সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে নিজেদের মাঠে জার্মান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। দানি আলভেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন নেইমার।

প্রথম ম্যাচে সেল্টিককে ৫-০ গোলে হারিয়েছিল ফরাসি ক্লাবটি। আর নিজেদের মাঠে অ্যান্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছিল বায়ার্ন।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন দানি আলভেস। মূল কারিগর নেইমার। একজনকে কাটিয়ে বাঁ থেকে ডি-বক্সে ঢুকে আড়াআড়ি এগিয়ে দুজনের মধ্যে দিয়ে বুদ্ধিদীপ্ত পাস দেন ফাঁকায় থাকা জাতীয় দল সতীর্থকে। নিচু শটে গোলরক্ষক স্ভেন উলরাইশের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা ও ইউভেন্তুসের সাবেক খেলোয়াড় আলভেস।

১৯তম মিনিটে সমতায় ফিরতে পারতো বায়ার্ন। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে হাভি মার্তিনেসের বিদ্যুৎ গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আলফুঁস আরিওলা।

৩২তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে কিলিয়ান এমবাপে বল বাড়িয়েছিলেন ছুটে আসা কাভানির দিকে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে জালে জড়ান উরুগুয়ের স্ট্রাইকার।

এবারের আসরে দুই ম্যাচে কাভানির এটা তৃতীয় গোল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম।

পাঁচ মিনিট পর নেইমারের ব্যাকহিল ফাঁকায় পেয়ে কাভানির নেওয়া দুর্বল শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন উলরাইশ।

প্রথমার্ধের বেশিরভাগ সময় বল দখলে রেখে আক্রমণে এগিয়ে থাকা বায়ার্ন ৫০তম মিনিটে দ্বাদশ কর্নার পায়। তা থেকে গোল পেতে পারতো তারা; কিন্তু মার্তিনেজের হেড গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার চিয়াগো সিলভা।

৬৩তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন নেইমার। মাঝমাঠের অনেক আগে থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সে এমবাপেকে পাস দেন আলভেস। আর ফরাসি তরুণ ফরোয়ার্ড দুজনের মধ্যে দিয়ে এগিয়ে বল বাড়ান গোলমুখে, যা এক ডিফেন্ডারে পায়ে লাগার পর পেয়ে যান নেইমার। সহজ সুযোগ হাতছাড়া করেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

অগাস্টের শুরুতে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে পাড়ি জমানো নেইমার পিএসজির হয়ে এই নিয়ে ছয়টি গোল করলেন। সমান সংখ্যক গোল করিয়েছেনও তিনি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেই আছে পিএসজি। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে ৩-০ গোলে হারানো স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

‘ডি’ গ্রুপে আত্মঘাতী গোলের সুবাদে পর্তুগালের স্পোর্তিং লিসবনকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

গ্রুপের অন্য ম্যাচে গনসালো হিগুয়াইন ও মারিও মানজুকিচের গোলে ২-০ ব্যবধানে গ্রিসের অলিম্পিয়াকোসকে হারিয়েছে ইউভেন্তুস। স্পোর্তিংয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে আছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

‘এ’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে সিএসকেএ মস্কোর মাঠে ৪-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জোসে মরিনিয়োর দল।

গ্রুপের অন্য ম্যাচে বেনফিকাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া সুইজারল্যান্ডের বাসেল ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে মস্কো।

‘সি’ গ্রুপে আতলেতিকো মাদ্রিদের মাঠে দারুণ এক জয় পেয়েছে চেলসি। প্রথমার্ধে অঁতোয়ান গ্রিজমানের গোলে পিছিয়ে পড়ার পর আলভারো মোরাতা সমতা ফেরান। আর শেষ মুহূর্তে মিচি বাতসুয়াইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তোনিও কোন্তের দল।

