সর্বশেষ সংবাদ-
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তার কাজ ১০ দিনেও শুরু হয়নিআশাশুনি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনাচাঁদা না দেওয়ায় পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুরভোমরায় কৃষকদলের ইফতারসাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের প্রতিবাদে তালায় মানববন্ধন

তালা প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলা সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের প্রতিবাদে সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা জেলার তালা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সোনালী ব্যাংক পিএলসি তালা শাখা ম্যানেজার মৃণাল কান্তি দাশের নেতৃত্বে সকল স্টাফরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ম্যানেজারকে দ্রুত উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কফিভিলাতে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান, জেলা রোভার স্কাউটদের সম্পাদক এস এম আসাদুজ্জামান, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা রেবেকা সুলতানা।

স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ও কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা, এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, মোঃ ইব্রাহিম, রোকন আহমেদ, শাহীদুজ্জামান, বেগম নিশাত আরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষক দলের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা ছিলেন, কৃষকদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ^াস।

সভাপতিত্ব করেন, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ-যোগাযোগ সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, সহ-বন ও পরিবেশ সম্পাদক মহিউদ্দীন শ্যামল, কেন্দ্রীয় সদস্য রমিজউদ্দীন রুমিসহ তালা, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি, শ্যামনগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল রবি।

এসময় প্রধান বক্তা বলেন,আপনি পুলিশ বাহিনী দিয়ে ভোট কাটিয়ে ডামি নির্বাচন করে ক্ষমতায় আছেন। আপনার দলকে আপনিই ক্ষতি করেছেন। ক্ষমতা থাকলে নির্বাচন দিয়ে দেখেন সারা বাংলাদেশে ১০ সিটও পাবেন না। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মাসেতুর কল্যানে ফল আমদানি বাড়ছে ভোমরা স্থলবন্দরে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তিন বছর পর সুদিন ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। নানা জটিলতায় ২০২১ সাল থেকে ফল আমদানি শূণ্যের কোঠায় থাকলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। যার জন্য পদ্মাসেতু মুখ্য ভ‚মিকা পালন করেছে। এছাড়াও বন্দরের ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতাও বড় ভ‚মিকা রেখেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বছর তিনেক আগে পাশর্^বর্তী দেশ ভারত থেকে ফল আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতো। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর ২০২১ সাল থেকে ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি কমতে থাকে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, টিআর ওজনে বাড়তি ছাড় না পাওয়ার জন্য তারা ধীরে ধীরে অন্য বন্দরের দিকে ঝুঁকে পরে। সেসব বন্দরে ওজন টেম্পারিং করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ফল আমদানি করা হতো। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ওজন টেম্পারিংয়ের কোন সুযোগ আগে থেকেই ছিলো না। সম্প্রতি পদ্মাসেতুর উদ্বোধন হওয়ায় ঢাকা থেকে ভোমরা স্থল বন্দরের দুরত্ব দেশের যে কোন বন্দরের তুলনায় কাছে। একই সাথে কোলকাতা থেকেও কাছাকাছি এ বন্দরের অবস্থান। ফলে ব্যবসায়ীদের পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানির কারণে তুলনামূলক কম হয়। সরকারি রাজস্ব বেশি পরিশোধ করা হলেও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ কম হবার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে ভোমরা স্থল বন্দরের দিকে ঝুঁকে পরেছে। একই সাথে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে সিরিয়াল জটিলতা ও তীব্র যানজটের কারনে আমদানীকারকরা ভারতীয় ফল ভোমরা বন্দর দিয়ে আমদানির জন্য আগ্রহী হয়ে ওঠে।
সম্প্রতি কয়েকটি গনমাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি বাধাগ্রস্থ করতে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়। বাস্তবে যার কোন সাদৃশ্য নেই। যে কোন ধরনের পন্য আমদানির সময় স্কেলে শুধুমাত্র বন্দর বা রাজস্ব কর্মকর্তারাই নয়, শুল্ক গোয়েন্দার প্রতিনিধি, ডিজিএফআই প্রতিনিধি ও এনএসআই প্রতিনিধি থাকে। যারা আমদানির ঘোষণা ও সার্বিক প্রক্রিয়া নজরদারি করে থাকে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘আমরা আমাদের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। প্রায় ১০ হাজার মানুষের ভাগ্যন্নয়ন বন্দরের সাথে জড়িত। দীর্ঘদিন পর ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি সত্যি আশা ব্যঞ্জক। তবে একটি চক্র সেটি মানতে পারছেনা।’

এসব বিষয়ে জানতে চাইলে ভোমরা স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার মো এনামুল হক বলেন, ‘প্রতিদিনই ভোমরা বন্দরে আমদানি বাড়ছে, যা ইতিবাচক। এতে সরকারি রাজস্ব যেমনি বাড়ছে, তেমনি স্থানীয় শ্রমিকদেরও জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে। স্কেলে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। আমাদের বন্দরে যে টিআর গুলো দেওয়া হয় সেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ খুলনা কমিশনারের প্রতিনিধি এখানে উপস্থিত থেকে টিআর নির্ধারন করে দিয়েছে। তার বাইরে আমাদের বন্দরে কোন টিআর সুবিধা দেওয়া হয়না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠন

সাতক্ষীরার বঞ্চিত শোষিত শ্রমিক সমাজের উন্নয়নের লক্ষে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। পহেল এপ্রিল ২০২৪ তারিখে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ও (সংরক্ষিত নারী) লায়লা পারভীন সেজুতি এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাতক্ষীরার প্রখ্যাত শ্রমিক নেতা ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ কে আহবায়ক, মো: মাগফুর রহমানকে সদস্য সচিব ও শেখ শওকত আলীকে দপ্তর সমন্বয়কারী করে সাবেক সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে ১৯ সদস্য বিশিষ্ট সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটি গঠিত হয়।
এবিষয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মিলটি দ্রুত সময়ের মধ্য চালুর দাবিতে মহান জাতীয় সংসদে দাবি উত্থাপন করেছেন। এবিষয়ে সাতক্ষীরার সংসদ সদস্যসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

তিনি বলেন, বিগত জামায়াত বিএনপির জোট সরকারের সময় ভ্রান্ত শিল্পনীতির কারনে রাষ্ট্রত্ব মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মিলটি বন্ধের কারনে চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানবেতর জীবন যাপন করছে। মাননীয় সংসদের দাবির সাথে একমত হয়ে আমাদের সাবেক সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি মিলটি দ্রুত চালুর দাবিতে সকলকে সাথে নিয়ে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদুর নির্বাচনী পথসভা

প্রেস বিজ্ঞপ্তি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ এ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক উপজেলা যুব সংহতির সভাপতি বদদুজ্জামান বদুর নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলাধীন খেজুরডাঙ্গা বীনেরপোতা এলাকায় লিফলেট বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন সহ দপ্তর সম্পাদক জেলা জাতীয় পার্টির সাইফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবু, সদস্য আবু বাক্কার সিদ্দিক পান্না, সম্রাট মেহেদি মনা মাহবুব শাহিন, মেহেদী হাসান রাহুল, আব্দুল্লাহ আল মামুন অপু, মোঃ সেলিম হোসেন, আশরাফুল, শরিফুল, আতিয়ার,বাংলাদেশ জাতীয় ভূমি অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবলু,

ভুমিহীন সমিতির সহ-সভাপতি মফিজ, এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু বলেন যে, আমি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। সদর উপজেলার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আরো অত্যাধুনিক ভাবে গড়ে তোলার জন্য সকলকে নিয়ে একসাথে কাজ করবো। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু সদর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে সমর্থন ও প্রত্যাশা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে  বিশ্ব অটিজম  সচেতনতা দিবস পালন

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজন করেন। উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন – উন্নয়ন, আইডিয়াল, উন্নয়ন প্রচেষ্টা ও বারসিক সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার রনি আলম নূর।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হান্নান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা একাডেমী সুপারভাইজার হাসানুজ্জামান। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল এর চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়, উন্নয়ন পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমন্বয়কারী সাইদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপিইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান, বারসিক সংস্থার জেলা সমন্বয়কারী মাছুম বিল্লাহ সহ অটিজম শিশু ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভিক্ষুক নিরসনে একজন ভিক্ষুককে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ১টি ভ্যান বিতরণ করা হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য (এককালীন ব্যক্তিক অনুদান) ৪৮ জনকে ১,২৮,০০০ টাকার চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

আসাদুজ্জামান ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে প্রায় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। বুধববার দুপুরে সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এসময় জব্দ করা করা একটি ১৫০ সিসির হিরো হাংক মোটর সাইকেল। জব্দকৃত স্বর্ণের বারসহ মোটর সাইকেলের মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ আমজাদ হোসেন খোকন (৫০)। তিনি সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে বিজিরি একটি বিশেষ আভযানিকদল সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৬৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বার ও মোটর সাইকেলের বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারেেক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest