হাসান হাদী : আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, সমাজের অবহেলিত মানুষের মানুষের ভাগ্য উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। সব ধর্ম-বর্ণেও মানুষের দুঃখ-কষ্টের সাথী হয়ে থাকতে চাই। আমি সকল অবহেলিত মানুষের পাশে আগেও ছিলাম এখনোও থেকে মানুষের ভাগ্যও উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে দেখা করে, দেখতে পেয়ে আমি আনন্দিত। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। আমি মানুষের সেবা করার মাঝেই প্রশান্তি খুঁজে পাই। বঞ্চিত মানুষের দুঃখের সাথী হতে পারাটাই প্রকৃত মানব সেবা।
শনিবার (২৭ মে) সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা, কারবালা, খারহাট, ব্রজাপাটুলিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় তৃণমুল মানুষের খোঁজ খবর নেওয়া মুহুর্তে উপরোক্ত কথাগুলো বলেন।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বসে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে এক বৃদ্ধের চিকিৎসা সেবা প্রদান করেন।
এরপর তিনি ইছামতি নদীর ভাড়াশিমলা অংশের বাঁধ ভাঙন পরিদর্শন করে এবং টিআর কাবিখা প্রকল্প ঘুরে বিভিন্ন সমস্যা সমাধান করেন। পরে ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে বসে সাধারাণ মানুষের সুখ-দুঃখের খবর নেন।
পরে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি ব্রজাপাটুলিয়া চৌরাস্থ মোড়ে এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিমিয় করেন এবং এলাকার খবর নেন। পরে তিনি নলতার বিভিন্ন এলাকার সুখ-দুঃখের মানুষের খোঁজ খবর নিতে পায়ে হেটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. আসাদুর রহমান সেলিম, তারালী ইউপি সদস্য মো. এনামুল হোসেন ছোটসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আফজাল হোসেন জানান, রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ইফতার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভিম মনোহর ইফতার’-এর অতিথি হিসেবে পাওয়া যাবে তাকে। যে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, সাহিত্যিক-নাট্যকার ইমদাদুল হক মিলনসহ দেশের বেশিরভাগ তারকারাও।
ইন্দোনেশিয়ান দশ বছর বয়সী আরিয়া পারমানার ওজন ১৯২ কেজি! এ ব্যাপারে জানা গেছে, এই বিশাল শরীরের জন্য তাকে প্রতিদিন কমপক্ষে ৫ বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। খাবারের তালিকায় আছে ইনস্ট্যান্ট নুডলস, ভাত, মাংস ও মাছ। এর সঙ্গে পান করে প্রচুর পরিমাণ পানীয়। আর এমন কথা প্রকাশের পরপরই তার নামলেখা হলো বিশ্বের সবচেয়ে মোটা শিশু তালিকার শীর্ষে।
আব্দুল জলিল সাতক্ষীরা: সাতক্ষীরার সোনার গ্রাম কেড়াগাছি। এই গ্রামের জনপ্রতিনিধি থেকে শুরু করে চায়ের দোকানদার পর্যন্ত জড়িয়ে পড়েছে সোনা চোরাচালান ব্যবসায়। ইতিমধ্যে একাধিক ব্যক্তি সোনাসহ গ্রেফতার হলেও মূল মালিকরা রয়ে গেছে ধরা ছোয়ার বাহিরে। সোনা বহন করে ও সোনা চোরাকারবারির সাথে যুক্ত হয়ে রাতারাতি কোটি প্রতিবনে গেছে অনেকে। আর এই সোনাসহ চোরাকারবারিদের আটকে বিজিবি কিছুটা তৎপর হলে পুলিশের তেমন কোন ভূমিকা নেই বললেই চলে। সীমান্তে অন্যান্য চোরাচালান কড়াকড়ি হওয়ায় চোরাকারবারিরা সোনা পাচারকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে এই সীমান্তে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আগঁরদাড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য মজনুর রহমান মালির একমাত্র পুত্র স¤্রাট তার দাদার হাতে নিহত হওয়ায় ঘটনায় শনিবার দুপুর ১২টায় চেয়ারম্যান মজনুর রহমান মালির বাড়িয়ে যেয়ে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেকসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় কবি নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন উপলক্ষে নজরুল উৎসব ২০১৭ উদ্যাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে ‘বিশ্ব কবিমঞ্চ’ সাতক্ষীরা জেলা শাখা। নজরুল উৎসবে সাতক্ষীরা জেলার ১০ জন গুণিজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রতিক্ষিত সাতক্ষীরা সদর হাসপাতাল ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিতে ফিতা কেটে সদর হাসপাতালের নব-নির্মিত ক্যান্টিনের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বাচিপ সভাপতি ডা. মোখলেছুর রহমান, জেলা বি.এম.এ’র সভাপতি ডা. আজিজুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ। এসময় ক্যান্টিনের পরিচালক জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের শেখ কামরুল ইসলাম।