অন্য ম্যাচে কারাবাখকে ২-১ গোলে হারানো ইতালির ক্লাব রোমা ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আতলেতিকোর পয়েন্ট ১। কারাবাখের পয়েন্ট শূন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’। আগামী অক্টোবর মাসেই শুরু হতে চলেছে এর ১১তম আসর।
প্রতি বছর বিগ বসের অতিথি কে হবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে। এরই ধারাবাহিকতায় এবারও সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। ইতিহাস বলছে বিতর্কিত ব্যক্তিত্বদেরই অতিথি করে নিয়ে আসেন বিগ বস।

ভারতীয় গণমাধ্যমের খবর, এবারের আসরে দেখা যাবে সাবেক পর্নোতারকা সানি লিওনের বন্ধু বিকাশ গুপ্তকে। ভারতীয় একটি অনলাইন পোর্টালকে একথা জানিয়েছেন স্বয়ং সানি লিওনই। তিনি বলেন, “আমার বন্ধু বিকাশ গুপ্ত বিগ বস-এ যাচ্ছেন। আমি বিকাশকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় বিকাশ যখন বিগ বসের ঘর থেকে ফিরে আসবে, ও এখনকার মতই থাকবে, ওর মাথা ঘুরে যাবে না, ও উন্মাদও হবে না। ”

উল্লেখ্য, বিগ বসের এই সেশনে অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাবে বলিউড সুপারস্টার সালমানা খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাখাওয়াৎ মানিকের পরিচালনা ও দয়াল সাহার রচনায় নির্মিত হয়েছে নাটক ‘বৃদ্ধের সিনেমা’। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সারিকা।
এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইমন। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।

‘বৃদ্ধের সিনেমা’ নাটকের গল্পে দেখা যাবে সিনেমার অখ্যাত স্ক্রিপ্টরাইটার ইমন ব্যস্ত পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরেও ফায়দা করতে পারে না। সিনেমা হলের সামনে গিয়ে পোস্টারে বোকার মতো তাকিয়ে থাকা তার প্রতিদিনের অভ্যাস। একদিন হঠাৎ পেছন থেকে একটি অচেনা মেয়ের ডাক শোনে ইমন। তার নাম সারিকা। সে অল্প টাকার বিনিময়ে ইমনের সঙ্গে সিনেমা দেখতে চায়, তাকে ভোলানোর চেষ্টা করে। কিন্তু পরে অন্য খরিদ্দারের দিকে ছোটে।

জীবনে নতুন চরিত্রের আগমনে খুবই উজ্জীবিত হয়ে ওঠে ইমন। পরদিন সকালে উঠেই সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। সারিকার সহজাত সরলতা তাকে মুগ্ধ করে। গড়ে ওঠে তাদের মধ্যে মানবিক সম্পর্ক। এভাবে এগিয়ে যায় ‘বৃদ্ধের সিনেমা’ নাটকের গল্প।

নাটকে তার চরিত্র সম্পর্কে সারিকা বলেন, ‘ব্যতিক্রমী একটি চরিত্রে কাজ করলাম। সিনেমা হলের সামনে প্রায়ই কিছু নারী দেখতে পাওয়া যায়। যারা ছবি দেখতে আসা পুরুষ দর্শকের সঙ্গী হয়ে ছবি দেখে টাকার বিনিময়ে। নতুন অভিজ্ঞতা হলো। এ জীবনে মানুষ কতো বিচিত্র সংগ্রাম করেই না টিকে আছে! আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের। ’

পরিচালক সাখাওয়াৎ মানিক জানান, শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‌‘বৃদ্ধের সিনেমা’ নাটকটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রিয়াঙ্কা চোপড়া, ইতোমধ্যে হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। এবার ফোর্বসের বার্ষিক ১০ সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন অভিনেত্রীর তালিকায় ঢুকে পড়লেন তিনি।

জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ ঘটে প্রিয়ঙ্কার। সেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। এরপর ‘বেওয়াচ’ ছবিতে তাঁর নেগেটিভ অভিনয়ও দর্শকদের মনে সাড়া ফেলেছে।

গত এক বছরে ১০ মিলিয়ন মার্কিন ডলার কামিয়েছেন প্রিয়াঙ্কা। যার ফলস্বরূপ, ফোর্বসের তালিকায় তিনি অষ্টম স্থানে চলে এসেছেন। তালিকার শীর্ষে রয়েছেন ভেরগারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বলিউডে জোর গুঞ্জন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রণবীর কাপুর। সম্প্রতি দুবাইয়ের পর নিউইয়র্কে যখন আবারও রণবীরের সঙ্গে মাহিরার ছবি প্রকাশ্যে আসে তখন সেই জল্পনা আরও ঘনীভূত হয়।
সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের রণবীর-মাহিরার আরও একটি ছবি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে রণবীর কিছু একটা বলছেন আর মাহিরা তা অপলক চোখে শুনছেন। এর মধ্য দিয়ে রণবীর ও মাহিরা-একে অপরের সঙ্গে বেশ ভালভাবেই সময় কাটাচ্ছেন-তার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তবে রণবীর কিংবা মাহিরা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও নেটিজেনদের একাংশ কিন্তু ছবিটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু করে দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রিন্সেস ডায়ানা যেন আজও চিরন্তন সৌন্দর্যের এক অনন্য নাম। মৃত্যুও যাঁর মহিমা ম্লান করতে পারেনি।
আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে কত পুরুষ যে তাঁর সৌন্দর্যের সামনে নতজানু হন, তার ইয়ত্তা নেই। আর সেই তালিকায় ওপরের সারিতেই রয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও তখন তিনি প্রেসিডেন্টের আসনে বসেননি। তবে তখনও এখনকার মতোই ধনকুবের ছিলেন ট্রাম্প।

১৯৯৭ সালে একটি রেডিও অনুষ্ঠানে তাঁর মনের এই অবদমিত ইচ্ছের কথা নিজেই জানিয়ে ছিলেন ট্রাম্প। পরে ট্রাম্পের দেওয়া রেডিও সাক্ষাৎকারের একটি অংশ ২০০০ সালে ‘মিরর’এ প্রকাশিত হয়। যেখানে ট্রাম্প জানিয়েছিলেন, ব্রিটিশ রয়্যাল লেডি ডায়ানার কোনো আপত্তি না থাকলে তাকে ‘শয্যাসঙ্গিনী’ করতে দ্বিধা ছিল না তাঁরও।

প্রখ্যাত মার্কিন রেডিও ব্যক্তিত্ব হোয়ার্ড স্ট্রেইনকে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প। সেই রেডিও-সাক্ষাৎকারের রেকর্ডিং সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর এই সাক্ষাৎকারেই মনের বাসনাটি প্রকাশ করেছিলেন ট্রাম্প। ডায়নার যে সৌন্দর্যে বিশ্ব মোহিত, তাতে ট্রাম্পের মতো পুরুষও যে ঘায়েল হবেন তা বলার আক্ষেপ রাখে না। তবে সেই সাধ পূরণ হয়নি বলে ডায়ানার মৃত্যুর পর ঘনিষ্ট বন্ধুবান্ধবদের কাছে এটাকে জীবনের সবচেয়ে বড় আক্ষেপ বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্পের চোখে সবচেয়ে ‘হট’ নারী কারা? ওই শো-এ উপস্থাপকের সঙ্গে এই নিয়েই আলোচনা চলছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের তালিকায় সবার উপরে ছিলেন তাঁর বর্তমান স্ত্রী এবং ফার্স্ট লেডি মেলানিয়া। এরপরে ট্রাম্প রেখেছিলেন তাঁর সাবেক স্ত্রী ইভানাকে। আর এই তালিকার তৃতীয় স্থান ট্রাম্প দিয়েছেন ডায়ানাকে। ট্রাম্প বলেন, ‘তাঁর চেহারা, ত্বক, উচ্চতা আমাকে আকর্ষণ করে। তিনি একজন সুপারমডেল। ‘

তবে শুধু এই সাক্ষাৎকারে নয়, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তিনি যে মুগ্ধ তা ট্রাম্প অকাতরে জানিয়েছেন তাঁর বই, ‘দি আর্ট অব দ্য কামব্যাক’-এ। ডায়ানার মৃত্যুর তিন মাস পরে প্রকাশিত হয়েছিল এই বইটি। তাতে রয়েছে, ‘‘মানুষকে এক নিমেষে মুগ্ধ করে দেওয়ার কী ক্ষমতা ছিল তাঁর, তা আমি দেখেছি। তিনি এলেই গোটা ঘর আলোয় ভরে উঠত। এমনই তাঁর জাদু। তিনি প্রকৃত প্রিন্সেস— স্বপ্নের নারী। ’’

বইয়ে কিছুটা মার্জিত হয়ে কথা বললেও রেডিও শো-এ ট্রাম্প ইচ্ছার কথা জানাতে গিয়ে বলেন, ‘‘বিছানায় যাওয়ার আগে অবশ্য তাঁকে এইচআইভি টেস্ট করাতে বলতাম!’’

বাস্তব জীবনে ট্রাম্প এবং ডায়ানার বিভিন্ন সময়ে দেখা হয়েছে। এর মধ্যে ১৯৯৫ সালে ম্যানহাটনের হিলটন হোটেলে এক নৈশভোজে তো তাঁরা এক টেবিলেই বসেছিলেন। তবে ধনকুবের ট্রাম্প যতই ডায়ানার গুণমুগ্ধ হোন না কেন সাবেক প্রিন্সেস তাঁকে নিয়ে কোনো উৎসাহ দেখিয়েছেন, এমনটা দেখা যায় না। ২০১৫ সালে একটি ব্রিটিশ চ্যানেলের উপস্থাপক সেলিনা স্কট দাবি করেন, যুবরাজ চার্লসের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরেই কেনসিংটন প্যালেস (ডায়ানা সেখানেই থাকতেন) বিরাট ফুলের তোড়ায় ভরিয়ে দেন ট্রাম্প! সেই তোড়ার এক একটি ফুলের দামই ছিল একশো পাউন্ড!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শারিরীক সম্পর্ক গড়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন সিঙ্গাপুরের এক বাসিন্দা৷ মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৫৭ জন নারীর সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়েছেন তিনি৷ তবে একদিন কিংবা দু’দিন নয়৷ দীর্ঘ দু’মাস ধরে তিনি রীতিমত ট্রেনিং নিয়েছেন এই কাণ্ডটি ঘটানোর জন্য৷

চেজ রিপাবলিকের এক ব্রোথেল একটি কনটেস্ট করেন৷ সেই কনটেস্টটির মাধ্যমে তিনি যাচাই করে দেখতে চেয়েছিলেন কোন ব্যক্তি সবথেকে বেশি নারীর সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হতে পারেন৷ এই কনটেস্টে জিতে বিশ্ব রেকর্ড গড়ার পথে সিঙ্গাপুরের এক বাসিন্দা৷ যদিও তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক৷

তিনি জানিয়েছেন, বরাবরই সেক্সের প্রতি তার একটা আসক্তি ছিল৷ তাই এই কনটেস্টটির কথা শুনে তিনি খুবই উচ্ছসিত হয়ে পরেন৷ দীর্ঘ দু’মাস ধরে একনাগাড়ে প্র্যাকটিস করতে থাকেন তিনি এই বিষয়টি নিয়ে৷ অবশেষে সফল তিনি৷

এই বিষয়টি নিয়ে তার মত, প্রফেসনাল বেশ কিছু খেলাধুলার থেকেও এটি খুবই কঠিন৷ একজন ব্যক্তির রেকর্ড রীতিমত ভেঙে দিলেন তিনি৷ এর আগে ১৯৮৩ সালে ৫৫জন মেয়ের সঙ্গে যৌনসঙ্গম করে রেকর্ড গড়েছিলেন এক পর্নস্টার৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতির আমন্ত্রণে আগামী শনিবার দুপুরে প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সংক্ষিপ্ত বৈঠকও হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest