উচ্চ শিক্ষা অর্জন করেছেন।

কিন্তু আসামী মনোরঞ্জনশীল গোপাল এমপি ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে হিংসাত্মকভাবে বঙ্গবন্ধু মহাবিদ্যালয় নামীয় সাইনবোর্ডটি নামিয়ে তাঁর নামে “এমএস গোপাল মডেল কলেজ” নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। মামলায় তিনি আরো উল্লেখ করেন, আসামী আওয়ামীলীগের সংসদ সদস্য হয়ে ইচ্ছাকৃতভাবে ও নিজের খেয়াল খুশিমত ক্ষমতার অপব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নাম পরিবর্তন করে কলেজটি নিজ নামে অর্থাৎ এমএস গোপাল মডেল কলেজ নামকরণ করে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ড নামিয়ে বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন। যাতে বঙ্গবন্ধুকে খাটো করেছেন ও অপরাধ করেছেন।

মামলায় বাদী মো. অজিবুর ইসলাম আসামী মনোরঞ্জনমীল গোপাল এমপির বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষন ও প্রদর্শন আইন-২০০১ এর ধারা মতে মোকাদ্দমা আমলে নিয়ে ও দঃবিঃ আইনের ৫০০/৫০১ ধারার অপরাধ আমলে নিয়ে সাক্ষী তলবে তাঁর বিরুদ্ধে সমন প্রদান ও সুবিচার করার দাবী জানিয়েছেন। বাদীর আইনজীবী জিয়াউর রহমান আমিন জানান, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এ ব্যাপারে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুনানী অন্তে বিজ্ঞ বিচারক আদেশ দেবেন বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest