অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বদিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।
এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবদুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলা করেন।
এ ঘটনায় গত বছরের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোরশেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আবদুর রহমান বদির বিরুদ্ধে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে, তিনি দুদকের কাছে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
মামলাটিতে বদি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।
পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৭ অক্টোবর এমপি বদিকে ছয় মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্র রাজনীতির সুতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে ছাত্রলীগের খোঁজ-খবর নিয়েছেন।
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুব সমাজই দেশকে এগিয়ে নিয়ে যেতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ কাউকে বেহেশতে নিয়ে যাবে না। তিনি বলেন, ‘মাদকাসক্ত, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে। এসব কাউকে বেহেশতে নিয়ে যাবে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে মানুষ খুন করার কোনও অধিকার দেওয়া নাই।’তিনি বলেন, ‘যুব উন্নয়ন অধিদফতরকে যুব সংগঠন নিবন্ধনের ক্ষমতা প্রদান করে আইন প্রণয়নের কাজ আমরা শুরু করেছি। আমরা চাই না, আমাদের যুব সমাজ বিপথে চলে যাক। বাবা-মায়ের জন্য দুঃখের কারণ হোক।’যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে নিজেদের দূরে রেখে মেধা-শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবন এবং পরিবারকে উন্নত করা যাবে। ফলে আমাদের দেশটাও উন্নত হবে।’বিনা প্রশিক্ষণে কেউ বিদেশ যেতে পারবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে যুবকরা যাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সেজন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’ অবৈধ পথে বিদেশগামীদের কথা উল্লেখ করে তিনি বলেন, কারো কথায় প্ররোচিত না হয়ে নিজের জীবনকে কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে। তিনি বলেন, ‘বাংলাদেশে বহুমুখী কর্মসংস্থান আমরা করছি। আমরা চাই না আমাদের যুবকরা বিপথে চলে যাক- মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ুক।’ এ সময় তিনি আরও যোগ করেন, ‘তরুণদের জন্য কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। কর্মসংস্থান ব্যাংক থেকে যেকোনও তরুণ বিনা শর্তে ঋণ নিতে পারবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জামানত বিহীণ ঋণ নেয়ার ব্যবস্থা আছে।’তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। কারো কাছে ভিক্ষার হাত পাততে হবে, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না। তাই আমাদের লক্ষ্য, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা। আমাদের আছে শক্তিশালী যুব সমাজ। তারাই এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তারাই গড়বে বাংলাদেশ। তাই আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারবো।’প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ। আর এই কাজ বাস্তবায়ন করতে হলে আমাদের যুবকদের প্রশিক্ষিত করে তুলতে হবে। আর এটা সম্ভব, কারণ আমাদের আছে শক্তিশালী যুবসমাজ।’
অনলাইন ডেস্ক: আগাম নির্বাচন হলে এখন থেকেই প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার সকালে কাকরাইলের দলীয় কার্যালয় থেকে যুব দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এরশাদ এ কথা বলেন। এরশাদ জানান, কয়েকদিন পর জেলা পরিষদ নির্বাচন। তবে নির্বাচনের যে পরিবেশ, তাতে এ নির্বাচনে যাওয়া নিয়ে জাতীয় পার্টি সংশয়ে রয়েছে। জাতীয় যুব সংহতি আয়োজিত এ সমাবেশে এইচ এম এরশাদ জানান, যুবরা মাদকাসক্ত, তাদের চাকরি নেই। আবার ঘুষ লেনদেন ছাড়া চাকরি পাওয়া যায় না। এ অবস্থায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘খবরের কাগজে পড়েছি যে আগাম নির্বাচন হতে পারে। সে জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। আমরা বিভাগীয় সম্মেলন শুরু করেছি। আমরা ঢাকায় করেছি, এরপর রংপুরে করব, বরিশালে করব, খুলনায় করব। আমরা আগামী এক বছরের মধ্যে জেলাগুলোকে জাগিয়ে তুলব। জাতীয় পার্টির কর্মীদের জাগিয়ে তুলব।