সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

18664501_300264497083369_2649920893076847403_nহাসান হাদী : আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, সমাজের অবহেলিত মানুষের মানুষের ভাগ্য উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। সব ধর্ম-বর্ণেও মানুষের দুঃখ-কষ্টের সাথী হয়ে থাকতে চাই। আমি সকল অবহেলিত মানুষের পাশে আগেও ছিলাম এখনোও থেকে মানুষের ভাগ্যও উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে দেখা করে, দেখতে পেয়ে আমি আনন্দিত। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। আমি মানুষের সেবা করার মাঝেই প্রশান্তি খুঁজে পাই। বঞ্চিত মানুষের দুঃখের সাথী হতে পারাটাই প্রকৃত মানব সেবা।
01শনিবার (২৭ মে) সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা, কারবালা, খারহাট, ব্রজাপাটুলিয়া, উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় তৃণমুল মানুষের খোঁজ খবর নেওয়া মুহুর্তে উপরোক্ত কথাগুলো বলেন।18740350_297090574036170_8106317037758658336_n
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময়  স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বসে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে এক বৃদ্ধের চিকিৎসা সেবা প্রদান করেন।
এরপর তিনি ইছামতি নদীর ভাড়াশিমলা অংশের বাঁধ ভাঙন পরিদর্শন করে এবং টিআর কাবিখা প্রকল্প ঘুরে বিভিন্ন সমস্যা সমাধান করেন। পরে ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে বসে সাধারাণ মানুষের সুখ-দুঃখের খবর নেন।
পরে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি ব্রজাপাটুলিয়া চৌরাস্থ মোড়ে এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিমিয় করেন এবং এলাকার খবর নেন। পরে তিনি নলতার বিভিন্ন এলাকার সুখ-দুঃখের মানুষের খোঁজ খবর নিতে পায়ে হেটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
18740302_297119290699965_6069836277140648932_nএসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. আসাদুর রহমান সেলিম, তারালী ইউপি সদস্য মো. এনামুল হোসেন ছোটসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ছোটপর্দার কিংবদন্তি জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। দু’জনকে আজকাল সচরাচর পাওয়া যায় না অভিনয়ে কিংবা একসঙ্গে। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে ভক্তরা তাদের দেখতে পাবেন ভিন্ন এক আয়োজনে।

 20dd0b4101dd51f14da6e164c9c7f775-592957a106445আফজাল হোসেন জানান, রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ইফতার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভিম মনোহর ইফতার’-এর অতিথি হিসেবে পাওয়া যাবে তাকে। যে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, সাহিত্যিক-নাট্যকার ইমদাদুল হক মিলনসহ দেশের বেশিরভাগ তারকারাও।

পবিত্র রমজান মাস উপলক্ষে  চ্যানেল আইতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি।
এ বছর অনুষ্ঠানে দেখানো হবে কেকা ফেরদৌসীর নিজস্ব ইফতার ব্যবস্থা নিয়ে রেসিপি। বাংলাদেশে টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক অনুষ্ঠান এটি।
এবার অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের অন্যতম পণ্য ‘ভিম’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গণের একজন তারকা শিল্পী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pMIF7x_17645ইন্দোনেশিয়ান দশ বছর বয়সী আরিয়া পারমানার ওজন ১৯২ কেজি! এ ব্যাপারে জানা গেছে, এই বিশাল শরীরের জন্য তাকে প্রতিদিন কমপক্ষে ৫ বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। খাবারের তালিকায় আছে ইনস্ট্যান্ট নুডলস, ভাত, মাংস ও মাছ। এর সঙ্গে পান করে প্রচুর পরিমাণ পানীয়। আর এমন কথা প্রকাশের পরপরই তার নামলেখা হলো বিশ্বের সবচেয়ে মোটা শিশু তালিকার শীর্ষে।

এমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার কারণে আরিয়ার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্কুলে যেতে পারছে না ছেলেটি। অতিরিক্ত ওজনের কারণে হাঁটতেও পারছে না আরিয়া। তার মাপের পোশাক পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে মা-বাবাকে। আরিয়ার ওজন কমানোর জন্য ডায়েট করার চেষ্টা চালিয়েছিল পরিবারটি। শুধু শাকসবজি ও ফলমূল খাওয়ার পর দেখা গেল মাত্র ৬ কেজি ওজন কমেছে।

এদিকে, চিকিৎসকরা তার ব্যাপারে সার্জারির কথা বলছেন। আরিয়াকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হলে তার পাকস্থলীর আকার কমাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরিয়া মাত্র ১০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে খ্যাতি পেলেও মা বাবার কাছে এটি বিড়ম্বনার নাম। এবং তার বাবা-মা চাচ্ছেন খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক ছেলেটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

index

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোজাম আলী সরদার ( ৩৮)। তিনি ইছাকুড় গ্রামের মৃত এছান সরদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, দুপুরে মোজাম আলী সরদার তার নিজ বাড়ির বিদ্যূৎ লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অসাবধান বশতঃ বিদ্যুতের একটি তার তার গায়ে জড়িয়ে পড়ে। এতে তিনি ঘটনা স্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

263e989d484733beac3536f83e7b7d31আব্দুল জলিল সাতক্ষীরা: সাতক্ষীরার সোনার গ্রাম কেড়াগাছি। এই গ্রামের জনপ্রতিনিধি থেকে শুরু করে চায়ের দোকানদার পর্যন্ত জড়িয়ে পড়েছে সোনা চোরাচালান ব্যবসায়। ইতিমধ্যে একাধিক ব্যক্তি সোনাসহ গ্রেফতার হলেও মূল মালিকরা রয়ে গেছে ধরা ছোয়ার বাহিরে। সোনা বহন করে ও সোনা চোরাকারবারির সাথে যুক্ত হয়ে রাতারাতি কোটি প্রতিবনে গেছে অনেকে। আর এই সোনাসহ চোরাকারবারিদের আটকে বিজিবি কিছুটা তৎপর হলে পুলিশের তেমন কোন ভূমিকা নেই বললেই চলে। সীমান্তে অন্যান্য চোরাচালান কড়াকড়ি হওয়ায় চোরাকারবারিরা সোনা পাচারকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে এই সীমান্তে।
খোঁজখবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার কেড়াগাছি সীমান্তের সোনাই নদীর তীর থেকে ৫ পিচ স্বর্ণের বারসহ আটক হয় কেড়াগাছি গ্রামের ইসমাইলের ছেলে উজ্জল হোসেন। এঘটনায় সাতক্ষীরা ৩৮ বিজিবির হাবিদার কবির বাদি হয়ে  কলারোয়া থানায় উজ্জলকে আসামি করে মামলা দায়ের করে।
স্থানীয় বিজিবির গোয়েন্দা সূত্র জানায়, এই সোনা ব্যবসারর সাথে উজ্জলের প্রতিবেশি কালাম ও তারিক জড়িত। স্থানীয়রা কালাম ও তারিককে সোনা চোরাকারবারি বলে জানে। তবে তাদের সোনাসহ আটক করা সম্ভব হচ্ছে না। এদিকে উজ্জলকে মারপিট না করা ও রিমান্ড বন্ধের জন্য স্থানীয় একজন জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের যুবলীগ নেতা তদবির চালিয়ে যাচ্ছেন বলে উজ্জলের পারিবারিক সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৪০ পিচ সোনার বারসহ তলুই গাছা ৩৮ বিজিবি ক্যাম্পের হাবিলদার আকরাম কেড়াগাছি গ্রামের সফিকুল ইসলামের ছেলে চায়ের দোকানদার আলিউজ্জামানকে আটক করে। আলিউজ্জামানের স্বীকারউক্তি মোতাবেক বিজিবি এই মামলায় আসামি করে স্থানীয় ইউপি সদস্য মহিদুল, সোনা চোরাকাবারি করে রাতারাতি কোটি প্রতিবনে যাওয়া রস্তম হাজরা, ফিরোজ হাজরা, আলিউজ্জামানের কাছে থাকা মোটর সাইকেলের মালিক রবিনকে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা দীর্ঘ তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
সীমান্ত এলাকায় বসবাসকারি আমিনুর, শফি ও মুনসুরসহ অনেকে জানায়, রস্তম হাজরা এক সময় অন্যের জমিতে কামলা দিয়ে সংসার চালাতো। বর্তমানে ব্যবহার করেন দুটি মোটর সাইকেল। মাঠে করেছেন ২০/৩০ বিঘা জমি। ব্যাংকে রয়েছে কাড়ি কাড়ি টাকা। সে এলাকার ডন হিসেবে পরিচিত।
এদিকে রবিন দুদেশেই করেছে গাড়ি-বাড়ি ও ব্যাংক ব্যালেন্স। আর মহিদুল শীট শাড়ি কাপড়ের ব্যবসা করতেন। পৈত্রিক সূত্রে ভিটা বাড়ি ছাড়া কিছুই ছিল না। এখন চালান পালসার মোটর সাইকেল, কেড়াগাছি রাস্তার ধারে করেছেন বিলাশ বহুল বাড়ি। মাঠে করেছেন জমাজমি। ইতিমধ্যে তার নামে আরও আনেক মামলা হলেও সে সব মামলা থেকে টাকার জোরে ফাইনাল রিপোর্ট নিয়েছে অসাধু পুলিশের নিকট থেকে। হয়েছেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সদস্য।
ইউপি সদস্য মহিদুল জানায়, তিনি চোরাকারবারি করেছেন ঠিক তবে সোনা পাচার করেননি। স্থানীয় চোরাই ঘাটমালিক আজাহারুল ও ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ মুনসুর কৌশলে এসব মামলায় জড়িয়ে দিচ্ছেন।
সম্প্রতি এই সীমান্ত থেকে সাতক্ষীরা ৩৮ বিজিবির হাবিলদার বাসারাত সোনাই নদীর পাড় থেকে কেঁড়াগাছি গ্রামের আফতাবুরকে ৬ পিচ সোনাসহ আটক করে। সে আজও জেল খানায় আটক আছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির সুবেদার ফয়েজ উদ্দীন কেঁড়াগাছি বলফিল্ড এলাকা থেকে ৬ টি স্বর্ণের বারসহ একই গ্রামের আলিমকে আটক করে। আলিম এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
যশোর শহর থেকে পুলিশ ১৮ কেজি সোনসহ ৩ চোরাকারবারীকে আটক করে। এই তিন জনের মধ্যে একজন ছিল কেঁড়াগাছি গ্রামের আরশাফুল গাজীর ছেলে শাহিন। সম্প্রকি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
কেঁড়াগাছি গ্রামের রফিকুল, কার্তিক, রশিদসহ অনেকে এ প্রতিবেদককে জানান, এই পর্যন্ত সোনাসহ যারা গ্রেফতার হয়েছে এরা প্রত্যেকে গরিব মানুষের ছেলে। এদের পরিবারের সদস্যরা দিনে আনে দিনে খায়। গ্রেফতার হওয়ায় এসব পরিবারে এখন চরম দৃরদশা বিরাজ করছে। অথচ যারা এদের কাছে সোনা পাচারের জন্য দেয় বা যারা এই সোনার মালিক তাদের আটক করতে পারছে না বিজিবি কিংবা পুলিশ। ফলে তারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে। সোনার বারসহ আটক হওয়া আসামিদের কথা মত দুই এক জন মালিকের নামে মামলা হলেও টাকার জোর ফাইনাল রিপোর্ট নিচ্ছে। এদিকে সোনা উদ্ধার কিংবা চোরাকারবারি আটকে পুলিশের তেমন কোন অভিযান নেই। বিজিবি সূত্রে আরও জানা যায়, সম্প্রতি বিজিবি ভোমরা সীমান্ত থেকে ৬ পিচ সোনারবার ও মোটর সাইকেলসহ এক চোরাবারবােিক আটক করে। এছাড়া সদর উপজেলার বৈকারি ইউনিয়নের এক ইউপি সদস্যকে সোনারবারসহ আটক করে বিজিবি। এছাড়া কেঁড়াগাছি ইউরিয়নের গাড়াখালি এলাকার জহুরুল এর বাড়ি তল্লাসি করে ৬০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। এর আগেই বিজিবি সোনাসহ জহুরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এছাড়া কলারোয়া থানার পুলিশ একপিচ সোনার বারসহ গাড়াখালি গ্রামের শরিফুলকে গ্রেফতার করে।
কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল জানান, কেঁড়াগাছি গ্রামে সোনার খনি পাওয়া গেছে। প্রায় সময় এই সীমান্তে সোনা আটক হয়। সীমান্ত এলাকার মানুষ অনেকে চোরাকারবারি করে। তারা পুলিশ বিজিবির হাতে আটকও হয়। ইউপি সদস্য মহিদুল এখন আর কোন চোরাকারবারি করে বলে তার জানা নেই।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার জানান, কেড়াগাছি গ্রামের অধিকাংশ মানুষ চোরাকারবারির সাথে জড়িত। চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: আরমান হোসেন পিএসসি জানান, সীমান্তে চোরাচালান এখন শুন্যর কোটায় চলে এসেছে। সোনা চোরাকারবারিরা একটু বেপোরোয়া। সব সীমান্তে বিজিবির বিশেষ টহল রয়েছে। আর কেঁড়াগাছি সীমান্তে সোনা চোরাচালান বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

44444মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আগঁরদাড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য মজনুর রহমান মালির একমাত্র পুত্র  স¤্রাট তার দাদার হাতে নিহত হওয়ায় ঘটনায় শনিবার দুপুর ১২টায় চেয়ারম্যান মজনুর রহমান মালির বাড়িয়ে যেয়ে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেকসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

11112মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় কবি নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন উপলক্ষে নজরুল উৎসব ২০১৭ উদ্যাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে ‘বিশ্ব কবিমঞ্চ’ সাতক্ষীরা জেলা শাখা। নজরুল উৎসবে সাতক্ষীরা জেলার ১০ জন গুণিজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
নজরুল উৎসবে বিশ্ব কবি মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়কারী মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সংগীত শিল্পী ও সংগঠক প্রকৌশলী অলোক সরকার, পপুলার লাইব্রেরির সত্বাধিকারী ছফিউল্লাহ ভূইয়া সাগর প্রমুখ।
অনুষ্ঠানে যে সকল গুণিজনকে সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- জননেতৃত্ব ও জনসেবায় রিফাত আমিন, কবিতায় গাজী শাহ্জাহান সিরাজ, সাহিত্যে সালেহা আকতার, ছড়াকার নাজমুল হাসান, সংগীতে তৃপ্তিমোহন মল্লিক, শেখ করিম-উল-আলম, আবৃত্তিতে মন্ময় মনির, চিকিৎসা সেবায় ডা. অন্নদা প্রসাদ রায়, সাংবাদিকতায় আবুল কাসেম, মানবিক সাংবাদিকতায় আকরামুল ইসলাম, নাগরিক সাংবাদিকতায় আব্দুর রহমান, উদীয়মান কলম সৈনিক জাহিদ হোসাইন, স্কাউট আন্দোলনে আবুল বাসার পল্টু এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাব, উদীচী শিল্পগোষ্ঠীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব কবিমঞ্চের সদস্য বিশ্বরূপ চন্দ্র ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রতিক্ষিত সাতক্ষীরা সদর হাসপাতাল ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিতে ফিতা কেটে সদর হাসপাতালের নব-নির্মিত ক্যান্টিনের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বাচিপ সভাপতি ডা. মোখলেছুর রহমান, জেলা বি.এম.এ’র সভাপতি ডা. আজিজুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ। এসময় ক্যান্টিনের পরিচালক জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের শেখ কামরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest