সর্বশেষ সংবাদ-
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্তিতিসাংবাদিক ও আইনজীবী আব্দুল হামিদের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকস্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তিসাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটকআইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভাসাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাসাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাহীন মন্ডল (২০) , সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান ,সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করে পেছর থেকে সেই ট্রাকে উঠতে যেয়ে নিচে পড়ে যান চালকের সহকারী শাহীন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। মধ্যরাতে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সাতক্ষীরা–খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাককে বুধবার মধ্যরাতে পিছন দিক থেকে ধাক্কা মারে খুলনাগামি একটি পণ্যভর্তি ট্রাক।
এতে ডাম্পারটি দুমড়ে মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত দুটোর দিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন।

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুই থানার ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ক্লাস্টার সদস্যদের নিয়ে গুড এ্যাকোয়াকালচার প্রাকটিস ওয়ার্কশপ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে Good Aquaculture Practice On Cluster Management (Shrimp) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকালে এতিম ছেলেদের জন্য কারগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

প্রধান অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সাবেক মুক্তিযেদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মেরিন ফিসারিন অফিসার রত্না সাহা প্রমোখ। ওয়ার্কশপে ১০০ জন ক্লাস্টার সদস্যের অংশ গ্রহণে ক্লাস্টার ম্যানেজমেন্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভ‚মিকা নিয়ে সাতক্ষীরায় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভ‚মিকা নিয়ে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প খুলনার সহকারী পরিচালক প্রিয়াংকা শিকদার।

কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট অজর্নে নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে কমিউনিটি সার্পোট গ্রæপ এর সাথে  আলোচনা সভা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা। এ লক্ষ্যকে সামনে রেখে কুল্যা কমিউনিটি ক্লিনিকে ১২ জুন বুধবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে পরিসেবা সংযোগের জন্য কমিউনিটি ক্লিনিকের জন্য কমিউনিটি সার্পোট গ্রæপ এর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা কুল্যা কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোঃ আছির উদ্দিন সাহাবি,কমিউনিটি ক্লিনিকের এফ.ডাবিøুউ.এ তাহমিনা খাতুন, অত্র কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অমিত সরকার।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রাম অফিসার ট্রেনিং শিউলী সরকার, উপস্থিত কমিউনিটি সদস্যরা বলেন, যে কমিউনিটি ক্লিনিকের সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন, উপস্থিত কমিউনিটি সদস্যরা আরও বলেন, যে এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয়

সেই দিকে লক্ষ্য রাখবেন এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতনতা গড়ে তুলবেন। উপস্থিত কমিউনিটি সদস্যরা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে কমিউনিটি ক্লিনিকের যোগসূুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় কুমার রায় ও কমিউনিটি মবিলাইজার তানজিলা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন, ঝাউডাঙ্গা কলুপাড়া গ্রামের রেজাউল ইসলাম, তার স্ত্রী ছকিনা খাতুন ও তার পুত্র সুমন রায়হান।

আহত সুমন রায়হান হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ইমদাদুল ইসলামগংয়ের সাথে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে ইমদাদুলের নেতৃত্বে তার ভাই মুনদাদুল ইসলাম, মৃত জব্বার মোড়লের পুত্র ফজর আলী, আ: রহিম মোড়লের পুত্র আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলামের স্ত্রী পারুল খাতুন, ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন, ইমদাদুল ইসলামের স্ত্রী আজমিরা খাতুন, মুনদাদুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন, আশরাফুল ইসলামের আকাশ হোসেনসহ কয়েকজন সুমন রায়হানের বাড়িতে হামলা করে। এতে বাধা দেওয়ায় সুমন রায়হানের মাতা ছকিনা খাতুন এবং পিতা রেজাউল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

তাদের উদ্ধার করতে এগিয়ে আসায় সুমন রায়হানকেও মারপিট করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন, ২৪ ইং সকাল ১১টায় এ উপলক্ষ্যে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।

দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্যা আলফাতুন্নেছা, সতিকা সরকার প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজাদী সংঘের উদ্যোগে পথচারীদের মধ্যে বিনামূল্যে সুপেয় খাবার পানি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ঃ
আজাদী সংঘের উদ্যোগে পথচারীদের মধ্যে বিনামূল্যে সুপেয় খাবার পানি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের সুলতানপুর আজাদী সংঘের নিজস্ব কার্যালয়ের সামনে সাতক্ষীরা – এল্লারচর সড়কে চলাচলরত পথচারীদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে এক লিটার করে পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আজাদী সংঘের সাবেক সভাপতি হেনরি সরদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, আজাদী সংঘের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক আকবর আলী সরদার, সহ-সভাপতি পৌল সাহা, কাজী তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সাদ্দাম,

অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মঞ্জুর এলাহি বাপ্পি, সাংস্কৃতির সম্পাদক শাহ আলম হোসেন, ক্রীয়া সম্পাদক শেখ জাহিদ হাসান, তথ্য প্রচার সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান শুভ, নির্বাহী সদস্য প্রবীর পোদ্দার, মুস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম ডালিম, রফিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিমুলবাড়িয়ায় নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চোখের ছানি অপারেশন ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি :
শিমুলবাড়িয়ায় নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শিমুলবাড়িয়াস্থ নজরুল ইসলাম ফাউন্ডেশন ও এতিম খানা চত্বরে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডা: রাজু আহমেদ।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম।

নজরুল ইসলাম ফাউন্ডেশন ও খুলনা শিরোমনি বিএনএসবি হাসপাতালের আয়োজনে ক্যাম্পে গরিব প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা মহিলা ও শিশু রোগীদের অগ্রাধিকার দেয়া হয়। এছাড়া ১২০ জন রোগীকে ফ্রী চোখের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা বিএন এসবি চক্ষু হসপিটালের এসিস্টেন্ট সার্জন ডাক্তার খান নাহিদ মুরাদ। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest