সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি,গ্রেপ্তার-১সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটকসাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনআশাশুনিতে সাংবাদিককে গ্রেপ্তারের ভয় ও প্রাণনাশের হুমকিসাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনসাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণআশাশুনিতে বিএনপির ইফতার মাহফিলের প্রস্ততি সভাশহীদ আসিফ পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার উপহারনারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধনসাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

কালিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস  উপলক্ষে র‌্যালি

কালিগঞ্জ প্রতিনিধি :
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৫ মার্চ) শুক্রবার বেলা ১০টায় পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংঙ্কর দাশ দীপুর সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত।

ভোক্তা অধিকার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্ট) আব্দুস সোবহানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আসলেই এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা খেজুর, কলা, খিরায়সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয়।

এজন্য উপজেলা এলাকার হাট-বাজার, মার্কেট, দোকানপাঠ ও বিভন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে ইতিমধ্যে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রোজার পুরো মাস এটি অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় মহিলা দলের ফুটবলার রাজিয়ার শিশু  সন্তানের জন্য নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান

কালিগঞ্জ প্রতিনিধি :

জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেওয়ার পর মাতৃতের স্বাদ গ্রহণ করার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। সন্তান পেল না তার মায়ের বুকের দুধ, জন্ম নেয়া সন্তানটি সুস্থ থাকলেও দুই পরিবারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে কোথায় মানুষ হবে শিশু সন্তান। রাজিয়া সুলতানাকে কেন সন্তান প্রসবের সময় ভালো কোন নার্সিংহোম, হাসপাতাল, কিংবা ক্লিনিকে নেওয়া হয়নি এই প্রশ্ন সকলের।

রাজীয়ার স্বামী ইয়ান রহমান তার গ্রামের বাড়ি চট্টগ্রাম কাপ্তাই গ্রামে অন্যদিকে রাজিয়ার বাপের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ মৌতলা গ্রামে। উপজেলার মৌতলা গ্রামে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা সন্তান প্রসব জনিত কারণে মৃত্যুবরণ করায় শুক্রবার(১৫ মার্চ) জাতীয় মহিলা দলের সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় রাজিয়া সুলতানার শিশু সন্তানের জন্য সাতক্ষীরা জেলার আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক বাংলাদেশ অলিম্পিক ফোরামের সহ-সভাপতি সেখ বশির উদ্দিন মামুন এর পক্ষে রাজিয়ার পরিবারের কাছে ১ লক্ষ টাকা ও কালিগঞ্জ থানার ভূতপূর্ব অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান কর্তৃক শিশু সন্তানের জন্য অন্যান্য উপহার সামগ্রী প্রদান করলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক ফিফা রেফারি জাতীয় পুরস্কারপ্রাপ্ত তোয়েব হাসান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় বর্তমান ফুটবল কোর্স সাতক্ষীরা ইমাদুল হক খান, ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলু, স্থানীয় ইউপি মেম্বার শেখ খলিলুর রহমান, রাজিয়ার স্বামী ইয়াম রহমান, তার ভাই সিয়াম রহমান, তার মা রোকেয়া বেগম রাজিয়া সুলতানার মা আরিম বিবি, রাজিয়ার ভাই ফজলুর রহমান প্রমূখ।

গত বুধবার রাজিয়া কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে তার বাবার বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর রক্তক্ষরণে অসুস্থ হয়ে পরলে পরিবারের পক্ষ থেকে ওই রাতে এম্বুলেন্স যোগে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।

ঘটনাটি খুবই হৃদয়বিদারক মর্মান্তিক। জানা গেছে ২০২০ সালে রাজিয়ার সাথে বিবাহ হয় চট্টগ্রামের কাপ্তাই গ্রামের ফুটবল খেলোয়াড় ইয়াম রহমানের সাথে।

রাজিয়ার মা আমিরন বিবি জানান, রাজিয়া আগে থেকে পরিবারের কাছে জানিয়েছিল তাকে যেন সন্তান প্রসবের সময় সিজার করা না হয় কারণ সিজারিং করলে সে হয়তো আর ফুটবল খেলা করতে পারবে না তার কথামতো বাড়িতেই তার সন্তান নরমাল ভাবেই প্রসব হবে। সেই অনুযায়ী বুধবার রাত ১০টার সময় রাজিয়া সুলতানা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়, ওই রাতেই রাজিয়ার রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মধ্যেই তার মৃত্যু হয়।

জাতীয় দলের কৃতি ফুটবল খেলোয়াড় রাজিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের সকলে মাঝে গভীর শোক বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় লৌহ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় লৌহ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ইটাগাছা এলাকায় এঘটনায় ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোকলেছুর রহমান খোকন (৫৩) পলাশপোল এলাকার মৃত সারদার আলী মোড়লের পুত্র।
নিহতের ভাই আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে তিনি বাঁকাল এলাকা থেকে শহরের দিকে আসার পথে একটি ইজিবাইক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যু হয়। নিহত মোকলেছুর রহমান ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। তিনি লৌহ শীট (প্লেট) এর ব্যবসা করতেন। খোকন ট্রেডার্স নামে একটি লৌহের দোকান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদে ৪২লক্ষ ৬৫ হাজার ২৫০ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় ৮৩টি উন্নয়ন প্রকল্পের (পিআইসি) ৪২লক্ষ ৬৫ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সাধন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান, শাহনওয়াজ পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা এস,এম খলিলুর রহমানসহ সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোজাদারদের মাঝে আসাদুজ্জামান বাবুর ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের তৃতীয় দিনও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।

পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন ইফতার বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা কৃষকলীগের সভাপতি সামছুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্তান প্রসবের পর সাবেক নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুৃটবল দলের সাবেক সদস্য রাজিয়া সুলতানা সন্তান জন্মদানের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহষ্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লহ্মীনাথপুর গ্রামের বাপের বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলার লহ্মীনাথপুর গ্রামের মৃত নূরালী সরদারের ছেলে মোঃ নজরুল ইসলাম সরদার জানান, তার বোন রাজিয়া সুলতানা পাঁচ ভাই বোনের মধ্যে ছোট। সে অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য হিসেবে বর্তমানে খেলাধুলা করছে। এর আগে সে অনুর্দ্ধ ১৪, অনুর্দ্ধ -১৫, অনুর্দ্ধ -১৬, অনুর্দ্ধ -১৭ ও অনুর্দ্ধ -১৭ ও অনুর্দ্ধ ১৮ দলে সুনামের সঙ্গে খেলা করেছে। দেশে ও দেশের বাহিরে ভারত, চায়না, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান, তাজাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে ফুটবল খেলে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে সে অনেক পুরষ্কার পেয়েছে।

উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিতালুন্নেছা ফুটবল টিমে খেলার সুবাদে রাজিয়ার সুখ্যাতি বাড়ে। পরবর্তীতে সে কুশুলিয়া কলেজিয়েট স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনার সময় ফুটবল প্রাকটিস করতো। ২০২০ সালে রাঙামাটি জেলার কাপ্তাই এলাকার পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়ি কালিগঞ্জের লক্ষীনাথপুরে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। পরবর্তীতে তার শরীর অসুস্থ হয়ে পড়লে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে ডাঃ গোলাম মোস্তফা জানিয়েছেন। বৃহষ্পতিবার বাদ আসর বাড়ির পাশের মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বর্তমানে রাজিয়ার সদ্যজাত পুত্র সন্তানটি সুস্থ আছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরাতন সাতক্ষীরায় রোজাদারদের মাঝে আসাদুজ্জামান বাবুর ইফতার সামগ্রী বিতরণ

মাহে রমজানের দ্বিতীয় দিনে পুরাতন সাতক্ষীরায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

বুধবার (১৩ মার্চ) বিকালে পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ৩নং ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক ফুল বাবু, আশরাফুল কবির খোকন, কামরুজ্জামান, মুজিবুর রহমান, আব্দুল কাদের, রবিউল ইসলাম, রেজাউল কাগুজি, রিন্টসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্ম ী।

আসাদুজ্জামান বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায় প্রতিদিন শতশত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। আর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রমজান মাসের প্রথম দিনে শতাধিকেরও অধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভিডাব্লিউবি কার্ডের চাউল বিতরণের উদ্বোধন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় মঙ্গলবার ১২ ই মার্চ সকালে সখিপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ডের চাউল বিতরণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।

৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ গোলাম রব্বানী,ইউপি সদস্য মোখলেছুর রহমান, নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম।

১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি রেহানা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন সহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest