সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণআশাশুনিতে বিএনপির ইফতার মাহফিলের প্রস্ততি সভাশহীদ আসিফ পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার উপহারনারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধনসাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধারসাতক্ষীরায় সোয়াবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবারপ্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি কেন্দ্রীয় প্রেসিডেন্টেরবিএনপিকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে– কাজী আলাউদ্দিনসাতক্ষীরায় ছাত্র অধিকার পরিষদের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনাসাংবাদিকদের সম্মানে সাতক্ষীরা শহর ছাত্রদলের ইফতার

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদুর নির্বাচনী পথসভা

প্রেস বিজ্ঞপ্তি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ এ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক উপজেলা যুব সংহতির সভাপতি বদদুজ্জামান বদুর নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলাধীন খেজুরডাঙ্গা বীনেরপোতা এলাকায় লিফলেট বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন সহ দপ্তর সম্পাদক জেলা জাতীয় পার্টির সাইফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবু, সদস্য আবু বাক্কার সিদ্দিক পান্না, সম্রাট মেহেদি মনা মাহবুব শাহিন, মেহেদী হাসান রাহুল, আব্দুল্লাহ আল মামুন অপু, মোঃ সেলিম হোসেন, আশরাফুল, শরিফুল, আতিয়ার,বাংলাদেশ জাতীয় ভূমি অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবলু,

ভুমিহীন সমিতির সহ-সভাপতি মফিজ, এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু বলেন যে, আমি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। সদর উপজেলার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আরো অত্যাধুনিক ভাবে গড়ে তোলার জন্য সকলকে নিয়ে একসাথে কাজ করবো। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু সদর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে সমর্থন ও প্রত্যাশা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে  বিশ্ব অটিজম  সচেতনতা দিবস পালন

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজন করেন। উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন – উন্নয়ন, আইডিয়াল, উন্নয়ন প্রচেষ্টা ও বারসিক সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার রনি আলম নূর।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হান্নান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা একাডেমী সুপারভাইজার হাসানুজ্জামান। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল এর চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়, উন্নয়ন পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমন্বয়কারী সাইদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, বারসিক সংস্থার জেলা সমন্বয়কারী মাছুম বিল্লাহ সহ অটিজম শিশু ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভিক্ষুক নিরসনে একজন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ১টি ভ্যান বিতরণ করা হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য (এককালীন ব্যক্তিক অনুদান) ৪৮ জনকে ১,২৮,০০০ টাকার চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

আসাদুজ্জামান ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে প্রায় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। বুধববার দুপুরে সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এসময় জব্দ করা করা একটি ১৫০ সিসির হিরো হাংক মোটর সাইকেল। জব্দকৃত স্বর্ণের বারসহ মোটর সাইকেলের মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ আমজাদ হোসেন খোকন (৫০)। তিনি সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে বিজিরি একটি বিশেষ আভযানিকদল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৬৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বার ও মোটর সাইকেলের বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারেেক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০ জন এতিম শিশুদের ইফতার করালো সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ৭০ জন এতিম শিশুদের ইফতার করানো হয়েছে। বুধবার দারুল হাদিস আহমাদিয়া সালফিয়া মাদ্রাসা ও এতিম খানায় ৭০ জন এতিম শিশুদের নিয়ে এ ইফতারির আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ,সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার সভাপতি মোঃ আব্দুল মুহিত এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এর তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি মানুষের পাশে সর্বোচ্চ সমর্থন দিয়ে থাকবে। দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে , বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের দিকনির্দেশনায় সম্মুখ সারিতে থেকে কাজ করে যাবে এবং সংগঠনকে সুসংগঠিত করে এগিয়ে যাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার ও তার স্ত্রীর ব্যক্তিগত ছবি পোস্ট ॥ ইয়ারবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

তালা সংবাদদাতা : আগামি উপজেলা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলার উদ্দেশ্যে সাতক্ষীরার তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান ও তার স্ত্রীর আপত্তিকর ছবি নিজ অনিবন্ধিত ফেইস বুক পেইজ সমাজের আলো ডট কম এর মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মশিয়ার রহমান বাদি হয়ে সাংবাদিক ইয়ারব হোসেনসহ চারজনের নামে খুলনা সাইবার ট্রাইব্যুনালে বুধবার এ মামলা দায়ের(সিআর- ৩০/২৪) করেন। বিচারক কণিকা বিশ্বাস আগামি ২৫ মে এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সাতক্ষীরার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের ইসহাক আলীর ছেলে ইয়ারব হোসেন, তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল হাকিম রাজু, পাটকেলঘাটা থানাধীন বিশেষকাটি গাছা গ্রামের শ্যামল ঘোষ, সূর্যকান্ত মণ্ডলের ছেলে ভবতোষ মণ্ডল।

মামলার বিবরণে জানা যায়, ইয়ারব হোসেনের নিজ মোবাইল নং ও ই মেইল দিয়ে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো ডট কম ফেইস বুক পেইজের মাধ্যমে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান ও তার দ্বিতীয় স্ত্রী রুমিনা পারভিন রুনার ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। রুমিনা পারভিন রুনা ৩০ মার্চ বিকেল ৫টার দিকে নিজ বাড়ি তালা উপজেলার বারুইহাটি গ্রামে বসে ইয়ারব হোসেনের নিজস্ব ফেইসবুক আইডি থেকে দেখতে পান। যাহা বাদি ও তার স্ত্রীর সামাজিক সম্মান প্রশ্নাবিদ্ধ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানি ও আগামি উপজেলা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলার উদ্দেশ্যে ইয়ারব হোসেন তার (মশিয়ার) প্রতিপক্ষদের দারা প্রভাবিত হয়ে করেছেন। ইয়ারব হোসেন নিজ আইডি থেকে কমেন্টস পোষ্ট করে তিন চারজনকে নিজ ফেইসবুক আইডি থেকে শেয়ার করেন। উক্ত পোষ্ট অনেকে কমেন্টস ও পোষ্ট করে শেয়ার করেন।

এ ছাড়া আব্দুল হাকিম রাজু , শ্যামল ঘোষ ও ভবতোষ মণ্ডল নিজ নিজ ফেইস বুক আউডি থেকে শেয়ার ও পাষ্ট করেন। ইয়ারব হোসেন তার (মশিয়ার) নির্বাচনী প্রতিপক্ষদের সঙ্গে পরামর্শ করিয়া এ কাজ করিয়েছেন। বিষয়টি ইয়ারব হোসেনের কাছে জানতে চাইলে সবে তো ভাইরাল করা হয়েছে, পরে এমন করে দেব যে চেয়ারম্যানি ছেড়ে পালাতে হবে। বিষয়টি নিয়ে ৩১ মার্চ তালা থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
খুলনা জজ কোর্টের আইনজীবী অ্যাড. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি সম্পর্কে নিজ ফেইসবুক আইডির মাধ্যমে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারই খালাতো ভাই বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান ২০২১ সালে ইয়ারব হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। প্রায় একই সময়ে তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্প করে করোনা ভ্যাকসিন দেওয়ার সময় এক স্বাস্থ্য কর্মীকে মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় ইয়ারব হোসেন কারাগারে যান। ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটার ২০১৯ সালে একটি বাড়িতে পুলিশের সহায়তায় ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে সিআউডিতে তদন্তাধীন আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী ২২ বছর পর গ্রেপ্তার

আসাদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর জেসমিন নাহার হত্যা মামলায় মৃত্যুন্ড প্রাপ্ত আসামি নিহতের স্বামী আরশাদ আলী মিস্ত্রী (৫৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরশাদ আলী মিস্ত্রী আশাশুনি উপজেলার কল্যানপুর গ্রামের মৃত আদম আলী মিস্ত্রীর ছেলে। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে রাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেসমিন নাহারের সাথে মৃত্যুর ১১ বছর পূর্বে আরশাদ আলীর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে আরশাদ আলী তার স্ত্রীকে নিয়ে কাজের সুবাদে শ্যামনগর উপজেলার নোয়াবেকী গ্রামে বসবাস করতো। পারিবারিক কলহের জের ধরে ২০০২ সালের ২২ জুন সেখানে যৌতুকের টাকা নিয়ে স্ত্রীর সাথে আরশাদ আলীর বাকবিতন্ডা হয়। এরই ধারাবাহিকতায় আরশাদ আলী ক্ষিপ্ত হয়ে চেরা কাঠদিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি পেটানো শুরু করলে জেসমিন নাহার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বোন বাদী হয়ে আরশাদ আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, এ ঘটনার পর থেকে আরশাদ আলী পলাতক ছিলেন। এ মামলায় ইতিমধ্যে আদালত আসামি আরশাদ আলীর মৃত্যুদ্বন্ড দেয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরশাদ আলী মিস্ত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মঙ্গলবার খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মৃত্যুদ্বন্ড প্রাপ্ত আসামী আরশাদ আলীর বাড়ি আশাশুনি উপজেলার মধ্যে হওয়ায় তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা

বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা সৈনিক লীগের আহবায়ক মাহমুদ আলী সুমন।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

বক্তব্য রাখেন, জেলা সৈনিক লীগের অন্যতম সদস্য হাসানুজ্জামান ডাবলু, আমজাদ হোসেন শোভন, মারুফ আহমেদ খান শামীম, অহিদুজ্জামান বকুল, তাহিয়াতুল হক মুকুল,শেখ রেজাউল ইসলাম বাবলু, শেখ আব্দুল আলিম, মেহেদীআলী সুজয়, আমজাদ হোসেন আমু, আসাদুল ইসলাম লিটু, সাইফুল ইসলাম রঞ্জু, দেলোয়ার হোসেন টিটু, মহাসিন কবির জোনাকি, মোমিনুর রহমান, সিরাজুল ইসলাম, শাহাদাত আলম রিপন, এড. সুরাইয়া পারভীন, শাহীনুর ইসলাম, শাহানারা খাতুন শীলা, আকলিমা খাতুন লিমাসহ অন্যরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সৈনিকলীগের যুগ্ম আহবায়ক এড. একেএম তৌহিদুর রহমান শাইন।
অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া সভার মধ্যভাগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তামজীদ বীন রহমান ত‚র্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় জেলা সৈনিক লীগের সকল নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষন করে বলেন, বিভ্রান্ত হবেন না। এটাই সৈনিক লীগের বৈধ কমিটি। কারণ গত ২/৩/২৪ তারিখে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভায় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহিত হয়। ফলে আপনাদের কমিটির বৈধ কমিটি। দলীয় সকল কর্মসূচিতে স্বত;স্ফুর্ত অংশগ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। সাথে সাথে বৈধ কমিটির সাথে যোগাযোগ রেখে সহযোগিতার জন্য জেলা আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন। সভা শেষে জেলা সৈনিক লীগের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. এ কে আজদ কর্তৃক প্রদত্ত জরুরী নোটিশ হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় র‍্যালী পরবর্তী দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম,স্পর্শ।

এসসয় বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest