সর্বশেষ সংবাদ-
আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগবাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়াকেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দাসাতক্ষীরার আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছেমুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভাআশাশুনি বকচরে মানবতার আলোর শীতবস্ত্র বিতরণসাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর ফাইনালে

কলারোয়া ডেস্ক : কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বলিয়ানপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চন্দনপুর আরএন প্রগতি ফুটবল একাদশ।
বুধবার বিকেলে কেঁড়াগাছি ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় চন্দনপুর ১-০ গোলে বলিয়ানপুরকে পরাজিত করে। বিজয়সূচক একমাত্র গোলটি করেন চন্দনপুরের অধিনায়ক জিল্লুর রহমান। ম্যান অব দ্যা ম্যাচও নির্বাচিত হন তিনি।
খেলাটি পরিচালনা করেন মিয়া মো.ফারুক হোসেন স্বপন, খোকন ও মীর ইউনুস আলী। কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ ৮দলীয় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
খেলাটি উপভোগ করেন স্থানীয় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, মীর শওকত আলী, প্রভাষক অসীম কুমার বসু, মাস্টার ইদ্রিস আলীসহ বিপুল সংখ্যক দর্শক।
রবিবার দ্বিতীয় সেমিফাইনালে ভাদড়া ফুটবল একাদশ ও চুপড়িয়া আপন ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ

শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী ও সচিবের আর্থিক অনুদান তহবিল হতে নগত টাকা ও চেক বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১৬ টি মসজিদ ও মন্দিরে প্রত্যেক মসজিদে এ চেক বিতরণ করা হয়। ১ লাখ ৮৫ হাজার টাকা চেক বিতরণকালে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, কৈখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দিরের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে বখাটের সাজা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে দুই স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় কিবরিয়া নামের এক বখাটে যুবককে সোমবার সকাল ১১ টায় দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। থানা সুত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার মথুরশেপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের ওয়রেশ হোসেনের বখাটে ছেলে গ্লাস মিস্ত্রী কিবরিয়া হোসেন (২১) দীর্ঘদীন যাবৎ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিল্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকায় বসবাসকারী থানার পুলিশ কনস্টেবল অহেদুর রহমানের মেয়ে তৃশা আক্তার বৃষ্টি (১৩) ও একই এলাকার বাবর আলীর মেয়ে সাজিদা খাতুন (১৩) কে দীর্ঘদীন যাবৎ উক্তাক্ত করে আসছিল। রবিবার সকালে দুই ছাত্রী কিবরিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বুধ সকালে ওই দুই ছাত্রী সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জিএম গোলাম রেজার বাজার গ্রাম রহিমপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে আসলে কিবরিয়া তাদেরকে প্রতিদিনের ন্যায় উক্ত্যক্ত করতে থাকে। এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাকে হাতে নাতে আটক করে। এরই প্রেক্ষিতে নির্মাণাধীন ভবনের সামনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিবরিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রাদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মানব পাচার প্রতিরোধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, ওসি (তদন্ত) আখরাজ্জামান, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, আরডিও বিশ্বজিৎ কুমার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক কামরুন নাহার কচি, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নূরুল হুদা, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা পরিষদের ’উন্নয়ন ও সমন্বয়’ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শিক্ষা অফিসার শামছুন্নাহার, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষকের স্কেলের আঘাতে চোখ ‘গেল’ কিশোরীর

ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষকের স্কেলের আঘাতে চোখে গুরুতর আঘাত পেয়েছে মারিয়াতুছ ফোয়ারা নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। গত ১৮ আগস্ট ওই ঘটনা ঘটে। ফোয়ারা বর্তমানে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এরই মধ্যে ফোয়ারার বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। ফোয়ারার বাবা শরিফুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসকরা বলছেন ফোয়ারার বাম চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিতে হবে।

ফোয়ারা শৈলকুপার দ্বীগনগর মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। গত ১৮ আগস্ট ক্লাস চলার সময় শিক্ষক মুরাদ হোসেনের স্কেলের আঘাতে চোখে আঘাত পায় ফোয়ারা। ফোয়ারা দোহকোলার গ্রামের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার ফোয়ারার বাবা শরিফুল ইসলাম শিক্ষক মুরাদ হোসেনকে আসামি করে মামলা করেন। বুধবার মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মুরাদ হোসেন ষষ্ঠ শ্রেনীতে ইংরেজি বিষয়ে ক্লাস নেওয়ার সময় ওই ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে আঘাত করেন। স্কেলের আঘাত ফোয়ারার বাম চোখে লাগে। তিনি আরো জানান, ওই দিনই ঝিনাইদহ জেলা শহরের গোরস্তানের সামনে দীপশিক্ষা অর্ণিবান চক্ষু ক্লিনিকে নেওয়া হয় তাকে। পরের দিন ওই ছাত্রীকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওসি আলমগীর আরো বলেন, ক্লাস নেওয়ার সময় শিক্ষক মুরাদ হোসেনের হাতে কালি লেগে যায়। এতে মুরাদ ক্ষিপ্ত হয়ে ছাত্রীদের ওপর চড়াও হন এবং মারধর করতে থাকেন। এ সময় আহত হয় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী ।

ওসি আরো জানান, বুধবার সকালে মুরাদ হোসেনকে ঝিনাইদহ মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত মুরাদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার দায়ের করা মামলাটি তদন্ত করেছন শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্কাচ আলী ।

স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন আহম্মদ সেলিম জানান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সাতদিন সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক । তিনি বলেন, ‘মুরাদ হোসেন স্কুলের কম্পিউটার বিভাগের শিক্ষক । ২০১২ সালে তাঁকে চাকরি দেওয়া হয়। তিনি ইংরেজি ভালো পারেন, সে কারণে তাকে দিয়ে বিভিন্ন শ্রেণিতে ইংরেজি পড়ানো হয়। ঘটনার পর পরই কারণ দর্শানোর জন্য নোটিস করা হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক।

হুমায়নু আহম্মদ সেলিম জানান, ওই ছাত্রীর বাবা হতদরিদ্র । তাঁর দুই মেয়ে । তিনি আরো বলেন, ‘ঘটনার পর পরই আহত ছাত্রীকে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।’

এদিকে, ফোয়ারার বাবা শরিফুল ইসলাম জানান, তাঁর মেয়ের বাম চোখে অস্ত্রোপচার করানো হয়েছে। অন্য চোখ ভালো রাখতে ভারতে নিতে হবে । টাকা লাগবে ১৫ লাখ। কিন্ত সেই টাকা জোগাড় করার মতো সাধ্য নেই তাঁর । ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিচার ও শাস্তি দাবি করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোরবানির ঈদ ২ সেপ্টেম্বর

ন্যাশনাল ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে আগামী ২ সেপ্টেম্বর।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।”
চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১০ জিলহজ, অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।
এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
এর অর্থ, ৩১ অগাস্ট আরাফাতের ময়দানে হবে হজের মূল আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখের বেশি মানুষের হজ পালনে গিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাত খুন মামলার পিপির মেয়ের মুখে ‘বিষ’ ঢেলে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকনের মেয়ের মুখে জোর করে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মাইশা ওয়াজেদ প্রাপ্তি (১৭) নামের ওই মেয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্তি এ লেভেলে পড়াশোনা করছেন। গতকাল মঙ্গলবার সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট।
এস এম ওয়াজেদ আলী জানান, প্রতিদিনের মতো কোচিং করে আজ সন্ধ্যায় বাসায় ফিরছিল তাঁর মেয়ে প্রাপ্তি। এ সময় দুই-তিনজন এসে প্রাপ্তির পথরোধ করে। তারা বলে, ‘তোমার বাবা সাত খুন মামলায় ভালো ভূমিকা রেখেছে। আসামিদের ফাঁসির রায় হয়েছে। সেই খুশিতে মিষ্টি খাও। এমন কথা বলতে বলতে জোর করে প্রাপ্তির মুখে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দেয়।
মুখে ওই জিনিস দেওয়ার পরই প্রাপ্তি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত প্রাপ্তিকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) বাচ্চু মিয়া জানান, ভর্তি করার পর চিকিৎসকরা দ্রুত প্রাপ্তির চিকিৎসা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম তারেক জানান, মেয়েটির পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। এরপর মেডিসিন ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাত খুন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল ও ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১-এর চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, চাকরিচ্যুত কমান্ডার এম এম রানা, চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন, হাবিলদার মো. এমদাদুল হকসহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তাঁর সহযোগী সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করে র‌্যাব-১১। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথক দুটি মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest